উত্তরমুকুট

তুলিরেখা এর ছবি
লিখেছেন তুলিরেখা (তারিখ: শুক্র, ০২/০১/২০০৯ - ৪:০৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

দু'হাত বাড়াই, মুখ রাখি নদীমুখে-
ঝলকে ঝলকে রাঙা হয়ে যায় তীর,
দগ্ধ আঁচলে পুড়ে যাওয়া কাশফুল
নিঘুম পাথরে রক্তগোলাপ নীড়।

হারানো সবুজ আনবে কি রাতপাখি?
কোমল ডানায় শান্তিপারের নীর?
গভীর আঁধারে জ্বলে থাকে তারাশিখা
ঝরঝর গানে ভরবে কি মরুতীর?

পুড়ে যাওয়া ঘাসে পড়ে থাকা ছেঁড়া তারে
রাখবে কি হাত করুণ সেই ফকীর?
ছিন্ন সেতারে আবার পরিয়ে তার
ফিরিয়ে দেবে কি যাদুজ্যোত্‌স্নার মীড়?

বেলা বয়ে গেলো কোন দূর অবেলায়
ঘুরে ঘুরে গেল পৌষফাগুনের দোলা,
পাহাড়চূড়ায় এখনও একাকী সাঁঝে
কাজল-আঁখিরা আশাপথ চেয়ে খোলা।

***


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

লাগলো মোটামুটি।

তুলিরেখা [অতিথি] এর ছবি

ধন্যবাদ অতিথি।

মৃন্ময় আহমেদ এর ছবি

অতঃপর সাঁঝবেলা ফুরায়, ভোরের শুভ্রতা শেষে তীক্ষ্ন রোদ্দুরে জীবনের পথে হেঁটে চলা...

====================
অনিকেত প্রান্তরে ভেসে বেড়াই

'

=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা

তুলিরেখা [অতিথি] এর ছবি

তৃষ্ণা এসে ছিঁড়ে নেয় সব গোলাপ, পড়ে থাকে শুধু তীক্ষ্ন কাঁটা।

সাইফুল আকবর খান এর ছবি

যথেষ্ট মারাত্নক!

-----------------------------------
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

তুলিরেখা এর ছবি

মারাত্মক? যথেষ্ট?
কন্‌ কি?
দেঁতো হাসি
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

সাইফুল আকবর খান এর ছবি

হুম।

-----------------------------------
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

অতিথি লেখক এর ছবি

আমি আজ প্রথম ব্লগে লেখার চেষ্টা করছি । আশা করছি আরো লিখবো ।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।