আলোরেখা

স্যাম এর ছবি
লিখেছেন স্যাম (তারিখ: মঙ্গল, ২৯/০৯/২০১৫ - ১:৩৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

লেখার সংখ্যা হিসেব করতে সময় নেবেনা একদম,

কিন্তু এক লেখাতেই জানতে আর ভাবতে গিয়ে পার হয়েছিল গোটা দিন। ধরে নিয়েছিলাম তিনি সাদা চুলের ষাটোর্ধ কোন তরুণ। শিখেছি নানা বিষয়ে, শিখছি এখনও। কৃতজ্ঞতা।


মন্তব্য

সুজন চৌধুরী এর ছবি
স্যাম এর ছবি

ধন্যবাদ হাসি

সাক্ষী সত্যানন্দ এর ছবি

চলুক

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

স্যাম এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

নজমুল আলবাব এর ছবি

মডেলের হু চি মিন টাইপ দাড়ি ছিলো না?

স্যাম এর ছবি

মানুষ বেঁচে থাকলে বদলায়... চোখ টিপি

অতিথি লেখক এর ছবি

চলুক

দেবদ্যুতি

স্যাম এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

এক লহমা এর ছবি

বাঃ!
(এনার আরও আরও লেখা পাই না কেন, একটু জিগাইবেননি ওনারে? )

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

স্যাম এর ছবি

ধন্যবাদ, আরো লেখা আমিও চাই।

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

অনেক জিনিস খাবলা খাবলা জানার চেয়ে অল্প জিনিস গভীরভাবে জানা ভালো। তাতে অন্তত নিজের মধ্যে এই আত্মবিশ্বাসটা আসে যে, আমি কয়েকটা বিষয়ে জানি। খুব কম জন অনেক জিনিস খাবলা খাবলা জানার লোভ সামলাতে পারে। এর জন্য অনেকটা ফোকাসড হতে হয়। অনেক কিছু ত্যাগ করতে জানতে হয়। ত্যাগ করার সাহসটাও থাকা লাগে। অবশ্য অল্প জানা জিনিসের তালিকায় ভাষা, সাহিত্য, দর্শন থাকলে অথবা দক্ষতার সীমাতে নির্মাণকৌশলের মতো কিছু থাকলে আফসোস্‌ করার আর কিছু থাকার কথা না। এমন মানুষ গণ্ডায় গণ্ডায় মেলে না।

বয়স বাড়লেই যদি জ্ঞান বা অভিজ্ঞতা বাড়তো তাহলে গবেষণা, পড়াশোনা, লেখালেখি, আলোচনা সব বন্ধ হয়ে যেত। জ্ঞানী হওয়া, প্রজ্ঞাবান হওয়ার জন্য খাটাখাটুনি লাগে, ধৈর্য লাগে এবং মেধাও লাগে। এই জন্য জ্ঞানী বা প্রজ্ঞাবানের বয়স সংখ্যার গোনাগুনতি দিয়ে করার দরকার নেই, চুলদাঁড়ির রঙ দিয়ে বোঝার দরকার নেই।

সেই মানুষও জ্ঞানী, যিনি নিঃসঙ্কোচে সবার কাছ থেকে শিখতে পারেন, এবং সেটা স্বীকারও করেন। আমার কাছে উভয়েই শ্রদ্ধার্হ।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

স্যাম এর ছবি

যথারীতি বিমোহিত, দ্বিমতেরতো উপায়ই নাই। ধন্যবাদ পান্ডবদা।

স্পর্শ এর ছবি

ইবা হন?


ইচ্ছার আগুনে জ্বলছি...

অনিন্দ্য রহমান এর ছবি

ইবা মিডিয়ার সিষ্টি


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

মেফিস্টো  এর ছবি

ছবির মধ্যে উল্লেখিত লেখার যেকোন একটা গুগল এ সার্চ দিলে পাবার কথা এনাকে।

স্যাম এর ছবি

হাসি

মন মাঝি এর ছবি

"মিডিয়ার সিষ্টি"-রে নতুন লেখা দিতে বলেন না! হাসি

****************************************

ত্রিমাত্রিক কবি এর ছবি

চিনা চিনা লাগে।

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

স্যাম এর ছবি

৬ প্যাক নাই, আপনিও না, মুর্শেদ ভাইও না দেঁতো হাসি

অতন্দ্র প্রহরী এর ছবি

অছাম! হাসি

স্যাম এর ছবি

ধন্যবাদ।
"নালিশ আর অভিসম্পাত দেয়া ছাড়াও সক্রিয় হওয়ার আরো দশটা উপায় খোলা আছে" দারুণ না?

স্যাম এর ছবি

ডুপ্লি

কনফুসিয়াস এর ছবি

মুগ্ধ হয়ে আপনার কাজ কারবার দেখি আমি।

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

আয়নামতি এর ছবি

কে ইনি?
কেম্নে জানি পারে লোকে এমন কাজগুলো! উত্তম জাঝা!

এক লহমা এর ছবি

এইটা পড়েছিলে?

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

ঝিঁ ঝিঁ পোকা এর ছবি

চলুক

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।