সুপিক অলিকুল অলিখিত

শাহীন হাসান এর ছবি
লিখেছেন শাহীন হাসান (তারিখ: মঙ্গল, ২৯/০৪/২০০৮ - ৭:২৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সুপিক অলিকুল অলিখিত

সুপিক অলিকুল অলিখিত
লোকাতীত দেহ
চুপিচুপি ঢুকছি
নন্দন কাননে দেখি পারিজাত হাতে নগ্নমূর্তি

জিজ্ঞেস করলাম
বলল মেনকা
আর তোমার
বলতে পারো
মন্দাকিনী
কিন্তু এভাবে গেয়ে-বয়ে কোথায় যাচ্ছো শুনি

তোমাদের পোশাক-আশাক
স্বর্গের এই একটাই অভিজ্ঞান
আমরা নগ্ন থাকি

পথের পরে ঢলে পড়ে আছে উর্বশী
সুগন্ধ নিলাম
যাচনা মেটেনি
অপ্সরারা একই রকম
একই রকম সৌন্দর্যের একঘেঁয়েমি

বললাম
আমার প্রিয়তমার গায়ের গন্ধ অনেক দামী
বলেই পালিয়ে এসেছি
গন্ধর্বের ঘর থেকে

পথে কান্না জুড়ে দেয়
কিন্নরীকণ্ঠ

সুপিক -
অলিকুল অলিখিত

০৩.০৮.২০০৪


মন্তব্য

ইশতিয়াক রউফ এর ছবি

ভাল লাগলো। ভুলে যাওয়া অনেক শব্দ মনে পড়ে গেল। হাসি

শেখ জলিল এর ছবি

কঠ্ঠিন তবে বেশ রোমান্টিক কবিতা। ভাল্লাগলো।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

তীরন্দাজ এর ছবি

মন্দাকিনী
কিন্তু এভাবে গেয়ে-বয়ে কোথায় যাচ্ছো শুনি

মেনকা, উর্বশী, মন্দাকিনী,..... এতো দেখছি সৌন্দর্যের সমাহার..!

আহা কী শান্তি!

**********************************
যাহা বলিব সত্য বলিব

**********************************
যাহা বলিব, সত্য বলিব

শাহীন হাসান এর ছবি

মন্তব্যের জন্য ধন্যবাদ ।
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।