ঋতুপ্রবাহ

উজানগাঁ এর ছবি
লিখেছেন উজানগাঁ (তারিখ: রবি, ১৭/০৫/২০০৯ - ১১:২৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

আজ অকারণে ছুঁয়ে যাচ্ছে ভয়--রাত্রিজ্বর
আমি তাতে বিবর্ণ ঘাসেদের প্রকারে ছড়িয়ে দিচ্ছি অবসাদ

ফলে ক্লোজশট--দীর্ঘরাত্রি
তাতে খলবল করে উঠে আসছে নিদ্রাভয়-ঋতুপ্রবাহ

বর্ষাযাপনের নামে আমি তাই বার-বার ছুঁয়ে ফেলছি জল

না ছুঁয়ে দিলে জল কি তবে বরফের মতই স্থির--নির্বোধ!


মন্তব্য

আহমেদুর রশীদ এর ছবি

শব্দের মিল থাকা মানেই অনুকরণ নয়। সমসাময়িক প্রসঙ্গে এসবের দিকে চোখটা একটু আড় হয়ে যায়,এই আর কী। কবিতাপানের নামে আমি তাই মাঝে মধ্যে একটু তাড়িয়ে তাড়িয়ে ঢোক গিলি,অকারণে ছুঁই কবিতার হাড়-হাড্ডি।

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

উজানগাঁ এর ছবি

ছুঁয়ে দেখা ভাল। তাতে বিশ্বাসটা দৃঢ় হয়। চোখ টিপি

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

কাট কাট ক্যামেরা-শটের মতোই লাগল। ভালো লাগল।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
এই একাউন্টটি কোন মডারেটরের নয়। এই একাউন্ট থেকে মডারেশন করা হয়না, কিংবা এই একাউন্টের কর্মকান্ডের দায়ভার সচলায়তন নেবে না।

উজানগাঁ এর ছবি

ধন্যবাদ

পলাশ দত্ত এর ছবি

না ছুঁয়ে দিলে জল কি তবে বরফের মতই স্থির--নির্বোধ!- এই লাইনটা (ঠিক যেভাবে আছে সেভাবে নয়) কি প্রথমে আপনার মাথায় আসছিলো? তারপর কবিতাটা নির্মাণ করছেন?
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

উজানগাঁ এর ছবি

ঠিক মনে করতে পারছি না। এইটা ২০০৩-৪ এর দিকে লেখা।

মূলত পাঠক এর ছবি

আপনার কবিতা পড়তে ভালো লাগে, ব্যাখ্যা না করেও ভালো লাগে। এইটা আমার পক্ষে একটু কঠিনকর্ম, কিন্তু চালিয়ে যাচ্ছি। হাসি

আরো লিখুন।

উজানগাঁ এর ছবি

ভালো লাগাটাই ব্যাপার। অন্যসবকিছু তুচ্ছ এর কাছে। হাসি

কীর্তিনাশা এর ছবি

চমৎকার লাগলো।

উজান ভাই, কবিতার সাথে সাথে ছবি পোস্টও চাই। হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

উজানগাঁ এর ছবি

হাহাহাহা! হবে হবে ! চোখ টিপি

সুলতানা পারভীন শিমুল এর ছবি

না ছুঁয়ে দিলে জল কি তবে বরফের মতই স্থির--নির্বোধ!
এই লাইনটাই পুরো একটা কবিতা...

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

উজানগাঁ এর ছবি

হয় এইরকম। বিচ্ছিন্নভাবে এক একটি লাইন মাঝেমধ্যে কবিতা হয়ে উঠে। হাসি

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

চলুক

উজানগাঁ এর ছবি

ধন্যবাদ

রানা মেহের এর ছবি

শেষ লাইনটাই পুরো একটা কবিতা
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

উজানগাঁ এর ছবি

লেখার সময় ঠিক ঐরকম কোনোকিছু মনে হয়নি। এখন মনে হচ্ছে হয়তো ! হাসি

ফারহানা [অতিথি] এর ছবি

এসো নীপবনে ছায়াবিথী তলে
এসো করো স্নান নবোধারা জলে

উজানগাঁ এর ছবি

হা হা ! বর্ষাযাপন বলে কথা। সংক্রামক ব্যাধি ! দেঁতো হাসি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।