জামায়াত, মুজাহিদ ,সাঙ্গপাঙ্গ আর নব্য জামাতীরা তো মানুষ নয়। এরা শকুনের দল!

তীরন্দাজ এর ছবি
লিখেছেন তীরন্দাজ (তারিখ: মঙ্গল, ৩০/১০/২০০৭ - ২:১৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

মরিচাকান্দী থেকে নরসীংদি। লন্চে গ্রামের সাধারণ মানুষের সাথে শহুরে সাহেবদের ভীড়। প্রতিটি চেহারাতেই ভয় আর দুর্ভাবনার ছাপ। প্রতিটি মানুষই যেন মুত্যকে সামনে রেখেই বেরিয়েছে পথে। কারো সাথে কারো কথা নেই, সে সাহসও হারিয়ে ফেলেছে সবাই।

নদীর পানি থেকে ভেসে আসছে দুর্গন্ধ। ভয়ঙ্কর দুর্গন্ধ, ভয়াল দুর্গন্ধ। সবার চোখ নদীর বুকে নিবদ্ধ, দৃষ্টিতে বেদনার ছাপ।

কিসের এই দুর্গন্ধ?

লাশ! লাশ! লাশ! এ দুর্গন্ধ লাশের । পশুর নয়, মানুষের লাশ। শত শত বাংলাদেশের মুক্তিকামী মানুষের। নারী, পুরুষ, শিশু নির্বিশেষে।

নরসিংদী থেকে ঢাকা অবধি বাসযাত্রা। রাস্তায় রাস্তায় বাস থামিয়ে তল্লাশী। হায়েনার কুটিল চেহারায় আজরাইল সেজে পাকি সেনাদের দল, আর তাদেরকে সহায়তায় রাজাকারের শকুনী চোখ।

এ যাত্রা অপরিচিত নয়। পাঁচদোনা বাজার। প্রায় প্রতিটি দোকান পুড়ে ভস্মীভুত? রাস্তার দু’পাশে লাশ। আগুনে পোড়া লাশ, বন্দুকের গুলিতে ক্ষতবিক্ষত আমার ভাইবোনের লাশ! আশ সে লাশ ঘিরে শকুনের বিকৃত উল্লাশ!

রাস্তার ধারে খালে বিলে লাশ। কারো শরীর খুবলে খেয়েছে মাছ, কাক আর শকুনের দল।

একটি লাশের কথা এখনও চোখের সামনে দেখতে পাই। অর্ধেক পানিতে, অর্ধেক ডাঙ্গায়। শক্ত হয়ে যাওয়া দু’হাত উচু করে তলা। দুই হাতে জলজ আগাছা ঝুলে তসবিহর মতো। মনে হচ্ছে, আল্লাহর কাছে ফরিয়াদ তার মৃত্যুর আগে।

এ দৃশ্য কারো দেয়া বর্ণনা নয়। নিজে দেখেছি। এখনও ঘুমের ঘোরে, দু:সপ্নে দেখি। জামাত, ধর্মান্ধদের উল্লাসে আরো বেশী দেখি।

মতিঝিল বানিজ্যিক এলাকা। মধুমিতা সিনেমা হল। স্তুপিকৃত করে জমিয়ে রাখা লাশ! মানুষের লাশ। এদেশের মুক্তিকামী মানুষের লাশ।

আর শকুনের উল্লাস! আজও দেখি সেই শকুনেরই উল্লাস!

কেন এত লাশ? কারা এই গনহত্যার হোতা আর তাদের দোসর? ইতিহাস কি নিজেই নিহত? আজও কি তার প্রমান দিতে হবে, যে এর হোতা পাকিস্তানী বর্বর বাহিনী আর তাদের দোসর রাজাকার, আল বদর, আর আল শামসএর পৈশাচিক গনহত্যার ফসল?

জামাতের শকুন মুজাহিদ এতদিনে একটি কাজের কাজ করেছে। নিজের ফাঁদে নিজেই দিয়েছে ধরা।

আমাদের নব্য জামাতীর দল এতদিন রাজাকার, আল বদর, আর আল শামস এর হত্যাকারীদের সাথে জামাতের সম্পৃক্ততা অস্বীকার করে এসেছে। এবার মুজাহিদ “বাংলাদেশে কোন যুদ্ধাপরাধী নেই” বলে হত্যাকারীদের সাফাই গেয়ে নিজেদের অপরাধের প্রমান দিয়েছে। এই নব্য রাজাকের প্রতি সার্বক্ষনিক ঘৃনা। এরা ধর্মের প্রমান দিতে চৌদ্দশো বছরের আগের কাহিনী গড় গড় করে বলে যায়, অথচ ৩৭ বছর আগের কাহিনী ভাবতে গিয়ে কোন সঠিক যোগসুত্র খুজে পায়না।

আমার কাছে এই চৌদ্দশো বছর আগের কাহিনীর চেয়ে ৩৭ বছর আগের এই অনেক বেশী মর্মগ্রাহী। আমি হিন্দু না মুসলিম, তাতে কিছু যায় আসে না, আমি নাস্তিক না আস্তিক এটাও কোন বিবেচনার বিষয় নয়, আমি মানুষ বলেই আমার কাছে আমার কাছে ৩৭ বছর আগের এই গনহত্যা অনেক বেশী গুরুত্বপূর্ন, আমার মানসে অনেক বেশী স্পষ্ট।

জামায়াত, মুজাহিদ ,সাঙ্গপাঙ্গ আর নব্য জামাতীরা তো মানুষ নয়। এরা শকুনের দল!


মন্তব্য

হাসিব এর ছবি

ধিক্কার ওদের সবাইকে ।

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

একবার মুক্তিযোদ্ধা মানেই সারাজীবন মুক্তিযোদ্ধা নয়। কিন্তু একবার রাজাকার মানে সারাজীবন রাজাকার।
বলেছিলেন হুমায়ূন আজাদ।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

কেমিকেল আলী এর ছবি

আরও লেখা চাই বসের থেকে

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

মনে হয় একটা বড় সুযোগ এসেছে, পরাজিত শত্রুদের মাথাটাকে আবার মাটিতে নামিয়ে আনার।
ইতিহাসকে বিকৃত করে নিজেদের কুকীর্তি লুকানোর নষ্টামি যারা করছে তাদের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করার বোধহয় এক দারুণ সময় এখন।

যূথবদ্ধ প্রচেষ্টা চাই, অনেক বিচিত্র উদ্যোগ চাই। সব প্রতিবাদ, প্রতিরোধ এসে এক বিন্দুতে মিলুক।
ঘৃণিত শব্দটি চিরস্থায়ীভাবে মোহর মেরে দেয়া হোক ধর্মব্যবসায়ীদের ওপর।
-----------------------------------------------
খড়বিচালি জোগাড় করি, ঘর বানাবো আসমানে

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

হাসান মোরশেদ এর ছবি

'এ দেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত?'
নিজের জন্মইতিহাস নিয়ে সংশয় তৈরী করে নিজেরাই-এতো আত্নপ্রবঞ্চনা বোধ করি আর কারো পক্ষে সম্ভব নয় এই জাতি ছাড়া ।
-----------------------------------
মানুষ এখনো বালক,এখনো কেবলি সম্ভাবনা
ফুরোয়নি তার আয়ু

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

আমার সৌভাগ্য এমন একটি সত্যের প্রত্যক্ষ বর্ণনা পড়তে পেরে। তীরন্দাজ, আপনাকে শ্রদ্ধা জানাই পোস্টের জন্য।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

স্যালুট বস।
তবে একটা সমালোচনাও করি... শুধু শুধু হায়েনাদেরকে জামাতীদের সাথে তুলনা কেন করেন ? নিজামী মুজাহিদের বর্ণনা পইড়া তো আমার হায়েনাদেরকে অনেক শিশুতোষ নিরীহ মনে হয়।

______________________________________
পথই আমার পথের আড়াল

সাইফ তাহসিন এর ছবি

আপনার লেখাটা ঘাড়ে ধরে সব নব্য রাজাকার আর তার চেলা চামুন্ডাদের। স্বাধীনতার ৩৯ বছর পরেও এদের টিকি দেখে ঘৃণার গা রিরি করে উঠে।

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

ধুসর গোধূলি এর ছবি

পাঁচদোনা, মাধবদী, পাচরুখীর পুল... হাজার হাজার লাশ... স্যার কে জি গুপ্ত, শহীদ মুক্তিযোদ্ধা আনোয়ার... রাজাকার রশিদ... মুক্তিযোদ্ধা কমান্ডার মনির কাকা।

ছোটবেলা থেকেই এই ইতিহাসের সাথে পরিচয়।

জামাত-শিবিরের বিরোধিতা, রাজাকারদের রুখে দাঁড়ানো, আল বদর, আল শামসদের ঘৃণা করা কোনো রাজনীতি না। এইটা একজন বাংলাদেশী হিসেবে কর্তব্য। এদেরকে বর্জন না করে সহযোগিতা এবং লালন করে নিজেকে বাংলাদেশী হিসেবে পরিচয় দেয়ার কোনো অধিকার কারও নেই। এইটা পরিষ্কার ভণ্ডামী। বাংলাদেশের সাথে বেঈমানী।



বিএসএফ—
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।