সংশয়

অপ বাক এর ছবি
লিখেছেন অপ বাক (তারিখ: বুধ, ১২/০৯/২০০৭ - ৭:২৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

বেশ কয়েক দিন আগে সংশয় ছিলো, আশ্বিনে বন্যা নিয়ে- আশ্বিন আসতে এখনও ৩ দিন বাকি, তবে দেশের উত্তরাঞ্চল থেকে বন্যার পানি ছড়িয়ে পড়ছে দেশের মধ্যাঞ্চলে।

বন্যা পরবর্তী পূনর্বাসন প্রকল্পে কৃষিঋণ দেওয়া হচ্ছে- এটা সরকারের সুনজরে আছে এমন জনরবও শুনতে পাচ্ছি তবে সুদের হার ৮ থেকে বাড়িয়ে ১২ শতাংশ করা হয়েছিলো কারণ কৃষকদের ঋণ দেওয়া ঝুঁজিকর কাজ - ব্যাংকের ম্যানেজমেন্ট সংশ্লিষ্ট মানুষের বিবেচনাবোধ এবং অর্থনীতির পাঠের বিষয়ে আসলে সংশয় নেই- তবে বিষয়টা মানবিকতার বিচারে একটু কঠোর এই যা।

এর সাথে বাজারে ধানের চারার দাম বেড়েছে- প্রায় ২০০ থেকে ৩০০ শতাংশ এবং অবস্থা ভেদে ৪০০ শতাংশ পর্যন্ত মুল্যস্ফ্রীতি এখানে- আগে যে চারা পাওয়া যেতো ৮০ থেকে ১০০ টাকা শ এখন সেই চারাই বিক্রী হচ্ছে ৩০০ থেকে ৮০০ টাকার ভেতরে-

যারা চাষ করতে আগ্রহী তাদের সুযোগ কোথায়? ব্যাংক ঋণ দিবে না ঝুঁকির কারণে- বন্যার কারণে সঞ্চিত পুঁজি শেষ-

আমাদের সরকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে বাজারে ১৯টাকা কেজি চাল বিক্রী করছে তবে যদি ঋষি ঋণ সহায়তা না দেওয়া হয় তবে সামনের শীতে কোনো নবান্ন নয় বরং নিরন্ন মানুষের হাহাকারে ভরে থাকবে দেশ।


মন্তব্য

সুমন চৌধুরী এর ছবি

সেইটা মনে হয় ঠেকইতে পারবে। তবে আরো অনেক শর্তযুক্ত ঋণ দিয়া....
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

আরিফ জেবতিক এর ছবি

আমাদের সরকার সাহেব এজন্যই কিন্তু কৃষি ঋনের সুদের হার বাড়িয়েছেন গত মাসে।
দেশকে দারিদ্রমুক্ত করার মহান লক্ষ্যে আমরা দরিদ্রদেরকে খতম করার যাবতীয় চেষ্টা চালিয়ে যাবো ইনশাল্লাহ।

আরশাদ রহমান এর ছবি

যারা দেশ চালায় তাদেরতো চাল ডাল আর মরিচের দাম কত হইলো তা নিয়ে চিন্তা নাই। মরিচের দাম ২০০ কি আর ৫০০ কি? ছালের দাম ১৯ ও যা ৪৯ও তা তাদের কাছে। যদি ভাবতো সাধারন মানুষ কিভাবে চলবে তাহলেতো সঠিক সিদ্ধানতই নিতো। তারা হয়তো মনে করে নিজের অভাব নাই তাই যারা অভাভব আচছ তাদের কথা ভাবা যাবেনা।

হাসান মোরশেদ এর ছবি

পুরো দেশটাই লিমিটেড কোম্পানী হয়ে গেলো ।
-----------------------------------
মানুষ এখনো বালক,এখনো কেবলি সম্ভাবনা
ফুরোয়নি তার আয়ু

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

অমিত আহমেদ এর ছবি

কান্না পায় এসব ভাবলে! সংবাদপত্রে বন্যার্ত আর ভেঙে পড়া কৃষকের ছবি দেখলে চোখটা ভিজে আসে! কি করবো ভেবে পাই না। ডোনেশনের টাকা আদৌ ওদের কাছে যায় নাকি তা নিয়েও সংশয়! তবু সে-ই স্বান্তনা!


একটা ঝলসে যাওয়া বিকেল বেলা, একটা লালচে সাগরের জলে
যায় ভেসে যায় স্বপ্ন বোঝাই, নৌকা আমার কাগজের...

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।