দিনের শ্লেটঃ ৩০ জুন ২০০৭: দ্বিতীয় জীবন

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি
লিখেছেন শোহেইল মতাহির চৌধুরী (তারিখ: শনি, ৩০/০৬/২০০৭ - ৬:২০অপরাহ্ন)
ক্যাটেগরি:

মানুষের দ্বিতীয় জীবন হয়ে উঠছে এখন ইন্টারনেট। একটু বুদ্ধি হওয়ার পর থেকে ভাবতাম, স্কুল আমাদের জীবনের কত সময় কেড়ে নিয়েছে। সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত স্কুলে বাচ্চাদেরকে ঢুকিয়ে দিয়ে কী করা হয়? উদ্দেশ্য কী বাচ্চাগুলোকে এভাবে আটকে রাখার? এখন অনেক শিক্ষা-প্রতিষ্ঠান ঠাঁই নিয়েছে সেকেন্ড লাইফ বা ওয়েবে। ক্লাস আর পড়ালেখার একটা বড় অংশ মানুষ করছে নেটে। বইপত্র ঘাঁটাঘাঁটি, লাইব্রেরি, জার্নাল থেকে শুরু করে এ্যাসাইনমেন্ট জমা দেয়া, মার্কিং, টিউটরের সাথে যোগাযোগ এমন কি পরীক্ষা ও রেজাল্ট প্রকাশও হচ্ছে নেটে। কত দ্রুত বদলে যাচ্ছে দুই একে দুই, দুই দু'গুণে চার, চিতকার করে নামতা পড়ার আয়োজন।

ফেইসবুক খুব ভালো একটা স্যোশাল নেটওয়ার্কিং সাইট। ভীষণ মজা লাগে। ফোনে কথা বলাটা অনেক সময় দুইপক্ষের কাজ ও সময়েরে উপর নির্ভর করে। কিন্তু ফেইসবুক ফোন বা ইমেইল যোগাযাগের চেয়ে অনেক বেশি কিছু দেয়। মনে হয় বন্ধুদের সাথে অনলাইনের বাড়িতে বসে একসাথে আড্ডা দিচ্ছি। বা জানি ও কোথায় বেড়াতে গেল। ওর নতুন ফটোগুলো দেখা যাচ্ছে। ও নতুন কোন ছবিটা দেখেছে, সেটা সম্পর্কে তার মতামত কি তাও জানা যাচ্ছে। হারিয়ে যাওয়া একটা বন্ধুকে হঠাত্ করে পাওয়া গেল সেখানে। অনেক সুবিধা। গ্রুপ গড়ে তোলা যায়। গ্রুপের ইভেন্ট আয়োজন করা যায়। একসাথে দাওয়াতও দেয়া যায়। নেটওয়ার্কিং-এর বিস্তর সুবিধা।

সচলেও বন্ধুদের একটা দল করার সুযোগ রাখা হয়েছে। সব নিয়মকানুনগুলো এখনও জানিনা। একজন কয়টা দলে যেতে পারবে তাও জানিনা। সচলের সবাইকে একটা বড় দল ভাবতে আমার অবশ্য অসুবিধা নেই। অরূপকে জিজ্ঞেস করতে হবে ওর এই কোন্দল-প্রীতির হেতু কি?

ল্যাপটপ আর টেবিল এত প্রিয় হয়ে গেছে এখন যে, ইন্টারনেট ও টিভি নিয়েই আমার বাইরের দুনিয়াটা। দুইদিন ফ্ল্যাটের বাইরে প ফেলিনি, খেয়াল হলো হঠাত্। তাও বৃষ্টি পড়তে দেখে। মনে হলো বৃষ্টি পড়ছে তাই বাইরে যাওয়া ঠিক হবে না। নিজের ভেতরের গোপন সিদ্ধান্তের পক্ষে যুক্তি খুঁজে বের করা। এ হচ্ছে মানুষের তৃতীয় হাত। অজুহাত।


মন্তব্য

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

-----------------------------------------------
গাধারে সাবান দিয়া গোসল দেয়ানোটা গাধাপ্রীতির উজ্জ্বল নমুনা হতে পারে; তবে ফলাফল পূর্বেই অনুমান করা সম্ভব, গাধার চামড়ার ক্ষতি আর সাবানের অপচয়।
দিনের শ্লেটঃ ৩০ জুন ২০০৭: দ্বিতীয় জীবন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

হিমু এর ছবি

অনলাইন আর অফলাইনে অনেক সময় একই মানুষ দুই রকম চেহারা নিয়ে বেড়ে চলছে। আমি ব্যক্তিগতভাবে অমিশুক, এক কোণায় ঘাপটি মেরে থাকতে পছন্দ করি। অনলাইনে আমি প্রচুর আড্ডা মারি, লোকজনের সাথে গায়ে পড়ে ভাব জমাই। অনলাইনের আমাকে অফলাইনে দেখলে অনেকেই শকড হয়েছেন, দেখেছি। ইন্টারনেট আমাদের শুধু দ্বিতীয় জীবনের মূলোই দেখাচ্ছে না, একটা দ্বিতীয় আমিও দাঁড় করিয়ে ফেলছে মনে হচ্ছে।


হাঁটুপানির জলদস্যু

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

তাহলে হিমু প্রশ্ন হলো, কোন আমিটা নিজের মনের মত আমি?
অনলাইনেরটা
না অফলাইনেরটা?
-----------------------------------------------
গাধারে সাবান দিয়া গোসল দেয়ানোটা গাধাপ্রীতির উজ্জ্বল নমুনা হতে পারে; তবে ফলাফল পূর্বেই অনুমান করা সম্ভব, গাধার চামড়ার ক্ষতি আর সাবানের অপচয়।

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

হিমু এর ছবি

কোন মন? অনলাইন মন না অফলাইন মন দেঁতো হাসি?


হাঁটুপানির জলদস্যু

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

হায় হায়, মনটাও ভাগা দিয়া দিছেন।
ঠিক করেন নাই।

এইসব মধ্যবিত্ত সরকারী চাকুরেদের জন্য রুই, পাঙ্গাস না। ভাগার মাছ খায়া মাসে একবার বড় মাছের সোয়াদ নেয়া? মনরে কাইটা ফাইড়া ভাগা দিয়েন না।
-----------------------------------------------
গাধারে সাবান দিয়া গোসল দেয়ানোটা গাধাপ্রীতির উজ্জ্বল নমুনা হতে পারে; তবে ফলাফল পূর্বেই অনুমান করা সম্ভব, গাধার চামড়ার ক্ষতি আর সাবানের অপচয়।

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

ঝরাপাতা এর ছবি

এই দ্বিতীয় জীবনটাই গতানুগতিক প্রবাস জীবনের ক্লান্তি কিছুটা হলেও দূর করতে পেরেছে, নইলে কি যে হতো।
_______________________________________
রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

উৎস এর ছবি

ভার্চুয়াল বলতে কিছু নেই, সবই রিয়েল।

দ্রোহী এর ছবি

গুরু, আপনার লেখার শুরুটা পড়ে আইজ্যাক আসিমভের একটা গল্পের স্মৃতি মনে পড়ে গেল।

এখন আমরা স্কুলে সকাল থেকে বিকাল পর্যন্ত আটকে থেকে পড়ালেখা করতে অনীহা বোধ করছি। একটা সময় আসবে যখন মানুষ একসাথে স্কুলে যাবার জন্য হা-পিত্যেশ করে মরবে।

আমাদের জীবনে কোনটা আসল সুখ, তা আর কখনই জানা হবে না।

হায় জীবন!!
__________
কি মাঝি? ডরাইলা?

হিমু এর ছবি

গল্পটার নাম দ্য ফান দে হ্যাড। ভাবানুবাদ করেছিলাম এটাকে বহু আগে।


হাঁটুপানির জলদস্যু

আরিফ জেবতিক এর ছবি

মূল বিষয়টিকে আমি দেখছি বিনোদনের খোরাক হিসেবে।
আমাদের জীবনে নিজ নিজ চাহিদা মতো বিনোদনের অভাব।কোন বিনোদনই পারষ্পরিক যোগাযোগের বাইরে গিয়ে করলে উপভোগ্য হয় না।আমি নাচানাচি পছন্দ করি,কিন্তু পছন্দনীয় বালিকা সাথে না থাকলে একলা একলা নৃত্য করলে সেটা যতো জম্পেশ মিউজিক আর আলোই পড়ুক,আমার আনন্দ হবে না।

তেমনি আমার পড়ার বিষয়,আমার কথা বলার বিষয় গুলো শেয়ার করতে পারছি না আমার পাশের জনের সাথে।
আমার কথা বলতে ভালো লাগে বিগ সি'র সাথে,হাসান মোরশেদের সাথে,অরূপের সাথে ,মুর্শেদের সাথে ,নজমুলের সাথে।এই আড্ডাটা মারার জন্য আমি রোজ রোজ লন্ডন,সিঙাপুর,মালয়েশিয়া আর সিলেট যেতে পারছি না,তাই আমাকে নেটের আশ্রয় নিতে হচ্ছে।

তবে নেট আসক্তিটা আসলেই বড়ো বাজে ব্যাপার।কিন্তু আমার মনে হয় প্রাথমিক ধাক্কাটা কাটলে সেটা ঠিক আছে।
আমি কাল লগ অফ করেছি রাত সাড়ে ৪টায়,আর আজ সকাল ১১টা থেকে এখন রাত ১০টা পর্যন্ত কিন্তু কম্পিউটারের সামনে।বিনোদন যখন প্রাত্যহিক কাজকর্মকে শিকেয় তুলে দেয়,তখন সেটা আসলেই বিপদ।
মাদকের মতোই।

-----------------------------------
কিস্তিমাতের যুদ্ধ শেষে,সাদাকালো ঘুটিগুলো এক বাক্সেই ফেরত যাবে...

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

ঝরাপাতা, অস্বীকার করি না। কিন্তু আমার ক্ষেত্রে মাত্রাতিরিক্ত হচ্ছে আর কি।

দ্রোহী, জানার যদি শেষ না থাকে, তাহলে বাদ দেন জানার চেষ্টা। আসেন গপসপ করেই কাটাই বাকী জীবন।

আরিফ, ব্লগিং করা রাতদিন, তাড়াতাড়ি বাদ দিন।
-----------------------------------------------
গাধারে সাবান দিয়া গোসল দেয়ানোটা গাধাপ্রীতির উজ্জ্বল নমুনা হতে পারে; তবে ফলাফল পূর্বেই অনুমান করা সম্ভব, গাধার চামড়ার ক্ষতি আর সাবানের অপচয়।

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।