কৃষ্ণবন

শাহীন হাসান এর ছবি
লিখেছেন শাহীন হাসান (তারিখ: বুধ, ০৮/১০/২০০৮ - ৪:৪৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

কৃষ্ণবন
পাহাড়, তোমাকে নিষ্ঠুর কষ্ট দিয়েছে এই কৃষ্ণবন,
বুক কেটে বসিয়ে দিয়েছে লম্বা রেলপথ, বানাতে চেয়েছিল
তোমাকে নাকউঁচুনগরী, অথচ এমন তার ভাবখানা
যেন কিছুই ঘটেনি বিপত্তি! নীল থেকে বেরিয়ে
সাদামেঘ চেঁচিয়ে বলল, চেনো নাকি ওকে?
রোদেভেজা মাথাটা দ্রুত নাড়িয়ে নি:শব্দে
হাসলো পাহাড়। ভাসতে ভাসতে আবার
নীলের মধ্যে মিশে যায় সাদামেঘ। তখনি,

হাসতে হাসতে দৌড়ে নিচে নেমে এলো
সবুজপাহাড়। ট্রেনের কামরায় আমার সহযাত্রী তখনও
মর্মাহত! কাকে যেন বিদায় জানাতে যাচ্ছে সে আজ।
অথচ বাইরে বইয়ে দিয়েছে এই কৃষ্ণবন, সবুজের নদী।


মন্তব্য

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

বহুদিন পরে আপনার কবিতা...
এতদিন কোথায় ছিলেন?
ভালো লাগলো।
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

তীরন্দাজ এর ছবি

পাহাড়, তোমাকে নিষ্ঠুর কষ্ট দিয়েছে এই কৃষ্ণবন,

খুব সুন্দর লাগলো লাইনটি। নতুন করে আবার স্বাগতম জানাচ্ছি।
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

রণদীপম বসু এর ছবি

হাসতে হাসতে দৌড়ে নিচে নেমে এলো
সবুজপাহাড়। ট্রেনের কামরায় আমার সহযাত্রী তখনও
মর্মাহত! কাকে যেন বিদায় জানাতে যাচ্ছে সে আজ।
অথচ বাইরে বইয়ে দিয়েছে এই কৃষ্ণবন, সবুজের নদী।

এই সবুজের নদী না বইয়ে কোথায় ডুব মেরে ছিলেন এতোদিন ? সে চেষ্টা করে লাভ নেই। কবিরা ডুব দিতে চাইলেও ডুবতে পারে না।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

পুতুল এর ছবি

কবি সবুজের বন্যায় এতদিন লুকিয়েছিলেন!
আপনাকে দেখে আনন্দ হচ্ছে।
**********************
কাঁশ বনের বাঘ

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

শেখ জলিল এর ছবি

ওয়েলকাম ব্যাক।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

পরিবর্তনশীল এর ছবি

ওয়েলকাম ব্যাক।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

চলুক
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

নিঝুম এর ছবি

কবি, আপনি ফেরত এসেছেন । তাই আনন্দের । এতটুকুই ...
--------------------------------------------------------
কারা যেন চলে গেছে দূরে...বহুদূরে..আর ফিরবে না জানি । কোন কারন ছাড়াই , কোন যুক্তি ছাড়াই চুপচাপ হয়ে গেছে সারিবদ্ধ প্রাণ গুলো । জানি , আমাকেও আসতে হবে এই বিষন্ন নগরীতে..একদিন.. কোনদিন --মলাগোফরুমা

---------------------------------------------------------------------------
কারও শেষ হয় নির্বাসনের জীবন । কারও হয় না । আমি কিন্তু পুষে রাখি দুঃসহ দেশহীনতা । মাঝে মাঝে শুধু কষ্টের কথা গুলো জড়ো করে কাউকে শোনাই, ভূমিকা ছাড়াই -- তসলিমা নাসরিন

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।