আয়োজন শেষ হয়ে এলো

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি
লিখেছেন সৈয়দ আখতারুজ্জামান (তারিখ: রবি, ২৪/০৮/২০০৮ - ৮:৪১অপরাহ্ন)
ক্যাটেগরি:

আয়োজন শেষ হয়ে এলো
চলে যাবো

ঋতুর বদলে যাওয়ার ইতিহাসে রেখে যাই
জীবনের নানা না-লেখা গীতিকা
ডাকে মেঘ পাহাড়ের সিঁথানের পাশে
গাঢ় অন্ধকারে ঢাকে ছায়া-বিথীকা

যাওয়ার সময় এগিয়ে এলো, একটা জানালার ছবি ভাসে মনে
রুদ্ধশ্বাসে ছোটে রক্ত, তপ্ত হয় শিরা ও ধমনী
স্মৃতিতে নীল হয়ে ভাসে এক মুখ বিদায়ের গোধূলীতে
আগুনের পাশে চুপাচাপ বসে আছে এক রাখাইন রমনী

আয়োজন শেষ হয়ে এলো
হাতে ধরা মলিন এক তাড়া চিঠি
চলে যাচ্ছি।


মন্তব্য

অতন্দ্র প্রহরী এর ছবি

কোথায় চলে যাবেন! প্লীজ, যায়েন না :-‌D
সিঙ্গাপুর ভ্রমণ-এর পর্ব-৫ কই? অপেক্ষায় আছি কিন্তু হাসি
_________________________________________
বিষন্নতা ছোঁয় আমায় মাঝে মাঝেই, কখনো কি ছোঁয় না তোমায়?

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

যাওয়ার সময় হলে সবারই যাওয়া উচিত।

সিঙ্গাপুর ভ্রমণ-এর পর্ব-৫ আজকেই ছাড়বো। ছবি আপলোড করতে একটু ঘাপলা হচ্ছে।

অতন্দ্র প্রহরী এর ছবি

তা বটে, কিন্তু এভাবে কেন চিন্তা করছেন! আপনার কি চলে যাওয়ার সময় এসেছে নাকি!

ছবি আমিও আপলোড করতে পারি না। আজ একটা লেখাতে ছবি আপলোড করতে চেয়েছিলাম। পারিনি। কারো কাছ থেকে শিখে নিতে হবে।
_________________________________________
বিষন্নতা ছোঁয় আমায় মাঝে মাঝেই, কখনো কি ছোঁয় না তোমায়?

পরিবর্তনশীল এর ছবি

আহা!
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

সেই চলে যাওয়া নয়, কোন স্থান থেকে প্রস্থান... আপত প্রস্থান...

আমি আপনাকে বলে দিতে পারি কেমনে আপলোড করবেন, কিন্তু কেমনে আপলোড করে সেটা বলা বেশ মুশকিল... আমার ফোন নম্বর দেবো? অথবা ব্যক্তিগত ম্যাসেজে আপনার নম্বরটা ছাড়েন, আমি ফোন করছি...

অতন্দ্র প্রহরী এর ছবি

আপাত প্রস্থান... যাক তাও ভালো। আমি ভাবলাম আপনি আবার সচলায়তন থেকে দূরে থাকার কোন প্ল্যান করেছেন নাকি! হাসি
হ্যাঁ অবশ্যই, আপনার নাম্বারটা ব্যক্তিগত মেসেজে পাঠিয়ে দেন, আমি সকালে আপনাকে ফোন করব। কারণ যে ছবিটা আপলোড করতে চেয়েছিলাম ওটা আমার আজ পোস্ট করা লেখার দ্বিতীয় পর্বে। আর পর্ব-২ হয়ত কাল পোস্ট করব।
_________________________________________
বিষন্নতা ছোঁয় আমায় মাঝে মাঝেই, কখনো কি ছোঁয় না তোমায়?

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

ভালো লাগলো কবিতাটা পড়ে...
মনে পড়ে গেলো প্রিয় একটি কবিতা... চলে এলুম... তোমায় ছেড়ে চলে এলুম...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

কীর্তিনাশা এর ছবি

মন বিষন্ন করে দেয়া কবিতাটা খুব খুব ভালো লাগলো।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

ঝরাপাতা এর ছবি

ভালো লাগলো খুব। চলে যেতে খুব কষ্ট হচ্ছে কবির বুঝতেই পারছি। চলে তবু যেতে হয়...


যে রাতে গুঁজেছো চুলে বেগুনি রিবন বাঁধা ভাট,
সে রাতে নরকও ছিলো প্রেমের তল্লাট।
. . . . . . . . . . . . . . . . . . (আবু হাসান শাহরিয়ার)


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।