ডেপথ্ অব ফিল্ড (জমিনের গভীরতা)

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি
লিখেছেন শোহেইল মতাহির চৌধুরী (তারিখ: শুক্র, ২৯/০৫/২০০৯ - ১১:৪৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

কারসাজির ক্যামেরাবাজি-৭

Disturbing

সচেতন সুন্দরীরা সবসময় একজন ভাঙাচোরা সখী নিয়া ঘুরাঘুরি করতে ভালবাসে। যারা বিষয়টা খেয়াল করেছেন তারা জানেন কারণটা কী। কারণ হচ্ছে, ব্যাকগ্রাউন্ড একটু ঝাপসা হলে মূল বদন পুষ্পের মত ফুটে ভালো। সচেতন সুন্দরী মাত্রই নিজ বদনের যথার্থ এক্সপোজারের বিষয়ে যত্নশীল।

অন্যদিকে বিখ্যাত শিল্পীরা কখনও মঞ্চে কোরাস গাইতে দাঁড়ায় না। তারা গায় একক সঙ্গীত।

ভালো ছবি তোলার সময় এই দুইটা বিষয় মাথায় রাখা দরকার।

. ১. ছবির মূল বিষয়বস্তুকে দর্শকের চোখে আটকায়া দেয়ার জন্য ফ্রেমের মধ্যে অন্য যা কিছু অযাচিতভাবে ঢুকে গেছে সেসবকে ঝাপসা করে দিলে ভালো হয়।
. ২. ছবির ফ্রেমের মধ্যে ‘মঞ্চভরা নেতানেত্রীর’ মত ভিড় না জমায়া যতটা পারা যায় ছোট পরিবার তৈরি করা।

নীচের ছবি তিনটা দেখুন:

Its not a sunflower
ক. প্রথম ছবিতে জবা ফুল, বিল্ডিং, না আকাশের মেঘ কোনটা রাজ্জাক তা বুঝা যাচ্ছে না। সবই একরকম চুনকাম করা ফর্সা। পয়েন্ট এ্যান্ড শ্যুট ক্যামেরায় ক্লিক হ্যাপি ক্যামেরাবাজের কারবার।

S1052350

খ. দ্বিতীয় ছবিতে ক্যামেরাবাজ অনেক ফুলের মধ্যে একটা ফুলকে আলাদা করে দেখাতে চেয়েছেন। কিন্তু পেছনে অন্য ফুল ও পাতার উপস্থিতি ঝাপসা হলেও বুঝা যাচ্ছে। পেছনের ফুলের রংয়ের সাথে নায়িকা ফুলের রং-ও মিলে গেছে (সিনেমার এক্সটা সখীদের পোষাক যদি কালো হয় তো নায়িকার ড্রেস হয় লাল – এই নিয়মটা মানা হয় নাই)।

Existence
গ. তৃতীয় ছবিতে ক্যামেরাবাজ ব্যাকগ্রাউন্ড পুরা ঝাপসা করে দিছেন। সবুজ জমিনের ওপর হলুদ ফুল বেশ ফুটে আছে। এইখানে ক্যামেরাবাজ কারসাজি দেখাতে সচেষ্ট ছিলেন।

এখন এই তিন ছবির মধ্যে কোন ধরনের ছবি আমাদের পছন্দ? এক্ষেত্রে বিষয়টা সাবজেক্টিভ। যার যার পছন্দ। কিন্তু সিরিজের শুরুতেই বলছিলাম যে আগাগোড়া স্পষ্ট ছবি যে কেউ তুলতে পারে অটো মোড ব্যবহার করে। আমাদের টার্গেট হলো ঝাপসা ছবি তোলা। মানে মূল বিষয়কে স্পষ্ট রেখে পেছনের জমিন ঝাপসা করে দেয়ার মত কারসাজিগুলা শিখতে পারলেই না দক্ষ ক্যামেরাবাজ হবো আমরা।

সেই হিসেবে তিন নম্বর ছবিটা কারিগরী মানে উন্নত।

আচ্ছা উন্নত হোক বা না হোক, এরকম ছবি তুলতে হলে আমাদের কী কী লাগবে? কী করতে হবে?

জমিনের গভীরতা বা ডেপথ অব ফিল্ড বেশি চাইলে (অর্থাৎ ছবিতে সবকিছু স্পষ্ট চাইলে):
. ১. বড় এফ স্টপ বা ছোট এ্যাপারচার ব্যবহার করুন। (যেমন এফ/১৬)
. ২. কম ফোকাল লেন্থ ব্যবহার করুন (ওয়াইড এ্যাংগেল)
. ৩. ছবির বিষয়বস্তু থেকে একটু দূরে গিয়ে ক্যামেরা তাক করুন।
.
জমিনের গভীরতা বা ডেপথ অব ফিল্ড কম চাইলে (অর্থাৎ মূল বিষয় বাদে বাকী জিনিস ঝাপসা করতে চাইলে):
. ১. ছোট এফ স্টপ বা বড় এ্যাপারচার ব্যবহার করুন। (যেমন এফ/২.৮)
. ২. বেশি ফোকাল লেন্হ ব্যবহার করুন (জুম-ইন করুন)
. ৩. ছবির বিষয়বস্তুর কাছে গিয়ে ক্যামেরা তাক করুন।

স্পেশাল টিপস্:
যাদের কম্প্যাক্ট ক্যামেরা তারা ৩ নং পদ্ধতিগুলো ব্যবহার করে দেখতে পারেন কতটা ফল পাওয়া যায়।
ফটো প্রসেসিং করে পরে ব্যাকগ্রাউন্ড ঝাপসা করে দিতে পারেন। ফটোশপে ব্যাকগ্রাউন্ডকে আলাদা লেয়ারে নিয়ে শার্পনেস কমানোর চেষ্টা করে দেখুন।
পিকাসা বা এরকম এডিটিং সফটওয়্যারে ফোকাস সফট করার অপশন ব্যবহার করেও এই কারসাজিতে হাত পাকাতে পারেন। .

আচ্ছা এবার একটা ভিডিও দেখি। উপরে যা কিছু বলা আছে তা এবার সংক্ষেপে নিয়ম হিসেবে আছে এই ভিডিওতে:

.
ব্রায়ান পিটারসনের কাছ থেকে আগের পর্বে আমরা সৃজনশীল এ্যাপারচারের কথা জেনেছি। এবার আরো কিছু টিপস্ জেনে নিন ডেপথ অব ফিল্ড সম্পর্কে:

. ?

[i]যদি আপনার ক্যামেরায় ম্যানুয়ালি এ্যাপারচার বদলানো না যায় তবে কম ডেপথ অব ফিল্ড-এর জন্য পোর্ট্রেট মোড ব্যবহার করুন। বেশি ডেপথ অব ফিল্ড এর জন্য ল্যান্ডস্কেপ বা ইনফিনিটি মোড ব্যবহার করুন।
সাবজেক্টকে ক্যামেরার কাছে এবং ব্যাকগ্রাউন্ড থেকে দূরে সরিয়ে নিলেও ডেপথ অব ফিল্ড কম পাবেন আর প্রফেশনাল দেখাবে আপনার পোর্ট্রেট।

তবুও ক্যামেরাবাজি করুন।


মন্তব্য

রেজওয়ান এর ছবি
অতিথি লেখক এর ছবি

মাক্রো করা? সুন্দর হয়েছে হাসি
--------------
উদ্ভ্রান্ত পথিক

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

উপরের ১ ও ২ নং ছবিটা কম্প্যাক্ট ক্যামেরাতেই তোলা।
আপনার ছবিটায় অবশ্য ব্যাকগ্রাউন্ড অনেক ঝাপসা করতে পেরেছেন। দারুণ হয়েছে।
-----------------------------------------------
সচল থাকুন... ...সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

অতিথি লেখক এর ছবি

বকে সমন্ধে লেখবেন না?
------------------
উদ্ভ্রান্ত পথিক

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

এস এম মাহবুব মুর্শেদের শিখবা নাকি ক্যামেরাবাজি ধারাবাহিকে প্রকৃতিপ্রেমিক বোকেহ্ নিয়ে লিখেছেন।
ডেপথ অব ফিল্ডের অংশ হিসেবে বোকেহ্ আসে। কিন্তু বোকেহ্ ভালো হওয়ার জন্য চাই ভালো লেন্স। আগে সেরকম একটা লেন্স কিনে ট্রাই দিয়ে নেই তারপর লেখা দেব।
আপনাকে ধন্যবাদ।
-----------------------------------------------
সচল থাকুন... ...সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

অতিথি লেখক এর ছবি

আপনার ফ্লিকার নিক কি তীরন্দাজ?
আমি খালি বকেহ-এর জন্যে ৫০মিমি প্রাইম কিনেছি হাসি
-----------------------------
উদ্ভ্রান্ত পথিক

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

আমিও সবে মাত্র এই বিষয়টা লিখব বলে খসড়া করে রাখলাম। লেখা যথারীতি ভালো হয়েছে।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
এই একাউন্টটি কোন মডারেটরের নয়। এই একাউন্ট থেকে মডারেশন করা হয়না, কিংবা এই একাউন্টের কর্মকান্ডের দায়ভার সচলায়তন নেবে না।

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

চ্যালেঞ্জ তো খুব সিরিয়াসলি নিছেন দেখা যায়।
চলুক।
সব সুস্থ প্রতিযোগিতাই ভালো।:)
-----------------------------------------------
সচল থাকুন... ...সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

অতিথি লেখক এর ছবি

যারা কমপ্যাক্ট পয়েন্ট এ্যান্ড শুট ক্যামেরা দিয়ে ৩নং এর মত ছবি তুলতে চান, তাদের জন্য ডিজিটাল ম্যাক্রো মোডে কাছে গিয়ে তাক করে ছবি তোলাটাই সবচেয়ে সোজা হবে।যে বস্তুর ছবি তুলবেন তার পেছনে যত বেশী জা্য়গা থাকবে, ব্যাকগ্রাউন্ড তত ঝাপসা আসবে।

http://picasaweb.google.com/saifmanna/SomePics#5341313565611608738
http://picasaweb.google.com/saifmanna/SomePics#5341313565451304450
http://picasaweb.google.com/saifmanna/SomePics#5341313565443071218
http://picasaweb.google.com/saifmanna/SomePics#5341313568171933538
http://picasaweb.google.com/saifmanna/SomePics#5341313569766684098

আমার ক্ষুদ্র প্রচেষ্টার কিছু ফসল দেখানোর চেষ্টা করলাম, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশাকরি

সাইফ

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

লিংক দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
আমাদের ফ্লিকার ও ফেইসবুক গ্রুপে ছবি দিয়ে অন্যদের আলোচনা করতে বলতে পারেন। মন্তব্যে আপনার ছবি তোলার গল্প ও বর্ণনা দিলে অন্যরা তাদের মতামত সহজেই জানাবেন।
নীচের মন্তব্যের জবাবে আমি ফেইসবুক ও ফ্লিকার গ্রুপের লিংক দিয়েছি।
-----------------------------------------------
সচল থাকুন... ...সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আজকে অনেক সুন্দর কিছু ছবি তুলছি। সারাদিন শুধু ছবিই তুলছি। ভাবছিলাম একটা পোস্ট দিবো। কিন্তু আইলসামিতে হয় নাই। কালকে দিমু।
সেখানে এই বিষয়ের উপরে অন্তত একটা ছবি থাকবে... কথা দিলাম
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

ছবি আগে ফ্লিকারে আমাদের গ্রুপে জমা দেন।
আমরা আলোচনা করি।
ফ্লিকার গ্রুপের জন্য ক্লিক করুন এখানে
ফ্লিকারে এ্যাকাউন্ট না থাকলে জমা দেন ফেইসবুকের গ্রুপে এইখানে
-----------------------------------------------
সচল থাকুন... ...সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

গৌতম এর ছবি

এই হালকার উপর ঝাপসার ব্যাপারটা এতোদিন বুঝতাম না। আমি জীবনেও এসব ক্যামেরা দিয়া ছবি তুলি নি। অটোম্যাটিক ক্যামেরা দিয়া কতোদিন যে ছবির পশ্চাদ্দেশ ঝাপসা করার চেষ্টা করেছিলাম! আজকে ব্যাপারটা বুঝতে পেরে ভালু লাগলো। শুকনো ধন্যবাদ।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

::: http://www.bdeduarticle.com
::: http://www.facebook.com/profile.php?id=614262553/

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

দ্রোহী এর ছবি

ফটোশপে করতে চাইলে প্রথমে আপনার ছবিটাকে ডুপ্লিকেট করুন। এবার উপরের লেয়ারটা সিলেক্ট করে ফিল্টার মেন্যু থেকে গসিয়ান ব্লার সিলেক্ট করুন। তারপর কালো ও সাদা ফোরগ্রাউন্ড ও ব্যাকগ্রাউন্ড কালার হিসাবে নিয়ে একটা লিনিয়ার গ্রেডিয়েন্ট আঁকুন ঘোলা লেয়ারের উপর।

নীড় সন্ধানী এর ছবি

নতুন পাতা

এই ছবিটা রোদের মধ্যে তোলা। কিন্তু জুম করে অটো ফোকাস করার পর যখন ক্লিক করলাম পেছনের সবুজ ব্যাকগ্রাউন্ড অন্ধকার হয়ে শুধু সাবজেক্টটা হাসছে। কেম্নে কি হয়েছে বুঝি নাই। তাই বোঝার জন্য এখানে দিলাম। এখন মনে হচ্ছে এখানে ডেপথ অব ফিল্ডের কোন কারসাজি হয়ে গেছে।

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
সেই সুদুরের সীমানাটা যদি উল্টে দেখা যেত!

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

অতিথি লেখক এর ছবি

আমার খুব প্রিয় শট গুলোর একটি ।
সুন্দরী দের উদাহরণ দেবার ব্যাপারটা জটিল লাগছে।

বোহেমিয়ান

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।