মুজিব বন্দনা

লুৎফর রহমান রিটন এর ছবি
লিখেছেন লুৎফর রহমান রিটন (তারিখ: রবি, ১৫/০৮/২০১০ - ৮:৪৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বাংলার মাটি বাংলার জল
মুজিবের নাম জপে অবিরল।
বাঙালির আশা বাঙালির ভাষা
মুজিবের প্রতি রচে ভালোবাসা।

বাংলার কলি বাংলার ফুল
মুজিবের নামে ফুটিতে ব্যাকুল।
বাংলার তরু বাংলার পাখি
মুজিবের নামে করে ডাকাডাকি।

বাংলার মেঘ বাংলার নদী
মুজিবের নামে বহে নিরবধি।
বাংলার জ্ঞানী বাংলার কবি
মমতায় আঁকে মুজিবের ছবি।
বাংলার প্রতি বাঙালির ঘরে
জ্বলিছে পিদিম মুজিবের তরে।

বাঙালির এই প্রিয় স্বাধীনতা
বলে পলে পলে মুজিবের কথা।
বাংলার গীতি বাঙালির প্রীতি
ধারণ করেছে মুজিবের স্মৃতি।
মুজিবের নাম মুছে দেবে কিসে?
মুজিব রয়েছে পতাকায় মিশে।

মুজিব রয়েছে দেখো চারপাশে
ছয়টি ঋতুতে আর বারো মাসে।
মুজিব রয়েছে দেখো সবখানে
বাংলার গানে বাঙালির প্রাণে।
বাংলার রাত বাংলার দিন
শুধিবে কেমনে মুজিবের ঋণ?

মুজিবের নাম চির অবিনাশী
মুজিবেরে আমি বড় ভালোবাসি।
এক নিঃশ্বাসে আমি অনায়াসে
বাংলাদেশের নামটার পাশে--
লিখে রাখলাম লিখে রাখলাম
মুজিবের নাম মুজিবের নাম!


মন্তব্য

আয়নামতি [অতিথি] এর ছবি

অসাধারণ মানুষের জন্য অ--সা--ধা--র--ণ পংত্তিমালা।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

চলুক

কৌস্তুভ এর ছবি

শ্রদ্ধা

সংসপ্তক এর ছবি

লুৎফর রহমান রিটন লিখেছেন:

এক নিঃশ্বাসে আমি অনায়াসে
বাংলাদেশের নামটার পাশে--
লিখে রাখলাম লিখে রাখলাম
মুজিবের নাম মুজিবের নাম!

অসাধারণ!

.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

বাংলার রাত বাংলার দিন
শুধিবে কেমনে মুজিবের ঋণ?
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

কৌস্তুভ এর ছবি

চলুক

অনিন্দ্য রহমান এর ছবি

দী______র্ঘশ্বাস
___________________________
Any day now, any day now,
I shall be released.


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

তিথীডোর এর ছবি

শ্রদ্ধা

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

অতিথি লেখক এর ছবি

অসাধারণ!!!

নিবিড় এর ছবি
দ্রোহী এর ছবি
জুয়েইরিযাহ মউ এর ছবি

শ্রদ্ধা

--------------------------------------------------------------
নির্জলা নৈবেদ্য


-----------------------------------------------------------------------------------------------------

" ছেলেবেলা থেকেই আমি নিজেকে শুধু নষ্ট হতে দিয়েছি, ভেসে যেতে দিয়েছি, উড়িয়ে-পুড়িয়ে দিতে চেয়েছি নিজেকে। দ্বিধা আর শঙ্কা, এই নিয়েই আমি এক বিতিকিচ্ছিরি

অতিথি লেখক এর ছবি

এখনো মনে আছে...

"একে এক্কে এক
শেখ মুজিবের নামের আগে
জাতির পিতা লেখ..."

--- থাবা বাবা!

লুৎফর রহমান রিটন এর ছবি

ধন্যবাদ।
অনেক আগে লেখা ছড়া এটা। ছড়ার নাম ছিলো--শেখ মুজিবের নামতা।

হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!

শুভাশীষ দাশ এর ছবি

শ্রদ্ধা

-----------------------------------------------------------
অভ্র আমার ওংকার

দেব এর ছবি

ভাইয়া অসাধারণ

অনিকেত এর ছবি

অসাধারণ----!!

জি.এম.তানিম এর ছবি

চলুক
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

সৈয়দ আফসার এর ছবি

অনেক ভালো লাগা জানাই।
ধন্যবাদ।

__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

তাসনীম এর ছবি

শ্রদ্ধা...

+++++++++++++++++++++++++++++++++++++++++
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

বাবুবাংলা এর ছবি

"মুজিবের নাম মুছে দেবে কিসে?
মুজিব রয়েছে পতাকায় মিশে।"

ফয়েজ আহমেদের এক গল্প মনে পড়ে। ঐতিহাসিক আগরতলা মামলার প্রথম দিনের শুনানী কাভার করতে অনুমতি প্রাপ্ত ৬ সাংবাদিকের একজন ছিলেন ফয়েজ আহমেদ। কোন আসামীর সাথে কথা বলা নিষিদ্ধ। কাঠগড়ার পাশেই ফয়েজ আহমেদকে দেখে তার পায়ে সিগারেটের পাইপের গুতো দিয়ে দু’দুবার ডাকলেন বঙ্গবন্ধু। জবাব না পেয়ে এরপর আস্তে আবার নাম ধরে ডাকলেন দুই দুই বার। উপায় না দেখে ফয়েজ আহমেদে খুব আলতো স্বরে জবাব দেন, “কথা বলা নিষেধ”। এরপর পরই বজ্রকন্ঠে বঙ্গবন্ধু বলে ঊঠলেন, "ফয়েজ, বাংলাদেশে থাকতে হলে শেখ মুজিবের সাথে কথা বলতে হবে।"।

আমরা এখনো শেখ মুজিবের সাথে কথা বলি।

জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

শম্পা এর ছবি

অ সা ধা র ণ !

ছড়াকার সরকার জসীম বেশ কয়েক বছর আগে বর্ণমালায় শেখ মুজিব প্রকাশ করেছিলেন। অসাধারণ ঐ ছড়ার বইটি যথেষ্ট প্রচারণা পায়নি।

বোহেমিয়ান এর ছবি

অসাধারণ বললেও কম বলা হবে।
_________________________________________

_________________________________________
ওরে! কত কথা বলে রে!

অতিথি লেখক এর ছবি

মুজিবের নাম চির অবিনাশী
মুজিবেরে আমি বড় ভালোবাসি।
----------------------------------
কুটুমবাড়ি

অতিথি লেখক এর ছবি

মুজিব কে ব্যাখ্যা করা যায়না, কেবল অনুভব করা যায়, আমাদের স্বাধীনতায়।
ধন্যবাদ রিটন ভাই।

...........................
শ্যামল

লুৎফর রহমান রিটন এর ছবি

ধন্যবাদ সবাইকে, যাঁরা পড়লেন,মন্তব্য করলেন।

হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!

সাক্ষী সত্যানন্দ এর ছবি

শ্রদ্ধা

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।