চেক-আপ... (বছর শুরুর ছড়া!)

রণদীপম বসু এর ছবি
লিখেছেন রণদীপম বসু (তারিখ: বিষ্যুদ, ০১/০১/২০০৯ - ১২:১১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সবাইকে নতুন ইংরেজী বছর ২০০৯-এর সলজ্জ শুভেচ্ছা।
[বিধিবদ্ধ সতর্কীকরণ: এখানে নিজেকে খুঁজে পাওয়া নিজস্ব সৃজনশীলতা বলেই গন্য হবে।]

চেক-আপ

মাথাটা সুস্থ কি ? নিশ্চিত ভাবনায় -
এসো ভাই চলো যাই ঘুরে আসি পাবনায়।
বিল ঝিল মাছ দই মন্ডাটা নামী তার
যতো পারো ডুবে খাও
নিয়ে যাবে ? হবে তাও,
সাথে শুধু নিতে হবে ইয়া এক দামী ‘কার’।

তবে ভাই যাই বলো, কেন নাম ডাক তার
জানো কি ?
আছে নাকি ওখানেই বড় বড় ডাক্তার।
তাও এরা যে-সে নয়,
মুখ দেখে চিনে লয়
ক’টা তার ছিঁড়ে গেছে, ক’টা ঠিকঠাক তার,
অতএব;
রোগীটার দরকার কতটুকু ধাক্কার।

পথে ঘাটে হাঁটি কতো আদমের চেহারায়
কে-যে কোন্ ধান্দায়! কে হারে, কে হারায়
জানো কি ?
যাকে জানো সুস্থ
ভেতরে কী পোষতো
জানো কি ?
মাথাটার হাড়িটায় টোকা দিয়ে দেখো না!
জোড়াজাড়া আছে ঠিক ? সন্দেহ রেখো না।

তার চেয়ে চলো যাই ঘুরে আসি পাবনা
যার যতো ব্যাক-আপ
করে আসি চেক-আপ
বছরটা ভালো যাক্ তা কি কেউ চাব না ?


মন্তব্য

স্নিগ্ধা এর ছবি

কিন্তু, আমি তো পাবনা না গিয়েই জানি ...... !

রণদীপম বসু এর ছবি

আপনার অভিজ্ঞতা যে আগে থেকেই এতো সমৃদ্ধ... !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

মুস্তাফিজ এর ছবি

বয়সবয়স
নতুন বছরের শুভেচ্ছা
আরো একটা বছর পেরিয়ে এলাম

...........................
Every Picture Tells a Story

রণদীপম বসু এর ছবি

দারুণ তো !
ধন্যবাদ মুস্তাফিজ ভাই ।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

অতন্দ্র প্রহরী এর ছবি

আমার বাড়ি কিন্তু পাবনায়! খুব খিয়াল কইরা! দেঁতো হাসি


হারিয়ে গিয়েছি, এই তো জরুরি খবর...

রণদীপম বসু এর ছবি

এ জন্যই আমাদের বিডিআর প্রহরা বাদ দিয়ে মাঝে মাঝে কোথায় যেন চলে যায়... !!

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

নামহীন [অতিথি] এর ছবি

চাটমোহরে নাকি?

... নামহীন

সুলতানা পারভীন শিমুল এর ছবি

ও আচ্ছা আচ্ছা, প্রহরীর বাড়ি তাইলে পাবনায় ! তাই তো কই... চোখ টিপি
ছড়া ভাল্লাগছে, দাদাবাবু।

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

জানি এবারও তাকে পাব না
এই শোকে যেতে পারি পাবনা

রণদীপম বসু এর ছবি

নিশ্চিন্তে ! কেননা ওইটা নাকি সব পেয়েছির জায়গা ! আমাদের বিডিআর সাক্ষী !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

অমিত আহমেদ এর ছবি
রণদীপম বসু এর ছবি

হি হি হি... চলুক

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

মাহবুব লীলেন এর ছবি

অচিরেই আমাদের
রণদা মানসিক চিকিৎসা তহবিল গঠনের আয়োজন করতে হবে

রণদীপম বসু এর ছবি

ওইখানে যাইতে কোনো তহবিলের প্রয়োজন হয় নেই ! গাড়িতে উইঠা ঠিকানা কইলেই ভাড়া ফিরি হইয়া যায়, আর থাকা খাওয়া তো মাশাল্লা... বিশ্বাস না হইলে পূর্ব অভিঞ্জ আমাদের স্নিগ্ধা আপুকে জিগান..! ভিতরের হাল হকিকতও জানতে পারবেন আপুর কাছ থাইকা...।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

নামহীন [অতিথি] এর ছবি

হা হা হা ...
হাসি টা আর ঠেকাতে পারলাম না ...

... নামহীন

কেন এই 'শব্দদুটি টাইপ' -এর ঝামেলা?

নজমুল আলবাব এর ছবি

মইত্তা রাজাকারের বাড়িও পাবনায়।

অ.কামাল ভাইজানের বাড়িও পাবনায়। হাসি

ভুল সময়ের মর্মাহত বাউল

রণদীপম বসু এর ছবি

ওরে খাইছে ! এইবার কেমনে কী...!!!

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

নির্বাক এর ছবি

যোগ ব্যায়াম ছেড়ে ছড়া লেখা শুরু করলেন, এই কারনেই কি পাবনা যাওয়ার পরামর্শ? ছড়া মারাত্মক হইছে হাসি
_________________________________________
তুমি মহারাজ সাধু হলে আজ
আমি আজ চোর বটে!

_________________________________________
তুমি মহারাজ সাধু হলে আজ
আমি আজ চোর বটে!

রণদীপম বসু এর ছবি

আমার ছড়া এবং কবিতা দিয়ে লেখালেখির হাতেখড়ির বয়স ধরেন তিরিশ বছর, যোগ-ব্যায়াম চর্চার বয়স তাও কুড়ি বছর। আর গদ্যচর্চা অনেক বেশি নবীন। কথা কিন্তু সেটা না। সচলায়তনে লেখালেখি শুরু করেছি কবিতা নামীয় বিশেষ ধরনের ককটেল দিয়ে। কেউ পড়েই না। বুঝলাম, সচলরা সব বুইড়া, এরা কবিতা ভালোবাসে না ! এরপরে দিলাম গদ্য। গুটিকয় ত্রিকালদর্শী সচল ছাড়া আর কেউ ঢুঁ মারে না। বুঝে গেলাম, নির্ঘাৎ কোনো শারীরিক সমস্যা রয়ে গেছে এদের। নড়াচড়া করতে পারে না। চালু করলাম ইয়োগা চিকিৎসা। এ যাবৎ একজনও ইয়োগা শুরু করেছেন বলে হাত তোলে অবগত করান নি। নিশ্চিৎ হয়ে গেলাম যে আমাদের সচলদের বিশেষ জায়গায় সমস্যাটা অনেক গাঢ় হয়ে গেছে !
অবশেষে ভাবলাম নতুন বছরটায় তাঁদেরকে পাবনা চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলা জরুরি ! নইলে ক'দিন পর হয়তো.....হা হা হা !

ইয়োগার জন্য ভাববেন না। প্রচুর রসদ হাতে রয়েছে। তা দেয়া যাবে। আগে তারতোর-জোড়াজাড়ায় ত্রুটি-বিচ্যুতিগুলো সারিয়ে নেয়া জরুরি নয় কি..!!!

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

আপনার অতিথি-যুগে লেখা আবুবক্করের ছড়া কিন্তু এখনও ভুলিনি হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

রণদীপম বসু এর ছবি

সচলে আপনাদের মতো এতো হেভিওয়েট ছড়াকারদের সমাবেশে ছড়া ছাড়ার কথা ভাবলেই তো জ্বর এসে যায়...!

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

সাইফুল আকবর খান এর ছবি

ছড়া অনেক ভালো লেগেছে রণদা'।

হাসি

-----------------------------------
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

রণদীপম বসু এর ছবি

ধন্যবাদ...

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।