প্রতিটি শিশির হাসে নিজ নিজ ভোরে

তানিম এহসান এর ছবি
লিখেছেন তানিম এহসান [অতিথি] (তারিখ: বিষ্যুদ, ২৯/১১/২০১২ - ১:০৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

কিছুটা নৈবেদ্য জেনেছে ভিড়, আর কিছু অবয়ব নীরবতা,
ঐকান্তিক প্রচেষ্টায় জমা আরও কিছু স্থিরতা
তবু রয়ে গেছে বাকি, এই ভালো- স্থিরতার কাছাকাছি থাকা;
একদিন সবদিন একা রাখা,
প্রতিদিন হতে পারে প্রতিরাতে এঁকে ফেলা নিজ নিজ প্রত্যয়ে প্রত্যয়ী সময় --
চাইলেই হয়ে যায় দেখেছি, হয়!

হতে পারে আমাদের প্রাচীন শিকলে জুটেছে আরও বেশি শ্যাওলা চতুর, বিকল্প মরীচিকা;
আরও কিছু পুরনো নখর তবু দেয়ালের মানচিত্রে ঢেলে দেয় কালি,
হতে পারে প্রাক্তন শ্বদন্ত-সমবায় পেয়েছে আরও কিছু শ্বদন্ত-সমাবেশ, পাল্টেছে সুর
তবু আমাদের সরল বনানী জুড়ে প্রতিটি বৃক্ষের গায়ে নিজ নিজ ইতিহাস আঁকা --
হতে পারে ভোলেনা কেউ, সবার অজুহাত আছে তেরো-আনা --
যারা ভুলে থাকে তারা ভুলে যাক, আমি ভুলবোনা!

তোমারও চোরাবালি মন! আংশিক কৃচ্ছতাসাধনে হও নত!
কিছুটা সৌজন্য থাকে, কিছু ঘুম জাগ্রত,
খোলা জানালায় বসে ভুলে যাও বদ্ধ দুয়ারের কথা,
তুমি নও, কথা বলে তোমার নীরবতা...

একদিন সন্ধ্যের মাঝামাঝি ঝমঝম ঝঞ্ঝা, ঝুপ করে বৃষ্টির তবলায় কান পেতে শুনি-
ভেঙে যায় নীরবতা, আর তার সমস্বর প্রতিধ্বনি
একে একে ভেঙে দেয় পাহাড়ের সর্বস্ব-ধ্বস ঠেকিয়ে রাখা নুড়ি,
খুলে যায় ঐতিহ্যের উৎসমুখ -- চারপাশে তিরিশ লক্ষ শহীদের সারি
ধরে একে একে নতুন ইতিহাস লেখে যারা
আমি প্রতিদিন তাদের চেহারা
দেখি -- দেখা হয় আমাদের প্রতিরাতে, কথা হয়...

নারীরা মানসিক শক্তিতে দৃঢ়, পুরুষের পেশী তবু হতে পারে ভ্রান্ত ধারনা;
পাললিক স্বয়ম্ভু সমাজে হে সখা, সনাতন মানবিক প্রেরণা
ছাড়া আমাদের আর কোন ঐশ্বর্য নেই, কোনদিন আর নেই আর-কোন স্থিরতা --
কিছুটা মৌনতা শিখেছে ধ্বনি, যথাশব্দ পেয়েছে দৃঢ়তা...


মন্তব্য

স্যাম এর ছবি

দারুন!!

১।যারা ভুলে থাকে তারা ভুলে যাক, আমি ভুলবোনা!

২।চাইলেই হয়ে যায় দেখেছি, হয়!

৩।কিছুটা মৌনতা শিখেছে ধ্বনি, যথাশব্দ পেয়েছে দৃঢ়তা...

৪।আরও কিছু পুরনো নখর তবু দেয়ালের মানচিত্রে ঢেলে দেয় কালি
৫। ......
নাহ। থাক- ব্যানার করার জন্য যুতসই লাইন গুলো আলাদা করার চেস্টা বাদ দিলাম খাইছে পরে দেখা যাবে পুরো কবিতাই আবার মন্তব্যে দিয়ে দিয়েছি। লোকজন ভাব্বে নতুন কবিতা দেঁতো হাসি

তানিম এহসান এর ছবি

শহীদ বুদ্ধিজীবীদের উপর ব্যানার করার জন্য অনুরোধ করেছিলাম। ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস আর তার আগের ব্যানারটা ‘জেগে থাকেন সকল শহীদ বুদ্ধিজীবী- সকল শহীদ -- এইরকম দ্যোতনা দেয়া একটা ব্যানার হোক। তাঁরা জাগ্রত থাকুন দিবসের বেড়াজাল ভেঙে।

চেষ্টা বাদ দিলেই আমি খুশী হাসি

তারেক অণু এর ছবি
অমি_বন্যা এর ছবি

দারুণ কবিতা তানিম ভাই । চলুক

তানিম এহসান এর ছবি

আপনাকে ধন্যবাদ।

অরফিয়াস এর ছবি

তানিম ভাই, কি কঠিন লেখা লেখেন !! ইয়ে, মানে... গুরু গুরু

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

তানিম এহসান এর ছবি

ইয়ে, মানে...

অরফিয়াস এর ছবি

দেঁতো হাসি

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

অতিথি লেখক এর ছবি

একদিন সন্ধ্যের মাঝামাঝি ঝমঝম ঝঞ্ঝা, ঝুপ করে বৃষ্টির তবলায় কান পেতে শুনি-
ভেঙে যায় নীরবতা, আর তার সমস্বর প্রতিধ্বনি
একে একে ভেঙে দেয় পাহাড়ের সর্বস্ব-ধ্বস ঠেকিয়ে রাখা নুড়ি,
খুলে যায় ঐতিহ্যের উৎসমুখ -- চারপাশে তিরিশ লক্ষ শহীদের সারি

গুরু গুরু

ফারাসাত

তানিম এহসান এর ছবি

চলুক ধন্যবাদ এই জায়গাটুকু আলাদাভাবে কোট করার জন্য।

পথিক পরাণ এর ছবি

শিরোনামটা এত্ত সুন্দর একটা ভাব বয়ে নিয়ে এলো!
চমৎকার তানিম ভাই---

তানিম এহসান এর ছবি

ধন্যবাদ পথিক পরাণ হাসি

কড়িকাঠুরে এর ছবি

বাহ্!!! চমৎকার!!!

তানিম এহসান এর ছবি

ধন্যবাদ কড়িকাঠুরে হাসি

জোহরা ফেরদৌসী এর ছবি

যারা ভুলে থাকে তারা ভুলে যাক, আমি ভুলবো না !

তানিম, খুব ভাল লাগল ।

__________________________________________
জয় হোক মানবতার ।। জয় হোক জাগ্রত জনতার

তানিম এহসান এর ছবি

অসংখ্য ধন্যবাদ আপনাকে। হাসি

রংতুলি এর ছবি

প্রথমে শিরোনামটা দেখে মুগ্ধ হয়েছি, কবিতাটাও আসাধারণ লাগলো! চলুক

তানিম এহসান এর ছবি

ধন্যবাদ রংতুলি। হাসি

সুলতানা পারভীন শিমুল এর ছবি

"চাইলেই হয়ে যায় দেখেছি, হয়!" - সত্যিই হয় নাকি?

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

তানিম এহসান এর ছবি

হ্যাঁ, হয়। নিজস্ব প্রত্যয়। না হলে বলি কি করে!

মৃত্যুময় ঈষৎ এর ছবি

অসাধারণ


_____________________
Give Her Freedom!

তানিম এহসান এর ছবি

ধন্যবাদ বালক। হাসি

আশালতা এর ছবি

সুন্দর। চলুক

----------------
স্বপ্ন হোক শক্তি

তানিম এহসান এর ছবি

ঠাম্মি, ধন্যবাদ আপনাকে। হাসি

সাক্ষী সত্যানন্দ এর ছবি

চলুক

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

অতিথি লেখক এর ছবি

নারীরা মানসিক শক্তিতে দৃঢ়, পুরুষের পেশী তবু হতে পারে ভ্রান্ত ধারনা;
পাললিক স্বয়ম্ভু সমাজে হে সখা, সনাতন মানবিক প্রেরণা
ছাড়া আমাদের আর কোন ঐশ্বর্য নেই, কোনদিন আর নেই আর-কোন স্থিরতা --
কিছুটা মৌনতা শিখেছে ধ্বনি, যথাশব্দ পেয়েছে দৃঢ়তা

চলুক
পুরো কবিতাটাই অসাধারণ। এমন একটি কবিতা লেখে দুই চার বছর না লেখলেও চলে।

মাসুদ সজীব

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।