বৃষ্টিঘর

তুলিরেখা এর ছবি
লিখেছেন তুলিরেখা (তারিখ: শুক্র, ১১/০৯/২০০৯ - ৮:৪৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


লোহিতজন্ম ও নীলমৃত্যু পার হয়ে
উড়ে যায় বিন্দু বিন্দু মেঘভ্রূণ
দূরে আরো দূরে, উপরে আরো উপরে--

তৃষ্ণার্ত সবুজঘর আকন্ঠ ভিজিয়ে দিয়ে
ফোঁটা ফোঁটা বৃষ্টি, একের পর এক,
তারপরে অনেক অনেক।
ঐ বৃষ্টি দেখতে দেখতে
একটা ভুলে যাওয়া কথা যেন
মনে পড়ে,পড়ে, তবু পড়ে না।

গতজন্মের চিলকোঠা, তার পাশে সূর্যঘর,
পুবের ঘরের দরজার উপরে লাল টিপ,
মেঝেতে অপরাজিতা-আল্পনা।
কবে, কোথায় ছিলো সেসব?
পৌষের জ্যোৎস্নার মতন আবছায়া স্মৃতি
জলছাপ, ভুল বেদনা।

ভুলে গেছি কবেকার অলীক সেই শ্রাবণজল,
হেমন্তরোদে জলফড়িং এর নাচ।
চলমান সুখের ভিতরে গোপন গর্ভশিশুর মতন
নীরবে গুটিয়ে থাকা অচেনা অসুখ।
অসুখের ভিতরের তীব্র সুখ।

জলপরীরা সব নষ্টজন্ম আর অকালমরণের কষ্ট
ধুয়ে ধুয়ে ধুয়ে ধুয়ে স্রোতে ভাসিয়ে দেয়।
পালকগুলো বন্ধ চোখের পাতায় পাতায়
কোমল পরশ দিতে থাকে, দিতে থাকে, দিতে থাকে।

ঘুমঘরের জানালায় বৃষ্টি পড়ে টুপ্‌টাপ্‌,
কী একটা কথা যেন মনে পড়ে, পড়ে, পড়ে না ....

***

ছবিসূত্র: আন্তর্জাল


মন্তব্য

মূলত পাঠক এর ছবি

অসাধারণ! এইটা বোধ হয় আপনার যতো কবিতা পড়েছি তার মধ্যে সবচেয়ে ভালো!

আমার কলকাতার এক বন্ধুর বাবা বিদেশে যেতেন ঘনঘন আর মা খুব সৌখিন সুন্দরী মহিলা। বন্ধুর দিদি সহ গোটা পরিবারের সব্বাই ভীষণ সুন্দর দেখতে, কিন্তু ওদের বাড়িটা আরো সুন্দর। আমাদের বাড়িটা হট্টমেলা আর ওদের বসার ঘরে কাকিমা কাঁচের বৌলে বড়ো বড়ো জবা সাজিয়ে রাখেন। সব মিলিয়ে মুগ্ধ হয়ে থাকতাম যখনই যেতাম। তো একবার গিয়ে দেখি ওদের ছাদের উপর একটা সূর্যঘর বানানো হয়েছে। দেয়াল অনেকটাই কাঁচের, ভেতরে চমৎকার বসার আয়োজন, আর বইয়ের তাকে থরে থরে দুর্দান্ত সব বই। গরমকালে ফার্নেস হয়ে যাবে হয়তো, কিন্তু শীতের সকালে প্রায় স্বর্গের মতো লাগছিলো। আর বর্ষায় কাঁচের গায়ে ফোঁটা ফোঁটা জল ঝরবে, ভেতরটা যাবে ঝাপসা হয়ে, আলোয়ান মুড়ে তেলতেলে মেঝেতে শুয়ে আনন্দমেলা পড়বো, কতো সব ছবি আঁকা হয়ে গিয়েছিলো মুহূর্তেই।

তারপর কলকাতা ছেড়ে বেরিয়ে পড়লাম, যোগাযোগ ঘুচে গেছে ক্রমে, পরে শুনেছি সেই স্বপ্নের বাড়িটাও আর আগের মতো নেই, এখন সে সব ঘুমঘরে হারিয়ে গেছে। সে খবর শুনে মন খারাপ করা ছাড়া আর কী-ই বা করার আছে।

আপনার কবিতাটা আবার সেই পুরোনো দিনগুলোকে ফিরিয়ে আনলো।

তুলিরেখা এর ছবি

ধন্যবাদ । অনেক ধন্যবাদ।
আসলে পুরানো সময় মায়া অঞ্জন রেখে যায় চোখে, যা আর পাওয়া যাবে না তার
মায়া। তবে পুরানো অনেককিছু সত্যি খুব মায়াময় ছিল।
বহুকাল আমাদের ছাদে ওঠার উপায় ছিলো না। পরে সিঁড়ি হলো, উপায় হলো ওঠার। খুব ইচ্ছে ছিলো চিলেকোঠার পাশে একটা ঘর হবে যার ছাদটা হবে স্বচ্ছ আর অর্ধগোলাকার ডোমের মতন। পরিষ্কার দেখা যাবে তারাগুলো। খুব পরিষ্কার হেমন্তের তারাফুটফুট আকাশটা ঘরের মেঝেতে শুয়েই দেখতে পাবো। হাসি
সেইসব খুদেবয়সী স্বপ্নগুলো কোথায় চলে গেল?
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

মৃত্তিকা এর ছবি

ভালো লাগলো কবিতাটা.....

তুলিরেখা এর ছবি

অনেক ধন্যবাদ মৃত্তিকা।
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

সুলতানা পারভীন শিমুল এর ছবি

ঐ বৃষ্টি দেখতে দেখতে
একটা ভুলে যাওয়া কথা যেন
মনে পড়ে,পড়ে, তবু পড়ে না...
তারপর
ঘুমঘরের জানালায় বৃষ্টি পড়ে টুপ্‌টাপ্‌,
কী একটা কথা যেন মনে পড়ে, পড়ে, পড়ে না ....

এই লাইনগুলো পড়লে মন যেন কেমন কেমন করতে থাকে...

...........................

কেউ আমাকে সরল পেয়ে বানিয়ে গেছে জটিল মানুষ

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

তুলিরেখা এর ছবি

মন মাঝে মাঝে কেমন কেমন তো করেই।
আপনার লেখার জন্য অপেক্ষায় থাকি কিন্তু সুলতানা শিমুল।
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

মূলত পাঠক এর ছবি

গোপন বানানে দন্ত্য ন হবে।

তুলিরেখা এর ছবি

ঠিক করে দিলাম।
ধন্যবাদ।
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

কাজী আফসিন শিরাজী এর ছবি

আরও একটা প্রিয় লেখা পেলাম!
____________________
যদিওবা মানুষ আমি কেন পাখির মত বাঁচি...

তুলিরেখা এর ছবি

ধন্যবাদ, অনেক ধন্যবাদ। কোনো লেখা কারুর প্রিয় হয়ে উঠলে কলমের মুখে একটা স্নিগ্ধ সুখ চারিয়ে যায়। ভালো থাকবেন।
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

তীরন্দাজ এর ছবি

ভুলে গেছি কবেকার অলীক সেই শ্রাবণজল,
হেমন্তরোদে জলফড়িং এর নাচ।
চলমান সুখের ভিতরে গোপণ গর্ভশিশুর মতন
নীরবে গুটিয়ে থাকা অচেনা অসুখ।
অসুখের ভিতরের তীব্র সুখ।

দারুন লাগলো!

**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

তুলিরেখা এর ছবি

ধন্যবাদ তীরুদা।
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

অতন্দ্র প্রহরী এর ছবি

দারুণ লাগল কবিতা।

তুলিরেখা এর ছবি

অতন্দ্র প্রহরী,
ধন্যবাদ।
আপনি যে এভাবে অতন্দ্র থাকেন, ঘুমান কখন?
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

নজমুল আলবাব এর ছবি

সুন্দর। পড়তে পড়তে মনে হলো, আমি বুঝলাম।

------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল

তুলিরেখা এর ছবি

ধন্যবাদ। ভালো থাকবেন।
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

ভূঁতের বাচ্চা এর ছবি

কবিতাটা পড়তে পড়তে মনটা কেমন জানি হয়ে গেছিল।
অবশ্যই অনেক ভাল লাগল দিদি।
--------------------------------------------------------

--------------------------------------------------------

তুলিরেখা এর ছবি

ধন্যবাদ ছোট্টো ভুত।
কেমন আছো?
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

অনিন্দ্য রহমান এর ছবি

শেষ লাইনটা অ-সাধারণ। ______________________________________________
to be or not to be - that was never a question (jean-luc godard)


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

তুলিরেখা এর ছবি

আপনার ভালো লাগলো জেনে খুশী লাগলো।
ধন্যবাদ। ভালো থাকবেন।
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

গৌতম এর ছবি

কবিতা নিয়ে কিছু নাহয় না-ই বললাম, শুধু 'বেশ ভালো' বলা ছাড়া। ছবিটা নিয়ে বলি।

এই ধরনের ছবিগুলো আমার কাছে কেমন যেন দুর্দান্ত লাগে। আমিও সময় পেলেই গাড়ির জানালার ভিতর দিয়ে বৃষ্টিস্নাত দিনে এরকম প্রচুর ছবি তুলি। বাস্তবতাকে খানিকটা আড়াল করে তার সাথে বৃষ্টি মিশিয়ে জানালার কাচের ঘোলা দর্শনকে মিশিয়ে যে ছবিটা তৈরি হয়, সেটা আসলে অনেক সময় মায়াবী বিভ্রম তৈরি করে। কিংবা একের মধ্যে অনেক দৃশ্যকল্প এই ছবিগুলোর মাঝে কল্পনা করে নেওয়া যায়।

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

::: http://www.bdeduarticle.com
::: http://www.facebook.com/profile.php?id=614262553/

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

তুলিরেখা এর ছবি

এইসব জলছাপ দিনের ছবি সত্যিই অন্যরকম। একটা কেমন মায়ালোক। চেনার মধ্যে অচেনা।
ভালো থাকবেন গৌতম।
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

রানা মেহের এর ছবি

খুব ভালো লাগলো কবিতা
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

তুলিরেখা এর ছবি

অনেক ধন্যবাদ রানা মেহের।

----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

মধ্যসমুদ্রের কোলে এর ছবি

অফ লাইনে ছিলাম। কিন্তু এই লেখাটা পড়ে মন্তব্য করার লোভ সামলানো গেলো না। চমৎকার লিখছেন!

তুলিরেখা এর ছবি

অনেক ধন্যবাদ মধ্যসমুদ্রের কোলে।
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।