পঞ্চকণা

তুলিরেখা এর ছবি
লিখেছেন তুলিরেখা (তারিখ: বুধ, ২২/০৪/২০০৯ - ৪:৩০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


আমি এগিয়ে যাই, সেও এগিয়ে আসে পায়ে পায়ে।
আমি থামি, সেও থামে।
আমি পিছিয়ে যেতে থাকি, সেও পিছু নেয়।
আমি বসে পড়ি, সেও পাশে বসে।
হাত বাড়াই, কিছুই নাই।


বাগানে উড়ে বেড়াতো পরীরা
ওদের ওড়নাগুলো খুব ফিনফিনে,
উড়ে উড়ে মুখেচোখে লাগতো-
হাত দিয়ে সরাতে গেলেই
ঘুমভাঙা হাতে লেগে যেতো বুড়ীর চুল।


ছলছল করে চাঁদের আলো,
দিগন্ত থেকে দিগন্ত অবধি।
ছায়া কৃষ্ণাসখীর মতন বসে কাছে-
চাঁদ উঠে আসে ঠিক মাথার উপরে,
অমনি সে মিলিয়ে যায়।


রাশি রাশি গোলাপ ডাকছিলো
পাপড়ির হাত নেড়ে নেড়ে-
লাল,গোলাপী,কমলা,সাদা হাত
শত শত হাত, হাজার হাজার হাত....
আমি যাই নি, যাই নি।


আজকের মেঘগুলো খুলে দেওয়া
দীর্ঘ চুলের মতন-
তার একফাঁক দিয়ে উঁকি দিলো
তিনকোণা নীল আকাশ।
আহ, কী তীব্র নীল!


মন্তব্য

অনিকেত এর ছবি

পাঁচ নম্বরটা খুউব ভাল লাগল---বাকী গুলোও বেশ।

শুভেচ্ছা---

মূলত পাঠক এর ছবি

প্রথমটা তেমন না কিন্তু বাকিগুলো জব্বর হয়েছে।

তুলিরেখা এর ছবি

পাঠক,
আপনি কিন্তু এখনো কিছু লিখলেন না জাপানী কবিতা বিষয়ে। দেঁতো হাসি
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

মূলত পাঠক এর ছবি

হাইকু নিয়ে? বিশেষ কিছু জানি না, তবে অল্প দুকথা আড্ডার ছলে বলা যায়। আজ আর হবে না, মধ্যরাত পেরিয়েছে কিন্তু রিপোর্ট লেখা বাকি। একজনকে কিছু পয়েন্ট যোগ করতে পাঠিয়েছিলাম (রিপোর্টটা তারও), সে ব্যাকরণী-পন্ডিতি দিয়ে কাটাকুটি ক'রে ড্রাফট টাই ফেরৎ পাঠিয়েছে, মনে হচ্ছে বেটিকে কাঁচা চিবিয়ে খাই। রাগ কমাতে সচলে উঁকি দিচ্ছিলাম। হাসি

মূলত পাঠক এর ছবি

পোস্ট করলাম হাইকুর লেখাটা, ছবি জুড়লো কিনা কে জানে।

তুলিরেখা এর ছবি

আপনি খুব ভালো লোক মশাই। কেমন ঝটপট কথা রেখেছেন। পড়ার আগেই থ্যাংকু দিয়ে নিই।

----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

তুলিরেখা এর ছবি

বলি অনিকেত, আপনি কোথায় হাপিস হয়ে গেছিলেন?
সেই যে প্রথম কিস্তি অণো থেকে মহো তে আপনি কমেন্ট করে গেলেন, আরো লোকে করলো,কতগুলি বানান ভুল আছে দেখে এডিট করতে গেলাম,সব সমেত লেখাটাই হাপিস! মন খারাপ
কপি ছিলো, পরে অল্প অল্প করে পোস্টালাম, কিন্তু আপনি হাপিস! চিন্তিত
খুব ব্যস্ত ছিলেন বুঝি? নতুন এল এইচ সি নিয়ে কবে লিখবেন? এদিকে শুনেছেন, আমাদের পৃথিবীর সাইজের সম্ভবত-জলওয়ালা গ্রহ পেয়েছে বলছে! সেই নিয়ে লিখবেন কবে?

-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

অনিকেত এর ছবি

তুলি,
হাপিস হইনি কোথাও(হাপিস হবার মত জায়গা নেই বলে---)
বড্ড পেরেশানীর মাঝে ছিলাম কিছুদিন--তাও অকাজে---
এখন আপনার অহো থেকে মহো পড়ছি, গোড়া থেকে----
আপনি বস লোক, পারেনও এত কিছু

শুভেচ্ছা রইল!

রানা মেহের এর ছবি

২ টা সুন্দর
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

তুলিরেখা এর ছবি

অনেক ধন্যবাদ।
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

অম্লান অভি এর ছবি

১. ভাবনায় খোরাক হলো পঙক্তির ছায়া-চিন্তা
২. চাঁদের আগেই চাঁদের বুড়ি বাঁধ সাধে স্বপ্নে
৩. এবার চাঁদ এলো জোৎস্না মিলিয়ে ভোর হলো
৪. মালির এমন উন্নাসিকতায় অপার আবেদন হারালো
৫. মন জুড়ে দুঃখ নীড় আকাশ ঢেকে দিল....

পঞ্চকণার পঞ্চউৎস...............একান্ত পাঠকের; জাপানী একটা ফরমেশনের নাম শুনেছিলাম অথবা পড়েছিলাম কিন্তু ফরমেটটা ভালো জানা নেই আপনি কি তার আদলে কিছু লিখেছেল। ?। ভালো হয়েছে।

মরণ রে তুহু মম শ্যাম সমান.....

তুলিরেখা এর ছবি

হাসি
আসলে এরকম পর পর ছিলো না, পরে গোছানো হয়েছে।
তবে লেখা হয়ে যাবার পরে পরিবেশিত হলেই তা পাঠকের(মূলত পাঠকের না কেবল হাসি ) হয়ে যায়,তখন পাঠক স্বাধীনভাবে যা ভেবে নেবে, যেভাবে নেবে তাই সত্য।
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

s-s এর ছবি

বাগানে উড়ে বেড়াতো পরীরা
ওদের ওড়নাগুলো খুব ফিনফিনে,
উড়ে উড়ে মুখেচোখে লাগতো-
হাত দিয়ে সরাতে গেলেই
ঘুমভাঙা হাতে লেগে যেতো বুড়ীর চুল।

আমারও, আমারও!

আদৌ কি পরিপাটি হয় কোনো ক্লেদ?ঋণ শুধু শরীরেরই, মন ঋণহীন??

তুলিরেখা এর ছবি

আপনারও?
তাই তো বলি ঐ যে দুপুরজেগে রিঠাগাছের নতুন পাতায় রোদের খেলা দেখতাম, সূর্যপাখি এসে যখন একেবারে উপরের ডালে দোল খেতো তখন কত রঙ ঝলকাতো তার গায়ে, সেসব কোথায় গেলো? সবই কি ঐ সতর্ক ভীরু পাখিটার মতন ফুড়ুত করে উড়ে গেছে? ডানার একটু নরম শবদ কি রেখে যায় নি কোথাও?
রেখে গেছে রেখে গেছে!
এক তীরন্দাজ একবার তীর ছুঁড়েছিলো, শন শন করে কোথায় সে তীর চলে গেলো সে দেখতে পেলো না। বহুদিন পরে সে তা খুঁজে পেলো পুরানো এক ওক গাছে ছায়াঘন পাতার আড়ালে।
এক গাইয়ে একবার গান গেয়েছিলো, কোথায় সে গান ভেসে গেছিলো তা সে দেখতে পায় নি, মানুষের চোখ কি সুরের পথ দেখতে পায়? বহুদিন পরে সে সেই গান অবিকল খুঁজে পেলো বন্ধুর হৃদয়ে!
আমিও পেলাম, ভুলে যাওয়া ডানার শব্দ।

কবে আবার সেইরকম লিখবেন এস-এস, সেই ফিরে আয় এর মতন?
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

মূলত পাঠক এর ছবি

চিঠিও দেখি কবিতার মতো, সন্দেহ হয় আপনি বেগুনপোড়া বানালেও তা কবিতার মতো হয়ে যাবে। হাসি

তুলিরেখা এর ছবি

মশাই, ভালো বেগুনপোড়ার কাছে কোথায় লাগে কবিতা! মাখনহেন বেগুনপোড়া, খোসা ছাড়িয়ে দুফোঁটা সরিষার তেল, কুচি-কুচি কাটা ঝাঁঝ পেয়াজ আর আগুনঝাল ধানীমরিচ ডলে মেখে গরম ভাতে .....আহা, বেহেস্ত হামীনস্ত হমীনস্ত হমীনস্ত!!!!
আর কিনা কবিতা! হে!
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

মূলত পাঠক এর ছবি

একটু কুচোনো ধনেপাতা হবে দিদি সাথে? আর তেলটা আমায় এট্টু বেসি দেবেন।

হা হা হাসি

একবার এক দক্ষিণী ফ্লাটমেট আমার সাধের বেগুনপোড়াকে টাচ-আপ করে ভর্তা বানিয়েছিলো, মনে হচ্ছিলো শ্যালকের নাসিকাগ্রকে ঘুষ্যাঘাতে সব টাচাপের উর্দ্ধে প্রেরণ করি !

মূলত পাঠক এর ছবি

একটু বেরসিকের মতো প্রশ্ন করি? রিঠাগাছ আর সূর্যপাখি কেমন দেখতে?

তুলিরেখা(নিলগ) এর ছবি

এই যে রিঠাগাছ
http://en.wikipedia.org/wiki/Sapindus
আর এই যে সূর্যপাখি
http://en.wikipedia.org/wiki/Sunbird

তুলিরেখা এর ছবি

দেখলেন সূর্যপাখি? একে দুর্গাটুনটুনিও বলে। পুরুষপাখিরই রঙের জেল্লা, এমনিতে ছায়ায় দেখলে বোঝা যায় না,রোদ্দুর পড়লে তবে আসল রূপ ঝলকে ওঠে।
আর রিঠা তো চেনেনই। শীতের শেষে সোয়েটার ফোয়েটার রিঠা গোটা ভিজিয়ে কচলে ধুয়ে তুলে রাখা হতো না? সেই রিঠা, এরা দেখি বলে সোপবেরি! ওর গাছ খুব সুন্দর, দীঘল চেহারা। রূপ খোলে বিশেষ করে যখন নতুন পাতা আসে!
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

মূলত পাঠক এর ছবি

বাঃ, কবি হবে এইরকম, কিছু জিজ্ঞেস করলে ফটাস করে উইকি খুলে ব্যাখ্যা করে বুঝিয়ে দেবে। হাসি

রিঠা জিনিসটা ছোটোবেলায় দেখেছি, আজকাল তো সব জেন্টিল-ফেন্টিলে কাচা হয়। তবে গাছের চেহারাটা অচেনা ছিলো। দুর্গাটুনটুনির নাম সূর্যপাখি? দারুণ তো!

খুব আনন্দ পেলাম। কবিতা এই রকম আত্মবিশ্বাসী হলে কবিদের দুর্নাম ঘোচে।

পান্থ রহমান রেজা এর ছবি

কবিতা পড়তে পড়তে নিজের ছায়ার কথাই বারে বারে মনে পড়ল!

তুলিরেখা এর ছবি

মনে পড়লো?
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

তীরন্দাজ এর ছবি

আমার কাছে প্রতিটিই অদ্ভুত ভালো লেগেছে। পাঁচতারার বিকল্প নেই তাই!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

তুলিরেখা এর ছবি

লেগেছে ভালো?
অনেক থ্যাংকু!
ভালো থাকবেন।
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

শাহীন হাসান এর ছবি

রাশি রাশি গোলাপ ডাকছিলো ...

আমি এগিয়ে যাই, সেও এগিয়ে আসে পায়ে পায়ে।
আমি থামি, সেও থামে। ....

আজকের মেঘগুলো খুলে দেওয়া
দীর্ঘ চুলের মতন-....

খুবভাল লাগলো.....!
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

তুলিরেখা এর ছবি

ভালো লাগলো?
অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন।
অফটপিক: আপনার সিগ্নেচারের কথাগুলো খুব মারাত্মক!
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

সাইফুল আকবর খান এর ছবি

আহ, কী তীব্র নীল!
চলুক

০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

তুলিরেখা এর ছবি

হাসি

-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।