পিংকু দ্য উকুন

শেহাব এর ছবি
লিখেছেন শেহাব (তারিখ: রবি, ২৯/০৭/২০১২ - ১২:০৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

(একটা উকুন পেটের ডাক্তারের কাছে গেল কোঁকাতে কোঁকাতে। )

ডাক্তার: নির্ঘাৎ ইফতারে ভাজাপোড়া খেয়েছেন। দাঁড়ান ঔষুধ লিখে দিচ্ছি। সকাল থেকে কয়বার পাতলা পায়খানা হয়েছে?
উকুন: গতকাল সন্ধ্যা থেকে আর পাতলা হচ্ছে না। নরমাল।
ডাক্তার: তাহলে তো ভাল হয়ে গেছেন। আমার কাছে আসলেন কেন? যান একটু আরাম করলে ঠিক হয়ে যাবে।
উকুন: না না। এমন ঔষুধ দেন যেন এটা আরো কিছুদিন থাকে।
ডাক্তার: মানে কি? ফাজলামি করেন?
উকুন: না না। আমি সিরিয়াস। দেখেন এই অসুখ আরো কিছুদিন রাখা যায় কিনা?
ডাক্তার: আজব তো! নাম কি আপনার? কই থাকেন?
উকুন: পিংকু। থাকি গোলাম আজমের মাথায়।

শেহাব
চট্টগ্রাম


মন্তব্য

অমি_বন্যা এর ছবি

চলুক হো হো হো

মেঘা এর ছবি

হো হো হো

--------------------------------------------------------
আমি আকাশ থেকে টুপটাপ ঝরে পরা
আলোর আধুলি কুড়াচ্ছি,
নুড়ি-পাথরের স্বপ্নে বিভোর নদীতে
পা-ডোবানো কিশোরের বিকেলকে সাক্ষী রেখে
একগুচ্ছ লাল কলাবতী ফুল নিয়ে দৌড়ে যাচ্ছি

ক্রেসিডা এর ছবি

চলুক

বোল্ড এন্ড বিউটিফুল। তবে খুব বেশী ছোট... কৌতুক মনে করছিলাম..

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

সুমন চৌধুরী এর ছবি

অণুগল্প মনে হয় এরকমই এক চিমটিমতো হয়।

বৃষ্টির রঙ এর ছবি

হো হো হো

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

হো হো হো
থাম্বস আপ!

সাফি এর ছবি

চরম দেঁতো হাসি

শাব্দিক এর ছবি

হো হো হো
জটিল চলুক

---------------------------------------------------------
ভাঙে কতক হারায় কতক যা আছে মোর দামী
এমনি করে একে একে সর্বস্বান্ত আমি।

শান্ত এর ছবি

চলুক

__________
সুপ্রিয় দেব শান্ত

বন্দনা এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

স্যাম এর ছবি

হো হো হো

ত্রিমাত্রিক কবি এর ছবি

গুল্লি গুল্লি গুল্লি

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

কাজি মামুন   এর ছবি

লা জওয়াব! পিংকু দ্য উকুনকে স্যালুট!
পিংকু তুমি পাতলা সারো, আমরা আছি তোমার সাথে! লাগে ভাজা-পোড়া বলবা দ্রুত, চাহিবামাত্র হাজির হবে চাও যত!

সায়ন এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি

সুমন চৌধুরী এর ছবি

ভালৈছে দেঁতো হাসি

নিটোল এর ছবি

জব্বর! হো হো হো

_________________
[খোমাখাতা]

অতিথি লেখক এর ছবি

চাল্লু হইছে
গড়াগড়ি দিয়া হাসি

নির্ঝরা শ্রাবণ

কৌস্তুভ এর ছবি

উদাস'দার এই লেখাটার কথা মনে পড়ল:
কৌতুক বলি একখানা। এক ফটকা আরেক ফটকাকে জিজ্ঞেস করে, ভাই আপনার নাম কি। বলে, আব্বাস। শুনে প্রথম ফটকা হেসে কবিতা বানায়, আপনার নাম আব্বাস, আপনার পুটুতে দিলাম গাবগাছ। এবারে দ্বিতীয় ফটকা শুধোয়, ভাই আপনার নাম কি। প্রথম ফটকা বলে, ইদ্রিস। শুনে দ্বিতীয়জন কবিতা বলে, আপনার নাম ইদ্রিস, আপনার পুটুতে দিলাম বট গাছ। শুনে প্রথমজন ক্ষেপে বলে, এইটা কিছু হইলো? মিলল তো না। দ্বিতীয়জন হেসে বলে, মিলে নাই তো কি হইছে। ব্যথা তো পাইছেন। সুতরাং আমিও একই কথা বলবো। প্রেমালুর শেষ খবরের মতো অনেক খবর হয়তো প্রেমের সাথে মিলে নাই। কিন্তু খবর পড়ে মজা পাইছেন কিনা বলেন?

গোআ ব্যাথা পাইছে দেখেই পাঠক মজা পাইছে, কিন্তু এমনিতে কৌতুকটা সচলের নীড়পাতার মত যথেষ্ট উঁচু মানের বলে আমার মনে হয়নি।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

______________________________________
পথই আমার পথের আড়াল

অতিথি লেখক এর ছবি

উত্তম জাঝা!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।