কুসুম ভরা বসন্তে-২

আব্দুল গাফফার রনি এর ছবি
লিখেছেন আব্দুল গাফফার রনি [অতিথি] (তারিখ: রবি, ২৩/০৩/২০১৪ - ১১:০০অপরাহ্ন)
ক্যাটেগরি:

ঢাকা শহরের অলিতে-গলিতে ফুটে রয়েছে অজস্র ফুল। কিন্তু সেসব ফুলের ছবি তোলাও কম ঝকমারি নয়। কখনো বা হৈ হৈ করে তেড়ে আসছে দারোয়ান, কখনো পুলিশ। সাধারণ মানুষ তেড়ে না এলেও মাঝে মাঝে বাঁকা মন্তব্য করতে ছাড়ছে না। হয়তো গভীর মনোযোগে ছবি তুলছি, কেউ একজন পাশে এসে জিজ্ঞেস করল, ‘ভাই কী করেন?’গেল মনোযোগ ছিন্ন হয়ে!
পরশু দিন ছবি তুলছিলাম কাকরাইলের এক ব্যাঙ্কের আঙিনা থেকে। ভালোই ভালোই তুলেও ফেললাম। সেখান থেকে সরে গিয়ে
এক সরকারি ভবনের আঙিনা থেকে ছবি তোলার সময় বাঁধল বিপত্তি। পাশের সেই ব্যাঙ্কের এক দারোয়ান এসে বলল, ‘স্যার কী করেন?’
‘ছবি তুলছি।’ তার দিকে না তাকিয়েই আমার জবাব।
‘কেন তুলছেন?’ দারোয়ানের পাল্টা প্রশ্ন।
বুদ্ধুটাকে কে বোঝাবে কেন ছবি তুলছি!
মেজাজ সপ্তমে চড়িয়ে হাঁদাটা পাল্টা প্রশ্ন করল, ‘কীসের ছবি তুলছেন।’
বিরক্ত গলায় জবাবটা দিলাম। কিন্তু ব্যাটার মধ্যে সরে পড়ার কোনো লক্ষণ দেখলাম না। উল্টো প্রশ্ন করল, ‘আপনাকে দেখলাম আমাদের ব্যাঙ্কের সামনে থেকে ছবি তুলতে, কেন?’
কী জবাব দেব? ঠাণ্ডা মাথায় বোঝাবার চেষ্টা করলাম, কিন্তু ব্যাটা কিছুতেই বুঝতে চায় না। কেউ ফুলের ছবি তুলতে পারে, সে কথা সে বোঝার আইল দিয়েও গেল না। পাল্টা প্রশ্ন করল, ‘আমাদের ব্যাঙ্কে সুন্দর কোনো জিনিস নেই যে ছবি তুলবেন।’
মেজাজ আর ঠিক রাখতে পারলাম না। কাউন্টার অ্যাটাকের পথ ধরলাম। উল্টো প্রশ্নবাণে জর্জরিত করলাম বুদ্ধুটাকে। ব্যাটার তখন ‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা’-- সুড়সুড় করে কেটে পড়ল।
আজ পড়েছিলাম এক পুলিশের পাল্লায়। তুলছিলাম এক বাড়ির পাঁচিল ডিঙিয়ে রাস্তায় ঝুঁকে পড়া মালতি ও রাধাচূড়ার ছবি। তখনই পেছন থেকে হাঁক, ‘এই যে, শোনেন।’ ন্যূনতম বিনয় বা ভদ্রতার লেশ নেই ব্যাটার চেহারায়। ‘কী করছেন?’
‘ফুলের ছবি তুলছি।’ জবাবে বললাম।
‘জানেন এটা কার বাসা?’
ফুটপাথে হেলেপড়া ফুলের ছবি তুলতে গেলেও যদি জানতে হয় এটা কার বাসা, তো আমার ছবি তোলার সাধ নির্বাসনে দেয়া ছাড়া উপায় থাকবে না দেখি! ছোট্ট করে জবাব দিলাম, ‘না-তো?’
পুলিশের চেহারা দেখে তখন মনে হলো, না-জানাটাই আমার অপরাধ। চেহারায় আমাকে বেকায়দায় ফেলতে পারার বিজয়চিহ্ন অঙ্কন করে বলল, ‘বিচারপতির বাসা।’
পুলিশে ছুঁলে ছত্রিশ ঘা জেনেও বললাম, ‘বিচারপতির বাসা বলে কি ফুলের ছবি তোলাও নিষেধ?’
‘এখানে সব হারাম।’ বাহাদুরী কণ্ঠে জবাব দিল পুলিশ।
পুলিশকে ধন্যবাদ দিয়ে নিজের চেহারায় পরশুদিনের পশ্চাদ্ধাবনরনত দারোয়ানের প্রতিবিম্ব এঁকে সেখান থেকে কেটে পড়লাম।

যত ঝক্কিই পোহাতে হোক, লোকে যতই পাগল ঠাওরাক আমাকে , গাছ-ফুলের ছবি আমি তুলবই।

ষোল--অপরাজিতা

সতেরো--অজ্ঞাত

আঠারো--মালতিলতা/বাগান বিলাস

উনিশ--অজ্ঞাত

বিশ--অজ্ঞাত

একুশ--কামিনি

বাইশ--গাঁদা

তেইশ--নাগেশ্বর

চব্বিশ--নাগলিঙ্গম

পঁচিশ--রঙ্গণ

ছাব্বিশ--অজ্ঞাত

সাতাশ--জিনিয়া (সম্ভবত)

আঠাশ--অজ্ঞাত

ঊনত্রিশ--অজ্ঞাত

ত্রিশ--অজ্ঞাত


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

আব্দুল গাফফার রনি, লেখাতেও কম যাননা।আরেকটু লেখা দিলে তৃপ্তির ১২০ কলা পুর্ণ হতো। আসলে এত এত ঝামেলা, কষ্টের পরে এই কাজ গুলো দেখে মনেহলো আপনার আশার ১০০ ভাগ পূর্ণ হয়েছে।

Shah Waez (শাহ্‌ ওয়ায়েজ।)
Facebook

..............................................................................................
কোথাও নেই ঝুমঝুম অন্ধকার
তক্ষক ডাকা নিশুতিতে
রূপকথা শুনে শিউরে উঠে না গা
স্বপ্নে আমার শরীরে কেউ ছড়ায় না শিউলি ফুল
আলোর আকাশ নুয়ে এসে ছোঁয় না কপাল

আব্দুল গাফফার রনি এর ছবি

ফটোবব্লগে বেশি লেখা পাঠকদের বিরক্তি উৎপাদন করতে পারে।

----------------------------------------------------------------
বন পাহাড় আর সমুদ্র আমাকে হাতছানি দেয়
নিস্তব্ধ-গভীর রাতে এতোদূর থেকেও শুনি ইছামতীর মায়াডাক
খুঁজে ফিরি জিপসি বেদুইন আর সাঁওতালদের যাযাবর জীবন...
www.facebook.com/abdulgaffar.rony

মাহবুব লীলেন এর ছবি

ছাব্বিশ নম্বরটা বুনো টগর না?
আর আটাশ নম্বরটাকেও তো অপরাজিতা বলে জানতাম

দীনহিন এর ছবি

ছাব্বিশ নম্বরটা বুনো টগর না?

লীলেনদা, আমি তো একে টগর বলেই জানতাম। অ-বুনো টগর তাহলে কোনটি?

.............................
তুমি কষে ধর হাল
আমি তুলে বাঁধি পাল

আব্দুল গাফফার রনি এর ছবি

বুনো টগর হতে পারে আবার জুইও হতে পারে, আমি নিশ্চিত নই, তবে টগর নয়। টগর এরচেয়ে সামন্য বড় হয়, পাপড়িও থাকে বেশি।

----------------------------------------------------------------
বন পাহাড় আর সমুদ্র আমাকে হাতছানি দেয়
নিস্তব্ধ-গভীর রাতে এতোদূর থেকেও শুনি ইছামতীর মায়াডাক
খুঁজে ফিরি জিপসি বেদুইন আর সাঁওতালদের যাযাবর জীবন...
www.facebook.com/abdulgaffar.rony

আব্দুল গাফফার রনি এর ছবি

লীলেনদা, আটাশ নম্বরটার নামে এই মুহূর্তে মনে করতে পারছি না, তবে অপরাজিত নয়।

----------------------------------------------------------------
বন পাহাড় আর সমুদ্র আমাকে হাতছানি দেয়
নিস্তব্ধ-গভীর রাতে এতোদূর থেকেও শুনি ইছামতীর মায়াডাক
খুঁজে ফিরি জিপসি বেদুইন আর সাঁওতালদের যাযাবর জীবন...
www.facebook.com/abdulgaffar.rony

অতিথি লেখক এর ছবি

আপনার ছবি তোলার ক্ষেত্রে অভিজ্ঞতার কথা শুনে সমব্যাথি হলেও হাসি পেলো খুব।

নাগেশ্বর আমার খুব প্রিয় ফুলগুলোর একটা। প্রতিদিন শেষ বিকেলে রমনা পার্ক দিয়ে হেঁটে আসার সময় সাদার মধ্যে কমলা রঙ নিয়ে জ্বলজ্বল করে ফুটে থাকে ফুলগুলো। দেখে খুব ভালো লাগে। আর দেখতে অনেকটা ডিমপোচ এর মতো হয় বলে আমি এটাকে ডিমফুল-ও বলি। চোখ টিপি

নাগলিঙ্গম-এর প্রস্ফুটিত ছবি আপনার কাছে নেই। ফুলটা ফুটে থাকা অবস্থায় খুব সুন্দর দেখায়। আমার কাছে নাগলিঙ্গমের কোর এর একটা সুন্দর ছবি আছে অবশ্য।

কমেন্টঘরের অপশন গেলো কই!!!!
যাক এম্নেই দেই- আমরা আমরাই তো! - http://goo.gl/jtbOh9

---- মনজুর এলাহী ----

আব্দুল গাফফার রনি এর ছবি

ধন্যবাদ, হুম, আমরা আমরাই তো হাসি

----------------------------------------------------------------
বন পাহাড় আর সমুদ্র আমাকে হাতছানি দেয়
নিস্তব্ধ-গভীর রাতে এতোদূর থেকেও শুনি ইছামতীর মায়াডাক
খুঁজে ফিরি জিপসি বেদুইন আর সাঁওতালদের যাযাবর জীবন...
www.facebook.com/abdulgaffar.rony

কৌস্তুভ এর ছবি

১৮ কে কাগজফুল বলেও ডাকা হয়ে থাকে, ইংরিজি নাম বুগনভিলিয়া (bougainvillea)।

১৯-২০ একই গাছ, শিরীষ।

২৬ সম্ভবত বুনো জুঁই। আর দুয়েকটা ছবি দেওয়া যেতে পারে?

২৮ টেকোমা (tecoma)।

২৯ পিটুনিয়া (petunia)।

৩০ বটলব্রাশ (bottle-brush)।

আপনি যখন এত কষ্ট করে এই কাজ করছেনই, তখন অনুরোধ করব, এমনভাবে ছবি তুলবেন যাতে ফুলের পাশাপাশি পাতাটাও স্পষ্টভাবে দেখা যায়। ২৬, ২৮এ পাতা ঠিকভাবে দেখা যাচ্ছে না। সচরাচর পাতা চেনার সহায়ক।
আর কাজটা হয়ত কখনও কখনও কঠিন, তবে ফুলসমেত পুরো গাছটারও একটা ছবি তুলে রাখবেন। তাহলে বৃক্ষ কি গুল্ম ইত্যাদি জানা থাকল।

এই পেজটা ফেসবুকে চোখে পড়ল। আপনার কাজে লাগতে পারে মনে হয়। https://www.facebook.com/pushpokothon

আব্দুল গাফফার রনি এর ছবি

অনেক অনেক ধন্যবাদ কৌস্তভদা।

----------------------------------------------------------------
বন পাহাড় আর সমুদ্র আমাকে হাতছানি দেয়
নিস্তব্ধ-গভীর রাতে এতোদূর থেকেও শুনি ইছামতীর মায়াডাক
খুঁজে ফিরি জিপসি বেদুইন আর সাঁওতালদের যাযাবর জীবন...
www.facebook.com/abdulgaffar.rony

প্রোফেসর হিজিবিজবিজ এর ছবি

চমৎকার লাগলো।

[img][/img]

____________________________

আব্দুল গাফফার রনি এর ছবি

ধন্যবাদ

----------------------------------------------------------------
বন পাহাড় আর সমুদ্র আমাকে হাতছানি দেয়
নিস্তব্ধ-গভীর রাতে এতোদূর থেকেও শুনি ইছামতীর মায়াডাক
খুঁজে ফিরি জিপসি বেদুইন আর সাঁওতালদের যাযাবর জীবন...
www.facebook.com/abdulgaffar.rony

এক লহমা এর ছবি

২০ আর ৩০ বেশী ভাল লেগেছে।

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

আব্দুল গাফফার রনি এর ছবি

থ্যাঙ্ক্যু

----------------------------------------------------------------
বন পাহাড় আর সমুদ্র আমাকে হাতছানি দেয়
নিস্তব্ধ-গভীর রাতে এতোদূর থেকেও শুনি ইছামতীর মায়াডাক
খুঁজে ফিরি জিপসি বেদুইন আর সাঁওতালদের যাযাবর জীবন...
www.facebook.com/abdulgaffar.rony

রংতুলি এর ছবি

ফুল, দেখলেই তো ভালো লাগে। চলুক হাসি

আব্দুল গাফফার রনি এর ছবি

আমরও একই অবস্থা। দেখি দিন দুয়েকের মধ্যে বলধা গার্ডেনে যেতে পারি কিনা।

----------------------------------------------------------------
বন পাহাড় আর সমুদ্র আমাকে হাতছানি দেয়
নিস্তব্ধ-গভীর রাতে এতোদূর থেকেও শুনি ইছামতীর মায়াডাক
খুঁজে ফিরি জিপসি বেদুইন আর সাঁওতালদের যাযাবর জীবন...
www.facebook.com/abdulgaffar.rony

অতিথি লেখক এর ছবি

ভাল লেগেছে।

রীতু

আব্দুল গাফফার রনি এর ছবি

ধন্যবাদ, ভাললাগার জন্য।

----------------------------------------------------------------
বন পাহাড় আর সমুদ্র আমাকে হাতছানি দেয়
নিস্তব্ধ-গভীর রাতে এতোদূর থেকেও শুনি ইছামতীর মায়াডাক
খুঁজে ফিরি জিপসি বেদুইন আর সাঁওতালদের যাযাবর জীবন...
www.facebook.com/abdulgaffar.rony

অতিথি লেখক এর ছবি

উনত্রিশঃ পিটুনিয়া।
ত্রিশঃ বটল ব্রাস

রীতু

আব্দুল গাফফার রনি এর ছবি

আবারও ধন্যবাদ রীতু, নাম দুটো কাজে লাগবে।

----------------------------------------------------------------
বন পাহাড় আর সমুদ্র আমাকে হাতছানি দেয়
নিস্তব্ধ-গভীর রাতে এতোদূর থেকেও শুনি ইছামতীর মায়াডাক
খুঁজে ফিরি জিপসি বেদুইন আর সাঁওতালদের যাযাবর জীবন...
www.facebook.com/abdulgaffar.rony

অতিথি লেখক এর ছবি

এটা কিভাবে হয়? আপনি যদি ফুলের ছবির পাশে নাম হিসেবে লিখেন "অজ্ঞাত" তাহলে মহাভারত অশুদ্ধ হতেই পারে। ! চিন্তিত চিন্তিত

সিরাজাম মুনির
shrabanmonir

আব্দুল গাফফার রনি এর ছবি

শ্রাবণ, না জানলে মহাভারত অশুদ্ধ হলেই বা কি??

----------------------------------------------------------------
বন পাহাড় আর সমুদ্র আমাকে হাতছানি দেয়
নিস্তব্ধ-গভীর রাতে এতোদূর থেকেও শুনি ইছামতীর মায়াডাক
খুঁজে ফিরি জিপসি বেদুইন আর সাঁওতালদের যাযাবর জীবন...
www.facebook.com/abdulgaffar.rony

তারেক অণু এর ছবি

বাহ, ধন্যি মশাই আপনার অধ্যবসায়। আরও তুলুন, জানান আমাদের

আব্দুল গাফফার রনি এর ছবি

হুম, তুলছি এবং জানাব।

----------------------------------------------------------------
বন পাহাড় আর সমুদ্র আমাকে হাতছানি দেয়
নিস্তব্ধ-গভীর রাতে এতোদূর থেকেও শুনি ইছামতীর মায়াডাক
খুঁজে ফিরি জিপসি বেদুইন আর সাঁওতালদের যাযাবর জীবন...
www.facebook.com/abdulgaffar.rony

সাক্ষী সত্যানন্দ এর ছবি

চলুক

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

আব্দুল গাফফার রনি এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

----------------------------------------------------------------
বন পাহাড় আর সমুদ্র আমাকে হাতছানি দেয়
নিস্তব্ধ-গভীর রাতে এতোদূর থেকেও শুনি ইছামতীর মায়াডাক
খুঁজে ফিরি জিপসি বেদুইন আর সাঁওতালদের যাযাবর জীবন...
www.facebook.com/abdulgaffar.rony

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।