কবিতাকথন ১০: সন্ধ্যাগান

মূলত পাঠক এর ছবি
লিখেছেন মূলত পাঠক (তারিখ: শুক্র, ১৭/০৭/২০০৯ - ২:২৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

আসন্ন সন্ধ্যার কোলে মাথা রেখে মানবমানবী
বসে আছে নীরব প্রেমের ভঙ্গিমায়,
শান্ত নদীর জল স্মৃতির মতন বযে় চলে

পাখিরা ফিরেছে ঘরে বাতাসের পথ চিনে চিনে
আবছা চাঁদের ছাযা় আকাশের গায়
অন্ধকার এসে ঢাকে শরীর তাদের
চোখের জটিল ভাষা সহজ হযে়ছে তাই এতো পথ এসে

মানুষের হাত
আশ্বাস খুঁজে নেয় মানুষীর হাতে,
প্রেমকথা শেষ হযে় আসে

রাতের আকাশে তারামণ্ডল লিখে রাখে আগামী অধ্যায় ॥


মন্তব্য

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

সচলে সুরকার বা গায়ক কেউ কি আছেন? এটা কি গান হতে পারে?
____________
অল্পকথা গল্পকথা

মূলত পাঠক এর ছবি

গানের মতো মসৃণ লাগছে? হাসি

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

সে জন্যই তো বললাম... ঃ)
____________
অল্পকথা গল্পকথা

মূলত পাঠক এর ছবি

থাংকু হাসি

প্রকৃতিপ্রেমিক এর ছবি

প্রথম তিন লাইন খুব ভালো লাগলো, কিন্তু শেষের দিকে একটু যেন অন্যরকম হয়ে গেল।
...............................
নিসর্গ

মূলত পাঠক এর ছবি

আমার মনে হয় ঐ "শেষ হয়ে আসে" ব্যাপারটা নিয়েই সমস্যা। যখন লিখেছিলাম কাগজে তখন এই শেষ হয়ে আসাকে 'দি এন্ড' না ভেবেই লিখেছিলাম, অনেকটা সম্পূর্ণতা পাওয়ার অর্থে লিখেছিলাম। কিন্তু কাল টাইপ করতে গিয়ে মনে হলো মানেটা ঐ সমাপ্তি টাইপেরই লাগছে। পাল্টানো হয় নি, এখন আপনার মন্তব্যে মনে হচ্ছে পাল্টালেই ঠিক হতো, লেখক আর পাঠকের মধ্যে কমিউনিকেশন গ্যাপটা কমতো।

স্বপ্নহারা এর ছবি

জীবনানন্দের ভাব পাচ্ছি...ভাল লেগেছে!
---------------------------------------
হতাশাবাদীর হতাশাব্যঞ্জক হতশ্বাস!

-------------------------------------------------------------
জীবন অর্থহীন, শোন হে অর্বাচীন...

মূলত পাঠক এর ছবি

ধন্যবাদ।

জীবুদার হাত থেকে কি রক্ষা আছে কারোরই।

শাহেনশাহ সিমন এর ছবি

মূলোদা বেশ রোমান্টিক দেঁতো হাসি

_________________
ঝাউবনে লুকোনো যায় না

মূলত পাঠক এর ছবি

হা হা, রোম্যান্টিক কে নয় বলেন তো।

মামুন হক এর ছবি

রাজু ভায়া তুমভি কাঠাল খায়া?
কবিতাটি দুর্দান্ত লাগল। অনুভব আর পর্যবেক্ষনের শৈল্পিক সমন্বয়।

মূলত পাঠক এর ছবি

এঁচোড় সে কাঁঠাল তক, সব কুছ খায়া! হাসি

ধন্যবাদ, ভালো লেগেছে জেনে আনন্দ পেলাম।

তুলিরেখা এর ছবি

ভালোলাগাটুকু রেখে যাই।
প্রতিদিন আরো কবিতাকথনের অপেক্ষায় থাকি।
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

মূলত পাঠক এর ছবি

অনেক ধন্যবাদ তুলিরেখা।

আজকাল বাড়ি বদলানো নিয়ে ব্যস্ত আছি একটু, আপনার ই-চিঠি পেয়েছি, উত্তর দিচ্ছি কালকে নাগাদ।

অতন্দ্র প্রহরী এর ছবি

দৃশ্যপট যেটুকুই কল্পনা করতে পারলাম, দারুণ লাগল। বাসা বদলানোর ঝামেলা শেষ হয়নি? হাসি

মূলত পাঠক এর ছবি

অনেক ধন্যবাদ, প্রহরী।

বাসা বদলের ঝামেলা মিটেছে মোটামুটি এক রকম, বাড়ি নিয়েছি, পুরোনো বাড়ি ছেড়ে দিয়েছি, আজ তারপর নিউ ইয়র্ক এলাম। এবার দেড় মাসের ভ্রমণ পর্ব। হাসি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।