ধানসিঁড়ি পারে

তুলিরেখা এর ছবি
লিখেছেন তুলিরেখা (তারিখ: সোম, ১৬/০৩/২০০৯ - ৮:৩২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

কিশলয়ে ফলে থাকে রুপোলী শিশির
অবাক আকাশ তাতে আলোমুখ দেখে-
চেনা বন্দর ছেড়ে পাড়ি দেয় তরী
অজানা উজান বেয়ে ধ্রুবে দিশা রেখে।

যে পাখিরা উড়ে গেছে হৈমন্তী সন্ধ্যায়
বসন্তপ্রাতে তারা ফিরে আসে গাঁয়ে-
সাথে সাথে ফিরে আসে সুরে ভরা দিন
নূতন জন্মদিনও আসে পায়ে পায়ে।

কবে যেন হারিয়েছে তালপাতা-বাঁশী
কবে যেন হারিয়েছে সোনালী হরিণ-
কবে যেন ছিলো কোন্‌ সারঙ্গীর সুর
কবে যেন বেজেছিলো আগুনের বীণ।

আবার হয়তো কোনো রূপকথা-ভোরে
আবার হয়তো কোনো মেঘের কিনারে,
হয়তো আসবে ফিরে সে কিশোরী রোদ-
শ্যামল ছায়ার ঘর, ধানসিঁড়ি পারে।

***


মন্তব্য

কীর্তিনাশা এর ছবি

মুগ্ধ, মুগ্ধ ! একেবারে বিমোহিত! চলুক

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

তুলিরেখা এর ছবি

আপনার মুগ্ধতায় ধন্য হলাম।
অনেক ধন্যবাদ।
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

পান্থ রহমান রেজা এর ছবি

কিশোরী রোদ আবার ফিরে আসুক আমাদের দ্বারে। আচ্ছা, এই প্রত্যাশাটুকু কি খুব বেশি!

তুলিরেখা এর ছবি

এই প্রত্যাশা নিয়েই তো বেঁচে থাকা। এই রোদ, এই মেঘ,এই ধারাবারি, এই সোনার ধান, নদীর বাঁকে কাজলরেখা চোখ, সাঁঝের বাতাসে ঘরে ফেরার ডাক, নক্ষত্র জ্বলজ্বল রাত্রি.....এই, এইটুকুই ......
ভালো থাকবেন।

-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

দেবোত্তম দাশ এর ছবি

আরো চাই
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

তুলিরেখা এর ছবি

"চাই কিন্তু কোথা গেলে পাই?
বল্‌ শীঘ্র বল্‌নারে ভাই!"
হাসি সুকুমার মনে আছে?
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

মাল্যবান এর ছবি

চারটি স্তবকের এই অপূর্ব কবিতাটিতে জড়িয়ে থাকা বসন্তের প্রাতে, ফিরে আসা পাখীদের গান শোনা গেলো । আর ফেলে আসা সেই তালপাতার বাঁশীর সুর । শুধু "যে পাখীরা উড়ে গেছে হৈমন্তী সন্ধ্যায়" পঙতিটি ছাড়া কথাও সে সুরের তাল কাটেনি ।
বেশ ভালো লেগেছে , এরকম আরো চাই , এরকম গন্ধমাখা ।

তুলিরেখা এর ছবি

অনেক ধন্যবাদ মাল্যবান।
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

জেবতিক রাজিব হক এর ছবি

অপূর্ব... চলুক

তুলিরেখা এর ছবি

অনেক ধন্যবাদ রইলো।
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।