পার্বত্য ফ্রান্স ও রুশোর বাগান

তারেক অণু এর ছবি
লিখেছেন তারেক অণু (তারিখ: শুক্র, ১৬/০৩/২০১২ - ১০:৫০অপরাহ্ন)
ক্যাটেগরি:

সমতলের পদ্মাপারের মানুষ, কষ্ট করে ঘাম ঝরাতে এসেছি পর্বতে চড়তে, ফ্রান্সের আল্পসে। চড়াই-উৎরাই ডিঙ্গানোতে সেবারের মতো ইতি টেনে অতি ক্লান্ত পেশীগুলোকে বিশ্রাম দিতে আস্তানা গেড়েছি আল্পসের কোলে প্রকৃতির মাঝে এক পাহাড়ী শহর শবেরিতে, পুরনো অভিযাত্রার সঙ্গিনী হেলেনের বাড়ীতে।

319_87873410496_608590496_4157739_5351_n

ভেবেছিলাম কদিন শুধু ধুমসে গড়াগড়ি করে শরীরের বিশ্রামকে পুরোমাত্রায় পুষিয়ে নেব কিন্তু হেলেনের পাল্লায় পড়ে তা আর হচ্ছে কোথায়! একেক দিন একেক দর্শনীয় জায়গায় যেতে হচ্ছে পা টেনে টেনে, কখনো পাহাড় ডিঙ্গিয়ে সাইকেলে।

207106_10150548374970497_608590496_18298356_2074132_n

বিচিত্র সব কল্পকথার বই-এর পাতা থেকে তুলে আনা চোখ জুড়ানো বাড়ী-ঘর, ফ্রান্সের অন্যান্য অন্চলের সাথে পাহাড়ী এই অংশের অনেক তফাঁৎ, ভূ-তাত্ত্বিক ভাবে, প্রাকৃতিক ভাবে আবার বসবাসকারীদের মননেও, এখানে বলছি কেবল স্যাভয় অন্চলের কথা। ঘোরা হল একে একে সেন্ট জেভিয়ার্স, আনসে ইত্যাদি পার্বত্য জনপদগুলো।

319_87873440496_608590496_4157742_6600_n

কয়েকবারই যেতে হল ফরাসী সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ চিজের দোকানে, এই যে ছোট্ট একখানা শহর তারও যে কোন চিজের দোকানে অন্তত ষাট-সত্তর ধরনের চিজ পাওয়া যায় অনায়াসে, স্বাদে-গন্ধে অতুলনীয় সে কথা বলাই বাহুল্য।

এর মাঝে নতুন জোটা বন্ধু সিলভা বুঝিয়ে দিতে থাকে কোন চীজ কোন ধরনের গরু থেকে আগত। যেমন কোনটা এসেছে সেই ধরনের গরু থেকে যারা সারা বছর কেবল মাত্র ঘাস খায়, আরেক দল খায় খড়। কেউ বা সারাটা শীতকাল থাকে গোয়ালঘরে, কেউ বা বাহিরে, এমন নানা ধরনের খাদ্যাভাস আর বাসস্থানের কারণেই দুধে আসে নানা বিভিন্নতা আর সেই কারণেই নানা স্বাদের চীজ। সেই যে আধুনিক ফ্রান্সের রূপকার চালর্স দ্য গল বলেছিলেন ১৩০ ধরনের চীজ খায় যে জাতি, তাকে ঐক্যবদ্ধ করে শাসন করা সোজা কথা নয়।

319_87873430496_608590496_4157741_6228_n

এর পরপরই আসে রুটির কথা, বিখ্যাত ফরাসী রুটি হাতখানেক লম্বা ব্যাগোত্তিতো আছেই, আছে নানা অন্তত তিরিশ ধরনের ভিন্ন স্বাদের অমৃতসম রুটি,একেকটি বেকারীর ইতিহাস আর রুটির ঐতিহ্য নিয়েই মহাকাব্য লেখার যোগাড়, আর প্রতিটি বেকারীতে আসা প্রতিটি রুটিই সেদিনের, তাজা।

এখানে সবার মিলিত হবার জায়গা -শবেরীর সবচেয়ে বিখ্যাত স্থাপত্য ১৮৩৮ সালে তৈরী হাতির ঝরণা !

319_87873450496_608590496_4157744_7338_n

হাঁ, তৎকালীন এক ডিউকের ভারতবর্ষে অবস্থালীন সময়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে চার চারটি প্রমাণ আকারে হাতির দাত-শুড়ের সমন্বয়ে এই স্তম্ভ ও ঝরণাটি তৈরী করা হয়।

319_87873460496_608590496_4157746_8091_n

এখানে প্রত্যহ মোলাকাত ঘটে সকলের।

319_87873465496_608590496_4157747_8457_n

সেখান থেকে একদিন দেখতে গেলাম এর প্রাচীন দূর্গ, সেখানকার সৈন্যদের থাকবার টাওয়ার আর স্থানীয় ইতিহাসের জাদুঘরগুলো দেখতে। জাদুঘরেই পন্ডিচেরী থেকে আগত এক বর্ষীয়ান উপমহাদেশের কিউরেটরের সাথে পরিচয় হল, স্মিত হাস্যে জানালানে, উনার আদি বাসস্থান পন্ডিচেরীতে, অনেক অনেক বছর ফরাসীদের কলোনি থাকার সুবাদে তাদের অনেকেই ফ্রান্সে বসবাসের অনুমতি পেয়েছে।

এর মাঝে এক বিকেলে হেলেন তাড়া দিল এই অন্চলের অবশ্যদ্রষ্টব্য লা শারম্যেত দেখার জন্য, সেখানে বাস করতেন বিশ্বখ্যাত ফরাসী লেখক-দার্শনিক ঘ ঘ্যাক ঘুসো !

নতুন জায়গা দেখতে আমার মত বাউন্ডুলের কস্মিন কালেও আপত্তি ছিলনা, আর তাতে কোন ইতিহাসে ছোয়া বা লেখকের স্মৃতি জড়িয়ে থাকলেতো সোনায় সোহাগা, কিন্তু ঘ ঘ্যাক ঘুসো! ফরাসী সাহিত্য নিয়ে অতি অল্প হলেও খানিকটাতো নাড়াচাড়া করেছি, স্কুল জীবনে আলেকজান্দার দ্যুমা, ভিক্তর হুগো থেকে পরবর্তীতে শার্ল ব্যোদলেয়ার,অ্যালবেয়ার কামু পর্যন্ত, কিন্তু এমন সৃষ্টি ছাড়া নামতো কখনো শুনি নি!

যা হোক কুল-কপালে, রওনা দিলাম এক পাহাড়ী বিকেলে সেই লা শারম্যেতের উদ্দেশে, শহরের বেশ খানিকটা বাহিরে সবুজে ঘেরা এক শতাব্দী প্রাচীন প্রাচীর ঘেরা ভিলার সামনে, যার সামনে সাইন বোর্ডে সেই দার্শনিকের আকা ছবি, আর নাম ফরাসীতে লেখা, সে নাম দেখে হাসব, না কাদব বুঝতে পারি না, বড় বড় অক্ষরে স্পষ্ট লেখা আছে Jean Jacques Rousseau, জ্যঁ জ্যাঁক রুশো !

319_87873480496_608590496_4157750_9552_n

কে না জানে এই প্রাতস্মরনীয় দার্শনিক, লেখকের কথা। বলা হয় আধুনিক ফরাসী সাহিত্যের হাতেখড়িই হয় রুশো ও সমসাময়িক ভোলতেয়ারের লেখনীর মাধ্যামে, আর তাকে বলাই হয় ফরাসী দর্শনের জনক।

আসলে ফরাসীদের উচ্চরণে যেহেতু র,হ,জ একেবারে তালগোল পাকিয়ে যায়,তাই আমারই বুঝতে সমস্যা হয়েছে ফরাসিনীর কন্ঠে এই নাম। এমনকি রুশোর সমাধিতেও বছরকয়েক আগে যাবার সৌভাগ্য হয়েছিল, প্যারিসের প্যানতেওনে, কিন্তু এই প্রথম রুশোর স্মৃতি বিজড়িত বাড়ীতে আসা।

319_87873485496_608590496_4157751_9923_n

রুশো তার তরুণকালের প্রেমিকা ও প্রেরণাদাত্রী ম্যাদাম ভার্ণের সাথে এখানে জীবনের অতি তাৎপর্যপূর্ণ সময় কাটিয়েছেন, তার চেয়ে ১৩ বছরের বড় ম্যাদামের সাথে সত্যিকার অর্থে কি সম্পর্ক ছিল তা এখনো খানিকটা রহস্যে ঘেরা, তবে এটুকু জানা যায় রুশো তাকে কোনদিনই ভুলতে পারেন নি।

319_87873490496_608590496_4157752_288_n

গোটা বাড়ীটি আজ জাদুঘরে রূপান্তরিত, কিন্তু তারচেয়েও বেশী আকর্ষনীয় মনে হল সাথে লাগোয়া বিশাল বাগানটা।

319_87873495496_608590496_4157753_693_n

অতিবিখ্যাত কনফেশন বইখানা লিখে আধুনিক আত্নজীবনী রচনার দিগন্ত উম্মোচন করেন যে দার্শনিক তিনি যে উদ্ভিদবিদ্যা নিয়েও অতি উৎসাহী ছিলেন তা এখানে না এলে জানতে পারতাম না। রুশোর সংগ্রহ করা নানা লতা-গুল্মের সংগ্রহ এখনো জিইয়ে রাখা হয়েছে অতি যত্নের সাথে বংশ পরম্পরায়, গাছগুলোর নাম ফরাসী ও ল্যাটিনে লেখা, একটি বিরল গাছের সাথে এর আবিষ্কার কাহিনীর উল্লেখ্য আছে যা রুশো স্বয়ং পার্বত্য অন্চল থেকে সংগ্রহ করেছিলেন।

319_87873500496_608590496_4157754_1044_n

এর মাঝে বেশকিছু গাছের নাম দেখলাম লাল সাইনবোর্ডে লেখা, সাথের সঙ্গীরা বুঝিয়ে দিল এগুলো বিষাক্ত গাছ! যার জন্য দর্শনার্থীর সতর্ক করা হয়েছে এই উপায়ে।পাথূরে দেয়ালের অন্য পাশে ঝোপ জাতীয় গাছ, বোঝা যায় নানা জাতীয় গাছ-গাছড়া বিশেষ করে বিষাক্ত প্রজাতি গুলোর উপর অপরিসীম আগ্রহ ছিল তার।

ভাবতেই গায়ে কাটা দিয়ে উঠে, এই বাগানেই দিনের পর দিন পায়চারী করতেন জ্যঁ জ্যাঁক রুশো,মনের গহনে বুনতেন একের পর এক নব নব চিন্তাধারা, জন্ম নিত আলোকিত সব ভাবনার, অমর সব সাহিত্যের। হয়ত এখানেই দাড়িয়ে এমনভাবে নিচের উপত্যকায় শহরপানে তাকাতেন তিনি।

319_87873505496_608590496_4157755_1421_n

দূরের সুউচ্চ আলপ্সের নাম না জানা বরফচূড়ো তখন সূর্যাস্তের কমলা আভায় রাঙ্গানো, আঁধার ঘনায়ছে ধীরে উপত্যকার বুকে, সুন্দর একটি সন্ধ্যা আর মহান দার্শনিক রুশোর স্মৃতির কাছে বিদায় নিয়ে আমরা তখন উৎরাই পেরোতে ব্যস্ত।

( ২০০৮-এর গ্রীষ্মের স্মৃতিচারণ করলাম একটু, আবার যেতে হবে এই জায়গায় নিমন্ত্রণ এসেছে প্যারাগ্লাইডিং-এর, পুরনো বাঁকাচোরা ছবিগুলো দেখতে দেখতে মনে পড়ল সেই সময়ের কথা, লেখায় উল্লেখিত ফরাসী নামগুলোর উচ্চারণে ভুল হয়ে থাকতেই পারে, বিশেষ করা চন্দ্রবিন্দু কোন অজানা কারণে ব্যবহার করতে পারছি না ! )

319_87873455496_608590496_4157745_7714_n


মন্তব্য

মন মাঝি এর ছবি

ইটা রাইখ্যা গেলাম...

****************************************

চরম উদাস এর ছবি

তারেক অণু এর ছবি

খাইছে !

মন মাঝি এর ছবি

****************************************

তারেক অণু এর ছবি
তারেক অণু এর ছবি

ও মাঝি দা, আগুনের গোলাটা কি উদাস দারে লক্ষ্য কইরা! নাকি ---

চরম উদাস এর ছবি

না, আপনারে লক্ষ্য কইরা।

তারেক অণু এর ছবি

আপনি বললে হয়ত না বড় ভাই, মাঝি ভাইয়ের কওন লাগব শয়তানী হাসি

মন মাঝি এর ছবি

উদাসদারেই!

আমার ইটা-রে চাপা দিতে উনি আসওয়ানের পাথরখনি থেকে আনা পাত্থরের চাঙড়/বোল্ডার ফালাইছেন ওটার উপ্রে। বুঝেন নাই, বাঘের উপ্রেও টাগ আছে!

লন এইবার আমি আস্তা একখান 'গ্রহাণু' পাঠায়া দিলাম উনার পাত্থর্‌রে এক মাইল মাটির তলায় কবর দিয়ে দেওয়ার জন্য শয়তানী হাসি

****************************************

তারেক অণু এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি হো হো হো
আগেই কইছিলাম, উদাস দা পরম উদাস হয়ে গেল গা, এখন ঠ্যালা সামলান দেঁতো হাসি

সাবাস মাঝি ভাই, মানির মান রাখছেন!

মুহিত হাসান এর ছবি

হেলেন!!!!!!!!!! খাইছে

তারেক অণু এর ছবি

তো ! ট্রয়ের না তো---

চরম উদাস এর ছবি

হেলেন! দেঁতো হাসি

আপ্নে তো দেখি পুরাই মাসুদ রানা, যে "টানে সবাইকে কিন্তু বাঁধনে জড়ায় না" খাইছে

তারেক অণু এর ছবি

আগেই তো কইছি !
কিন্তু এর মধ্যে বন্ধুদের জড়ানো কেন চিন্তিত

মুহিত হাসান এর ছবি

অণুভাই, দর্শনীয় জায়গায় যেতে হচ্ছে মানে কী? চোখ টিপি

তারেক অণু এর ছবি

বুঝি নাইক্যা! চাল্লু

পরিবর্তনশীল এর ছবি

পৃথিবীর বিভিন্ন দেশের নারী, নায়িকা, বালিকা এবং গায়িকাদের ফটু নিয়ে পোস্ট চাই। দেঁতো হাসি

এক দফা এক দাবী। হাসি

তারেক অণু এর ছবি

চইত্য না।

পরিবর্তনশীল এর ছবি

জনগণের দাবী মানতে হবে। দেঁতো হাসি

তারেক অণু এর ছবি

বাংলাদেশ দিয়ে শুরু হবে নাকি-- কোপাও মামা...

পরিবর্তনশীল এর ছবি

শুনতে পাই- ইতালি, পর্তুগাল, স্পেন এবং আশেপাশের অঞ্চলের মেয়েরা অতীব আকর্ষনীয়া। তাদের দেখবার বড় শখ আছিল। চোখ টিপি

তারেক অণু এর ছবি

আগে হিম্ভাই শুরু করুক- বিদিশা আপারে দিয়ে--- দেঁতো হাসি

সবুজ পাহাড়ের রাজা এর ছবি
তারেক অণু এর ছবি
জালিস এর ছবি

পপকর্ন লইয়া গ্যালারীতে বইলাম কোলাকুলি

তারেক অণু এর ছবি
রু (অতিথি) এর ছবি

পড়ে কুলাতে পারি না, আপনি এতো লিখেন কেন? যাই হোক, লিখেই যখন ফেলেছেন আর আমি পড়েই যখন ফেলেছি, তখন বলেই ফেলি খুব ভালো লেগেছে।

তারেক অণু এর ছবি

হা হা, অনেক ধন্যবাদ! আপনি কোথায় এখন!
পরেরটাও কেবল লিখে শেষ করলাম, দিচ্ছি জলদি!

সুলতানা পারভীন শিমুল এর ছবি

আপনার পায়ে ব্যথা করে না?

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

তারেক অণু এর ছবি

করে তো !

প্রৌঢ় ভাবনা এর ছবি

আপনার এত্ত এত্ত পোস্ট পড়তে পড়তে নিজের জীবনটাকে বড় ক্ষুদ্র মনে হয়।
ধন্যবাদ আপনাকে, আপনার কারনেই অবশ্য অনেক কিছু দেখা ও জানা হচ্ছে।

তারেক অণু এর ছবি
পরী  এর ছবি

হেলেন কে পছন্দ হয়েছে খুব হাসি
ঘ ঘ্যাক ঘুসো/ জ্যঁ জ্যাঁ রুশো লেখকের নাম পড়তে গিয়ে দাঁত পড়ে যাবার অবস্থা হয়েছে আর কি অ্যাঁ
বিষাক্ত গাছগুলার ছবি দেখার বড় সাধ জেগেছিল। চিন্তিত
সবশেষে লেখা ও ছবি অনেক (গুড়) হয়েছে। চলুক

তারেক অণু এর ছবি

এহহে, আমিও ভাবছিলাম বিষাক্ত গাছগুলোর ছবি দেবার কথা। অন্য কোন লেখায় দিব আশা রাখি--

দময়ন্তী এর ছবি

'ঘ ঘ্যাক ঘুসো'!! হো হো হো

খাসা লাগল

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

তারেক অণু এর ছবি
তদানিন্তন পাঁঠা এর ছবি

আমি একটুও পড়িনি লেখাটা। খালি ছবিগুলায় এট্টু নজর বুলায়া গেলাম। :-"

তারেক অণু এর ছবি

ক্যান !

তদানিন্তন পাঁঠা এর ছবি

ক্যান আবার? সেই যে - 'ঘ ঘ্যাক ঘুসো'।

তারেক অণু এর ছবি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।