উইন্ডজরে সচল সফর, ২০০৯

প্রকৃতিপ্রেমিক এর ছবি
লিখেছেন প্রকৃতিপ্রেমিক (তারিখ: সোম, ২২/০৬/২০০৯ - ৩:০৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

যখনই ঘোষণাটা পোস্ট করতে চাই তখনই দেখি সচলে কোন না কোন উপলক্ষে লেখা চলছে। গত দুই সপ্তাহে নিজের লেখা, এর পর বাবা দিবসের লেখা-- এসবের ভীরে গুরুত্বহীন-অথচ-আকর্ষণীয় এই খবর দিতে মন চাইছিলনা। আচ্ছা, কথা না বাড়িয়ে সংক্ষেপে বলে যাই। না সংক্ষেপে বলা যাবেনা, একটু ভূমিকা করতে হবে:

-আমি শিমুল হাসি

এইটুকুই ছিল আনোয়ার সাদাত শিমুলের প্রথম ইমেইল (মে ১৭, ২০০৯)। এর পরে জিমেইলের ঐ থ্রেডে ৪৩টা মেইল চালাচালি হয়েছে। সাথে যুক্ত হয়েছে অমিত আহমেদ, কিংকং, বিপ্র, আর রিটন ভাই। শেষে থ্রেড এত বড় হয়ে যায় যে অমিত বাধ্য হয়ে আরেকটা থ্রেড খোলে। কথা চালাচালির পরে সিদ্ধান্ত হয় আসছে জুনের ২৬ তারিখ, শুক্রবার তারা আমার এখানে আসছে। খুবই আনন্দের সংবাদ। কিন্তু এর সাথে দু:খের সংবাদও আছে। রিটন ভাই শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে জানিয়েছেন এযাত্রা আমাদের সঙ্গ দিতে পারছেন না।

উত্তর আমেরিকার কানাডায় সচলাড্ডার পরিকল্পনা অনেকদিনের। ইচ্ছে ছিল মে মাসের ১-১৮ তারিখের কোন এক উইকেন্ডে সবাইকে নিয়ে অটোয়ায় টিউলিপ উৎসব দেখতে যাবো। উৎসব দেখা হবে, সাথে সচলাড্ডাও হবে। কিন্তু সেটা সম্ভব হয়ে ওঠেনি।

কমপক্ষে শুক্র থেকে রবিবার পর্যন্ত আমার এখানে থাকার ব্যাপারে সবাই সাদা ইমেইলে টিপসই দিয়েছে। যারা বেশি থাকতে পারবে তাদের জন্য থাকবে উত্তম জাঝা।

পরিকল্পনা:

পুরোটাতো এখন বলা যাবেনা। তবে এটুকু বলে রাখি কানাডার সর্বদক্ষিণের একটি দ্বীপে (পিলি দ্বীপ) আমরা যাবো। স্থলভূমি থেকে লেক এরি'র উপর দিয়ে ফেরীতে করে সেখানে যেতে ৩০ মিনিটের মত লাগবে। বাকীটা আপডেট দিয়ে জানানো হবে।


View Larger Map

টরন্টো ও এর আশেপাশের এলাকার সকল সচল, এবং লন্ডন, আমেরিকা, তাইওয়ান, বাংলাদেশ, জার্মান, অস্ট্রেলিয়া, জাপান, ভারত সহ নাম না জানা সকল দেশে বসবাসকারি সচল/সচলাদের নিমন্ত্রণ রইল। ঠিকানার জন্য মেসেজ, এবং ই-টিকিটের জন্য নিকটস্থ ট্রাভেল এজেন্টের সাথে যোগাযোগ করুন। কুপন কোড: সচলসফর২০০৯ চোখ টিপি


মন্তব্য

হিমু এর ছবি

দেখিস, একদিন আমরাও ... মন খারাপ (পোয়েটিক তুইতোকারি)



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

প্রকৃতিপ্রেমিক এর ছবি

আগে থেকে জানান দিলে আর সুযোগ যদি থাকে (২০১০ এ) পুরা ইয়োরোপ ট্যুর দিয়ে আসবো।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

মন খারাপ

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

ধুসর গোধূলি এর ছবি

- মশকরা করেন, না? ইয়া বিশাল বিশাল ঠাডা যখন পড়বো তখন বুঝবেন ভুখানাঙ্গা, গরীব, ক্লিষ্ট, অসুস্থ (আরও এই জাতীয় যতো উপমা আছে, সব) পাবলিকের লগে তাফালিংএর মজা।

তবে রিটন ভাইকে জাঝা। মনে হচ্ছে আমি বড় হয়ে রিটন ভাই হতে পারবো! দেঁতো হাসি
জ্বি না, মেধায় না, মননে। মানে শেষতক এসে জানিয়ে দেয়া, "নাহে বাপু, এ যাত্রায় আর হচ্ছে না!" এ নিয়ে বাকিটা বলবেন, মি. কাফ্রি আজাদ।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

প্রকৃতিপ্রেমিক এর ছবি

মানে শেষতক এসে জানিয়ে দেয়া, "নাহে বাপু, এ যাত্রায় আর হচ্ছে না!"
মনটা যে কী খারাপ হয়েছে, তা আর বলছিনা। আপনি মন খারাপ না করে দেখেন বীফের কী হলো।

আপডেট:

গড়াগড়ি দিয়া হাসি

তুলিরেখা এর ছবি

বা:, চুটাইয়া আড্ডা মারেন আর খান। একেকজন পাঁচ কিলো করে ওজন বাড়ান। হাসি
ঘোরেন আর ছবি তুলেন, সচলে ছবিগুলি যখন দিবেন তখন ঘ্রাণে অর্ধভোজন করে নিবো আমরা।
আপনাদের জন্য শুভেচ্ছা রইলো।
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

হাসি

ভূঁতের বাচ্চা এর ছবি

এইভাবে আমাগ পঁচানিটা দিলেন পিপিদা ? খুবই কষ্ট পাইলাম কইতাসি... খাইছে
------------------------------------------------

--------------------------------------------------------

প্রকৃতিপ্রেমিক এর ছবি

চলে আসেন।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

শুভ হোক, সুন্দর হোক, আমরা মনে মনে সঙ্গে থাকবো
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

সুলতানা পারভীন শিমুল এর ছবি

বেশি বেশি ছবি দিয়েন তো।
আর শুভেচ্ছা, সবার জন্য... হাসি

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

প্রকৃতিপ্রেমিক এর ছবি

জ্বী, তা আর বলতে।

রণদীপম বসু এর ছবি

নাহ্, লোকজন সব কামকাম ছাইড়া আড্ডাবাজ হইয়া যাইতেছে !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

গৌতম এর ছবি

মানুষজন চ্রমখ্রাপ হয়ে যাচ্ছে। আড্ডাতে কানাডায় না দিয়ে বাংলাদেশে দিলে কী ক্ষেতিটা হতো শুনি!
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

::: http://www.bdeduarticle.com
::: http://www.facebook.com/profile.php?id=614262553/

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

প্রকৃতিপ্রেমিক এর ছবি

এটা কিন্তু আড্ডা নয়, সফর। খুব খিয়াল কইরা।

গৌতম এর ছবি

তো, এই সফরটা বাংলাদেশে করলে কী হতো? মেজাজ চ্রমখ্রাপ।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

::: http://www.bdeduarticle.com
::: http://www.facebook.com/profile.php?id=614262553/

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

শামীম রুনা এর ছবি

ছবি তুলে সচলে দিয়ে দিয়েন, দুধের সাধ ঘোলে মিঠানোর চেষ্টা।
_________________________________________________________
খাতার দিকে তাকিয়ে দেখি,এক পৃথিবী লিখবো বলে-একটা পাতাও শেষ করিনি।

_________________________________________________________
খাতার দিকে তাকিয়ে দেখি,এক পৃথিবী লিখবো বলে-একটা পাতাও শেষ করিনি। ( জয় গোস্মামী)

প্রকৃতিপ্রেমিক এর ছবি

ঠিকাছে।

রানা মেহের এর ছবি

রেগে টং
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

প্রকৃতিপ্রেমিক এর ছবি

শয়তানী হাসি

মামুন হক এর ছবি

আমারে আরো আগে জানাইলেন না ক্যান? ভিসা নিতেই দুই সপ্তাহ লাগে...
দেরী করে দাওয়াত দেয়া মানে পরোক্ষভাবে অবাঞ্ছিত ঘোষনা করা...তেব্র পেতিবাদ জানাই হাসি

প্রকৃতিপ্রেমিক এর ছবি

মামুন ভাই, আপনি যদি আসেন, তাইলে বলে রাখি, আপনার জন্য দরকার হলে আরেকটা সচলাড্ডা করবো। কেউরে না পেলে আপনার পরিবার আর আমার পরিবার মিলেই করবো। আপনি চলে আসেন, সেপ্টেম্বরের আগে যেকোন সময়।

মামুন হক এর ছবি

অনেক ধন্যবাদ বস, আমি খুবই সম্মানিত বোধ করছি আপনার এই আন্তরিক দাওয়াতে। কথা বলি বউ পাগলীর সাথে, আমি আবার সেপ্টেম্বরে দেশে যাওয়া কনফার্ম রাখছি, দেখি এর মধ্যে কিছু সময় বের করে নৌকায় উঠে যাওয়া যায় কিনা হাসি

সচল জাহিদ এর ছবি

আমি বুঝলামনা সব জায়গার মানুষ দাওয়াত পাইলো মাগার আমি খোদ কানাডাতে বইসা পাইলামনা। দূর শালার খেলুমইনা (!!!)

-----------------------------------------------------------------------------
আমি বৃষ্টি চাই অবিরত মেঘ, তবুও সমূদ্র ছোবনা
মরুর আকাশে রোদ হব শুধু ছায়া হবনা ।।


এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
ব্যক্তিগত ওয়েবসাইট
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

টেকনিক্যালি সেটা ঠিক নয়, আপনি ইউনিভার্সাল সেটের মধ্যে আছেন। সেখান থেকে কেউ বাদ যায়নি চোখ টিপি

বিপ্রতীপ এর ছবি

সচল সফর সফল হোক চোখ টিপি
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ব্যাক্তিগত ব্লগ | আমার ছবিঘর

অমিত আহমেদ এর ছবি

এই সফরের জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করে আছি। উইন্ডজর আমাদের সম্মিলিত লাইভ ব্লগিং হবে আশা রাখি।


ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

উইন্ডসর আমাদেরও আছে। গত শনিবারই গেলাম। একেবারে ছবি ও ছবির সাথে যুক্ত ম্যাপ দিয়ে প্রমাণ দিচ্ছি। (ম্যাপটা দেখতে হবে ফ্লিকারে গিয়ে)

Windsor Castle

-----------------------------------------------
সচল থাকুন... ...সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

প্রকৃতিপ্রেমিক এর ছবি

বড় ভাই, আপনার প্রমান দিতে হবেনা, কানাডার যত নামকরণ সব বিলেত থেকেই এসেছে। তবে আমাদের উইন্ডজরের আরেকটা নাম আছে, রোজ সিটি (গোলাপনগর)। ছবি তো খুব সুন্দর উঠেছে। ফ্লিকারে মন্তব্য করেছিলাম মনে হয়।

তানবীরা এর ছবি

পিপিদা, সব দেশের সচলরে দাওয়াত দিলেন আমারে মাত্র বাদ !!!!

আমরাও আগষ্টে কাসেলে সচল সম্মেলন করতেছি, জুলাইতেই হইত, একটুর জন্য ছুইট্টা গেলো।

---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

প্রকৃতিপ্রেমিক এর ছবি

আরে সব আমারই ভুল, আপনি তো হল্যান্ডের দেশে, খোদ কানাডার সচলদেরই উল্লেখ করে দাওয়া দেয়া হয়নি। তবে আপনি সহ সবাই "সব দেশের" মধ্যে আছেন। এবারের মতো গোস্তাকি মাফ করুন।

অতন্দ্র প্রহরী এর ছবি

হুমম, ব্যস্ততার কারণে এবারেরটা মিস হয়ে গেল। পরেরবার... খাইছে

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।