আয় তোর মুণ্ডুটা দেখি ফুটোস্কোপ দিয়ে-৬

সুজন চৌধুরী এর ছবি
লিখেছেন সুজন চৌধুরী (তারিখ: মঙ্গল, ১৭/০৭/২০০৭ - ১:১৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আয় তোর মুণ্ডুটা দেখি ফুটোস্কোপ দিয়ে-৬
জলপাই মামারা যে আমাগো কই লইয়া যায় বুঝতাছি না।
আকার ওয়ালা রাজারা দেহি ফূর্তিতে ঘুরতাছে।


মন্তব্য

অমিত এর ছবি

রক্তচক্ষু জলপাই, ভয় পাই, জল পাই না।
দাদৈতিহাসিক কতদূর। এরপর কিন্তু ঘেরাও হবে।

______ ____________________
suspended animation...

ইশতিয়াক রউফ এর ছবি

@সুজনদাঃ যথার্থ এঁকেছেন। মিলিটারির বুট আছে, পেট আছে, মাথা নেই।

@অমিতদাঃ নাম বদলে 'সংস্কারপন্থী অমিত' করেন, নয়তো ঘেরাওয়ের কথা শুনেই আপনাকে হাসিনার রুমমেট করে দিতে পারে।

অমিত এর ছবি

ইয়ে মানে মোল্লা অমিত হইলে চলবে না ? সব দিকেই রাস্তা ক্লিয়ার রাখা ভাল।
______ ____________________
suspended animation...

হাসিব এর ছবি

জবাব নাই বস ।


আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে

হাসান মোরশেদ এর ছবি

দুর্দান্ত । একচোখা দানো!

-----------------------------------
'পড়ে রইলাম বিধির বামে,ভুল হলো মোর মুল সাধনে'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

কঠিন কঠিন দেঁতো হাসি

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

সুজন চৌধুরী এর ছবি

অমিত গতকালকে দাদুস্কোপ আপলোড দিতে গিয়া দেহি জলপাই মামা তামাশা শুরু করছে--- মেজাজটা বিলা হয়া গেল।
দেহি পারলে আজকেই আপলোড দিমু।

____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

ঝরাপাতা এর ছবি

দারুন। ইশতি ভাই যথার্থ বলেছেন।


রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

সুজন চৌধুরী এর ছবি

আকার ওয়ালা রাজা গুলা ঘুইরা বেড়াইবো মানতে পারতেছি না।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

আড্ডাবাজ এর ছবি

অতি চমতকার দেখা গেল। ধন্যবাদ।

অমিত আহমেদ এর ছবি
দ্রোহী এর ছবি

সুজনদা, আমাদের চুক্তির ব্যাপারটা মনে হয় ভুলে গেছেন!!!


কি মাঝি? ডরাইলা?

সৌরভ এর ছবি

তোফা, তোফা!

------ooo0------
বিবর্ণ আকাশ এবং আমি ...


আবার লিখবো হয়তো কোন দিন

তারেক এর ছবি

মিয়া, আঁকেন ক্যামনে এইরকম? তীরের মতন আইডিয়া একেকটা
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

অছ্যুৎ বলাই এর ছবি

মাথা মনে হয় আছে, তবে সেইটা বুটের ভেতর। যথারীতি মারভেলাস!

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।