নিবন্ধিত বন্ধুদের উদ্দেশে

সন্দেশ এর ছবি
লিখেছেন সন্দেশ (তারিখ: রবি, ০২/০৮/২০০৯ - ৭:০৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সদস্যের সংখ্যা বিচারে সচলায়তনের স্ফীতি অত্যন্ত মন্থর হলেও, এর পাঠকবর্গ পুষ্ট হয়েছে নিয়মিত দ্রুত গতিতে। কিছুদিন আগে আমরা এক লক্ষ অ্যাবসলিউট ইউনিক ভিজিটরের ক্রমযোজিত সমাগম উপলক্ষে একটি পোস্টে তা জানিয়েছিলাম।

পাঠকরা অনেকেই সচলায়তনকে এক নজর (বা একাধিক নজর) দেখে পছন্দ করেন, এবং এর অংশ হয়ে ওঠার জন্যে নিবন্ধন করেন। শুরুর দিকে সচলে নিবন্ধনের হার অনেক বেশি ছিল, কিন্তু সদস্য হওয়ার প্রক্রিয়াটি কঠোর ও দীর্ঘ বলে সময়ের সাথে নিবন্ধনের হারেও ভাটা পড়েছে। নিচের স্তম্ভলেখে জুলাই, ২০০৯ এ দিনপিছু নিবন্ধিতের সংখ্যা উপস্থাপন করা হয়েছে।


guest

সচলায়তনে গত চার সপ্তাহে নিবন্ধনের স্তম্ভলেখ

উল্লেখ্য, এই বিপুল সংখ্যক আগ্রহী নিবন্ধনকারীর মধ্যে অতিথি হিসেবে সচল করা হয়েছে চারজনকে।

এই তথ্যটি নিঃসন্দেহে আগ্রহী নিবন্ধিতদের পীড়া দেবে, এবং তাঁরা কিছুটা হতাশ বোধ করতে পারেন। তাঁরা জেনে হয়তো বিস্মিত হবেন যে এ হতাশা আমাদের মনেও সমানভাবেই কাজ করে।

নিবন্ধনে আগ্রহী পাঠকদের জানাই,

  • সচলায়তনে কেবল মন্তব্য করার জন্যে আপনাদের অতিথি হিসেবে সচল করা হবে না। নিবন্ধন না করেও আপনি মন্তব্য করে যেতে পারেন। তবে এর ব্যতিক্রম যে নেই, এমন নয়। বৎসরাধিককাল সচলে নিয়মিত মন্তব্য করে অনেকে অতিথি বা পূর্ণ সচল হয়েছেন, এমন উদাহরণ রয়েছে।

  • অতিথিদের জন্যে অবশ্যপাঠ্য কিছু তথ্য পেতে চাইলে পোস্টটি মনোযোগ দিয়ে পড়ুন। এখানে অনেক প্রয়োজনীয় তথ্য এবং জিজ্ঞাস্যের উত্তর পাবেন।

  • সচলে অতিথি হতে চাইলে লিখুন। অতিথিদের কাছ থেকে আমরা নিয়মিত প্রাঞ্জল সব লেখা আশা করি, যেসব লেখা মান ও ফ্রিকোয়েন্সিতে সচলদের লেখার মানকে স্পর্শ করবে বা অতিক্রম করবে।

  • পূর্ণ সদস্য হতে চাইলে আপনাকে পোস্ট লিখে এবং মন্তব্য করেই হতে হবে, কোন সংক্ষিপ্ত পথ নেই। যদি মনে করেন এই বিলম্বের অবকাশ আপনার নেই, তাহলে আমরা দুঃখিতচিত্তে আপনার অনুপস্থিতির বেদনাকে বুকে নিয়ে এগিয়ে যাবো। আতিথ্যকাল নির্দিষ্ট নয়, এর স্থায়িত্ব আপনার ওপর নির্ভর করবে।

  • অন্য কমিউনিটি ব্লগের সংস্কৃতিতে আপনি যদি অভ্যস্ত হয়ে থাকেন, তাহলে আপনার অবগতির জন্যে জানাই, সচলায়তন সচলায়তনের মতো। এটি একটি সংক্ষিপ্ত কিন্তু কঠোর নীতিমালা অনুযায়ী পরিচালিত, এবং আপনার জন্যে সেই পরিচালনায় কোন ব্যতিক্রম সাধিত হবে না। যদি নীতিমালাটি আপনার প্রত্যাশার বিপরীত হয়ে দাঁড়ায়, তাহলে ধরে নিন সচলায়তন আপনার উপস্থিতির উপযুক্ত নয়।

কঠোর সব তথ্য উপস্থাপনের পর আরেকবার আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই, আমরা আপনার লেখার অপেক্ষায় আছি। যিনি নিয়মিত লেখেন, ভালো লেখেন, অন্যের সাথে সুস্থ মিথষ্ক্রিয়ায় নিজেকে তুলে ধরেন, তাঁকে যত শীঘ্র সম্ভব আমরা এই সচল পরিবারের একজন হিসেবে দেখতে চাই।

ধন্যবাদ।


মন্তব্য

কাজী আফসিন শিরাজী [অতিথি] এর ছবি

হুম, এই পোস্টটা বেশ কিছু মৌলিক প্রশ্নের ফয়সালা করতে সহায়ক হবে, তবে আমার অতিথি থাকতেই ভালো লাগে... নিজেকে আগন্তুক মনে হয়। স্ট্রেইঞ্জার!!!

ঋদ্ধ [অতিথি] এর ছবি

আচ্ছা।

শান্ত [অতিথি] এর ছবি

অন্য কমিউনিটি ব্লগের সংস্কৃতিতে আপনি যদি অভ্যস্ত হয়ে থাকেন, তাহলে আপনার অবগতির জন্যে জানাই, সচলায়তন সচলায়তনের মতো।

একমত।

অতিথি হিসেবে ভালোই আছি।
যেদিন ভালো লিখতে পারবো, সেদিন পূর্ণ সচল হব।

মূলত পাঠক এর ছবি

শিরোনামে "উদ্দেশে" হওয়া উচিত, অর্থাৎ নিবন্ধিত অতিথিদের প্রতি। "উদ্দেশ্যে" ব্যবহার করতে হলে হওয়া উচিত "অবগতির উদ্দেশ্যে", অর্থাৎ নিবন্ধিত অতিথিদের জানানোর লক্ষ্যে।

ইশতিয়াক রউফ এর ছবি

পোস্ট পড়ে ধারণা করে নিচ্ছি, নিজের একটা অ্যাকাউন্ট না পাওয়া অনেকের জন্য হতাশার। তা-ই যদি হয়, তাহলে সকলকে নাহয় একটা "পাঠক" অ্যাকাউন্ট দেওয়া হোক। ব্যাপারটা একেবারেই অপ্রয়োজনীয় মনে করি আমি, তবে তা যদি পাঠকদের উৎসাহ যোগায় তো মন্দ কী? পাঠক থেকে অতিথি সচল ও সচল করা হোক পর্যায়ক্রমে।

আমার পর্যবেক্ষণ বলে, সচলে নিয়মিত মন্তব্য করা প্রায় সকলেই এখন অতিথি সচল কিংবা সচল। শুরুতেই দুর্দান্ত কোনো লেখা দিতে হবে, এমন কথা নেই। ছোট ছোট হুঁ-হাঁ দিয়েই শুরু হোক মন্তব্য। প্রতিমন্তব্য দিয়েই পরিচয়ের দ্বার খুলবে হয়তো।

সাম্প্রতিক কালে অতিথি থেকে সচল হওয়ার ক্ষেত্রে বেঞ্চমার্ক অনেক উপরে তুলে দিয়েছেন তিন জন সচল -- মূলত পাঠক, মামুন হক, এবং সিরাত। এঁদের অভিনন্দন জানিয়ে যাই এই সূত্রে। আমার ধারণা, এঁদের পর্যায়ের লেখনী বিরল। তবে এঁদের মত নিষ্ঠা অনেক অতিথিরই আছে। তাঁরা সরব পাঠক হলেই কিন্তু সচল অনেক এগিয়ে যায়।

রণদীপম বসু এর ছবি

চলুক

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

ইশতিয়াক রউফ এর ছবি

সচল জাহিদের কথা বেমালুম ভুলে গেছিলাম... ভয়ংকর ভুল। খাইছে

মূলত পাঠক এর ছবি

এমন প্রশংসা, অনেক ধন্যবাদ ইশতি!

সচল জাহিদ এর ছবি

ধন্যবাদ ইশতি ।

-----------------------------------------------------------------------------
আমি বৃষ্টি চাই অবিরত মেঘ, তবুও সমূদ্র ছোবনা
মরুর আকাশে রোদ হব শুধু ছায়া হবনা ।।


এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
ব্যক্তিগত ওয়েবসাইট
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।

সাবিহ ওমর এর ছবি

অতিথি হিসেবে আমাকে সচল করার জন্য ধন্যবাদ!

ছায়ামূর্তি [অতিথি] এর ছবি

ঠিকাছে !

 নৈশী(guest_writer) এর ছবি

হুম্ বুঝলাম ।

নৈশী।

দুষ্ট বালিকা এর ছবি

ধন্যবাদ।

--------------------------------
কাঠবেড়ালি! তুমি মর! তুমি কচু খাও!!

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

নীল [অতিথি] এর ছবি

অপেক্ষায় আছি...

মধ্যসমুদ্রের কোলে এর ছবি

ভালো পোস্ট। তা অতিথিদের জন্য যদি কিঞ্চিৎ জলযোগের আপ্যায়ন থাকতো----হা হা হা

সুহান রিজওয়ান এর ছবি

একটা জিনিস খারাপ পাই...
আমগো মতো আধা সচল-গো যদি ভুটাধিকার থাকতো (দীর্ঘশ্বাস)...।
কত ভালা লেখায় ভুট দিতে পারি না...
---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!

অতিথি লেখক এর ছবি

তুমার অহনো ১৮ বছর হয় নাইক্কা। ভুট ভুট কইয়া ফাল পাড় ক্যা???

বৎসরাধিককাল সচলে নিয়মিত মন্তব্য করে অনেকে অতিথি বা পূর্ণ সচল হয়েছেন

আশায় আছি।

#ওসিরিস

অতিথি লেখক এর ছবি

একটা বিষয় বুঝতে পারিনি। একজন লেখক একটা চরিত্র নিয়ে অনেকগুলো লেখা লিখতে পারেন। আমি এমন এই চরিত্র নিয়ে ৪ টি লেখা লিখেছি। তার দু'টি অন্য ব্লগে দিয়েছিলাম। নতুন একটি লেখা এখানে দিলাম সাথে উল্ল্যেখও করেছিলাম যে এই চরিত্র নিয়ে লেখা আরো দু'টো অন্য ব্লগে দিয়েছি। কিন্তু এই লেখাটি ছিল সম্পূর্ণ ভিন্ন। কিন্তু দেখলাম পোস্টটা মডারেট করা হয়েছে। এমন হলেতো উৎসাহ পাব না।

হিমু এর ছবি

মনে হয় মডুরা পোস্টটাকে প্রকাশযোগ্য মনে করেননি। লিখতে থাকুন, কয়টা আটকাবে? ভালো লেখা (যেগুলি অন্য কোনো কমিউনিটি ব্লগে প্রকাশিত হয়নি) পেলে না ছেড়ে যাবে কই?



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

জুম্ম [অতিথি] এর ছবি

হুম......মহাচিন্তায় পড়ে গেলাম। আমিতো খালি সচলে ঢুকি, আর মাঝে মাঝে একটু মন্তব্য করি। এখনো লেখক হইতে পারি নাই, তাইলে আমার কি হইব...............তবে পড়তে খু-উ-ব ভাল লাগে।

হিমু এর ছবি

খালি কড়া কড়া কথা এইখানে।

একটা শিক্ষণীয় ডকুমেন্টারি দিলাম। মোল্লা কোতলউদ্দিনের।



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

ইশতিয়াক রউফ এর ছবি

বেচারা লোকটা একটু কম শিক্ষিত। তাকে নিয়ে এই রকম হাসিঠাট্টা কি ঠিক?

দাঁড়ান, পরে চিন্তা করতেসি। আগে হাইসা নেই...!!

কী নাম রে বাপ... কোতলউদ্দিন। হিমু ভাই ফেসবুকে দারুণ একটা মন্তব্য করেছিলেন -- "মাথা খাটানো"। দেঁতো হাসি

স্বপ্নহারা এর ছবি

হাহাহা...খোমাখাতায় শেয়ার দিতাছি...দেঁতো হাসি

-------------------------------------------------------------
স্বপ্ন দিয়ে জীবন গড়া, কেড়ে নিলে যাব মারা!

-------------------------------------------------------------
জীবন অর্থহীন, শোন হে অর্বাচীন...

নীড় সন্ধানী এর ছবি

মানুষের দুর্ভোগ দেখেও নির্দয়ভাবে হা হা প গে.........এক্স সহনাগরিক বলেই কি? চোখ টিপি

তবে চিন্তায় পড়লাম অন্য কিছু নিয়ে...........‍‌কোতলুদ্দিনের মাথটা কিসের তৈয়ারী, হেলমেট তো দেখলাম না.......!!!

-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
সেই সুদুরের সীমানাটা যদি উল্টে দেখা যেত!

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

সাইফ তাহসিন এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি
একসাথে ফাটাফাটি রকমের হাসির এবং শিক্ষামুলক ভিডিও, আর একই প্রশ্ন আমারো, হেলমেট কই? অথবা পাকিদের মাথায় ঘিলু থাকে না হয়ত, খালি ইট আর পাথর চোখ টিপি

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

আবু রেজা এর ছবি

হুমম! বুঝলাম!
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
যে জন বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গ বাণী
সে জন কাহার জন্ম নির্ণয় ন জানি।।

যে জন বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গ বাণী
সে জন কাহার জন্ম নির্ণয় ন জানি।।

সাইফুল আকবর খান এর ছবি

এই কতলউদ্দীনরে তো বাড়িতে আইনা দাওয়াত খাওয়ানের ইচ্ছা হৈতাছে আমার! হালায় মরলো না!
আমিও তো দেখি এই বিস্ময়দুঃখজনক দুর্ঘটনায় হা হা ম গে!
অ্যাঁ
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

অতিথি লেখক এর ছবি

অনেক গুরুত্বপূর্ন তথ্য। কাজের পোস্ট। ধন্যবাদ

নিরব দর্শক [অতিথি] এর ছবি

মনে হল কেউ বলছে - সটান হয়ে দাঁড়িয়ে দেখ বড়রা কী করছে, আর চেষ্টা কর ওদের মত করতে, তাহলে পারবে।
চান্স দেন, ফাটায়া দেই............লোল

রিপন এর ছবি

ভালো লাগল জেনে।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।