গিটার ইশ্‌কুল: পর্ব-১: ফিঙ্গার এক্সারসাইজ ১-৪

সুবোধ অবোধ এর ছবি
লিখেছেন সুবোধ অবোধ (তারিখ: বুধ, ০৩/০৬/২০১৫ - ১০:০২অপরাহ্ন)
ক্যাটেগরি:

গত পর্বের শিরোনাম দেখে সানিয়া, মুনিয়াকে পটানোর দূর্দমনীয় ইচ্ছা নিয়ে পোস্টের উপর ঝাপিয়ে পড়ে হতাশ হয়ে যারা “ব্যাটা দেখাইলো মুরগী, খাওয়াইলো ডাইল” বলে আমাকে গালিগালাজ করেছিলেন, এই পর্বে তাদের জন্য আগেই সাবধান বাণী- মুরগী এখনো খাওয়ার সময় হয়নি। আপাতত গিলা কলিজাতেই সন্তুষ্ট থাকতে হবে যে। প্রথমেই একটা বেরসিক প্রশ্ন- গিটার কিনেছেন তো? গিটার বাজাই শুনে অনেকেই তাদের অনেক ইচ্ছা ছিলো গিটার শিখবে, শিখতে চায় বলে এই জীবনে যে কয়জন আমাকে জিজ্ঞেস করেছেন-“ভাই, গিটার বাজানো শিখতে কি লাগে?” আমি রসকষহীন কণ্ঠে জবাব দেই-“একটা গিটার আগে কেনা লাগে।” গিটার কেনা হয়ে থাকলে গত পর্বে যেমন বলেছিলাম স্ট্রেচিং এর কথা, সেভাবে স্ট্রেচিং করে আসুন এবার গিটার নিয়ে বসে যাই।

কিভাবে গিটার ধরবেনঃ
হাত থাকলেই শুধু গিটার কেন, সবকিছুই ধরা যায়। তবে বাজানোর জন্য গিটার ধরতে চাইলে সঠিক নিয়মেই ধরতে হবে। ছবিতে দেখুন-

ছবিঃ ক্যাজুয়াল গিটার হোল্ডিং পজিশন

ছবিঃ ক্লাসিক্যাল গিটার হোল্ডিং পজিশন

আর, নিচের এই বেচারাদের মতো করে গিটার ধরবেন না।

ডান (রিদম হ্যান্ড) হাতের পজিশনঃ
ছবিতে দেখুন। কনিষ্ঠ আঙুলে ভর দিয়ে সাপোর্ট নিন। হাতের তালু স্যাডল বা ব্রিজের উপর রাখবেন না। প্রথম দিকে শুধু কনিষ্ঠ আঙুলে ভর দিয়ে ব্যালান্স এবং তারে স্ট্রোক করার ক্ষেত্রে একটু শক্তি কম পেতে পারেন, তবে চিন্তার কিছু নেই। ধীরে ধীরে এই সমস্যা কেটে যাবে।

বাম(ফ্রেট হ্যান্ড) হাতের পজিশনঃ
হাতের বৃদ্ধাঙ্গুলি ফ্রেটবোর্ডের পেছনের দিকে থাকবে (ছবিতে দেখুন), আর বাকি চার আঙুল সামনের দিকে। হাতের কব্জি ঠিক ফ্রেটবোর্ডের অ্যালাইনমেন্ট বরাবর রাখুন। বৃদ্ধাঙ্গুলিতে ভর বা সাপোর্ট দিয়ে বাকি আঙুলগুলি ফ্রেটবোর্ডের বিভিন্ন যায়গায় নাড়াচাড়া করতে হয়।

পিক ধরার নিয়মঃ

ছবিঃ ছবি কথা কয়

হাতের আঙুলের পরিচয়ঃ

আসুন, নতু করে হাতের আঙুলের সাথে পরিচিত হই। “T” দিয়ে বৃদ্ধাঙ্গুলিকে বোঝানো হয়েছে। তর্জনি হচ্ছে ১ নাম্বার, মধ্যাঙ্গুলি ২ নাম্বার (খিয়াল কইরা), অনামিকা ৩ নাম্বার আর কনিষ্ঠ আঙুল হচ্ছে ৪ নাম্বার। এরপর থেকে যুদ্ধাপরাধের বিচার নিয়ে কোন মানবাধিকারবারী, জাতিসংঘ, পাতিসংঘ আজাইরা ত্যানা প্যাচাতে আসলে যারা একটু লাজুক প্রকৃতির, গালিগালাজ করতে পারেন না তারা নির্দিধায় বলে দিতে পারেন-“তোমাদের জন্য ২ নাম্বার আঙুল) খাইছে চোখ টিপি
যাইহোক, লাইনে আসি। জিজ্ঞেস করতেই পারেন PIMA কি?
P = Pulgar = Thumb
I = Indice = Index finger
M = Medio = Middle finger
A = Anular = ring finger

তারের পরিচয়ঃ
স্ট্যান্ডার্ড টিউনে থাকলে (পরে বলা হবে) ১ম অর্থাৎ নিচের সবচেয়ে সরু তারের নাম E, তার উপরেরটা B (২য়), তার উপরেরটা G(৩য়), তার উপরেরটা D (৪র্থ), তার উপরেরটা A(৫ম) এবং সবার উপরের সবচেয়ে মোটা তারের নাম E(৬ষ্ঠ)

ছবিঃ গিটারের তারের পরিচয়

গিটার ট্যাব(TAB)/ ট্যাবলেচার পড়ার নিয়মঃ
ট্যাবলেচার কি? সহজ কথায় এটি গিটারের তার, ফ্রেট এবং নোটের সাংকেতিক প্রকাশ। অর্থাৎ, ঠিক কখন, কোন নোটে, কোন তারে আঙুল রাখতে হবে বা টোকা দিতে হবে তা বোঝানোর জন্য এই ভাষা ব্যবহার করা হয়।

ছবি বড় দেখতে এইখানে ক্লিক করুন।


ফিঙ্গার এক্সারসাইজ


লেসন-১ঃ TAB দেখেই বোঝা যাচ্ছে ৬ নং তার। ১নং ফ্রেটে আপনার ফ্রেট হ্যান্ডের ১নং আঙুলের ডগা দিয়ে চেপে ধরুন। ফ্রেট হ্যান্ডের পজিশন অবশ্যই খেয়াল রাখবেন। রিদম হ্যান্ড সঠিক ভাবে রেখে ঠিকভাবে পিক ধরে ৬ নং তারে পিক দিয়ে নিচের দিকে (↓) স্ট্রোক করুন। ফ্রেট হ্যান্ডের ২নং আঙুলের ডগা দিয়ে ২নং ফ্রেটে চেপে ধরে পিক দিয়ে উপরের দিকে (↑) স্ট্রোক করুন। ফ্রেট হ্যান্ডের ৩নং আঙুলের ডগা দিয়ে ৩নং ফ্রেটে চেপে ধরে পিক দিয়ে নিচের দিকে (↓) স্ট্রোক করুন। ফ্রেট হ্যান্ডের ৪নং আঙুলের ডগা দিয়ে ৪নং ফ্রেটে চেপে ধরে পিক দিয়ে উপরের দিকে (↑) স্ট্রোক করুন। একইভাবে প্রত্যেক তারে। (ভিডিও এবং TAB দেখুন)

লেসন-২ঃ এই ক্ষেত্রে প্রত্যেক ফ্রেটে ২ বার করে স্ট্রোক দিতে হবে। প্রথমবার নিচেরদিকে (down stroke ↓) দ্বিতীয়বার উপরদিকে (up stroke ↑) এবং একইভাবে প্রত্যেক তারে।(ভিডিও এবং TAB দেখুন)


লেসন-৩ঃ এই ক্ষেত্রে প্রত্যেক ফ্রেটে ৪ বার করে স্ট্রোক দিতে হবে। প্রথমবার নিচেরদিকে (down stroke ↓) দ্বিতীয়বার উপরদিকে (up stroke ↑) তৃতীয়বার নিচেরদিকে এবং চতুর্থবার উপরেরদিকে। একইভাবে প্রত্যেক তারে।(ভিডিও এবং TAB দেখুন)

লেসন-৪ঃ এটা একটু ভিন্ন। ৬ নং তারের ১ম আঙুল বসবে ১ম ফ্রেটে। ৫ নং তারের ক্ষেত্রে প্রথম আঙুল বসবে ২য় ফ্রেটে, ৪ নং তারের ক্ষেত্রে প্রথম আঙুল বসবে ৩য় ফ্রেটে, ৩ নং তারের ক্ষেত্রে প্রথম আঙুল বসবে ৪র্থ ফ্রেটে, ২ নং তারের ক্ষেত্রে প্রথম আঙুল বসবে ৫ম ফ্রেটে এবং ১ নং তারের ক্ষেত্রে প্রথম আঙুল বসবে ৬ষ্ঠ ফ্রেটে।(ভিডিও এবং TAB দেখুন)


মন্তব্য

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

এইগুলা প্যাক্টিস করতে হবে। কতদিন করা হয় না!

সুবোধ অবোধ এর ছবি

একই অবস্থা। খাইছে

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

এই সুযোগে স্ট্যাফ নোটেশন নিয়ে আমার একটা পোস্টের বিজ্ঞাপন গুঁজে দিয়ে যাই খাইছে
http://www.sachalayatan.com/mahbub/25638

সুবোধ অবোধ এর ছবি

এতদিন কুথায় ছিলেন? আপ্নেরেই তো দরকার। হাসি

রাতঃস্মরণীয় এর ছবি

আমিও তবে একখান গুঁজে দেই-

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

কোন সফটওয়ার দিয়ে করছেন?

রাতঃস্মরণীয় এর ছবি

গিটার প্রো দিয়ে করেছিলাম। তবে এটাই প্রথম এবং শেষ। এর পরে যদি আর কিছু করি, হাতে লিখেই করবো।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

সুবোধ অবোধ এর ছবি

আমাকে শেখান পিলিজ। দেঁতো হাসি

রাতঃস্মরণীয় এর ছবি

মুর্শেদের ব্লগটি নিয়ে নাড়াচড়া করলে অনেক দূর যেতে পারবেন। আর কষ্ট করে শেখা জিনিস সহজে ভুলতে চাইলে গিটার প্রো বা ওইসব জিনিস অনেক হেল্প করবে।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

দাঁড়িয়ে কিভাবে গিটার ধরতে হয়:

সুবোধ অবোধ এর ছবি
মেঘলা মানুষ এর ছবি

গিটার শেখা শুরু করার সর্বোচ্চ বয়স কত?
আমার মত বুইড়া ব্যাটা কি ফাইরবে? চিন্তিত

সুবোধ অবোধ এর ছবি

কোন বয়স নাই। ঠিকঠাক মতো ধরার বয়স হওয়ার পর থেকে যে কোন বয়সে। চেষ্টা করলে অবশ্যই ফাইরবেন। হাসি

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

এই প্রথম একজন লোক পাওয়া গেলো যে সময়মতো পরের পর্ব নিয়ে হাজির হইছে। জয় বাংলা।
পোস্ট ভালো হইছে, চলুক। চলুক

______________________________________
পথই আমার পথের আড়াল

সুবোধ অবোধ এর ছবি

হো হো হো
জয় বাংলা।
আগামী কয়েক পর্বের লেসনের ট্যাবও রেডি। হাসি

সত্যপীর এর ছবি

জীবনেও সানিয়া মুনিয়ারে পটানো হইবনা।

..................................................................
#Banshibir.

সুবোধ অবোধ এর ছবি

এইভাবে ভাইঙ্গে পড়লে কেমনে হবে পীর সাব? আপ্নে ভাইঙ্গে পড়লে তাহলে আমরা কুথায় যাব? ফু দেন।

সত্যপীর এর ছবি

আপনেরে গীটার শিক্ষা ফুঁ দিয়া লাভ কি, আপনে তো অলরেডি সব শিক্ষালাইসেন। বরং আয়না একটা ধইরা আমি নিজেরে নিজে রিভার্স ফুঁ দিয়া দেখা যাইতে পারে।

..................................................................
#Banshibir.

সুবোধ অবোধ এর ছবি

গিটারে ফু দিয়া গিটার বশ করেন। চোখ টিপি

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

পর্বগুলোতে একটা কমন কিন্তু ইউনিক ট্যাগ যুক্ত করলে খুঁজে পেতে সুবিধা হতো। আমি সাজেস্ট করি: গিটার ইশ্‌কুল

সুবোধ অবোধ এর ছবি

দিয়ে দিছি। দেঁতো হাসি

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

'গিটার টিউটোরিয়াল' হলে কেমন হয়? কেউ কিছু শেখার জন্য খুঁজলে সাধারণত 'টিউটোরিয়াল' কিওয়ার্ড দিয়ে খোঁজে

______________________________________
পথই আমার পথের আড়াল

সুবোধ অবোধ এর ছবি

ইংরেজিতে?

গৃহবাসী বাউল এর ছবি

সাথে আছি। চলুক। হাততালি চলুক
মুর্শেদ ভাইয়ের কাছে অনুরোধ, আপ্নিও কিছু ভিডু বাইর করেন।।।।।বুঝেনই তো!!!

-----------------------------------------------------------
আঁখি মেলে তোমার আলো, প্রথম আমার চোখ জুড়ালো
ঐ আলোতে নয়ন রেখে মুদবো নয়ন শেষে
-----------------------------------------------------------

সুবোধ অবোধ এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-
শিরোনামে একবার দিতে চাইছিলাম "ভিডিও সহ।" চোখ টিপি

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

ফান না, দিতেই পারেন কিন্তু...

______________________________________
পথই আমার পথের আড়াল

সুবোধ অবোধ এর ছবি

হা হা হা। যে যে পর্বে থাকবে সেই পর্বগুলোতে দেয়া যেতে পারে।

অতিথি লেখক এর ছবি

খুব ইচ্ছা ছিলরে ভাই। বাফায় (ওয়াইজঘাট) গিয়া ভর্তিও হইছিলাম, কিন্তু পুরান ঢাকার রকমারি নাস্তা আর বন্ধু সানির দুশমনিতে ক্লাস করা হয় নাই। এইবার বোধ হয় একটা কিছু হইলেও হইতে পারে।

দারুন পোস্ট। আগেরটা পইড়া আসলাম। এইবার আমি মনযোগি ছাত্র। মাস্টাররা ফাঁকি দিলে চলব না।

স্বয়ম

সুবোধ অবোধ এর ছবি

লাইনে আসুন। খাইছে

মেহেদী হাসান মুন এর ছবি

চমত্কার

সুবোধ অবোধ এর ছবি
সীমা এর ছবি

Lesson 4 টা ইন্টারেস্টিং লাগলো। একই ফ্রেটে একাধিক স্ট্রোক হলে কি আপ- ডাউন করে বাজাতে হয়? আমাকে শুধু ডাউন স্ট্রোক এর কথা বলছিলেন, হয়ত বিগিনার বলে। এই সিরিজ কি রক স্টাইল বাজানোর উপর....

সুবোধ অবোধ এর ছবি

ডাউন-আপ স্ট্রোকের পিকিং কে বলে অল্টারনেটিভ পিকিং। এটা শুধু একই ফ্রেটে একাধিক স্ট্রোক হলে না, সিঙ্গেল স্ট্রোক হলেও (ধরে নিলাম ডাউন স্ট্রোক) পরের ফ্রেটে আপ স্ট্রোক দিতে হয়। তার চেঞ্জ করলেও। ক্লাসিক্যাল গিটার প্লেয়িং এর স্টাইল প্রায় পুরোই অন্যরকম। এটা ক্যাজুয়াল গিটার প্লেয়িং এর লেসন। প্লাকিং এর ক্ষেত্রে আবার অন্য স্টাইল। ওইসবও আসবে পর্যায়ক্রমে। কেবল তো শুরু হলো।

রাতঃস্মরণীয় এর ছবি

একটি নির্দিষ্ট ফ্রেটে যদি পুল করেন বা স্ট্রোকের মাধ্যমে ফ্রিকোয়েন্সির ভ্যারিয়েশন ঘটাতে চান (বাংলায় বলি- স্ট্রোকের সাহায্যে সাউন্ড/ভল্যুম কমাতে/বাড়াতে চান), তবে ভ্যান হেলেন লেভেলের কেউ না হলে আপস্ট্রোক না বাজানোই বাঞ্ছণীয়। বাজারে কিছু কিছু চোরা টেকনিক আছে স্ট্রোক নিয়ে। কমল ভাইয়ের একটা টিউটোরিয়ালে দেখেছিলাম সিঙ্গল স্ট্রোকে তিনি চারটা নোট কভার করলো শ্রুতি মাধুর্যের জন্য (এটা তিনি সহজেই চারটা স্ট্রোকে করতে পারতো)। আর আমার মতো পাব্লিকেরা চারটা স্ট্রোক ওই গতিতে বাজাতে পারিনা বলে ল্যুল নয়নে সিঙ্গল স্ট্রোকে সেরে ফেলার চেষ্টা করি।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

সুবোধ অবোধ এর ছবি
সুলতানা সাদিয়া এর ছবি

আমাকে দিয়ে হবে না বাপু, আমি পড়ার আগেই ফেল। মন খারাপ

-----------------------------------
অন্ধ, আমি বৃষ্টি এলাম আলোয়
পথ হারালাম দূর্বাদলের পথে
পেরিয়ে এলাম স্মরণ-অতীত সেতু

আমি এখন রৌদ্র-ভবিষ্যতে

সুবোধ অবোধ এর ছবি

চাইলেই হবে। হাসি

ত্রিমাত্রিক কবি এর ছবি

দারুণ। একটা গিটার ছিল, শেখার চেষ্টা করছিলাম। দেশে আসার সময় বেঁচে দিয়ে আসছি। আবার একটা কিনতে হবে দেখছি।

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

সুবোধ অবোধ এর ছবি

দেশে আসার সময় বেঁচে দিয়ে আসছি।

করছেন কি?!! মন খারাপ

ত্রিমাত্রিক কবি এর ছবি

হেহে ব্যাপক মালসামান আর বই টানতে গিয়ে গিটার বাবাজিকে বেঁচে দিয়েই আসতে হল মন খারাপ

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

সুবোধ অবোধ এর ছবি

আমার বরং গিটার বাদ্যযন্ত্র হিসেবে বাজানোর চেয়ে পটাং করে কেম্নে তারখানা ছিঁড়ে ফেলা যায় সেটা শিখতে মন চায়

এইটা কোন কথা!!!

সচলের সাফিনাজ আরজু আফামনি গিটার শিখতেছেন কিন্তু।

উনার জন্য হাততালি।

ইশকুলের হেডু কে? বেতন কতো?

চিন্তিত

আয়নামতি এর ছবি

পিয়ানো শিখতে না শিখতেই শেখার ইচ্ছা চলে গেছিলো।
আমার বরং গিটার বাদ্যযন্ত্র হিসেবে বাজানোর চেয়ে পটাং করে কেম্নে তারখানা ছিঁড়ে ফেলা যায় সেটা শিখতে মন চায় খাইছে
সচলের সাফিনাজ আরজু আফামনি গিটার শিখতেছেন কিন্তু। তাকে এ লিংকটা দিতে হবে।
ইশকুলের হেডু কে? বেতন কতো? দেঁতো হাসি চলুক। শিক্ষার কুনু শেষ নাই।

সুবোধ অবোধ এর ছবি

আপ্নারে দেয়া জবাব উপরে চলে গেছে। খাইছে

সাফি এর ছবি

নাজহীন সাফিও শিখতেসে।

সুবোধ অবোধ এর ছবি
সাফি এর ছবি

চমৎকার হইসে লেসন। ইয়্যুটিউবে ভিডিওর লিন্ক দেওয়া যায়। সেই ভাবে চার লেসনের চারটা লিন্ক বানায় সংযুক্ত করে দিতে পারেন।

চলুক।

সুবোধ অবোধ এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-
ছোট ছোট বলে চারটা একসাথে করে দিছি।

সাফি এর ছবি

সেইটা বুজছি বস। নিচের ৪টা লিনক দেখেন। কেউ যদি রিভাইজ মুডে কোন নির্দিষ্ট লেসন খুঁজতে যায় তাহলে সহজে পেয়ে যাবে।

লেসন - ১
লেসন - ২
লেসন - ৩
লেসন - ৪

সুবোধ অবোধ এর ছবি

এই জিনিসটা যেন কেমনে করে?? (আমি একটা টেক মূর্খ ওঁয়া ওঁয়া )

সাফি এর ছবি

লিন্কগুলা দেখেন শেষে একটা ?t=1m32s জুড়ে দিলেই হবে.

সুবোধ অবোধ এর ছবি

হাসি
আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- আপ্নেরে বস। ?t না, &t তে হইলো। খাইছে

নার্সিসাস  এর ছবি

কয়েকবার শিখতে ধরে ছেড়ে দিছি। এবার লাইনে চলে আসছি। ভাই মাঝপথে আবার থামাইয়েননা।

সুবোধ অবোধ এর ছবি

থামানোর ইচ্ছা নাই আপাতত। হাসি

সাক্ষী সত্যানন্দ এর ছবি

এই পত্থম কুনো মাস্টর আমারে ঘাড় ধইরা ক্লাস থিক্যা বাইর কইরা দিল ওঁয়া ওঁয়া

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

সুবোধ অবোধ এর ছবি

অ্যাঁ কেডা করলো এই কাম??

সাক্ষী সত্যানন্দ এর ছবি

হেডমাস্টর রসকষহীন কণ্ঠে জবাব দেয়- “একটা গিটার আগে কেনা লাগে।” ওঁয়া ওঁয়া

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

সুবোধ অবোধ এর ছবি

হো হো হো
কিনালান। খাইছে

রাহিন হায়দার এর ছবি

দারুণ উদ্যোগ! চলতে থাকুক।

দুই পয়সা যোগ করি; ভিডিওতে যে লেসনগুলো দিয়েছেন, সেগুলো করার জন্যে মেট্রোনোম ব্যবহার করাটা জরুরী মনে হয় আমার কাছে।

সুবোধ অবোধ এর ছবি

অবশ্যই। খুবই প্রয়োজনীয় জিনিস। মেট্রোনমের ব্যাপারটা আর দুই এক পর্ব পরেই আনতে চাচ্ছিলাম। প্রথমেই মেট্রোনমের খপ্পরে পড়ে অনেকে আরও ঘাবড়ে যায়।

পরামর্শের জন্য অনেক ধন্যবাদ এবং আপনার কাছ থেকে সব সময়ই এমন সদুপদেশ আশা করি। হাসি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।