প্রতীক্ষার অপর নাম হতে পারে স্থিতি

তানিম এহসান এর ছবি
লিখেছেন তানিম এহসান [অতিথি] (তারিখ: বুধ, ১৮/০১/২০১২ - ১২:০২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

অথচ তোমার ভিড়ে লুকোচুরি খেলে দেখি একফোঁটা বুনোজলে ঢাকা পড়ে গেছে তৎপর উষ্ণ আকাশ, রোদ সমাহিত। কৃতার্থ বনভূমি নিবেদিত বাতাসের উতলা তরঙ্গে আহরিত বিষ ঢালে, তোমার শেকলে জমে পরবাসী স্বেদকণা, স্তূপাকার; নিঃশ্বাসে নৈবেদ্য যার, তার তবু ইজেলের পেলব ত্বকে প্রতিটি রাতের ছোবলে আধেক জীবন;

এলায়িত বিন্যাসে শব্দের গাঁথুনিতে স্ফুট হয় ঘুণে ধরা শ্বাস, অবাক তলানি জমে। নিশ্চল কাজলে এসে বসে থাকে পৃথিবীর প্রফুল্ল সব আলো আর ছায়া - মহাকাল স্নাত হয় নির্মেদ প্রেমে;

পিপাসা বহুলাংশে দায়ী, করাঘাত নিঃস্পৃহ। উভচর খেয়ালেরা জানে, জল আর স্থল একাংকিত মানে পূর্ণতা প্রকারভেদে তবুও অসীম।

একটি তারার মত ফুটে থাকে একখানি টিপ, ব্যাস শুধু কেন্দ্রিক সংজ্ঞা মেনেছে। তুমি জানো কি - জলধি স্বয়ংসম্পূর্ণ বলে বাক্যহারা, ভাষা তার বুঝেছে শুধু প্লাবিত চাঁদ।

কে জানে কখন কবে কোন এক কাঁচপোকা প্রথম পেয়েছিলো ওম; তোমাতে আমার হাত, তাপ জমেছিলো; কাঁচপোকা জেগেছো কি, এই বুঝি কেটেছে তোমার সহস্রাব্দ ঘুম! মাথায় হাতের স্পর্শে বুঝি প্রশান্ত ঘুম নেমে আসে - অসূর্যস্পশ্য ছোঁয়া, ছোঁয়ার ধারাকাব্য লতা-পাতা-জল!

অবিচ্ছেদ্য তিল মানে বিচ্যুত প্রেমিক অহং; তিল মানে তিলোত্তমা - তোমার নক্ষত্রের সমারোহে কাঙ্ক্ষিত মহাকাশ!

ঢেউ জানেনা ঢেউয়ের খবর, জল চেনেনা জল, তটরেখা নিরিবিলি; ইচ্ছুক বাতাসের সাথে দুলে যায় কিন্নর ঘাসফুল, তোমার নোলক তবু থেকে গেছে অপহৃত!

মানুষের কাছে ঋণী থেকে গেছি, প্রকৃতির কাছে প্রেমিক; তুমি আজ অবধি সুদূরিকা বলে জেনেছি প্রতীক্ষার অপর নাম হতে পারে স্থিতি -

একমুঠো হাসনাহেনা’র ঘ্রাণ চুরি করে প্রস্ফুটিত রোদের ভিড়ে শীতার্ত থেকে যাই!

ভালোবাসা,
পাখীর কোমল ডানায় শূন্যতার সুখ
ঘাসের সবুজ ডগায় প্রিয় চোরাবালি ....


মন্তব্য

তাপস শর্মা এর ছবি

তানিম ভাই । জাস্ট বাক্যহারা হলাম ।

এ ট্রিবিউটঃ

তোরে সত্যিই কইতে পারিনা
কি কইরা বুঝাই
রোদ থেকে আমি বৃষ্টি ভালো পাই
নীল আকাশ আমার ঘরে রাইত হয়ে নাইমা আসে
তোর জন্য মেঘ নামাতে পারিনা
সবুঝ মাঠ খালি আমারে ডাকে।

সারাবেলা একটা ভোলা মনে ভেবে পাইনা
কত আগে ভোরবেলা আমি কোয়াসা হতে চাইছি
অবেলা পাখির সাথে খেলা করে ক্লান্ত হয়েছি
তবু পথিক পরাণ কান্দে
চান্দেরে দেখি দেখি
তোর লাগি হায় নদীর ঠিকানায়...

তানিম এহসান এর ছবি

আপনাকে ধন্যবাদ। আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

চরম উদাস এর ছবি

চলুক

তানিম এহসান এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- হাসি

প্রৌঢ় ভাবনা এর ছবি

উত্তম জাঝা!

তানিম এহসান এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- হাসি

মৃত্যুময় ঈষৎ এর ছবি

অসাধারণ বললেও কম বলা হবে!!! ৫ তারা তো বটেই!!! পূর্ণাংশই কোটেড!!!


_____________________
Give Her Freedom!

তানিম এহসান এর ছবি

কবি মৃত্যুময়ের জন্য একরাশ আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- হাসি

ত্রিমাত্রিক কবি এর ছবি

চলুক

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

তানিম এহসান এর ছবি

ত্রিমাত্রিক কবি’র জন্য একরাশ আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- হাসি

উচ্ছলা এর ছবি

একটি তারার মত ফুটে থাকে একখানি টিপ

খুব সুন্দর চলুক হাসি

তানিম এহসান এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- হাসি

ফাহিম হাসান এর ছবি

বাহ!

রোমেল চৌধুরী এর ছবি

আমিও অভিভূত!

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

তানিম এহসান এর ছবি

ধন্যবাদ ফাহিম ভাই, সমালোচক হিসেবে আপনার এই সাথে থাকা আমাকে প্রেরণা নেয়। আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- হাসি

রোমেল চৌধুরী এর ছবি

রডডেন্ড্রন গুচ্ছের মতো অসাধারণ, প্রতিটি শব্দ এক-একটি লাল কোরক, সব মিলিয়ে লাল কাঁচুলি ঢাকা মনহরা বাহারি গুচ্ছ!

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

তানিম এহসান এর ছবি

রোমেল ভাই, কৃতজ্ঞতা হাসি

রাতঃস্মরণীয় এর ছবি

দারুন লেগেছে তানিম।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

তানিম এহসান এর ছবি

হে রাতঃস্মরণীয় রাতের পথিক, মন্তব্যে অনুপ্রাণিত হলাম হাসি

মাসুম এর ছবি

অন্যরকম কবিতা। ভালা পাইছি

তানিম এহসান এর ছবি

ধন্যবাদান্তে একরাশ আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- হাসি

নক্ষত্র-নীরবতা এর ছবি

চলুক

তানিম এহসান এর ছবি

ধন্যবাদ আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- হাসি

ধূসর জলছবি এর ছবি

খুব বেশিই ভাল লেগেছে। আসলেই অসাধারণ বললে কম বলা হয়। চলুক

তানিম এহসান এর ছবি

ধন্যবাদ। আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- হাসি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।