একুশে ফেব্রুয়ারি, বইমেলা

সবজান্তা এর ছবি
লিখেছেন সবজান্তা (তারিখ: রবি, ২২/০২/২০০৯ - ১:৪৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

আমার সবেধন নীলমনি ক্যামেরাটা নিয়ে বের হয়েছিলাম গতকাল।

এমনিতে আমার ক্যামেরাটা নিয়ে আজকাল খুব বেশি বের হওয়া হয় না, লেন্সে কিছু সমস্যা হয়েছে। সম্ভবত ফাঙ্গাস পড়েছে। কী মনে হওয়াতে গতকাল নিয়েই বের হয়ে গেলাম।

বইমেলায় ছবিতোলা বেশ মুশকিল। এত লোকের ভীড় সুন্দর করে পজিশন ঠিক করে ক্লিক করার মুহূর্তেই কেউ না কেউ সামনে দিয়ে চলে যায়। এর উপর মেলায় এত ভীড়, ফ্ল্যাশ দিয়ে ছবি তুললে ধুলিকণাগুলি বাজে ভাবে উঠে আসে ছবিতে।

এতোসব হাঙ্গামা পেরিয়েও যে ক'টি ছবি দেওয়ার মত মনে হল, দিয়ে দিলাম। আশা করি সবার ভালো লাগবে।

ছবিঃ চারুকলার সামনে, বইমেলার দিকে যাওয়ার পথে, বরকত তোরণ

ছবিঃ গতকালের বিশাল লাইন বইমেলায় যাওয়ার পথে

ছবিঃ বুদবুদ উড়ানো এক কিশোর

ছবিঃ এই সেই মহাতীর্থ শুদ্ধস্বর !

ছবিঃ সত্যিকারের বইয়ের সূচীপত্র

ছবিঃ একটা গবেষণা চলছিলো, কোন কোন নামের আগে ড. উপাধি বসা উচিত। যথারীতি গবেষণার মূল উদ্যোক্তা লীলেন ভাই, আর উনার সাথে ছিলেন মৃদুল দা'র কারণে ঢাকা পরে যাওয়া কারুবাসনা, সুমেরুদা।

ছবিঃ বই কেনার আনন্দে উদ্বেলিত ষষ্ঠ পাণ্ডব !

ছবিঃ বইয়ের ঝুড়ি মাথায় নিয়ে, শুদ্ধস্বরের সাথে পেটচুক্তিতে আবদ্ধ, খাইট্যা খাওয়া মানুষ পান্থ ভাই, চলেছেন নজরুল মঞ্চের দিকে

ছবিঃ
নজু ভাই- কি দারুন একটা জোক্স বললাম না আনিস ভাই ?

আনিস ভাই- নজু, বেকুবের মত হাসি বন্ধ কর !

পাণ্ডব দা - আনিস ভাইয়ের ঝাড়ি খাওয়ার আগে মুখ বন্ধ করি

ছবিঃ অটোগ্রাফ দিচ্ছেন সচল মাসুদা ভাট্টি

ছবিঃ উন্মোচিত হল জুবায়ের ভাইয়ের "সিকি আধুলি গদ্যগুলি"

ছবিঃ মহামূল্য সচল সংকলন উন্মোচিত হল মহামতি লীলেন ভাইয়ের হাতে

ছবিঃ অবশেষে মানিক ভাইয়ের দুর্ধষ সেই বই উন্মোচিত হল

ছবিঃ আনিস ভাইয়ের হাতে উন্মোচিত হল, "স্বপ্নচরাচর"

ছবিঃ বহু আকাঙ্খিত আকতার ভাইয়ের "ছড়াজনৈতিক"

ছবিঃ কেন এই বই পড়বেন জাতীয় ভাষন দিচ্ছেন আখতার ভাই...

ছবিঃ টুটুল ভাই, তওবা কইরা বল কেলাডা চারচেন অর্থাৎ বলছেন আর কোন বই ছাপবেন না ...

আচ্ছা, এ'বার একটা অন্য ঘটনা বলি। গতকাল মোড়ক উন্মোচনের আগে ধুম আড্ডা চলছে শুদ্ধস্বরের সামনে। বিভিন্ন দলে, গ্রুপে ভাগ হয়ে সবাই হাসতে হাসতে গড়িয়ে পড়ছে। এর মধ্যে একজন লোক অনেকক্ষণ ধরেই আমাদের দিকে নজর রাখছিলেন। অবশেষে থাকতে না পেরে আমাকে এসে জিজ্ঞাসা করলেন, ভাই এ'টা কী হচ্ছে ? সংক্ষেপে তাঁকে সচলায়তনের কথা বুঝিয়ে বলার পর তিনি কি বুঝলেন জানি না, পকেট থেকে একটা কার্ড বের করে আমাকে দিলেন, বললেন, আপনাদের সবার কাজে লাগবে।

কার্ডটা ফেলে দিতে যেয়েও ফেললাম না, ছবি তুলে রেখে দিলাম, শিমুল ভাই আর ধূগো ভাইয়ের কথা মনে করে।

ছবিঃ এই সেই কার্ড, আগ্রহী জনতা নম্বর ভালো মত দেখে রাখুন

পুনশ্চঃ ছবির সাথে মন্তব্যগুলি যে শুধু মাত্র মজা করার জন্য তা আশা করি সবাই ধরতে পেরেছেন, তবু কেউ দুঃখ পেয়ে থাকলে ক্ষমাপ্রার্থী ।


মন্তব্য

অমিত আহমেদ এর ছবি

সিরাম রে ভাই সিরাম।
অনেক ধন্যবাদ।


ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

স্যাল্লুট সবজান্তা।

শেষ ছবিটা কপি করলাম। ধু-গো আসার আগেই সরায়ে ফেলেন। কম্পিটিশন খুব বেশি।

ধুসর গোধূলি এর ছবি
আনোয়ার সাদাত শিমুল এর ছবি

যোগাযোগের সময়ঃ সকাল ৮-০০টার মধ্যে
সন্ধ্যাঃ ৮-০০ হতে রাত ১১-০০টা ।
ছুটির দিন সকাল ১০-৩০ টা পর্যন্ত।

টাইমিংটা খিয়াল কইরা।
জটিল ম্যাথ।

ধুসর গোধূলি এর ছবি
সবজান্তা এর ছবি

"স্বপ্নচরাচর" একটা কবিতার বই, শুদ্ধস্বর থেকে বের হওয়া। এর উদ্বোধন করার কথা ছিলো কবি নির্মলেন্দু গুণের। তিনি আসতে না পারায়, এক যাত্রাতেই তরিয়ে গিয়েছে।


অলমিতি বিস্তারেণ

কীর্তিনাশা এর ছবি

ছবি আর তার ক্যাপশনে আপ্নারে উত্তম জাঝা!

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

দময়ন্তী এর ছবি

শেষের ছবিটা .............. গড়াগড়ি দিয়া হাসি
--------------------------------------------------------------------- ----
"নিভন্ত এই চুল্লিতে মা
একটু আগুন দে
আরেকটু কাল বেঁচেই থাকি
বাঁচার আনন্দে৷'

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

অমিত আহমেদ এর ছবি

শেষের ছবি প্রিন্ট নিয়ে রেখেছি।
দুইটা sms ইতিমধ্যে পাঠানো হয়ে গেছে।
তিনি সুন্দর মনের সাথে আর কী স্পেসিফিকেশন লাগবে জানতে চেয়েছেন।


ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

রেনেট এর ছবি

চমতকার ছবির জন্য ধন্যবাদ সবজান্তা চলুক
---------------------------------------------------------------------------
If your father is a poor man, it's not your fault ; but If your father-in-Law is a poor man, it's definitely your fault.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

পান্থ রহমান রেজা এর ছবি

পান্থ দেখছি পুরা পাপারাজ্জির শিকার!

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

সবজান্তাকে বিশেষরূপে উত্তম মধ্যম...
তবে ছবি তো তুলছেন লাখে লাখে... দিলেন মোটে কয়েকটা... কিপটামি করেন ক্যান?

আর শেষ ছবিটা তো ব্যাপক হইছে... ইশ্... বিয়াটা যে ক্যান আগেই কইরা ফেলছি... আরেকটা করুম নাকি? চোখ টিপি
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

সবজান্তা এর ছবি

একটা সমস্যা হয়া গেছে নজু ভাই। ফ্ল্যাশ দিয়া যা ছবিই তুলছি, জুম কম থাকলে সে'ইটার মধ্যে বিশাল আকৃতির ধূলাবালি ধরা পরে, মানে পরিবেশের ধুলাবালিগুলা সব ছবিতে উঠে।

অধিকাংশ ছবিই বাদ পড়ছে সেই কারণে।


অলমিতি বিস্তারেণ

অতন্দ্র প্রহরী এর ছবি

সবজান্তাকে দেখলাম ক্যামেরাতে মাঝে মাঝে চড়-থাপ্পড় দিচ্ছিলো, অনেক আগে টিভি ঝিরঝির করলে অথবা রেডিওতে সাউন্ড ঠিকমতো না আসলে যেমনটা আমরা করতাম চোখ টিপি

কিন্তু সেই ক্যামেরা দিয়ে এত দারুন সব ছবি তুলেছে যে কী আর বলব! খুব ভালো।

সবজান্তাকে - চলুক

সবজান্তা এর ছবি

আরে ভাই, লেন্সে ফাঙ্গাস পরা যে কোন বিজাতীয় যন্ত্রনা, একটু বাইড়া-বাইড়ি না করলে ছবি ক্লিয়ার আসে না...

তা আপনার গুলা কই ?


অলমিতি বিস্তারেণ

তানবীরা এর ছবি

হাহাহাহা, সব্বাই দারুন এনজয় করছে, দেখিস একদিন আমরাও ওওওওওও

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

মুস্তাফিজ এর ছবি

সাথীভায়ের নজর কিন্তু আপনার উপরই প্রথম পড়ছে, এখন কেউ একজন ঠিকানা পাঠাইলেই হয়।

...........................
Every Picture Tells a Story

সবজান্তা এর ছবি

সে'টা আপনারা আর বুঝলেন কোথায় ... মন খারাপ


অলমিতি বিস্তারেণ

সবজান্তা এর ছবি
মৃদুল আহমেদ এর ছবি

তোর তো দেখি ব্যাটা পেটভর্তি হিংসা... তোর কাক হাগুচির ছবি দিছিলাম কইয়া তুই দেখি আমার একটাও ছবি দিলি না! এতক্ষণ যে গলা ফাটায় চিল্লাইলাম নজরুল মঞ্চে খাড়াইয়া, এহন তো আমার নিজেরই সন্দেহ হইতাছে, ঐখানে আমি সত্যি সত্যি আছিলাম কিনা...
তুই আমার ছবি দিলি না, আর দ্যাখ আমি কত ভালো, তোর ছবি আবার দিলাম...

টিয়ার শেলের আঘাতে আহত ফটোসাংবাদিক... থুক্কু, কাক হাগুচির শিকার জনৈক সবজান্তা সাংবাদিক!
---------------------------------------------
আমাকে ছুঁয়ো না শিশু... এই ফুল-পাখি-গান সবই মিথ্যা!

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

মৃদুল আহমেদ এর ছবি

অই মজা করলাম কিন্তু, আবার মাইন্ড খাইয়ো না...
---------------------------------------------
আমাকে ছুঁয়ো না শিশু... এই ফুল-পাখি-গান সবই মিথ্যা!

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

এনকিদু এর ছবি

ঐ আমি মাইন্ড করছি । সিরিয়াস মাইন্ড । আমার ছবি কই ?


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

প্রকৃতিপ্রেমিক এর ছবি

একেই বলে ফটোব্লগ। পারফেক্ট-- যেমন ছবি তেমন তার ক্যাপশন।

নুরুজ্জামান মানিক এর ছবি

গুল্লি

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক এর ছবি

গুল্লি

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক এর ছবি

গুল্লি

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নজমুল আলবাব এর ছবি

হালায়, এরা আমারে দেখে না নাকি? নাকি এদের ক্যামেরা ভি আন্ধা???

ভুল সময়ের মর্মাহত বাউল

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

"আমার সবেধন নীলমনি ক্যামেরাটা..."

এর মানে কী? এই ক্যামেরাটা আপনার আর কিছুই নেই? নাকি আপনার অনেকগুলো ক্যামেরা থাকার কথা ছিলো, কিন্তু আছে মাত্র একটি? চোখ টিপি

মজাক্কর্লাম হাসি

ঘটক সাথী ভাইয়ের কল্যাণে ক'জন সচল জীবনসাথী খুঁজে পান, সেটিই এখন দেখার বিষয় হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
যৌনদুর্বলতায় ভুগছি দীর্ঘকাল। দুর্বল হয়ে পড়ি রূপময়ী নারী দেখলেই...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

রায়হান আবীর এর ছবি

হেব্বি ছবি, হেব্বি ক্যাপশন। লাস্টেরটা দেখে তো হাসতে হাসতে মইরা গেলাম।

=============================

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।