মেঘবর্ণা

তুলিরেখা এর ছবি
লিখেছেন তুলিরেখা (তারিখ: মঙ্গল, ০২/০২/২০১০ - ৯:১০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সূচের মতন অভিমান ফুটে যায় আঙুলডগায়, এক মুহূর্তের জন্য একটা তীব্র আগুনজ্বালা। সূচ টেনে বার করে নিয়ে টেবিলবাতির আলোর নিচে আঙুল বাড়াই, রক্তবিন্দুটা চুনির মতন লাগে, লাল, গোল, টলটলে।

জখম আঙুলটা মুখে ঢুকিয়ে চুষতে চুষতে ভাবি, এত নোনতা কেন? কবেকার সমুদ্রের লবণ এ? আর কোনোদিন যেখানে ফেরা হবে না সেখানে অশরীরী ভেসে ভেসে গিয়ে দেখে আসার এত ইচ্ছা কেন?

কেউ আমাকে চিনতে পারবে না, কেউ না কেউ না। আমিও চাই না কেউ আমাকে চিনুক। ওদের কাউকে আমি বিশ্বাস করি না। ওরা কোনোদিন আমার কেউ ছিলো না, ওরা কোনোদিন আমাকে আপন ভাবে নি। আয়নায় এই কথাটা এঁকে দেখি আমি ও ওদের কাউকে তিলমাত্র আপন ভাবি নি। তাহলে আবার কিসের অভিমান?

মেঘবর্ণা নদীর ঘাটে চুপ করে বসে থাকি হাঁটুর উপরে মুখ রেখে। এই নদীটা কি আমার আপন? এর কথাহীন ভাষা আমাকে কি কিছু বলেছে কোনোদিন? তাহলে কেন এখানে এসে বসে থাকি? ঢেউয়ে ঢেউয়ে মেঘবর্ণা কি আমাকে ডাকে? কোথায় যেতে ডাকে? যেখানে গেলে আর ফিরে আসা যায় না সেখানে যেতে ডাকে? কেন?

ত্রয়োদশী পার হয়ে এসেছিলো নীলমেঘ
অলীক সেই মেঘপুরুষ-
প্রতীক্ষিতা পৃথিবীর ত্বকে এঁকেছিলো নখলিখন
সবুজ বনরেখা ঢেকে দিয়েছে সে আঁচড়।
খুঁজলে তবু আজো পাওয়া যায় তার চিহ্ন।

যুগান্ত পার হয়ে কেন বেঁচে থাকে অভিমান?
শরীর ছাই হয়ে গেছে, স্মৃতি ও মুছে গেছে নি:শেষে-
তবু অবিনশ্বর অভিমান ফুটে ওঠে মৌরীবনে
সর্ষেক্ষেতে, জামরুল বাগানে, বকুলছায়ায়।
নিভে যাওয়া সূর্যের তীর থেকে উড়ে আসা
সন্ধ্যার পাখিদের মতন ফিরে ফিরে আসে।

মেঘবর্ণা, তুমি সেই বিচিত্রবর্ণা অভিমান
স্রোতে বয়ে নিয়ে কোথায় যাও?


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

তুলি আপু আপনার লেখাটা ভালো লাগলো। আপনার লেখার কবিতা গুলো বেশী ভালো লাগে। ধন্যবাদ।
==========
কামরুজ্জামান স্বাধীন

তুলিরেখা এর ছবি

আপনাকে অনেক ধন্যবাদ স্বাধীন।
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

সুলতানা পারভীন শিমুল এর ছবি

আপনার লেখাগুলো মাখনের মতো গলতে গলতে খুব ভেতরে কোথাও জায়গা করে নেয়।

...........................

কেউ আমাকে সরল পেয়ে বানিয়ে গেছে জটিল মানুষ

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

তুলিরেখা এর ছবি

তাই বুঝি? সত্যি যদি জায়গা করে নিতে পারে তবে সে খুবই সৌভাগ্যের কথা। আমার কৃতজ্ঞতা।
ভালো থাকবেন।
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

তাহসিন আহমেদ গালিব এর ছবি

কবিতাটা অনেক ভাল লাগলো!

তুলিরেখা এর ছবি

ধন্যবাদ তাহসিন আহমেদ গালিব। আপনার ভালো লাগায় আমার অনেকখানি পাওয়া। ভালো থাকবেন।
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

ফারাবী [অতিথি] এর ছবি

সাধারণকে অসাধারণ, বিমূর্তকে মূর্ত অথবা মূর্তকে বিমূর্ত, পার্থিবকে অপার্থিব রূপ দেয়াই তো কবির পরিচয়। তার সবগুলোরি প্রকাশ দেখতে পেলাম কবিতায়। আশা করি সামনে আরও দেখতে পাব, এবং তা আপনার কাব্যেই।

তুলিরেখা এর ছবি

ধন্যবাদ ফারাবী।
আপনার মন্তব্যটি ঝলমলে একখান রতনের মতন, যত্ন করে তুলে রেখে দিতে ইচ্ছে করে।
ভালো থাকবেন।
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

suvo এর ছবি

ভাল ই

তুলিরেখা এর ছবি

ধন্যবাদ।
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

অতিথি লেখক এর ছবি

শেষের এই কবিতাগুলো কি করে যে লিখেন।
মধুবন্তী মেঘ

তুলিরেখা এর ছবি

ধন্যবাদ মধুবন্তী। এই কয়েকটা এলোমেলো কথার গুচ্ছকে যদি কবিতা মনে হয় তবে সে গুণ আপনার মনের।
ভালো থাকবেন।
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

আশরাফ মাহমুদ এর ছবি

ভালো লাগল, তুলিরেখা।

==============================
ঢাকার মৌন ঘ্রাণে বকুলফুলের নাভি
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ

তুলিরেখা এর ছবি

ধন্যবাদ আশরাফ মাহমুদ।

-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।