আকাশের ছবি

তারেক এর ছবি
লিখেছেন তারেক (তারিখ: বিষ্যুদ, ২০/০৯/২০০৭ - ৫:০৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

আকাশ আমার খুব ভাল লাগে, তার চেয়ে বেশি ভাল লাগে মেঘ। কত রঙ আর আকারের মেঘেরা সকাল সন্ধ্যায় ঘুরে বেড়ায় আকাশপারে। আর তাতেই নিয়ম করে অনিয়মিত রঙে আকাশ সাজে।

কাজকম্মো না থাকলে বেকুবের মত রাস্তায় দাঁড়িয়ে আকাশ দেখা আমার একখান বিশেষ হবি। সাথে ক্যামেরা থাকলে ঝুপঝাপ ছবি তোলা হয়। বেশিরভাগ ছবি খুবই বাজে আসে। অতি সামান্য সঙ্খ্যক ফটুক আসে নিম্ন মধ্যবিত্ত টাইপের। সেরকম কিছু ছবি দিয়ে আপনাদের যন্ত্রণা দেওয়ার সাধু উদ্দেশ্যেই এই পোস্ট।

সকালের আকাশ স্নিগ্ধ, পবিত্র। গা জুড়ানো বাতাসে গা ভাসিয়ে মেঘেরা ছুটে চলে এপাড়া ওপাড়া। সূর্যের আলোর বিচ্ছুরণ নানা রঙে রাঙিয়ে দেয় মুখচোরা মেঘেদের। গোলাপী থেকে বেগুনী, লালচে কমলা থেকে আপক্ক রক্তিম মেঘমালা আকাশ আলো করে রাখে।

সন্ধ্যায় যেনো বিদায়ের বিষন্নতা। দিনশেষের রহস্যময় আলো বিদায়ের বিষাদে কাতর। সেই করুন রঙে মেঘ হয় লাল। আর বিষন্নতা টুকু স্বার্থপরের মত পুরো পশ্চিম আকাশে ছড়িয়ে দিয়ে টুপ করে সূর্যটা হারিয়ে যায় একসময়।


মন্তব্য

মৃন্ময় আহমেদ এর ছবি

আকাশ.. আকাশ নিয়ে কী লিখবো! আকাশ তো আকাশই।
ফটুক গুলা বেশ হইছে। হাসি

________________________
বিকৃত সময়ে বিকৃত মনোভাবে
বিকৃত মানুষগুলোর রুচি
চিৎকার করি জ্বলেপুড়ে ছারখার
তবুও আমি নাকি অশুচি

'

=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা

Shadowlit এর ছবি

nice snaps!
i like the one in the bottom হাসি

সৌরভ এর ছবি

এখন অনেক উঁচু একটা জায়গায়, সি-লেভেল থেকে ১৬০০ মিটার উপরে, আছি।
সেইজন্যেই বোধহয় আরো বেশি ভাল্লাগলো ছবিটা।
দারুণ।



আমি ও আমার স্বপ্নেরা লুকোচুরি খেলি


আবার লিখবো হয়তো কোন দিন

হিমু এর ছবি
জিফরান খালেদ এর ছবি

ঐ মিয়া, ছিলা কই এদ্দিন? পাত্তা ফাত্তা নাই!!

আমার পরীক্ষা সেরকম বাজে হইসে!! এক্কেবারে অন্যরকম!

যাই হোক, ভাল আসো তো?

তারেক এর ছবি

নেট ছিল না। এক মাসের জন্য টেলিটকের লাইন। ঈদের পরে পরীক্ষা। তারপর আবার নিয়মিত হমু আরকি। হাসি
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

বিপ্লব রহমান এর ছবি

দারুন! হাসি


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

প্রকৃতিপ্রেমিক এর ছবি

মেঘের সত্যিকার সৌন্দর্য সম্ভবত ক্যামেরায় ধরা সম্ভব না। তার পরেও আকাশ মানে আকাশ। আরো ছবি দিন। সম্ভব হলে ফ্লিকারে তুলে দিন। তাহলে সচলায়তনের জায়গা বাঁচে আর নানা সাইজের ছবিও আমরা পাই।

...............................
আমার লেখাগুলো আসে স্বপ্নের মাঝে; স্বপ্ন শেষে সেগুলো হারিয়ে যায়।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।