ফিরে আসা

তুলিরেখা এর ছবি
লিখেছেন তুলিরেখা (তারিখ: সোম, ৩০/০৩/২০০৯ - ৪:৪৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ছোট্টো একটা কচি হাসি
একবার আমাকে ফিরিয়ে এনেছিলো-
অচেনা অন্ধকারযাত্রা থেকে
চেনা ভোরের অশ্রু-টলমল আলোয়।

সাদা জমির উপরে নীল-নীল বুটিতোলা
আকাশগন্ধী তাঁত শাড়ীখানা,
আমাকে একবার ভয়ানক ধূসর বিস্মৃতির মধ্যে
মনে পড়িয়ে দিয়েছিলো-
স্নিগ্ধ-সবুজ জন্মজমিন।

ছোটো ছোটো দুটি শিরতোলা ঝিনুকের খোলা
সাজানো ছিলো দেখনবাক্সের কাঁচের ভিতরে,
কোনোদিন হয়তো ইচ্ছেমুক্তো ছিলো
ওদের কবেকার ভুলে যাওয়া শরীরে।

একদিন ওদের দিকে তাকিয়েই
ফিরে এসেছিলাম ভঙ্গুর ক্ষণসংসারে আমার-
ঝড়ের সমুদ্রকে বিদায় জানিয়ে
অপরিমেয় নীল অশ্রুর অর্ঘ্যে।


মন্তব্য

আলাভোলা এর ছবি

সচল হওয়ার পরদিনই আরো একটা পোস্ট।
এইটা মনে হয় একটা রেকর্ড। হাসি
--
আমার এই দেশেতে জন্ম, যেন এই দেশেতেই মরি...

তুলিরেখা এর ছবি

লাখের বাতিই যখন জ্বলে গেছে তখন আর কি? রেকর্ড টেকর্ড তো হবেই। হাসি
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

পান্থ রহমান রেজা এর ছবি

আপনার কবিতা পড়তে পড়তে চন্দ্রবিন্দু'র গান- এভাবেও ফিরে আসা যায় গানটির কথা মনে পড়ে গ্যালো।

তুলিরেখা এর ছবি

হাসি
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

তীরন্দাজ এর ছবি

দেখনবাক্স

সুন্দর শব্দ! আগে কখনও শুনিনি!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

সুলতানা পারভীন শিমুল এর ছবি

আমিও তাই বলতে যাচ্ছিলাম। শব্দটা সুন্দর।
ভালো লাগলো, তুলিরেখা।
ভয়ে আছি, অচিরেই শীতনিদ্রায় যান কি না। চোখ টিপি

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

তুলিরেখা এর ছবি

আমাদের বাড়ীতে এইরকম সব শব্দ চলতো- কাঠকলম(পেনসিল), ম্যাজিকবাক্স (টিভি), দোয়ালি(বেল্ট), দেখনবাক্স(শো-কেস), বোম্বা(প্রেশারকুকার)
হাসি
----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

অনিশ্চিত এর ছবি

আপনার অনেক কবিতাই যদিও বুঝি না, কিন্তু কেন যেনো ছুঁয়ে যায়। না বুঝার অক্ষমতা বুঝি, কিন্তু পঞ্চইন্দ্রিয় নষ্ট হয় নি দেখে পুলকিত হই। লিখে যান।
‌‌-------------------------------------
হাত বাঁধা, কিন্তু দড়ি মুক্ত - হায় পৃথিবী!

‌‌-------------------------------------
হাত বাঁধা, কিন্তু দড়ি মুক্ত - হায় পৃথিবী!

তুলিরেখা এর ছবি

পঞ্চইন্দ্রিয় নষ্ট হবেকি? বালাই ষাট! একষট্টি !
বরং দিনে দিনে ষষ্ঠ ইন্দ্রিয় সক্রিয় হবে!
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

শাহীন হাসান এর ছবি

কোনোদিন হয়তো ইচ্ছেমুক্তো ছিলো
ওদের কবেকার ভুলে যাওয়া শরীরে।

ভাল-লাগলো ..
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

তুলিরেখা এর ছবি

ধন্যবাদ কবি।
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

অনিকেত এর ছবি

দারুন!!!!

তুলিরেখা এর ছবি

ধন্যবাদ অনিকেত।
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

মূলত পাঠক এর ছবি

অসাধারণ লাগলো! এর উপযুক্ত মন্তব্য লিখতে গেলে সেটাই একটা আস্ত পোস্ট হবে বোধ হয়।

প্রথম আর শেষ ছবিদুটোর ব্যাখ্যান কল্পনা করতে পারলাম, কিন্তু মাঝেরটার "স্নিগ্ধ-সবুজ জন্মজমিন"-এর জন্য কোনো গল্প ভেবে পেলাম না। জয় গোস্বামী একবার জীবনানন্দের কবিতা আমাদের মতো অবুঝদের বোঝাতে গল্প ফঁেদেছিলেন। সেই যে একবার বুঝেছিলাম খানিক খানিক, তার পর থেকে কবিতায় কেবল গল্প খুঁজি। বিজ্ঞজনেরা শুনতে পেলে দূর করে দেবেন জানি, তবে আপনি বোধ হয় তেমন রাগী কবি নন, তাই সাহস ক'রে অর্বাচীন পাঠকের অক্ষমতার কথা বলে গেলাম।

তুলিরেখা এর ছবি

ধন্যবাদ মূলত পাঠক(না না শুধু পাঠক কেন, আপনি লেখক হিসাবেও খুব চমত্‌কার!)
কবিতা বুঝতে আমিও প্রায়ই গল্প খুঁজি।
---------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।