একটা পথের গল্প

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি
লিখেছেন সৈয়দ আখতারুজ্জামান (তারিখ: মঙ্গল, ০৩/০৪/২০১২ - ৮:৫৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বাড়ি যাচ্ছি
বরিশালের বরগুনায়
অথবা বরগুনা নয়, নামহীন কোন দ্বীপে
কমা, দাড়িহীন এক জলজ পথের টানে
স্রোতে ভাসা কচুরিপানার মতো, ভেসে ভেসে

স্রোতই এখানে কান্ডারির ভূমিকায়
এমন কখনো নিয়ন্ত্রনহীন হয় মানুষ অথবা
হতে হয় তাকে বেলা-অবেলায়

বাড়ি যাচ্ছি
একটা লাশবহনকারী-এ্যাম্বুলেন্সে
এখন অনেক রাত
শেওলা-সবুজ-পথটা অসীম অসীম অসীম,,,


মন্তব্য

রোমেল চৌধুরী এর ছবি

কবি যেন একটি অভূতভাবিত 'নিরুপম যাত্রা'-র কথা বলে যাচ্ছেন নিরবিচ্ছিন্ন নির্লিপ্তিতে।

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

তাপস শর্মা এর ছবি

ভালো লাগল। কবিতার ভাষা কিংবা সংক্ষিপ্ত আলাপন। চলুক

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

আমরা সবাই-ইতো যাত্রী, পথ শুধু আলাদা
কিন্তু গন্তব্য?

cresida  এর ছবি

আপনার শেষ ৩/৪ টি লেখার শুরুটা একিরকম। আই মিন, "বরিশালের বরগুনায় অথবা বরগুনা নয়" .. এরকম .. আশা করি এ বৃত্ত থেকে বের হয়ে আসবেন। স্বরচিত কোন বৃত্তে আটকা পড়লে বের হওয়াটা কষ্টকর।

কবিতার বাইরে কিছু প্রশ্ন ছিল।

ক্রেসিডা

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

তাই নাকি? আমিতো খেয়ালই করিনি। কী করবো বলুন, ভেতর থেকে তো এভাবেই আসে!

লেখার বাইরের কোন প্রশ্ন থাকলে পাঠাতে পারেন -

- এ

cresida  এর ছবি

** লাশ বহনকারী এম্বুল্যেন্স এ এসে কবিতাটা আলাদা একটা মাত্রা পেল।

ক্রেসিডা

সুলতানা পারভীন শিমুল এর ছবি

আপনার কবিতা তো অনেক আগে থেকেই পড়ছি।
তবে ইদানিংকার কবিতাগুলোতে অন্যরকম একটা তেজ টের পাই।

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

জানিনা, কী হচ্ছে, তবে যা মন চায় লিখছি,,,,,,,এলোমেলো
শ'খানেক লেখাসহ একটা খাতা খুজেঁ পাচ্ছি না।

প্রখর-রোদ্দুর এর ছবি

---------- শুনতে পাবে অবিরল সলজ্জ সংলাপ
দৃষ্টি যদি ডুবে যায় তরল আঁধারে____________

কাকতাল যদিও এক বছর আগের ঠিক এই দিনে
"বাড়ী যাচ্ছি একটি লাশ বহনকারী-এম্বুলেন্সে!!!!!!!!!!!!!!!!

হুমমম!!

পুেপ এর ছবি

আজ আঠারো দিন , ,
লাশ বহনকারী আম্বুলেন্সে ।।।।।।।।।।
কি আশ্চর্য মনে হয়না আঠারো দিন অতিত!!!!!!!!!!!!!!!
বাবা কই চলে গেলা। তুমি কোথায়।

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

সত্যিই মন রাখাপ লাগছে,,,,,আপনার এই মন্তব্যে
কেন এই আসা,,,,,,,,,,,কেনইবা চলে যাওয়া এত দ্রুত, কেন কে জানে?

তানিম এহসান এর ছবি

একদম অন্যরকম লাগলো, চুপচাপ!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।