সকালবেলার গান

উজানগাঁ এর ছবি
লিখেছেন উজানগাঁ (তারিখ: সোম, ১১/০৪/২০১১ - ৩:১৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

সকালে ঘুম ভেঙ্গে প্রতিদিন শুনি 'আমরা ‌করবো জয়‌’
হারমোনিয়ামের রিডে তার আঙুলগুলো কিছুটা ত্রস্ত-বিষাদমাখা
অনেকটা বহুদূর ঘুরে আসা
ঘোড়ার ক্ষুরধ্বনির মতো ক্লান্ত--নুয়েপড়া

সারাটাদিন গানের ভেতরকার করুণ সুরখানি আমাকে নাড়াতে থাকে

ভাবি কোনো একদিন তাকে থামিয়ে দেবো, বলবো
বড় বেশি করুণ এ গান--বড় বেশি দ্বিধা--কেঁপে ওঠা
বড় বেশি মলিন--মেঘমদিরতা

যদি কোনো এক সকালে ঘুম ভেঙে
তার নিঃসাড় আঙুলগুলো হারমোনিয়ামের রিড খুঁজে না পায়

যদি একদিন সকাল না আসে


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

আপনার লেখা দেখে মনে করলাম রেণুকা নিয়ে কোনকিছু।

ভালো লেগেছে কবিতাটা।

সুপ্রিয় দেব শান্ত

উজানগাঁ এর ছবি

রেণুকা নিয়ে একখানা কোবতে লিখতে পারলে ভালো লাগতো। পৃষ্ঠার পর পৃষ্ঠা গদ্য লিখে যাওয়া ক্লান্তিকর। চোখ টিপি

মুস্তাফিজ এর ছবি

সাথে মিল রেখে একটা ছবি দিলে ভালো হইতো

...........................
Every Picture Tells a Story

উজানগাঁ এর ছবি

কবিতার সাথে ছবি সচেতন ভাবেই দেইনি। দুইটা একসাথে গেলেই একধরনের কস্ট্রাস্ট তৈরী হয়। আমি চাই কবিতা পড়ার সময় একজন পাঠকের পূর্ণ মনোযোগ কবিতার দিকেই থাকুক।

তবে মতভেদ থাকতেই পারে। হাসি

ফারুক হাসান এর ছবি

অনেক দিন পর! খুব ভালো লাগলো।

উজানগাঁ এর ছবি

আসলেই অনেকদিন পর ! হাসি

সবুজ পাহাড়ের রাজা. এর ছবি

ভালো লাগলো।

উজানগাঁ এর ছবি

হাসি

অতিথি লেখক এর ছবি

ভালো লাগলো। চোখ বুজে সকালটা কল্পনা করার চেষ্টা করছি।
labin rahman

উজানগাঁ এর ছবি

ধন্যবাদ।

কবিতা পড়ে যদি সকালটা কল্পনা করা যায় সেটা নি:সন্দেহে অসাধারন একটা ব্যাপার। হাসি

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ভাল্লাগছে।

উজানগাঁ এর ছবি

হাসি

সবজান্তা এর ছবি

আরে দারুণ !

কথা রাখার (!!!) জন্য ধন্যবাদ দেঁতো হাসি :D

উজানগাঁ এর ছবি

হাসি

মণিকা রশিদ এর ছবি

ভালো লাগলো।

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

উজানগাঁ এর ছবি

ধন্যবাদ দিদি।

সৈয়দ আফসার এর ছবি

হারমোনিয়ামের রিডে তার আঙুলগুলো কিছুটা ত্রস্ত-বিষাদমাখা

এই লাইনটি বেশ টেনেছে চোখ টিপি

__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

উজানগাঁ এর ছবি

টানতে পারলে ভালো। চোখ টিপি

তোর খবর কি? কবে আসবি?

তিথীডোর এর ছবি

যাক, লিখলেন। চলুক
♫♪ 'কিছু বিষাদগ্রস্থ দিন, ছিল প্রেমিকার চোখে জমা ......
আলো নেই, রোদ নেই, কিছু বিপন্ন বিস্ময়।'
এই গানটা আবার মনে পড়লো। হাসি

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

উজানগাঁ এর ছবি

!

উজানগাঁ এর ছবি

ঘ্যাচাং

উজানগাঁ এর ছবি

হাসি

বিষাদগ্রস্থ দিন না হয় পেলাম। প্রেমিকা তো পেলাম না। :পি

অনার্য সঙ্গীত এর ছবি

মন খারাপ হল। মন খারাপ

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

উজানগাঁ এর ছবি

পুরো ব্যাপরটা আসলেই মন খারাপ করা। আমারো মন খারাপ হয়েছিল। :পি

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

দারুণ...

______________________________________
পথই আমার পথের আড়াল

উজানগাঁ এর ছবি

হাসি

অনুপম ত্রিবেদি এর ছবি

তোমার কবিতা একটা স্রোতের মতো, টেনে নিয়ে যায়।

... এটা প্রিয়তে রাখতেই হয়।

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

উজানগাঁ এর ছবি

তোমারে টানার মতো স্রোত আছে নাকি কোথাও ! চোখ টিপি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।