ষড়ল গল্প - ১

সাফি এর ছবি
লিখেছেন সাফি (তারিখ: বুধ, ০৯/০৩/২০১১ - ২:২৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

সচল শুভশীষদা'র লেখা ছয় শব্দের গল্প পড়ে হেমিংওয়ের বিখ্যাত ছয় শব্দের গল্পের(For sale: baby shoes, never worn) সাথে পরিচিত হই। সেই সাথে গল্পের এই ধারা মাথায় গেঁথে যায়। ফেসবুক যুগে যখন সাম্প্রতিক ঘটনা কিছু ঘটলেই মাথায় ফেসবুক স্ট্যাটাসের মকশো করতাম, সেটা কিঞ্চিৎ পরিবর্তিত হয়ে মাথায় ঘুরতে থাকে ছয় শব্দের বাক্যগুলো। সেরকমই কয়েকটা নিয়ে ষড়ল গল্প লেখার এই প্রথম চেষ্টা। নামকরণ ষড়ল গল্পটাও শুভাশীষদা'রই করা।

১। সব দেখে শুনে মডেলিং ছাড়েন নোবেল।

২। "কি লাগবা বাজি?" - হাসিনা, হাসি আসেনা।

৩। রংপুর বিভাগ শুনে - কলপ কেনে ঘোড়ামুখো।।

৪। শিফন শাড়ীর বিজ্ঞাপন কেন বিটিভির খবরে?

৫। মনিকার কাছে বিচার যায় ইউনুসের নামে।

৬। পাজেরো গাড়িতে ভাগ হয়ে যায় বামেরা।

৭। রাজপথের আন্দোলন লাইক দেয় ফেসবুক গ্রুপে।

৮। রান নাই, সাংবাদিক বন্ধু, সমস্যা নাই।

৯। সাকিব-আল-হাসান, বদনাম করে দু' টাকা কামান।

১০।গভীর রাত। মাথা ব্যথার ওষুধ চাই।


মন্তব্য

জি.এম.তানিম এর ছবি

৫, ৬, ৭ - অপূর্ব!

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

সাফি এর ছবি

ধন্যবাদ জিএম। তবে বিয়া করলে দেখবা ১০ অপূর্ব লাগবে

জি.এম.তানিম এর ছবি

১০ নিয়ে আমার আশঙ্কা সত্যি প্রমাণ হইলো। খাইছে

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

নুরুজ্জামান মানিক এর ছবি

হেবো ঠিক তাহলে শয়তানী হাসি

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

সাফি এর ছবি

হেবোর অমর বাণীর লিঙ্ক দিবেন না?

রোমেল চৌধুরী এর ছবি

বাহ, বেশ তো!

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

সাফি এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

'গল্প' টার্মটার বদলে অন্যকিছু হয় কী? আসল ঘটনার ছয় শব্দ প্রকাশ আগ্রহদ্দীপক আইডিয়া। সবগুলো যদিও অত ইন্টারেস্টিং মনে হয় নাই, ৪, ৬, ৭ -এ উত্তম জাঝা!

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

সাফি এর ছবি

আসল কথা হল ফাঁকিবাজির মেড-ইজি খাইছে একটা সুন্দর নাম বের করেনতো
উত্তম জাঝা! এর জন্য আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

অতিথী  এর ছবি

আমারও কয়েকটা দিতে ইচ্ছে হলো।

১। নাইওরে এসে মেয়েটি শুধু কাঁদতে থাকে।
২। শেষ পাঁপড়ি। শি লাভস মি নট।
৩। তাড়াহুড়োয় ছেঁড়া ব্রা ভাবে, “বহ্বারম্ভে লঘুক্রিয়া!“
৪। বৃষ্টিতে পর্দাঢাকা রিকশা । রিকশাওয়ালা মুচকি হাসে।
৫। রাতে তুমি এসেছিলে। নেশা জমার পর।
৬। লাটাই-ঘুড়ি ঘরের কোণে। কৈশোর নিরুদ্দেশ।

-নিলম্বিত গণিতক

পাগল মন এর ছবি

আপনার ৪ আর ৬ তো জোশ। লিখে ফেলুন না সাহস করে সচলে। গুড লাক।

------------------------------------------
হায়রে মানুষ, রঙিন ফানুস, দম ফুরাইলে ঠুস
তবুও তো ভাই কারোরই নাই, একটুখানি হুঁশ।

সাফি এর ছবি

ভাল লেগেছে বস, মূল পোস্টে বলে এসেছি। চলুক

পাগল মন এর ছবি

কয়েকটি (৩,৫,৬,৭) বেশ ভালো লেগেছে আর কয়েকটি (২,৪,৯) গল্প মনে হয়নি, মনে হয়েছে কোন উক্তি অথবা স্লোগান টাইপ। তবে আইডিয়াটা বেশ ভালো। সময় কম লাগে পড়তে, লিখতেও। চোখ টিপি

------------------------------------------
হায়রে মানুষ, রঙিন ফানুস, দম ফুরাইলে ঠুস
তবুও তো ভাই কারোরই নাই, একটুখানি হুঁশ।

সাফি এর ছবি

ধন্যবাদ আনাম

সাফি এর ছবি

ধন্যবাদ পাগল মন। চর্চা করলে হয়ত স্লোগান থেকে বের হয়ে আসতে পারব। এখন পর্যন্ত অনেকটাই ব্যাপারটা ফেসবুকের স্ট্যাটাসীয় হয়ে গেছে। লিখতে সময় কম লাগাটা কিন্তু বিরাট অনুপ্রেরণা

সাফি এর ছবি

এই ধরেন -

১১। সবেগে ঝাঁকি মেরে নুয়ে পড়ে ঔদ্ধত্য।
১২। ফ্যাপ, ফ্যাপ, ফ্যাএপ, ফ্যএএপ, ফ্যাএএএএপ, আহ।

পাগল মন এর ছবি

১২ তে ফাডায়ে ফেলছেন। দেঁতো হাসি

------------------------------------------
হায়রে মানুষ, রঙিন ফানুস, দম ফুরাইলে ঠুস
তবুও তো ভাই কারোরই নাই, একটুখানি হুঁশ।

আনাম এর ছবি

৩,৬,৭ বেশি ভালো। চলুক

ধুসর গোধূলি এর ছবি
পাগল মন এর ছবি

ধুগোদা, মন্তব্যগুলা দেখেন, পোষায়ে যাবে। চোখ টিপি

------------------------------------------
হায়রে মানুষ, রঙিন ফানুস, দম ফুরাইলে ঠুস
তবুও তো ভাই কারোরই নাই, একটুখানি হুঁশ।

সাফি এর ছবি

এই ধরেন -

১১। সবেগে ঝাঁকি মেরে নুয়ে পড়ে ঔদ্ধত্য।
১২। ফ্যাপ, ফ্যাপ, ফ্যাএপ, ফ্যএএপ, ফ্যাএএএএপ, আহ।

এইটা আসলে ধুগোর জবাবে লিখছিলাম মন খারাপ

নীড় সন্ধানী এর ছবি

৪, ৮, ৯, সুপার্ব! হাসি
পুরো গল্পটা মাথার ভেতর ঘুরঘুর করতে শুরু করেছে

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

সাফি এর ছবি

ধন্যবাদ নীড়দা। আমার অবশ্য ৬,৭,১০ পছন্দ

কৌস্তুভ এর ছবি

৫, ৬, ৭, ১০ ভালো লেগেছে। কয়েকটা তেমন জমে নাই, তবে দুয়েকটায় হয়ত এমন কিছু কনটেক্সট আছে যা বুঝতে পারছি না (যেমন ৩)।

সাফি এর ছবি

ধন্যবাদ কৌস্তভদা। বাংলাদেশে বিভাগীয় স্বায়ত্বশাসন চালুর প্রস্তাব করেন লেজেহোমো এরশাদ। আর কে না জানে তার প্রেসিডেন্ট হবার খায়েশের কথা। এরই মাঝে রংপুর বিভাগ হয়ে যায়। (এরশাদ রংপুরের এবং খুবই জনপ্রিয় সেখানে)

কৌস্তুভ এর ছবি

বটে? চোখ টিপি

অদ্রোহ এর ছবি

আইডিয়াটা খাসা সাফি ভাই। চলুক

--------------------------------------------
যদ্যপি আমার গুরু শুঁড়ি-বাড়ি যায়
তথাপি আমার গুরু নিত্যানন্দ রায়।

সাফি এর ছবি

শর্টকাট বুদ্ধি আর কি

শুভাশীষ দাশ এর ছবি

চালিয়ে যান।

সাফি এর ছবি

ধন্যবাদ বস

অতন্দ্র প্রহরী এর ছবি

চলুক। ভাল্লাগসে। হাসি

সুহান রিজওয়ান এর ছবি

৬-৭-৮ খুব্বালা।

সাফি এর ছবি

থ্যাঙ্কু

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আবারো সচলে অনুগল্পের ভীড় লাগছে। চলুক...
বেশ কয়েকটাই ভালো লাগছে। চালায়ে যান

______________________________________
পথই আমার পথের আড়াল

সাফি এর ছবি

ধন্যবাদ নজু ভাই। কমেন্ট আগে খেয়াল করিনাই মন খারাপ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।