পরোটাপ্রিয় এক লোকের ভয়ে লেখাতো দূরের কথা, মন্তব্যে আঙ্গুল তুলতেও হাত কাঁপে।
কত কত গল্প, উপন্যাস আর দুর্ধর্ষ মন্তব্য পৃথিবীর আলো দেখার আগেই, আপনাদের সমীহ আদায় না করেই হারিয়ে গেছে দলছুটের মত - তাঁর ভয়েই। কে সেই দোর্দ্দন্ড প্রতাপশালী? যার কাছ থেকে শিখি প্রতিনিয়ত কিন্তু সাহসের অভাবে জানাতে পারিনা কৃতজ্ঞতার কথা, মুগ্ধতার কথা। আজ তাকে নিয়েই করে ফেললাম এক আনাড়ি এক্সপেরিমেন্ট! নাম নেয়া হলোনা - ডরে!
মন্তব্য
দেখে যেন মনে হয় চিনি তাহারে
ডরে মরে গেলেও কাজ কিন্তু খাসা হয়েছে
তাই বলি- সাবধান ! ক'রোনাকো ধুপ্ধাপ্,
টিপি টিপি পায় পায় চলে যাও চুপ্ চাপ্ ।
চিনসি!
দারুণ কাজ!!
ইচ্ছার আগুনে জ্বলছি...
সৃষ্টি যখন সদ্য কাঁচা, অনেকখানি ফাঁকা
বিশ্বকর্মা নিলেন ছুটি একটি বছর ছাঁকা।
বাপরে, মারাত্মক!
..................................................................
#Banshibir.
বেশ বলেছ, ঢের বলেছ, ঐখেনে দাও দাঁড়ি।
সাংঘাতিক!
শোন শোন গল্প শোন, `এক যে ছিল গুরু,'
এই আমার গল্প হল শুরু ।
ছবিখানা দুরন্ত হয়েছে। মানুষটিকে আমি চোখে দেখিনি। মনের চোখে চিনি। সেই চেনার সাথে চমৎকার মিলেছে।
নানা কুণ্ঠায় বিভিন্ন লেখায় আর মন্তব্য করা হয় না। মহানগরের রাস্তায় রাস্তায় পরোটাপ্রিয় মানুষটির হেঁটে বেড়ানোর সেই অসামান্য লেখাতেও কোন মন্তব্য করা হয়নি।
--------------------------------------------------------
এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।
এক লহমার... টুকিটাকি
আপ্নিও ডরান?! ডরায়েন্না, ডরায়েন্না... (ভানু যেন এরপর কি বলেছিল ভুলে গেছি)।
নাঃ আমি ডরাই না। উনি ডরাইতে মানা কইরা দিসেন।
--------------------------------------------------------
এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।
এক লহমার... টুকিটাকি
প্রচন্ড প্রতাপশালী মানুষটার জানার পরিধি প্রতিনিয়ত বিস্মিত করে
-------------------------------------------
আমার কোন অতীত নেই, আমার কোন ভবিষ্যত নেই, আমি জন্ম হতেই বর্তমান।
আমি অতীত হবো মৃত্যুতে, আমি ভবিষ্যত হবো আমার রক্তকোষের দ্বি-বিভাজনে।
আমারও একই কথা
এমন লুকরে মাইরের উপ্রে রাক্তে হয়! কে না জানে মাইরের উপ্রে অষুধ নাই।
স্যাম ব্যানারজী হচ্ছেন এমন একজন মানুষ যিনি অপার্থিব, অমানুষিক সব কাজ অবলীলায় করে ফেলতে পারেন। তাঁর কাজ দেখে দর্শকদের হা হয়ে থাকতে হয়, তাদের মুখে আর কথা সরে না। এই অবসরে তাঁর কাজের প্রতি ব্যক্তিগত মুগ্ধতা জানিয়ে গেলাম।
পুনশ্চঃ অধমের কৃতজ্ঞতা জানবেন।
পুনঃপুনশ্চঃ পাবলিক এতো ডরাইলে অ্যাকাউন্টখানাই ডিলিট করে দিতে হবে দেখছি।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
যে আনন্দ ফুলের বাসে,
যে আনন্দ পাখির গানে,
যে আনন্দ অরুণ আলোয়,
যে আনন্দ শিশুর প্রাণে,
যে আনন্দ বাতাস বহে,
যে আনন্দ সাগরজলে,
যে আনন্দ ধুলির কণায়,
যে আনন্দ তৃণের দলে,
যে আনন্দ আকাশ ভরা ,
যে আনন্দ তারায় তারায়,
যে আনন্দ সকল সুখে,
যে আনন্দ রক্তধারায়
সে আনন্দ মধুর হয়ে
তোমার প্রাণে পড়ুক ঝরি,
সে আনন্দ আলোর মত
থাকুক তব জীবন ভরি।
উঁহু, অনুগ্রহ করে এই কাজটি করবেন না। আপনার কাছ থেকে জেনে আমার নিজের লেখার কত ভুল শুধরে নিয়েছি! জানেনতো, 'নিজের চোখের সামনে ধরা আপন বদ্ধমুষ্ঠি দূরের হিমালয়কেও ঢেকে ফেলে।' নিজের ভুলতো নিজের কাছে প্রতীয়মান হয়না। তাইতে....
অসাধারণ কাজ।
অলস সময়
এম্নি মিঠে- ঠিক যেন কেউ গুড় দিয়েছে ঢেলে !
ডরানি প্রকাশের কায়দাটা দুর্ধর্ষ এবং অভূতপূর্ব!!
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?
ওরে গোপাল, গোটাকয়েক পান দিতে বল্ খেঁদিকে
খুব সুন্দর কাজ।
তবে আমার কল্পনায় পান্ডবদার গোঁফ ছিল........
------------------------------------------------------------------------------------------------------------
“We sit in the mud, my friend, and reach for the stars.”
অলীক জানালা _________
জল ছিটিয়ে, টব পিটিয়ে, ভাবছ, "আমোদ ভারি,— কেউ কাছে নাই, যা খুশি তাই করতে এখন পারি।"
বাহ বাহ,
facebook
কী দারুণ! কী দারুণ!
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
মিজান পিষে ফেল!
নীড়পাতা.কম ব্লগকুঠি
উস্কানিদাতার ছবি পেলেই পিষে ফেলা হবে। কসম!
পছন্দের নিরিখে আপনিও আছেন একই ব্র্যাকেটে।
বাহ ! দারুণ গ্রাফিক্স ! পান্ডুর ছয় নম্বর পুত্র !
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
বহুদ্দিন আপনার কার্টুন পাই না।
নীড়পাতা.কম ব্লগকুঠি
ধন্যবাদ
কিছুই পাইনা। খুব খ্রাপ!
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
দারুণ, পাণ্ডবদার প্রোফাইলে ছবি দেখে প্রথমে ভাবছিলাম পাণ্ডবদা দেখি ছুপা। স্যাম ভাই লেভেলের ডিজাইনের কাজ করে কিন্তু শুধু মন্তব্য করে খালাস। পরে দেখি না ঠিকই আছে। স্যাম ভাই ওয়ান পিস, পাণ্ডবদাও ওয়ান পিস।
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
সাংহাইয়ের পর কীবোর্ড নষ্ট নাকি? তাত্তাড়ি...
উরিব্বাস। এইটে দারুণ তো।
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'
পান্ডবদা আসলেই দারুণ ধন্যবাদ।
নতুন করে আর কী বলবো! আপনার ব্যানারগুলো দেখেই সেই কোনকাল থেকেই মুগ্ধতা! আর এটা? দারুণস্য দারুণ।:)
ধন্যবাদ।
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
লেখালুখা কো?
ইয়ে... মানে... মানত করছি যে কল্যাণ ভাই লেখা দিলেই আমিও লেইখ্যা ফাডায়ালামু। (মাগার, কল্যাণ ভাই মানত করছে চণ্ডীশিরারে )
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
আহা! মানুষে, মানে কিছু কিছু মানুষে, এভাবে পারে কী করে? কাজ দেখে মুগ্ধ হয়ে যেতে হয় (দুজনেরই - একজনের আঁকা, আরেকজনের লেখা ও জানার পরিধি)!!
____________________________
আপনার প্রোফেসরশীপ কেড়ে নেয়া হোক, প্রায় ২ বছর - কোন লেখা নাই
বাহ্ !!!
ব্লগবাড়ি । ফেসবুক
ধন্যবাদ।
দারুণ!
নতুন মন্তব্য করুন