বাঁশের ফুল বাঁশরাফুল

সুজন চৌধুরী এর ছবি
লিখেছেন সুজন চৌধুরী (তারিখ: মঙ্গল, ০৯/০৬/২০০৯ - ১২:২২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বাঁশের ফুল
এই পোস্টে কোন টেক্সট দিতে মন চাইতেছে না। তাই শুধুই কার্টুন।


মন্তব্য

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

কিছুটা অশ্লীল কিন্তু প্রযোজ্য কার্টুন দেখলে মন্টা ভালা হইত।

সুজন চৌধুরী এর ছবি

ভাই বিরক্তির ঠেলায় মাথা তিরিক্ষি হয়া আছে ..........


লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ

স্পর্শ এর ছবি

এরাতো আর শিশু নাই। আদুভাই হয়ে গেছে একেকটা! এদের বাঁশদিলেও সময় নষ্ট।


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

বন্যরানা এর ছবি

খেলা দেইখা মন খুব খারাপ আসিলো, এই মন খারাপের মধ্যেও আপনার কার্টুন দেইখা গলা ফাটাইয়া হাসতে ইচ্ছা করতেসে। কিন্তু রাত বাজে ৩ টা। বউ ঘুমাইতেসে পাশে। এই মুহুর্তে গলা ফাটাইলে আমারেও বউ "বাঁশরাফুল" বানাইব। কি একটা মুসিবতে ফেলাইলেন আপনে।

খেকশিয়াল এর ছবি

আমাগো গ্রামের দিকে একটা রাগের কথা আছে, কয়, "লাথি মাইরা পাছার চাড়া ফাটায়া ফালামু!" ওরে এরকমই করতে মন চাইতাছে।

------------------------------
'..দ্রিমু য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

সুজন চৌধুরী এর ছবি
সুমন চৌধুরী এর ছবি

এই কার্টুনটা বিসিবিরে পাঠাইতে পারলে হইতো



অজ্ঞাতবাস

সুজন চৌধুরী এর ছবি
স্পর্শ এর ছবি

ইয়ে, নিরীহ বাঁশটাকে এভাবে আশরাফুল দিলেন!!
আপনি বড় নির্দয়।


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

সুজন চৌধুরী এর ছবি

এই পুরা টীমটারে খালি পায়ে গরম টিনের চালের উপর ছাইড়া দিতে ইচ্ছা করতাছে।


লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ

একুশ তাপাদার [অতিথি] এর ছবি

হক কথা

প্রকৃতিপ্রেমিক এর ছবি

হারের খবরে এখন আর খারাপ লাগেনা।

সুজন চৌধুরী এর ছবি
রায়হান আবীর এর ছবি

মাথায় না দিয়ে অন্য কোথাও দেওয়া যায় না খাইছে

সুজন চৌধুরী এর ছবি

বেটারে বাশটা দিতে গিয়া দেখি আর্কোনো জায়গা খালি নাই..... অগত্যা.. ঐখানে গোত্যা মার্তে হৈলো।


লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ

দ্রোহী এর ছবি

সুজন্দা, বাঁশরাফুলের কোমরের এক ফুট নিচ থেকে বাঁশটা আঁকলে আরো ভালো হতো।

তানবীরা এর ছবি

বাঁশের জীবনটাই বরবাদ গ্যালো বাঁশরাফুলের গায়ে লাইগ্যা

---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

প্রকৃতিপ্রেমিক এর ছবি

বাঁশ বিষয়ক একটা মজার কথা মনে পড়ল। সত্য-মিথ্যা জানিনা তবে ক্লাস সেভেনের আরবী শিক্ষক বলেছিলেন। সেটা নাকি তার অভিজ্ঞতা। একদিন ক্লাসে উনি এক বাঁদর ছেলেকে পড়া জিজ্ঞেস করছেন- --বলতো দেখি বাঁশের আরবী কী?
ছেলেটা নাকি উত্তরে বলেছিল, "হুজুর কোনটার আরবী বলব- আঁইক্যাঅলা বাঁশ বা আঁইক্যা ছাড়া বাঁশ?"

হিমু এর ছবি

বড় বড় সব দলই বাদ পড়ছে। অ্যালফাবেটিক্যালি বললে, অস্ট্রেলিয়া, বাংলাদেশ ...



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

প্রকৃতিপ্রেমিক এর ছবি

হো হো হো
এসব বাচ্চাদের খেলা- বাচ্চারা খেলবে।

বিপ্রতীপ এর ছবি

একদম সিরাম সান্তনা... গড়াগড়ি দিয়া হাসি
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ব্যাক্তিগত ব্লগ | আমার ছবিঘর

কীর্তিনাশা এর ছবি

হা হা হা হা হা গড়াগড়ি দিয়া হাসি

গতকাল খেলা শেষেও এইরম পাগলের মতো হাসছি। এখন আপনার কার্টুন দেইখাও হাসতাছি। হো হো হো

তয় আইক্কাওলা বাঁশ দিলে আরো খুশি হইতাম।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

munim এর ছবি

সারা দেশটাই সব কিছুই যেন বাশের মত ।

বিপ্লব রহমান এর ছবি

ওরে!.... গড়াগড়ি দিয়া হাসি


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

মণিকা রশিদ [অতিথি] এর ছবি

হা হা হা হা হাহাহাহাহা!

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

কী আর কমু!

রানা মেহের এর ছবি

এই গরু সহ সবগুলো গরুকে
এরকম বাঁশ দিয়ে মাথায় বাড়ি দেয়া দরকার
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

মাহফুজ [অতিথি] এর ছবি

বাঁশরাফুল বাংলাদেশকে প্রায়শই আলকাতরা খাইয়ে থাকেন। এজন্য তাঁকে অধম ঝাজা

ভূঁতের বাচ্চা এর ছবি

বাঁশটা আরেকটু কচি হইলে ভাল হইতোনা ?
-----------------------------------------

--------------------------------------------------------

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।