বর্ণীল দুপুর ও কয়েক ক্লিক সচল

থার্ড আই এর ছবি
লিখেছেন থার্ড আই (তারিখ: বুধ, ১৪/০৫/২০০৮ - ৭:৩১অপরাহ্ন)
ক্যাটেগরি:

বৈশাখের ২৮ তারিখে বিলেতের বাঙালিরা উদযাপন করেছে বৈশাখী মেলা ২০০৮। টানা ১১ বছর ধরে ব্রিটেন প্রবাসী বাংলাদেশীরা এই মেলা পালন করে আসছে। শুধু ব্রিটেনই নয় ,ইউরোপের বিভিন্ন শহর থেকে এই মেলায় লোক সমাগম হয়েছিলো। এবারের আয়োজন লোক সমাগম প্রায় লক্ষাধীক হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

লন্ডনের নটিংহাম কার্নিভালের পর বৈশাখী মেলাকেই বলা হয়ে থাকে সবচেয়ে বড় স্ট্রীট ফ্যষ্টিভাল। আর বাংলাদেশের বাইরে বাঙালিদের সবচেয়ে বড় মিলন মেলাও এটি। সেই সাথে বিশ্বের যেকোন দেশের সংখ্যা লঘুদের দ্বারা আয়োজিত সবচেয়ে বৃহৎ ও জমজমাট আয়োজনও বলা যায় এই বৈশাখী মেলাকে।

তাই মেলা নিয়ে কোন লেখা নয়, আজ শুধু দেখা।

বিঃদ্রঃ মেলার ছবির সাথে কয়েক ক্লিক সচল পিকচার ফ্রি।
আম জনতা
শোভা যাত্রা।
এসো হে বৈশাখ...
নাচে নাচে নাচে...নাচে নাচে মন.....
ডানাকাটা পরী
সচল পরিবার
অচল হাত

এক চিলতে সচল
এক ক্লিক সচল

ঐরাবত
বর কনে
শিমুল ও ধূ গো'র সৌজন্যে নতুন শালি


মন্তব্য

মুশফিকা মুমু এর ছবি

বাহ! দেঁতো হাসি খুব সুন্দর একবার এই মেলায় আসতে হবে হাসি
p.s. মেহেদির হাত টা কার? আর সচল পরিবারটি কার?
--------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

থার্ড আই এর ছবি

বুঝতে পারছেন না, হাতে মেহেদী দেওয়াতে লেখা ছোট হইছে...
আর সচল পরিবার... শুনেছি উহার জর্ম্মন প্রবাসী, মেলা দেখিতে লন্ডন আসিয়াছিলেন।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

অতিথি লেখক এর ছবি

বাসার কাছেই মেলা হচ্ছিল অথচ যাইনি। আপনার পিকচারগুলো দেখেও মজা পাচ্ছি না। তাহলে বলুন কেমনে যাই?

থার্ড আই এর ছবি

নিশ্চই আপনার বাসায় এরচেয়ে মজাদার কিছু ছিলো সেই দিন, সেই মজার টপিক নিয়া পোস্ট দেন হয়তো আমরা ও মজা পাবো।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

হিমু এর ছবি

সহক্লিকা তিন শালিকে দেখে একটাই ক্যাপশনের কথা মাথায় আসলো: তানভীর'স অ্যাঞ্জেলস (?!), যদিও তাদের দেইখা ভয় পাইসি।


হাঁটুপানির জলদস্যু

থার্ড আই এর ছবি

এখানে আমার কোন দাবী নাই... .যদি হিমু, ধূগো আর শিমুল তিনজন ভাগ্যে কিছু একটা হয়, তাহলে আমি না হয় নিজেকে উৎসর্গ করলাম ।

---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

হিমু এর ছবি

আপনার এই উৎসর্গীমনোভাব অটুট থাকুক। নেএক্সট!


হাঁটুপানির জলদস্যু

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

তীব্ব পত্তিবাদ জানাই।

হিমু এর ছবি

ইভা রহমান এখনো গান গায়? কেউ কিছু বলে না?


হাঁটুপানির জলদস্যু

থার্ড আই এর ছবি

আমি কিন্তু ওনার ভক্ত।
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

আমিও উনার ফেন।
'যুদি তুমি বুলো, ভালু বাসু আমায়.........।'

আহমেদুর রশীদ এর ছবি

গানের?

---------------------------------------------------------
আমাকে ডাকে আকাশ, বোঝে মাটি হাওয়া জল
বোঝে না মানুষ আর বিনাশী মুদ্রার ছল

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

থার্ড আই এর ছবি

উনি যাই করেন সবই আমার ভালো লাগে...হে হে হে.......
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

নিঝুম এর ছবি

একটি ক্লিকের তিনটি শালী...হুম...পরিচিত শালী...আপনার ক্লিকও জায়গা মতন দেখছি... চেলসির খেলার কারনে অনেক কিছু মিস করলাম ...

হিমু ভাইকে,
ইভা রহমান এখনো গান গায়। ডক্টর মাহফুজ এখনও স্টেজে দাঁড়িয়ে তাকে গার্ড ( অফ কনসার্ন ) দেন, মানুষ এখনো তার গান সহ্য করেন...নাচে নাচে নাচে মন...নাচে মন...
---------------------------------------------------------
শেষ কথা যা হোলো না...বুঝে নিও নিছক কল্পনা...

---------------------------------------------------------------------------
কারও শেষ হয় নির্বাসনের জীবন । কারও হয় না । আমি কিন্তু পুষে রাখি দুঃসহ দেশহীনতা । মাঝে মাঝে শুধু কষ্টের কথা গুলো জড়ো করে কাউকে শোনাই, ভূমিকা ছাড়াই -- তসলিমা নাসরিন

থার্ড আই এর ছবি

পরিচিত বলেই তো জার্ম্মান বাসীদের জন্য রিকমেন্ড করলাম...পরে বলবে আমি কিছুই করলাম না....
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

নিঝুম এর ছবি

সচলের ব্যানার মেলায় ক্যান?? কৌতূহল হচ্ছে...
---------------------------------------------------------
শেষ কথা যা হোলো না...বুঝে নিও নিছক কল্পনা...

---------------------------------------------------------------------------
কারও শেষ হয় নির্বাসনের জীবন । কারও হয় না । আমি কিন্তু পুষে রাখি দুঃসহ দেশহীনতা । মাঝে মাঝে শুধু কষ্টের কথা গুলো জড়ো করে কাউকে শোনাই, ভূমিকা ছাড়াই -- তসলিমা নাসরিন

থার্ড আই এর ছবি

সচল যে সব জায়গাতেই সচল তারই দৃষ্টান্ত। ---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

আরিফ জেবতিক এর ছবি

ধূ---র ! আগামী সপ্তাহে আসছি ।
এখন এখানে আর ফেসবুকে ছবি দেখে মনে হচ্ছে একসপ্তাহ আগে গেলেই পারতাম ।
আফসোস হচ্ছে ।

অমিত এর ছবি

আরিফ ভাই তো চিন থেকে শুরু করে ওমান, অনেক জায়গায়ই গেলেন। আটলান্টিকের এইপারে আসছেন কবে ??

আরিফ জেবতিক এর ছবি

কালাপানি পার হওয়ার ব্যাপারে পীরে নিষেধ আছে ।

-----------------------------
কালের ইতিহাসের পাতা
সবাইকে কি দেন বিধাতা?
আমি লিখি সত্য যা তা,
রাজার ভয়ে গীত ভনি না।

থার্ড আই এর ছবি

গুরু আফসোসের কিছু নাই আগামী মাসেও আরেকটা মেলা হইতাছে, নিউহ্যাম মেলাতেও এইরকম লোক সমাগমই আশা করছি। তবে আপনি একা না এসে কিছু শালী নিয়ে আইসেন.....
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

আরিফ জেবতিক এর ছবি

হ্যাম তো শুনি হারাম । তারিখ বলেন , তবু হাজির থাকুম ।
তবে লন্ডনের মেলায় অনেকের অনেক ছবিতে দেখলাম অনেক অনেক পুরোনো লোকজনকে দেখা যায় । হাজির থাকলে সবার সাথে বেশ জমে যেত ।

যাক , আগামী বার মিস করব না যদি সব ঠিকঠাক থাকে ।

থার্ড আই এর ছবি

আপনার অবগতির জন্য জানাইতেছি, ২২ জুন নিউহ্যাম বৈশাখী মেলা আর ২৬ জুলাই বার্কিং বাংলা মেলা হবে লন্ডনেই।
হ্যাম হারাম হইলেও নিউহ্যাম হারাম না।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

তীরন্দাজ এর ছবি

সুন্দর সুন্দর ছবির জন্যে অনেক ধন্যবাদ! আমাদের এখানেও (মিউনিখ) বৈশাখী অনুষ্ঠান হয়েছে। তবে দায়সারা গোছের। মানুষ নেই, রুচিও নেই!

**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

থার্ড আই এর ছবি

দুঃখ কইরেন না, আগামী মাসে লন্ডন আসার টিকেট কাটেন , মানুষও দেখবেন রুচিও পরিবর্তন কইরা যাইবেন।
------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

মাহবুব লীলেন এর ছবি

দুনিয়ার সব জায়গা থেকে সব লোক গেলো কিন্তু আপনে কই?
গেলেন না যে?
(আবার কইয়েন না যে না গেলে ছবিগুলা তুলল কেডায়? ওইসব ছবি বাইত বইয়াও কালেকশন করা যায়)

থার্ড আই এর ছবি

আপ্লে শেষ পর্যন্ত এই সন্দেহ কইরা বসলেন গুরু ?? মেলার সকল শালীদের ধু গো এবং হিমু গংদের জন্য উৎসর্গ করিয়াছিলাম, তাই নিজের ছবি দিয়া উহাদের বিরাগভাজন হইতে চাইনা......তবুও..আপনার সন্দেহ দূর করতে একটা ফটুক দিলাম।
দেখা শেষ হইলে বইলেন, ফটুক সরায়ে নিমু।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍স্যুট-টাই ছাড়া আপনাকে চেনা যায় না হাসি
আর আপনার নিক হওয়া উচিত "ফিফ্থ আই"। "থার্ড আই" - সত্যের অপলাপ হো হো হো

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি তুষ্ট আত্মপ্রেমেই। এর সুবিধে হলো, প্রতিদ্বন্দ্বী কেউ নেই চোখ টিপি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

থার্ড আই এর ছবি

বৈশাখী মেলায় গরমের মইধ্যে স্যুট টাই ?? আপনার মতো সন্ন্যাসী হইলে সারা জীবন পৈতা লাগায়া ঘুরতাম।

বস আপনার চোখ দুইটা ধার দেন..তাইলেই ল্যাঠা চুকে যায়...
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

ধুসর গোধূলি এর ছবি

- ডানাকাটা পরী এতো ইয়ে ক্যান? কোন দোকানের চাইল খায়?
তার চাইতে মন নাচলেই তো দেখি ভালো।
শালিকা পছন্দ হয় নাই, আপনে লৈয়া যান।

নেক্সট...
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

থার্ড আই এর ছবি

ডানাকাটা পরী মমতাজের আলু বিষয়ক গান শুইনা মনে হয় অনুপ্রেরণা পাইছে....
শালী দিয়া আমি কি করুম...?? আমি তো শালী চাই না ।

অফ টপিক : পছন্দ না হইলেও শালীদের সাথে ইজ্ঝতের সহিত কথা কইয়েন, গোপন সুত্রে খবর মিলেছে শালিদের ঠাকুর মহাশয়রা কিন্তু এই ব্লগের ই হোমরা চোমরা।

---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

ধুসর গোধূলি এর ছবি

- অফটপিকের কথা এতো দেরীতে কইলে হয়?
মানে ইয়ে, শালীকারা কিন্তু অতিশয় ইজ্জতপ্রাপ্য। আমারতো বেজায় পছন্দ হইয়াছে। মন খারাপ
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

পুরা রিপোর্টিং্যের জন্য জাঝা।
তবে,
একটা ব্যাপার ভাবতেছি;
বন্ধুরা মিলে চুরি করে অন্যের গাছের কাঁচা আম খাওয়ার সময় চালাক দুয়েক জন করতো কী - টক আমটা কেটে কেটে সবাইকে দিয়ে বলতো; ধুশশালা, ফাউল আম। ভালো না। খা খা, স্বাদ পাবি না। আর ওদিকে মিষ্টি আমটা কৌশলে তার পকেটে।

৩য় নয়ন ভাইজান, ছবি আসলগুলা দ্যান।
আমরা লোক খারাপ হইলেও মানুষ ভালো আছি।

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

ইয়ে, কালকে VOAএ শুন্তেছিলাম, কোন এক প্রবাসি দেশে পাঠানো টাকা কই রাখবে না রাখবে, এই নিয়ে চিন্তিত। অর্থনীতিবিদ জনাব আতিয়ার রহমানকে ফোন করে প্রশ্ন করেছিলেন ঐ প্রবাসী জার্মানীর বন থেকে, নাম ও গলার আওয়াজ শুনে মনে হইল আপনি। ইয়ে মানে, টাকা পয়সা বেশি হইলে আমাদের মতো গরীব্দের কিছু খয়রাত দিয়েন। পরকালে জাঝা পাবেন।

ধুসর গোধূলি এর ছবি

- আমিও আজকে শুনলাম। হালারে আমিও খুঁজতাছি। ধুসর গোধূলি নাম নিয়া হালায় আমারে পঁচায়! পাইয়া লই হালারে। এই হালার লগে যে যে হালার লিংক আছে (ফেসবুক, জিমেইল- যেকোনো একটারে পাইলেই হইছে) ঐগুলারেও খাইছি। নিশ্চয় সবগুলা একলগে ভাজ খাইছে। আমার বিরুদ্ধে এ এক গভীর শর্যন্ত্র!

তেব্র নেন্দা জানাইলাম।

তবে আমি কইলাম উপরের কমেন্টে আপনেরে কিছু কৈ নাই জনাব। তিন নাম্বাররে কইছি। এইটারেও পাইয়া লই! হালায় ফটুক লৈয়া পলিটিক্স করে!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

থার্ড আই এর ছবি

কুনু পলিটিক্স নাই আপনাগো সৌজন্যে নতুন ফটুক দেওয়া হইছে...লাগে পাঁচ দিব হাজার..
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

ধুসর গোধূলি এর ছবি

- আরিচ্ছালায় জম্পেশতো! চোখ টিপি
তয় মাঝখানে হাড্ডিটার লাইগা তো কাবাবের টেস্টটাই নোনতা হৈয়া গেলোগা! ফুটুকটা আরেট্টু ডাঙর নাই? দেঁতো হাসি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

থার্ড আই এর ছবি

আরো ক্লোজ আছে...ওইগুলা নিজের লাইগ্যা রাখছি...
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

থার্ড আই এর ছবি

আপাতত অফ লাইনে ছবিটা একটু ফটো শপে নিয়া জুম ইন কইরা লন না ভাই....ক্যান এত্তো জালাইতেছেন.... আর কাবাবের হাড্ডিটাও তো এডিট কইরা সরান যায় নাকি...??

---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

সুলতানা পারভীন শিমুল এর ছবি

আরে !
এই পোস্টের ছবিগুলান তো শালীতে শালীতে একাকার দেখি !
তয় বালকগণ দেখি খুবই উদার। এখনো পেহলে আপ , পেহলে আপ করতাছে মনে লয়।
আর তিন নম্বর চোখের ঘটনা কি?
এই ছবি দেয়, আবার তুইলা লয়। সব থাকলে ক্ষতিটা কি?

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

থার্ড আই এর ছবি

আমারকি আপামনি জীবনের মায়া নাই....??
শালি দিয়া কাম নাই...উহাদের কাম নিবৃত করাই আমার উদ্দেশ্য।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

সুলতানা পারভীন শিমুল এর ছবি

কাম সারছে !

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

থার্ড আই এর ছবি

কাম সারছে !

আমারও তাহলে উদ্দেশ্য সফল !!
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

ফারুক ওয়াসিফ এর ছবি

বুঝিলাম আঙুর ফল আসলেই টক। বিলেতি আঙুর আরো টক!!


মনে হয় তবু স্বপ্ন থেকে জেগে
মানুষের মুখচ্ছবি দেখি বাতি জ্বেলে

হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।

থার্ড আই এর ছবি

ভাইডি.... বুড়িগঙ্গাবাসী কহে ছাড়িয়া নিশ্বাস টেমস নদীর তীরে সর্ব সুখ আমার বিশ্বাস !! কিন্তু উহারা জানে না শৈত্য প্রবাহের তীব্রতায় এইখানে বঙ্গ ললনাদের শাড়ি পরা দেখিতে হইলে বৈশাখী মেলা পর্যন্ত এক বছর অপেক্ষা করা লাগে।

---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

পরিবর্তনশীল এর ছবি

না। লোকটার এবার একটা গতি করাই লাগবে। চোখ টিপি

---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।