বিদায়, মান্না

সুবিনয় মুস্তফী এর ছবি
লিখেছেন সুবিনয় মুস্তফী (তারিখ: রবি, ১৭/০২/২০০৮ - ৬:২২অপরাহ্ন)
ক্যাটেগরি:

autoফুটবলার নান্নু চলে যেতে না যেতেই পরলোকগমন করেছেন ফিল্ম স্টার মান্না। গতকাল শনিবার বড়-সড় হার্ট অ্যাটাক হয়েছিল তাঁর, আজকে ঢাকার এক হাসপাতালে তিনি মারা গেছেন। বয়স ছিল ৪৪। অনেক বছর যাবত দেশীয় চলচ্চিত্রের প্রথম সারির নায়ক ছিলেন এস এম আসলাম তালুকদার ওরফে মান্না। তার ছবি খুব বেশী দেখা হয়নি, তবে নব্বইয়ের দশকে আনোয়ারার সাথে তার বিখ্যাত গান 'আম্মাজান আম্মাজান', সেটা বিস্মৃত হবার নয়।

নায়কের প্রস্থানে শ্রদ্ধা।

*

বিনোদন পত্রিকা আনন্দধারার সাথে মান্নার সাক্ষাৎকার। পিডিএফ লিংক।

ইউটিউবে 'আমার আমি' টিভি অনুষ্ঠানে অপি করিমের সাথে মান্নার সাক্ষাৎকার। ইন্টারভিউটা দেখলাম - আসলেই বেশ ইন্টারেস্টিং। অন্তত চিন্তা-ভাবনায় গতানুগতিক ফিল্মি লোক ছিলেন না বলেই মনে হয়।

একদম শেষে এসে অপি জিজ্ঞেস করছেন - কতদিন বাঁচতে চান?
মান্নার জবাব - বাঁচার অনেক ইচ্ছা তবে ভাগ্যে কি আছে জানি না.. বাঁচতে চাই।

কে জানতো?


মন্তব্য

সৌরভ এর ছবি

৪৪ এ হার্ট অ্যাটাক?
ভেবে কেমন যেন নিরাশ হয়ে যাচ্ছি। আহা, মানুষের জীবন কতো ক্ষুদ্র।



আমি ও আমার স্বপ্নেরা লুকোচুরি খেলি


আবার লিখবো হয়তো কোন দিন

রাগিব এর ছবি

আমার ভাগ্নে (বয়সে অবশ্য আমার বড়, ৪ বছরের) মাত্র ৩৩ বছর বয়সে হার্টে ব্লক ধরা পড়ে বাইপাস সার্জারি করতে হয়েছে। আজকাল হৃদয় আর আগের মতো হয়তো শক্ত হয় না।

বয়স ৩০ পেরুচ্ছে ... এসব খবর আস্তে আস্তে চোখে পড়ছে।

মান্নার আত্মার মাগফেরাত কামনা করি।

----------------
গণক মিস্তিরি
ভুট্টা ক্ষেত, আম্রিকা
http://www.ragibhasan.com

----------------
গণক মিস্তিরি
জাদুনগর, আম্রিকা
ওয়েবসাইট | শিক্ষক.কম | যন্ত্রগণক.কম

হিমু এর ছবি

মান্নার অভিনয়ের প্রতি কোন শ্রদ্ধাই আমার মধ্যে কাজ করে না. এখনো করছে না, কিন্তু প্রত্যেকটা মৃত্যুই খুব রূঢ়ভাবে ছোট করে দিয়ে যায় আমাকে। মান্নার স্বজনদের প্রতি গভীর সমবেদনা রইলো।


হাঁটুপানির জলদস্যু

সুবিনয় মুস্তফী এর ছবি
পরিবর্তনশীল এর ছবি

যেখানেই যান - যেন ভাল থাকেন।

---------------------------------
চোখের পাতায় হাত রেখে ওরা আমাকে স্বপ্ন দেখার যন্ত্রণা দেয়।

বিপ্লব রহমান এর ছবি

গুড বাই!


আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

সুমন চৌধুরী এর ছবি

মান্নার স্বজনদের প্রতি সমবেদনা।



ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

অতিথি লেখক এর ছবি

উপলব্ধিতে আসল, কত কিছু দেখে যেতে পারব না। নায়ক মান্না যেমন বাংলা চলচ্চিত্রের নতুন যুগটা দেখে যেতে পারলেন না।

----------------
মুহাম্মদ

ধ্রুব হাসান এর ছবি

ঘুম থেকে উঠেই আরেকটি মৃত্যু সংবাদ......জীবনের আকস্মিকতা আর মৃত্যুই যে অনিবার্য পরিণতি তাই ঘুরে ফিরে মনে করিয়ে দেয় এরকম ঘটনা! অপির সাথে সাক্ষাতকারটা দেখলাম...দেখে মানুষ বা ব্যক্তি মান্না'কে আসলেই ভালো লাগলো; আর তার চলচ্চিত্র সম্পর্কে কথন (?), আজ তার প্রয়ানে এসব দূরেই থাক......প্রতিটা মৃত্যুই কোন কোন মানুষকে নিঃস্ব করে দেয়, এই মুহুর্তে তার ছেলেটির কথা ভেবে খারাপ লাগছে......বিদায় আসলাম ভাই!!

ফকির ইলিয়াস এর ছবি

বড় করুণ সংবাদ। তাঁর আত্মা শান্তি পাক।

অমিত আহমেদ এর ছবি

সবার মৃত্যুই ইদানিং নাড়া দিয়ে যায়। মান্নার মৃত্যু শুনেও খারাপ লেগেছে।

থার্ড আই এর ছবি

৪৪ এ মৃত্যু অনাকাঙ্খিত !! তার পরিবারের জন্য সমবেদনা।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

নন্দিনী এর ছবি

মৃত্যুর মহো্‌তসব লেগেছে যেন !মন খারাপ
নন্দিনী

তানভীর এর ছবি

অকাল মৃত্যুতে সমবেদনা।

মান্না আবার সচলের ছিঃনেমা রিভিউগুলা পড়ে নাই তো? চিন্তিত

=============
"কথা বল আমার ভাষায়, আমার রক্তে।"

প্রকৃতিপ্রেমিক এর ছবি

একদিন চলে যাব দূরে, বহুদূরে ... এটাই বাস্তব। জীবনের হিসাবটা মনে হয় সবসময়ই মিলিয়ে রাখা দরকার, কখন যে ডাক আসবে!

থার্ড আই এর ছবি

আমার আমিতে মান্নার ইন্টারভিউটা দেখে ওর জন্য বেশ মায়া লাগলো। অথচ এর আগে নায়ক হিসাবে মান্নাকে কোনভাবেই মেনে নিতে পারতামনা। একটা লোক এভাবে অভিনয় করে!!

ইন্টারভিউতে মান্না বেশ সাবলিল, ফিল্মে তার এই সাবলিল ভাবটার অভাব ছিলো।

কিন্তু , অপি কথায় কথায় এত হাসে ক্যান ? হাসলে ওরে ভালো লাগে এইটা বুঝার পর থেকেই কি এই রোগ, নাকি অন্য কিছু??
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

অকালপ্রয়াণ। মন খারাপ
মান্নার ফ্যান না হলেও কালেভদ্রে বেশ কিছু ছবি দেখেছি মান্নার। গত ১০ বছরে বাংলা ছবির ক্ষয়িষ্ণু ভাটায় মেহেদী/বো-দের বিপরীতে মান্নার চাহিদা টার্গেটেড দর্শকের কাছে ছিল ব্যাপক; এটা বলা যায় নি:সন্দেহে।
তবে কাজী হায়াতের কিছু অসাধারণ ছবির নায়ক ছিলো মান্না; সিপাহী, যন্ত্রণা, চাঁদাবাজ। পরে ডিপজলের সংযুক্তি এবং খিস্তিখেউড়ের আধিপত্যে কাজী হায়াতের ছবিগুলোও (ধর/তেজী) নিম্নমানের হয়ে যায়।
মান্নার পরিবারের জন্য সমবেদনা।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।