নিষিদ্ধ করাতকল

উজানগাঁ এর ছবি
লিখেছেন উজানগাঁ (তারিখ: বুধ, ২৬/০৩/২০১৪ - ১:১১অপরাহ্ন)
ক্যাটেগরি:

মাঝে মাঝে ভালো লাগে না কিছুই, মাঝে মাঝে পালাতে ইচ্ছে করে। চেনা হাতঘড়ি, রোদচশমা কিংবা প্রিয় মানুষটিকেও অসহ্য মনে হয়। যেনো অন্যকোথাও যাবার কথা ছিল—

মৃত্যুমুখ অবধি ছড়ানো এ গাথা— এক অসম্ভব সেতু ছড়ানো চারপাশে। মেঘের মধ্যে উড়ছে আমাদের ঘরবাড়ি যাবতীয় ভালো লাগা। দ্যাখো, দু’হাতে চোখ ঢেকেও আমি তাকে থামাতে পারছি না! শিথিল স্বপ্নের মতো ঘুমন্ত আগুন থেকে বেরিয়ে সে বসে আছে নিষিদ্ধ করাতকলের পাশে।

জেনো, শূন্যতার কাছেই তবে আমাদের সব ভাষাশিক্ষা— বর্ণপরিচয়!


মন্তব্য

অতন্দ্র প্রহরী এর ছবি

ভালো লাগল কবিতাটা। সাথে একটা ছবি জুড়ে দিতে পারতেন বোনাস হিসাবে। হাসি

উজানগাঁ এর ছবি

হাসি

এক লহমা এর ছবি

"মাঝে মাঝে ভালো লাগে না কিছুই," - মাঝে মাঝে হলে চিন্তা নেই, সব সময় না হলেই হল! হাসি
কবিতা ভাল লেগেছে চলুক

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

উজানগাঁ এর ছবি

ধন্যবাদ।

অতিথি লেখক এর ছবি

যাবতীয় ভালো লাগাগুলো উড়তে উড়তেই হারিয়ে যায় কোথাও। আর মাঝে মাঝে ওদের সাথে উড়ে পালিয়ে যেতেও বাঁধা নেই কিন্তু চোখ টিপি

কবিতা ভালো লেগেছে অলস কবি! হাসি

- শ্রাবস্তী

উজানগাঁ এর ছবি

অলস ক্যামনে! আমি উড়তে উড়তে ওদের সাথে পালিয়ে গেসিলাম। চোখ টিপি

আয়নামতি এর ছবি

আপনার ছবিগুলো কবিতার মত, কবিতাগুলো ছবির মত সুন্দর!!!

ইয়ে, 'শূন্যতা' ভানামটি ঠিক করে নিন প্লিজ!

উজানগাঁ এর ছবি

ধন্যবাদ। বানান ঠিক করা হয়েছে। হাসি

সবজান্তা এর ছবি

অনেকদিন পর আপনার কবিতা পড়লাম। বরাবরে মতোই ভালো লাগলো।

উজানগাঁ এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

তাহসিন রেজা এর ছবি

জেনো, শূণ্যতার কাছেই তবে আমাদের সব ভাষাশিক্ষা— বর্ণপরিচয়

এই লাইনটা মনে থাকবে। হাসি

------------------------------------------------------------------------------------------------------------
“We sit in the mud, my friend, and reach for the stars.”

অলীক জানালা _________

উজানগাঁ এর ছবি

হাসি

স্যাম এর ছবি

মাঝে মাঝে তব দেখা পাই ... চোখ টিপি

উজানগাঁ এর ছবি

আপনারতো দেখাই পাই না। দেঁতো হাসি

প্রোফেসর হিজিবিজবিজ এর ছবি

শূণ্যতার কাছেই তবে আমাদের সব ভাষাশিক্ষা— বর্ণপরিচয়

দারুণ লাগলো।

____________________________

উজানগাঁ এর ছবি

ধন্যবাদ। হাসি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।