দ্বিপদীপঞ্চক - ০১

সংসারে এক সন্ন্যাসী এর ছবি
লিখেছেন সংসারে এক সন্ন্যাসী (তারিখ: রবি, ০৩/০৮/২০০৮ - ৯:৫৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

ছড়াকার রিটন ভাইয়ের এক মন্তব্যের সূত্র ধরে আইডিয়াটি আসে আমার মাথায়: বাংলা শব্দের ধ্বনি- ও শ্রুতিমাধুর্যময় কিছু দ্বিপদী ছড়া লিখবো, যেগুলোয় বক্তব্য বা কাহিনী থাকবে না (রাখা দুরূহও হবে - অন্তত আমার পক্ষে)। তবে প্রতিটি চরণ হবে প্রায়শই স্বয়ংসম্পূর্ণ ও আলাদা আলাদা ভাব ধারণ করবে (কখনও ননসেন্স), এবং অধিকাংশ ক্ষেত্রেই পরবর্তী চরণের সঙ্গে সেটির ভাবগত কোনও যোগাযোগ থাকবে না।

একেক পর্বে পাঁচটি করে ছড়া যাবে বলে নাম রেখেছি দ্বিপদীপঞ্চক।

আবারও বলি: বাংলা শব্দের ধ্বনিদ্যোতনাই মূল লক্ষ্য। বক্তব্য খুঁজে হতাশ হলে ছড়াকারকে দোষ দেয়া যাবে না হাসি

---

০১.
বর্ম প’রে কর্ম ক’রে ঘর্ম ছোটায় সৈনিকে -
(চাপছে বুকে, কাঁপছে সবাই) – ছাপছে সেটা দৈনিকে।

০২.
বঙ্গদেশের অঙ্গ দালাল-দঙ্গলেরা দেয় দখল।
দীপ্র আলোর বিপ্রতীপে ক্ষিপ্র ছোটে ছাগ-সকল।

০৩.
পাল্টা কথার ঝালটা না সয় – কালটা এখন অন্ধকার।
মর্মকথায় চর্ম জ্বলার ধর্ম, বলো, বন্ধ কার?

০৪.
বান তো দেখি ক্ষান্ত দিয়ে শান্ত এখন সবখানে -
সন্ধি করে বন্দী যাবে কোনদিকেতে, কেউ জানে?

০৫.
শুদ্ধ কথায় ক্রুদ্ধ হয়ে যুদ্ধ বাধায় দেশপতি।
ছন্দ নিয়ে দ্বন্দ্ব মনে - মন্দ হলে বেশ ক্ষতি।


মন্তব্য

লুৎফর রহমান রিটন এর ছবি

দ্বিপদীপঞ্চক পড়ে তো আমার খবর হয়ে গেলো সন্ন্যাসী!
আপনি তো ভাই অনুপ্রাসের ডিপার্টমেন্টাল স্টোর!
শাব্বাশ!

হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

আপনার এমন মন্তব্য পেলে আমারও খবর হয়ে যায়।
ভালো অর্থে হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

সবজান্তা এর ছবি

সন্ন্যাসীদা, আপনাকে নিয়ে আর কিছুই বলার নেই। আপনি নিজেও জানেন আপনি কি রকম লিখেছেন। আমি ঘোষণা দিয়ে আপনার লেখায় ব্ল্যাঙ্ক কমেন্ট করা শুরু করছি - কারণ আমার স্টকে আর বিশেষণ নেই।


অলমিতি বিস্তারেণ

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍এইটা কী বললেন!!!
"ব্ল্যাঙ্ক কমেন্ট" মানে নিজে ফিল-আপ করে নিতে হবে? চোখ টিপি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

অতন্দ্র প্রহরী এর ছবি

আপনার প্রতিভার আসলেই কোন শেষ নাই! আমি কিন্তু আপনার 'পাখা'ক্লাবের একজন দেঁতো হাসি

সবজান্তা এর ছবি

আমিও , রেগুলেটর সহ চোখ টিপি


অলমিতি বিস্তারেণ

ইশতিয়াক রউফ এর ছবি

অনুপ্রাসের বন্যা বইয়ে দিলেন!


রাজাকার রাজা কার?
এক ভাগ তুমি আর তিন ভাগ আমার!

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍বন্যা কোথায় দেখলেন? এ তো শুষ্কপ্রায় ডোবা!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

মাহবুব লীলেন এর ছবি

হ বুঝলাম কিছু একটা লিখছেন
এইবার বাংলা ভাষায় কন তো কী লিখছেন আপনি?

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍কী লিখলাম, নিজেও তো জানি না!
তবে পড়ার পর অন্তত অনুপ্রাশের অনুরণন অনুভূত না হলে অনন্যোপায় আমি... মন খারাপ

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

ফেরারী ফেরদৌস এর ছবি

ভাষার উপর আপনার অসাধারণ দখল দেখে আমি যারপরনাই বিমোহিত! জোরসে চলুক!

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

দখলটা বেদখল বা জবরদখল না হলেই হয়! চোখ টিপি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

মুজিব মেহদী এর ছবি

দারুণ চমক!
কেবল ধ্বনি ও শ্রুতিমাধুর্যে নয়, অর্থসম্পদেও আপনার পদগুলোকে ধনী মনে হলো।
................................................................
জেতা মৎস্য গিলে বকে মনুষ্য খায় বাঘ-ভালুকে
রহস্য বোঝে না লোকে কেবল বলে জয়।
(দীন দ্বিজদাস)

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

অকৃপণ প্রশংসার জন্য ধন্যবাদ।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

রায়হান আবীর যাকে যাচাই করা হবে বলেও এর ছবি

তালে তালে পড়তে বেশ লাগলো।

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍আচ্ছা, বুঝিয়ে বলুন তো, লগড আউট অবস্থায় কমেন্ট করার মজাটা কী?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

রায়হান আবীর এর ছবি

মজা কিংবা কষ্টের কোন ব্যাপার নাই। আসলে পরীক্ষা চলছে। হাসি
প্রতিদিন একটা করে পরীক্ষা থাকে। দুপুরের দিকে ঘন্টাখানেক লগিন করে থাকি, সেই সময় লগিন করেই কমেন্টাই। এর পর পড়ালেখার ফাকে ফাকে ঢু মারি। এই রকম কোন লেখা আসলে পড়ি...সাধারণত কমেন্টাই না, কমেন্টাইলেও একটা কমেন্টের জন্য লগিন করতে ইচ্ছা হয় না। নেটের স্পিড খুব খ্রাপ থাকে।
---------------------------------
জানিনা জানবোনা... কোন স্কেলে গাইছে কোকিল
গুনিনা আমি গুনিনা...কার গালে কটা আছে তিল

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍সবিস্তার বিশ্লেষণের জন্য ধন্যবাদ হাসি
পরীক্ষা ভালো করে দিন। শুভকামনা রইলো।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

ধুসর গোধূলি এর ছবি

- শুরুটাই কর্ছে কী দিয়া দেহ! চিন্তিত
পাবলিক, কোনো না কোনো ভাবে আমারে দিয়া অযু করাইবোই রে!!! অই ক্যাডা আছোস পানি দে অযুর!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍আপনে, ভাই, প্রতিভা একখান! সম্পূর্ণ নিরীহ বিষয়েও আপনি অজুর অজুহাত বের করে ফেলতে পারেন।

এরপর আপনার জন্য কামরাঙা নয়, কর্মরঞ্জিত ছড়া লিখতে হবে, মনে হচ্ছে হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

ভূঁতের বাচ্চা এর ছবি

আমারও বিশেষণে ঘাটতি পড়ে গেল সত্যি সত্যি। অসাধারণ হচ্ছে দ্বিপদীপঞ্চক সিরিজ। পরেরটা পড়বার অপেক্ষায় রইলাম।

--------------------------------------------------------

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍বড়োই পুল্কিত্ বোধ করছি আপনার মন্তব্যে।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

আকতার আহমেদ এর ছবি

আপনার লেখা নিয়ে নতুন করে কী আর কমু কন !
ক্যাম্নে লেখেন এতো চমত্কার সব লেখা ?!
(মৃদুলের মত আবার বইলেন না.. "কম্পিউটারের কিবোর্ডে টাইপ করে")

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍আগেও লক্ষ্য করেছি, আপনারও আছে রিটন ভাইয়ের মতো বাড়াবাড়ি রকমের প্রশংসা করার অভ্যাস। তবে শুনতে বেশ লাগে হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

কীর্তিনাশা এর ছবি

আমিও তাব্দা খাইয়া রইলাম। কিছু কইতারলাম না।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

একটা কিছু কন, কীর্তিনাশা, একটা কিছু কন!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

সুবিনয় মুস্তফী এর ছবি

সন্ন্যাসী-দা,

ওসিপ মান্ডেলস্টাম নিয়ে পড়তে পড়তে জানলাম যে মহামতি স্টালিন-কে ব্যঙ্গ করে মাত্র ষোল লাইনের একটি কবিতা লিখে তিনি তার ডেথ সার্টিফিকেটে মোটামুটি স্বাক্ষর করে দিয়েছিলেন। মূল রাশিয়ানটির লিংক নীচে দিলাম। আমার মনে হয় আপনিই পারবেন এমন কবিতার মেজাজ ঠিক রেখে একটা ধারালো অনুবাদ করতে। এইটা একটা রিকোয়েস্ট রাখলাম!

http://www.litera.ru/stixiya/authors/mandelshtam/my-zhivem-pod.html

Мы живем, под собою не чуя страны,
Наши речи за десять шагов не слышны,
А где хватит на полразговорца,
Там припомнят кремлёвского горца.
Его толстые пальцы, как черви, жирны,
А слова, как пудовые гири, верны,
Тараканьи смеются усища,
И сияют его голенища.

А вокруг него сброд тонкошеих вождей,
Он играет услугами полулюдей.
Кто свистит, кто мяучит, кто хнычет,
Он один лишь бабачит и тычет,
Как подкову, кует за указом указ:

Кому в пах, кому в лоб, кому в бровь, кому в глаз.
Что ни казнь у него - то малина
И широкая грудь осетина.

Ноябрь 1933
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍যদ্দূর মনে করতে পারি, রুশ বর্ণমালা এই প্রথম দেখা হলো সচলায়তনে হাসি

প্রিয় সুবিনয় মুস্তফী, আমার প্রতি আপনার অগাধ আস্থায় প্রীত বোধ করলেও একই সাথে শঙ্কাও ভর করেছে আমার ওপরে। কবিতা আমার ভক্ষ্য নয়, লেখ্যও নয়। ফলে দু'লাইন অনুবাদ করে পড়ে দেখি, ছড়া-টাইপ হয়ে যাচ্ছে। কবিতার মেজাজটা থাকছে না একদম। পরে আর সাহস করলাম না এগোতে। কবি না হলে কবিতার অনুবাদ, বোধ হয়, সম্ভব নয়।

আপনার রিকোয়েস্ট রাখতে পারলাম না নিজের অক্ষমতার কারণেই শুধু। আপনি আমার ওপরে ক্ষুণ্ণ হবেন না, এই প্রত্যাশাটি দুরাশায় পর্যবসিত না হলেই আশ্বস্ত হবো।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

সুলতানা পারভীন শিমুল এর ছবি

খাইছে !
"ছন্দ নিয়ে দ্বন্দ্ব মনে - মন্দ হলে বেশ ক্ষতি"
মন্দ তো আজ পর্যন্ত কাউকে বলার সুযোগ দিয়েছেন বলে মনে হয় না। তাই নো ক্ষতি।
বুঝলাম না তেমন, তবে পড়তে বেশ ভালো লাগলো।

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍পড়তে ভালো লাগাটাই ছিলো মূল লক্ষ্য। ভাব বা বক্তব্য যে খুব বেশি ছিলো, তা কিন্তু নয়।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

ঝরাপাতা এর ছবি

বেশ তো। এখানেও মিল্কিওয়ের সন্ধান চাই।


যে রাতে গুঁজেছো চুলে বেগুনি রিবন বাঁধা ভাট,
সে রাতে নরকও ছিলো প্রেমের তল্লাট।
. . . . . . . . . . . . . . . . . . (আবু হাসান শাহরিয়ার)


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍খাইসে! মিল্কি ওয়ের কথা মনে রেখেছেন এখনও চোখ টিপি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

জি.এম.তানিম এর ছবি

জব্বর হইসে! আসলেই তো...কোন অর্থই খুঁজে পাইলাম না চোখ টিপি
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍দুর্দান্ত নন-সেন্স ছড়ার লেখক সব জায়গায় সব জায়গায় সেন্স খুঁজলে ক্যাম্নে কী! ইয়ে, মানে...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

ক্যামেলিয়া আলম এর ছবি

কবিতা যে কিছুই বুঝি না প্রমাণ হল আবার আমার------- তবে অসাধারণ কিছু একটা হয়েছে পড়ে বুঝতে পারছি
.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........

.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

বুজতার্লাম্না, ক্যামনে কিছু না বুঝেও বুঝলেন অসাধারণ কিছু একটা হয়েছে অ্যাঁ

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

নিরিবিলি এর ছবি

সাথে তবলা থাকলে মনে হয় খারাপ হতো না। তারপরও ভাল লাগলো হাসি

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍তবলাতেই চলবে নাকি পুরো ব্যান্ড লাগবে?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

ochol aani এর ছবি

তিল ছিল যা ঢিল খেয়ে তাই চিল হয়ে যেন যায় উড়ে
দেন হাসি ইউক্রেন বাসি দেখো সন্ন্যাসী সংসারে ঘুরে
ছন্দ গুলো দ্বন্দ্ব ভুলে বন্দি হলো তার হাতে
আঁচ করে কেউ পাঁচ দাগালেও Much হবে না এই টাতে
...................... খাইছে

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍এই যে ভাই অচল আনি, আপনি কি আমারে ভাতে মারনের ধান্দায় আছেন? চোখ টিপি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

খেকশিয়াল এর ছবি

পেন্নাম হই গুরু ! ফাটায়া লাইসেন অ্যাবারে !!!

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

"‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍সন্ন্যাসী" নিক হওয়ায় ঝামেলায় পড়সি। পাবলিক খালি "গুরু" ডাকে! কেউ তো আর জানে না, আমি হইলাম গিয়া দুই নম্বরী সন্ন্যাসী চোখ টিপি

ধন্যবাদ, খেকশিয়াল।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

শেখ জলিল এর ছবি

অসাধারণ!

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍ধন্যবাদ।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

দ্রোহী এর ছবি

ওরে সন্ন্যাসী ভায়া
তুই আমারে করলি দিওয়ানা....................

এক কৌটা পদধূলি আমার নামে পার্সেল করবেন?


কী ব্লগার? ডরাইলা?

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍ওরে দ্রোহী ভায়া
তুই আমারে ফেললি শরমে....................

আপনার ভালো লেগেছে, তাতেই আমার অপরিমেয় তৃপ্তি।
পদধূলি (তা-ও আবার অল্প নয় - এক কৌটা!) চাহিয়া লজ্জা দিবেন না লইজ্জা লাগে

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

হিমু এর ছবি

ছন্দ দেখে বন্ধ জবান, ধন্দ লাগে টাকরাতে
জব্দ হলাম, তব্দা খেলাম শব্দযুগল পাকড়াতে।
কন না ওরে সন্ন্যাসীদা বন্যা এমন পদ্যতে
বয় কী খেলে? লয় কি মেলে, হয় কি তাকৎ মদ হতে হো হো হো?


হাঁটুপানির জলদস্যু

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

শঙ্কা কেন? জং কাটিয়ে লংকা দেয়া ভোদকাতে
টানটি দিয়ে খান টিকিয়া নানটিসহ সাঁঝ-রাতে।
উক্ত পথে মুক্ত মনে ভুক্ত মদের বিক্রিয়ায়‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍
মদ্য খেলে পদ্য আসে সদ্য - খোদার শুকরিয়ায় হো হো হো

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

সুমন চৌধুরী এর ছবি
সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍স্পাসিবা! হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।