ব্রেকিং নিউজঃ [০]মহাজোটে থাকছে না জাতীয় পার্টি ... [১]এবার বের হয়ে গেল এল ডি পি ও... [২] মহাজোট থেকেই নির্বাচনে এরশাদ !!

সবজান্তা এর ছবি
লিখেছেন সবজান্তা (তারিখ: বুধ, ১০/১২/২০০৮ - ৮:৫৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

এই মাত্র চ্যানেল ওয়ানের স্ক্রল নিউজ থেকে জানা গেল, আসন বন্টণে মত ভিন্নতার কারণে মহাজোটে থাকছে না জাতীয় পার্টি।

বিডিনিউজের সংবাদ দেখুন এখানে...

দেখা দরকার কোথাকার জল কোথায় গড়ায়...

আপডেট একঃ প্রায় বারো ঘন্টা পর, আজ সকালে কর্নেল অলি ঘোষণা দিয়েছেন, এল.ডি.পি ও মহাজোটে নেই, তারাও নিজেরাই নির্বাচন করবে।

আপডেট দুইঃ আজ সকালে আবার ভিন্নমতের ইঙ্গিতে দিলেন এরশাদ। তিনি জানিয়েছেন মহাজোট এখনো ভাঙ্গে নাই।

আপডেট তিনঃ একটু আগে বাংলাভিশন নিউজে দেখাম, এরশাদ মহাজোট থেকেই যাচ্ছে নির্বাচনে। মোট ৪৯টা আসন পাচ্ছে তারা এইবার !

এই রাজনৈতিক বেশ্যাবৃত্তির শেষ কোথায় দেখা দরকার...


মন্তব্য

বিপ্রতীপ এর ছবি

এইজন্যই *** বলে গেছেন, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খুঁজে যাই শেকড়ের সন্ধান...

রণদীপম বসু এর ছবি

×××-এর চরিত্র ফুলের মতো পবিত্র !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

ফাহিম এর ছবি

এরশাদ দাদু হলো বাংলাদেশের রাজনীতির মূর্তিমান কমেডি।

=======================
কোথাও হরিণ আজ হতেছে শিকার;

সবজান্তা এর ছবি

বাংলাদেশের রাজনীতির আজ মোটামুটি একটা উল্লেখযোগ্য দিন। একটু আগেই ঘোষণা এসেছে সতেরই ডিসেম্বর থেকে জরুরী অবস্থা উঠে যাচ্ছে। এরই মধ্যে আজ বি এন পি ঘোষণা দিয়েছে তারা নির্বাচনে যাচ্ছে।

এরশাদের এই ঘোষণা নিয়ে তাই, কিছুটা আলোচনার অবকাশ আছে। চারদলে যাওয়ার সম্ভাবনাকে একদম উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

দেখা যাক কী হয়...


অলমিতি বিস্তারেণ

বিপ্রতীপ এর ছবি

সবজান্তার সাথে সহমত...আমার মনে হয় আগামী কয়েকদিনের মাঝে আরো বেশ কিছু নাটক অপেক্ষা করছে আমাদের জন্য...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খুঁজে যাই শেকড়ের সন্ধান...

হিমু এর ছবি

পল্লীবন্ধুর লীলা বোঝা বড় ভার।


হাঁটুপানির জলদস্যু

সবজান্তা এর ছবি

আসলেই। পল্লীবন্ধু দুপুরে সুধাসদনে মিটিং শেষে বলেছিলো মহাজোটেই থাকছেন। আবার, রাতে পল্লীবান্ধবী ( পড়ুন রওশান এরশাদ) এবং আরো কিছু সদস্যের মিটিং শেষে গম্ভীর মুখে জানালেন, ঐক্য সম্ভব না। কে যেন আবার একধাপ এগিয়ে বললেন, এখন একশ সিট দিলেও আর জোড়া লাগবে না সম্পর্ক।

জাপার মত ভাঙ্গা দলের এত কনফিডেন্সের উৎস জানাটা জরুরী হয়ে উঠেছে।


অলমিতি বিস্তারেণ

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

হায়, রাষ্টপথি!

নিরিবিলি এর ছবি

একটু আগেই খবরে দেখলাম...

সুমন চৌধুরী এর ছবি

বুড়া মিয়ার কর্তব্য এখন জোটে না গিয়া এক্লা নির্বাচন কৈরা রাজনীতি থিকা বিদায় নেওয়া। ২০০১ এ কৈছিল আর রাজনীতি করবো না। তারপরেও আবার আইছে। হালা নির্লজ্জ্ব।



অজ্ঞাতবাস

তানবীরা এর ছবি

সাপ, তোমার কিসে পরিচয়? দংশনে-----------

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

ভূঁতের বাচ্চা এর ছবি

রাজনীতিতে খালি গিয়াঞ্জাম !

--------------------------------------------------------

প্রকৃতিপ্রেমিক এর ছবি

পল্লীবন্ধুর লীলা বোঝা বড় ভার।
আ.লীগ একটা ঠিক সিদ্ধান্ত নিয়েছে।

নিঝুম এর ছবি

আওয়ামীলীগ একটু বাটে পড়ল মনে হয় ।
--------------------------------------------------------
কারও শেষ হয় নির্বাসনের জীবন । কারও হয় না । আমি কিন্তু পুষে রাখি দুঃসহ দেশহীনতা । মাঝে মাঝে শুধু কষ্টের কথা গুলো জড়ো করে কাউকে শোনাই, ভূমিকা ছাড়াই -- তসলিমা নাসরিন

---------------------------------------------------------------------------
কারও শেষ হয় নির্বাসনের জীবন । কারও হয় না । আমি কিন্তু পুষে রাখি দুঃসহ দেশহীনতা । মাঝে মাঝে শুধু কষ্টের কথা গুলো জড়ো করে কাউকে শোনাই, ভূমিকা ছাড়াই -- তসলিমা নাসরিন

রানা মেহের এর ছবি

বিএনপি থেকে ভালো অফার পেয়েছে মনে হয়
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

প্রফাইল এর ছবি

১. আ.লীগ মনে হয় বাটে পড়ে নাই ... বাট থেকে বেরিয়ে পড়েছে। এর্শাদের দুই কূলই গেল।

২. এর্শাদ বাংলাদেশের রাজনীতির মূর্তমান কমেডি ও ট্রাজেডি।

৩. এর্শাদ আসলে নগরবন্ধু। তিনি পল্লীকে নগর করার জন্য উঠেপড়ে লেগেছিলেন ... আর্বান গ্রোথ সেন্ট্য'... দ্য কন্সেপ্ট।

৪. এর্শাদের চরিত্র ভ্রমরা'র মতো পবিত্র !

৫. তিনি এখন রাষ্ট্রপথিক ... পথে পথে দিলাম ছড়াইয়া রে ....

৬. "... রাজনীতি থিকা বিদায় নেওয়া। ২০০১ এ কৈছিল আর রাজনীতি করবো না। তারপরেও আবার আইছে। হালা নির্লজ্জ্ব।"

তিনি আসলে
... চিরকাল ... ক্ষমতার কাঙাল...
তবে
... যে ডালে বান্ধেন বাসা
ভাঙে সেই ডাল
তার এমোনি কপাল ... হায়রে ...

আলমগীর এর ছবি

পল্লীবন্ধু ইয়ে মেরে দিল মনে হচ্ছে!
আলীগের চালাক মানুষগুলো কই গেল?

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আল্লায় বাঁচাইছে...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

জ্বিনের বাদশা এর ছবি

আওয়ামী লীগের জন্য ভালোই হলো ... "সুযোগের অভাবে বা সুযোগ নষ্ট করার ফলে অনেস্ট" থাকার সাথে এ্যানালজিকাল হলেও, এখন লীগকে সামহাউ কলুষমুক্ত ভাবা যায় .... এট লিস্ট এটা তো ভাবা যায় যে লীগ ক্ষমতায় আসলে অন্ততঃ এরশাদকে আবার প্রেসিডেন্ট পদে দেখা যাবেনা চোখ টিপি

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

সবজান্তা এর ছবি

এরশাদের মত মানুষ এত বোকা, বিশ্বাস করতে কষ্ট হয়। এরশাদ নিজেও জানে, এককভাবে নির্বাচনে গেলে উত্তরবংগের বিশেষত রংপুরের ওইদিকের কয়েকটা সীট ছাড়া কিছুই পাবে না। সে তুলনায় আলীগ যাই দিক না কেন, সক্রিয়ভাবে ক্ষমতার কাছে থাকা হত, এক-দুইটা মন্ত্রীত্বও হয়তো পেত।

সেখান থেকে এরশাদ যখন বের হয়ে এসেছে, নিশ্চয়ই বেটার কোন প্ল্যান আছে। এরশাদের প্রস্থানে আনন্দিত না হওয়ার কোন কারণ নেই, কিন্তু যখন কোন "বেটার প্ল্যানের" চিন্তা মাথায় আসে, চিন্তিত হই। আলীগ ক্ষমতায় আসলে বাংলাদেশ রক্ষা পেয়ে যাবে এমনটা ভাবি না, তবে চারদল ক্ষমতায় আসলে দেশ সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে এটা বুঝতে পারি।

এখনো সন্দেহ, নির্বাচন কি আসলেই হবে ? কিংবা হলেও তা কি আমাদের জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসবে ?


অলমিতি বিস্তারেণ

সবজান্তা এর ছবি

কিছুক্ষণ আগে, সকালবেলা, এল ডি পি এক সংবাদ সম্মেলনে জানিয়েছে, তারাও এককভাবে নির্বাচন করছে, অর্থাৎ মহাজোটে থাকছে না এলডিপি।

এটা আলীগের জন্য বিপদ না কি পরিকল্পিত চাল, সেটা বোঝা মুশকিল। সাধারণত এ ধরণের জোট ভাংগলে যে ধরণের প্রতিক্রিয়া পাওয়া যায়, তা অনুপস্থিত মনে হল। খানিকটা দায়সারা গোছের প্রতিক্রিয়া, এবং যা বুঝলাম এল ডি পি কাউকে দায়ী করেনি জোট ভাঙ্গার পর। কারণ একটাই, তারা একক নির্বাচন করতে চায়। কিন্তু সিদ্ধান্তের টাইমিংটা নিয়ে কিছুটা প্রশ্ন থেকে যায়।

হতে পারে, এল ডি পি কে আলাদা ভাবে নির্বাচন করিয়ে, চট্টগ্রামের বি এন পির ভোটের দুর্গে ফাটল ধরাতে চাচ্ছে আলীগ।


অলমিতি বিস্তারেণ

জ্বিনের বাদশা এর ছবি

"হতে পারে, এল ডি পি কে আলাদা ভাবে নির্বাচন করিয়ে, চট্টগ্রামের বি এন পির ভোটের দুর্গে ফাটল ধরাতে চাচ্ছে আলীগ।"

এইটাই .... ক্ষমতায় গেলে অলি আহমেদরে মন্ত্রীত্ব দিবে হয়ত চোখ টিপি
বুদ্ধিটা খারাপ না
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

সবজান্তা এর ছবি

বাংলাভিশন থেকে জানলাম, এরশাদ মহাজোট থেকেই যাচ্ছে নির্বাচনে। এবার আসন পাচ্ছে ৪৯টা।


অলমিতি বিস্তারেণ

অনিন্দিতা এর ছবি

এই বিশ্ববেহায়ার কোন উন্নতি হলো না।
আর জাপার সাথে থেকে আ.লীগের ইমেজ কোথায যাচ্ছে সেটা বোধ হয় আমাদের রাজনীতিতে দেখার , ভাবার প্রযোজন ও নেই ।
ক্ষমতার রাজনীতিতে যে কারো সাথে জোট বাঁধা যায়।
জনগণের চেয়ে দেখা ছাড়া কিছু করার নেই!
বড় হতভাগা আমরা।

রায়হান আবীর এর ছবি

হুম...

=============================

রণদীপম বসু এর ছবি

দাদু আমার চিজ একখান ! আসল মাল।
ভীমরতি'র অর্থ আগে বুঝতাম না, এখন বুঝি...

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

অভ্রনীল এর ছবি

উরেব্বাস ... এতো দেখি মেগাসিরিয়াল চলতেসে... কে বলে এরশাদের ফর্ম নাই!!

_______________

এক ছাগলের দুই কান,
তুই আমার জানের জান।

সুমন চৌধুরী এর ছবি

কবে নাগাদ শিউর হওয়া যাবে?



অজ্ঞাতবাস

সবজান্তা এর ছবি

শিউর ?

এত দিনে এরশাদকে এই চিনলেন বদ্দা ? দেঁতো হাসি


অলমিতি বিস্তারেণ

প্রফাইল এর ছবি

সাবধান। ব্লাসফেমি আসছে। দু'জোটের যে-ই ক্ষমতায় যাক ব্লাসফেমি আইন হচ্ছে। এর্শাদ আর নিযামি দুজোনি নাছোড়বান্দা।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।