রঙ্গিন কারিগর

স্যাম এর ছবি
লিখেছেন স্যাম (তারিখ: মঙ্গল, ২০/১০/২০১৫ - ২:৫৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

সচল থাকেন, সচল রাখেন।

পেশী থাকলেও ভয় দেখান নাই, শুনিয়েছেন গান। তাঁর একরঙা শ্রমে হাজার রঙে রঙ্গিন হয় আমাদের আকাশ।


মন্তব্য

সাক্ষী সত্যানন্দ এর ছবি

চলুক হাততালি

ইনার পুরা নাম আসলে কি? সচলায়তন মুহম্মদ মাহবুব মুর্শেদ? চিন্তিত

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

স্যাম এর ছবি

ধন্যবাদ।
ফেইল, নাম ঠিক হয় নাই চোখ টিপি

সাক্ষী সত্যানন্দ এর ছবি

কস্কি মমিন! তাইলে ক্যাডা?

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

তারেক অণু এর ছবি

দারুণ হয়েছে। এই লোকটা আসলেই কাজের।

ধন্যবাদ হে স্যামদা-

স্যাম এর ছবি

আপনাকেও ধন্যবাদ HYOHAKUSHA

গৃহবাসী বাউল এর ছবি

সচল মুরশেনেগার খাইছে

মিজান, পিষে ফ্যালো

-----------------------------------------------------------
আঁখি মেলে তোমার আলো, প্রথম আমার চোখ জুড়ালো
ঐ আলোতে নয়ন রেখে মুদবো নয়ন শেষে
-----------------------------------------------------------

স্পর্শ এর ছবি

এই সিরিজটা চালিয়ে যান।

ছবিটার রংগুলো আরো স্যাচুরেটেড হলে ভালো হতো। কেমন যেন একটা মনমরা ভাব এসে গেছে। আর মিউজিক স্টাফ নোটেশনে দাগ হয় পাঁচটা করে। অবশ্য গিটার ট্যাব অনেক সময় ৬ দাগ দিয়ে লেখা হয়।

দিলাম একগাদা 'গঠনমূলকসমালোচনা' করে দেঁতো হাসি


ইচ্ছার আগুনে জ্বলছি...

স্যাম এর ছবি

চলুক চলুক
অনেক ধন্যবাদ। সমালোচনায় এ প্লাস হাসি
এই কাজটা শুরুর সময় উজ্জ্বল রঙের ব্যবহার ছিল, পরে আমার চোখে লোকটাকে এ রঙেই দেখতে ইচ্ছা হল।

কনফুসিয়াস এর ছবি

এটাও দারুণ হয়েছে। অসাম। হাসি

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

সুবোধ অবোধ এর ছবি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।