সোয়াদ

শুভাশীষ দাশ এর ছবি
লিখেছেন শুভাশীষ দাশ (তারিখ: সোম, ২২/০২/২০১০ - ২:১৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

নাখালপাড়ার রাস্তার কুকুর ভোলা ঘুম থেকে উঠে বেশ কিছুদূর হেঁটে মোড়ের কসাইয়ের দোকানের একটু দূরে দাঁড়িয়ে মাংসের ঘ্রাণ নেয়। সকালবেলায় খেতে না পেলেও এই সুঘ্রাণ নেয়া কম সুখের কী। কসাই লোকটা খুব একটা সুবিধার না। এক দুই টুকরা হাড্ডি পাওয়া যায় অনেকক্ষণ অপেক্ষায় থাকলে। তাও খুব সতর্ক থাকতে হয়। কসাই ব্যাটা হাড্ডি ছোঁড়ার সময় তার মুখ টার্গেট করে। রাস্তায় লোকজন ভোলার বিভৎস ঘেঁয়ো শরীর দেখলে ভড়কে দূরে সরে হাঁটে। সকালের নরম বাতাসে ঘা চেটে একটু নোনতা স্বাদ নেয়। তারপর ঝট করে মাথাটা সরিয়ে নেয়। কসাইয়ের গলার আওয়াজ শোনা যায়- হালায় অহন খুব সেয়ানা অইয়া গেছেগা। ভোলা হাড্ডি মুখে নিয়ে দ্রুত সরে পড়ে।

ড্রেনের পাশের চিপায় ঢুকতে গিয়ে বস্তির পিচ্চি সুলেমানের তাড়া খায়। চিপার মধ্যে দৌঁড়ে ঢুকে পেছন ফিরে দেখে সুলেমান অন্য কাজে মন দিয়েছে। আস্তে আস্তে আরো ভিতরে ঢুকে পায়ে আলতো চাপ দিয়ে বসে। ঘা-তে হালকা টান পড়ায় ব্যথায় কুঁই করে শব্দ করে। মুখের মধ্যে রাখা হাড্ডি গড়িয়ে গড়িয়ে ড্রেনের কাল পানিতে হারিয়ে যায়। ভোলা স্থির চোখে কাল চিকচিক পানির দিকে তাকিয়ে থাকে। ঘা চেটে জিহ্বার স্বাদ পাল্টায়। পরে শুয়ে পড়ে।

বস্তি থেকে অনর্গল শব্দ এসে ভোলাকে ঘুম পাড়ায়। বিকাল সন্ধ্যা পেরিয়ে রাত নামে। পেটে ক্ষুধার টানে উঠে বসতে গিয়ে আবার ব্যথায় আওয়াজ করে। ড্রেনের পাশের ঝোপে সামান্য দূরে মানুষের ধস্তাধস্তি শুনতে পায় হঠাৎ। ভয় পেয়ে অন্যদিকে যায়। একজন মানুষের মারাত্মক গোঙ্গানি দীর্ঘ নাদ সেরে ঝিম মারে। লোকজন সরে পড়ে। আরো খানিক বাদে ভোলা এগোয়। রক্তের ধারা গড়িয়ে এসে পায়ে লাগে। জিহ্বা রক্তের লালে আবারো স্বাদ বদলায়।


মন্তব্য

আরিফ [অতিথি] এর ছবি

ভালু। আরো আসুক।

শুভাশীষ দাশ এর ছবি

ধন্যবাদ

অনন্ত [অতিথি] এর ছবি

অনেক ভাল লাগল।

===অনন্ত===

শুভাশীষ দাশ এর ছবি

ধন্যবাদ

তিথীডোর এর ছবি

চলুক

--------------------------------------------------
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

সুহান রিজওয়ান এর ছবি

তিথী-ধুর !!!

(রাগ কইরেন্না, তাড়াহুড়ায় দুইবার মাউস চেপে আপনি নিশ্চয় পরে 'ধুর' বলেন- তাই দিলাম দেঁতো হাসি)

_________________________________________

সেরিওজা

শুভাশীষ দাশ এর ছবি

হাসি

তিথীডোর এর ছবি

ষষ্ঠ পান্ডব
শুভাশীষ দাশ:
মাউস নির্দোষ... আমিই হুদাই ডাবলকপি পাঠাই!

--------------------------------------------------
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

কোন পোস্টের মন্তব্যর ঘরে জয়নুলের চিত্রকর্মটির মাথাটি দেখা গেলে আমি মোটামুটি নিশ্চিত থাকি যে চিত্রকর্মটি ঠিক নিচেই আরো একবার আছে। ব্যাপারটা আমার অভ্যস্ততায় চলে এসেছে।



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

শাহেনশাহ সিমন এর ছবি

হো হো হো
_________________
ঝাউবনে লুকোনো যায় না

_________________
ঝাউবনে লুকোনো যায় না

শুভাশীষ দাশ এর ছবি

আহারে, মাইয়াডা।

অতিথি লেখক এর ছবি

এই গল্পটির কনসেপ্ট এককথায় অসাধারণ। তবে আমার মনে হচ্ছে আপনি ভাষার দিকে কম গুরুত্ব দিচ্ছেন। মহাত্না আহমদ ছফার ভাবশিষ্য হচ্ছেন সেটা বেশ বোঝা যাচ্ছে। কনটেন্ট নিয়ে আপনার ব্যাপক চিন্তার হদিশ পাচ্ছি আপনার লেখা টুকুন গল্পগুলোতে। এই গল্পগুলো কিন্তু দীর্ঘজীবন লাভ করার আশা আছে।

-- অরুণ

শুভাশীষ দাশ এর ছবি

আপনার মন্তব্য+ বিশ্লেষণ দেখে ভাল লাগল।

মামুন হক এর ছবি

নির্মম একটা গল্প । আর কিছু কমুনা।

শুভাশীষ দাশ এর ছবি

হ। ব্রুটাল।

বালক এর ছবি

চলুক

*************************************************************************
ভবিষ্যতে কি হবে তা ভেবে বর্তমানকে উপেক্ষা করবো কেনো?

____________________________________________________________________
"জীবনের বিবিধ অত্যাশ্চর্য সফলতার উত্তেজনা
অন্য সবাই বহন করে করুক;
আমি প্রয়োজন বোধ করি না :
আমি এক গভীরভাবে অচল মানুষ হয়তো
এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।"

শুভাশীষ দাশ এর ছবি

হাসি

কুপমন্ডুক [অতিথি] এর ছবি

পড়লাম...

শুভাশীষ দাশ এর ছবি

ঠিকাছে।

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

এই গল্পটা পরিপূর্ণতা পেয়েছে বলে মনে হচ্ছে। তবে এটাকেও বড় করা যায় - টুকুন/অণু থেকে ছোট গল্প বা বড় গল্প, ফকির লালন যেমনটা বলেছিলেন। জানিনা কেউ এই উদ্যোগটা নিতে আগ্রহী হবেন কিনা। অনেকটা ছাত্রজীবনে করা "ধারাবাহিক গল্পবলা"র মত করে।



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

শুভাশীষ দাশ এর ছবি

কেউ আগ্রহী হচ্ছে না। আপনাকে যদি গল্পটা টানতে বলি।

সুহান রিজওয়ান এর ছবি

বনফুলের একটা এরকম গল্প ছিলো মনে হয়- নামটা কি ছিলো ?? 'কসাই' ?? মনে পর্তেসে না...

এইটা অনেকদিন পর একটা দারুণ দারুণ টুকুন গল্প হৈসে বলে মনে হলো।

_________________________________________

সেরিওজা

শুভাশীষ দাশ এর ছবি

বনফুলের সেই গল্প পড়ি নাই। পারলে সংগ্রহ করে একটু পাঠাও। তুমি একটু কষ্ট করে স্ক্যান সেক্টরের কিছু কাজ করতে পার।

সুহান রিজওয়ান এর ছবি

স্ক্যানা নাই যে বস। আর- সময় দিতে হবে প্রচুর, সেটারও অভাব...।

বনফুলের পুরা কালেকশন আমার কাছে আছে। গল্পটা ছোট অনেক, কিন্তু নামটা মনে নাই। যদি খুঁজে পাই- তাইলে আপনারে লিখেই পাঠায়া দেয়া যাবে...

_________________________________________

সেরিওজা

শুভাশীষ দাশ এর ছবি

ঠিকাছে। অগ্রিম ধন্যবাদ।

অতিথি লেখক এর ছবি

এইটুকুন?? আইডিয়াটা চমৎকার।

- মুক্ত বয়ান

শুভাশীষ দাশ এর ছবি

হ। এইটুকুনই।

অতিথি লেখক এর ছবি

চলুক
পুরো গল্পটা সুন্দর। লেখনিতে ভাবালুতার চেয়ে কনসেপ্টের বৈচিত্রে জোর বেশি। শিখে নিলাম।

---- মনজুর এলাহী ----

শুভাশীষ দাশ এর ছবি

ধন্যবাদ।

অতিথি লেখক এর ছবি

খুব ভালো লাগল। এতো ছোট পরিসরে এমন একটা বিষয় সুন্দর ভাবে ফুটিয়ে তোলা আসলেই কঠিন কাজ, কিন্তু শুভাশীষ দা সেটা সফল ভাবে করেছেন।

ধন্যবাদ।

কামরুজ্জামান স্বাধীন।

শুভাশীষ দাশ এর ছবি

ধন্যবাদ। অনেকদিন বাদে আপনাকে দেখলাম।

দুষ্ট বালিকা এর ছবি

খুব ভালো লাগলো... কন্সেপ্ট চমৎকার, ভাষার আরেকটু তীবরতা থাকলে খুব ভাল্লাগতো! দেঁতো হাসি

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

শুভাশীষ দাশ এর ছবি

বাশার তীরবতা করি নাই। কোমল করার চেস্তা করসি। দেঁতো হাসি

দুর্দান্ত এর ছবি

দারুন।

শুভাশীষ দাশ এর ছবি

হাসি

অতিথি লেখক এর ছবি

ভিন্ন ধাঁচের গল্প পড়ার শখ আজকের মত মিটে গেল হাসি

---------------
আলোর ছটা
---------------

শুভাশীষ দাশ এর ছবি

হুমম ...

ফরিদ এর ছবি

এই গল্পটা আমার কাছে সাদামাটা মনে হল না।

শুভাশীষ দাশ এর ছবি

তাই !

সুমন চৌধুরী এর ছবি

একদম কিছু কওয়ার কোন জাগাই রাখেন নাই।

গুরু গুরু



অজ্ঞাতবাস

শুভাশীষ দাশ এর ছবি

কন কী গুরু?

অতিথি লেখক [অতিথি] এর ছবি

কসাই -> জিপি
সুলেমান -> পরথম আলু
মৃত ব্যক্তি -> শহীদ মিনার
ভোলা -> ভুদাই আমজনতা

শুভাশীষ দাশ এর ছবি

আপনে তো জটিল লোক। আপনার নাম কি ভাই?

Pijush এর ছবি

আমার নাম পীযুষ।

সচল জাহিদ এর ছবি

শ্রদ্ধায় মাথা নত হয়ে এলো বন্ধু।

----------------------------------------------------------------------------
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।


এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
ব্যক্তিগত ওয়েবসাইট
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।

শুভাশীষ দাশ এর ছবি

কি যে কও দোস্ত?

সুমন [অতিথি] এর ছবি

অসাধারণ অসাধারণ অসাধারণ।

শুভাশীষ দাশ এর ছবি

এতো

শাহেনশাহ সিমন এর ছবি

শুভদা, আপনের লেখার গুণমুগ্ধ আমি।
আপনার এরকম এক্সপেরিমেন্ট ভালোলাগছে।

তবে, কেন জানি, টুকুন গল্পগুলোর এর মাঝে কিছুটা লয় কেটে যাওয়াও পাচ্ছি।
(বিস্তারিত ব্যাখ্যা করতে পারছি না, আমি নিজেই ধরতে পারছি না বলে।)
_________________
ঝাউবনে লুকোনো যায় না

_________________
ঝাউবনে লুকোনো যায় না

শুভাশীষ দাশ এর ছবি

আমি নিজেই তাল পাই না। আপ্নে লয় পাইবেন কই? দেঁতো হাসি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।