কাকে বলে সম্পর্ক

শাহীন হাসান এর ছবি
লিখেছেন শাহীন হাসান (তারিখ: বুধ, ১৪/০৫/২০০৮ - ৫:১৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

কাকে বলে সম্পর্ক

শুভরাত্রি! বাংলা কবিতায়
বোধকরি এই অর্থে আগে কেউ পড়েনি,
অর্থাত্ তোমার বিদায় শব্দটি?

আমাদের ভেতরে কেউ জেগে থাকে বিনিদ্ররাত কাটায়
আগে ভাগে বুঝে ফেলে, সকল সমার্থকশব্দকোষ :
আমার অসাকার অশ্রু সাকার হয়ে বেরিয়ে আসে।
দু-চোখে নতুন মাত্রা নিয়ে,
তাকায় পৃথিবী আর প্রেমের দিকে
আমাদের অবিশ্বাসী আত্মা,
বিদায় শব্দটি পুরোপুরি বুঝে।

জীবনের শ্রেষ্ঠতম সুন্দর কথাগুলো
সময় আর স্বপ্নকে আধা-আধি করে
আমরা বড় হতে চেয়েছিলাম একসাথে
ঘুমোতে চেয়েছিলাম পাশাপাশি কবরে
অনন্ত-প্রেমের এক যুগলবন্দী হয়ে।
কিন্তু সংসার কী চরম-বিপরীত ঘষা-মাজা,
কল-পাড়ের ছাই আর ছোবড়া,- সাংসারে
পা-ফেলে কেন তুমি বদলে যাও প্রেম?

একদিন হঠাত্ আমারও মনে হলো
ঢুকে পড়েছি কোনো ভুল রাজ্যে-
এ রাজ্যের নিয়ম-কানুন
প্রিয়তমার নিছক কানের দুল,
পরবেন আর ছুঁড়ে ফেলবেন,
শুধু পড়ে থাকবে আমাদের হৃদয়
যেমন পথে পড়ে থাকে খাওয়া-আপেল!

সবাই জানে চোখে পেঁয়াজের কান্না আর বিধাতার
পাপ নিয়ে এই কাননে জন্মে, ভুলবৃক্ষে খাটিফুল?
ঘৃত-তো নিজ হাতেই ঢেলে দিতে ভালোবাসেন
বিধাতা, এবং সেটা সরাসরি অপাত্রে!

তোমার আমার সম্পর্ক,
নিয়ত নিরিখে নিসর্গ নিয়মে-
এটাও একটা ভুল।

কাকে বলে সম্পর্ক?

২৮.০৩.০০৮


মন্তব্য

স্নিগ্ধা এর ছবি

তোমার আমার সম্পর্ক,
নিয়ত নিরিখে নিসর্গ নিয়মে-
এটাও একটা ভুল।

কাকে বলে সম্পর্ক?

সবচাইতে সুন্দর এই চার লাইন হাসি

শাহীন হাসান এর ছবি

ধন্যবাদ। ... শুভেচ্ছা।
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

মাহবুব লীলেন এর ছবি

ভুল আর শুদ্ধের ঠিক মাঝখানে যে সামান্য শূন্যস্থান
সেই স্থানে টিকে থাকে সম্পর্ক...

তীরন্দাজ এর ছবি

সংসারে পা ফেলে বদলে যায় প্রেম!
রুটি,রুজি আর বৈভবের খোঁজে ভালবাসা তখন আর রতিক্লান্ত নয়, বরং রুটিক্লান্তই বটে !

প্রকৃতি তবুও এসে পা ফেলেছে ভালবাসায়...!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

শাহীন হাসান এর ছবি

জানেনই তো সবই তো গোলাপ-সর্বনাশ!
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

তীরন্দাজ এর ছবি

গোলাপ-সর্বনাশে কাঁটার ভূমিকা কতটুকো?
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

শাহীন হাসান এর ছবি

মাহবুব লীলেন লিখেছেন:
ভুল আর শুদ্ধের ঠিক মাঝখানে যে সামান্য শূন্যস্থান
সেই স্থানে টিকে থাকে সম্পর্ক...

ভালই লিখেছেন। টিকিয়েতো রাখতেই হয় সম্পর্ক ...।
ধন্যবাদ।
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

নিঝুম এর ছবি

বিষন্ন কবি,
কিন্তু সংসার কী চরম-বিপরীত ঘষা-মাজা,
কল-পাড়ের ছাই আর ছোবড়া,- সাংসারে
পা-ফেলে কেন তুমি বদলে যাও প্রেম?

কি করে যে এভাবে লিখেন...বুঝিনা...
---------------------------------------------------------
শেষ কথা যা হোলো না...বুঝে নিও নিছক কল্পনা...

---------------------------------------------------------------------------
কারও শেষ হয় নির্বাসনের জীবন । কারও হয় না । আমি কিন্তু পুষে রাখি দুঃসহ দেশহীনতা । মাঝে মাঝে শুধু কষ্টের কথা গুলো জড়ো করে কাউকে শোনাই, ভূমিকা ছাড়াই -- তসলিমা নাসরিন

শাহীন হাসান এর ছবি

নিঝুম,
আপনার মন্তব্যটি বেশ-লাগলো।
আমিও বুঝিনা কী করে যে বিষন্নতা আসে?
মানুষতো তাই বোধহয়...।
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

সুলতানা পারভীন শিমুল এর ছবি

তোমার আমার সম্পর্ক,
নিয়ত নিরিখে নিসর্গ নিয়মে-
এটাও একটা ভুল...

কঠিন একখান কবিতা শাহীন ভাই !

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

শাহীন হাসান এর ছবি

অনেক অনেক ধন্যবাদ! শুভেচ্ছা।
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

শেখ জলিল এর ছবি

টানাপোড়েন না থাকলে কি সম্পর্কের গেরো পোক্ত হয়?
...ভালো লিখেছেন কবি।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।