মিতুল

তুলিরেখা এর ছবি
লিখেছেন তুলিরেখা (তারিখ: শনি, ২৪/০৮/২০১৩ - ১:৩৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আলো। ছায়া। রঙ। কম্পন। হাসি। কান্না। রোদ। মেঘ। বৃষ্টি। জীবনতৃষ্ণা। শিমূল, পলাশ, সূর্যমুখী, শিউলি, স্থলপদ্ম, নীলকমল। গোছা গোছা সূর্যমুখী ফুটে আছে রঙপাগল চিত্রকরের আঁকা ছবিতে। কী সতেজ, কী উজ্জ্বল! মনপ্রাণ উজার করা আলোছায়ার কম্পন।

আমার হাতে একটা ছোটো ক্যামেরা, ছবি তুলবো ভেবে আস্তে আস্তে হাঁটি। ডাইনে বাঁয়ে তাকিয়ে ছবির বিষয় খুঁজি। দেখি আমার চারিপাশে সোনালি রোদ্দুরের ফিনফিনে ওড়না উড়ছে, সতেজ সবুজ পাতায় ছাওয়া বিশাল বিশাল সব মহীরূহ, ওদের ছায়ায় ঢুকলেই মনে হয় যেন একটা অন্য জগৎ, স্নিগ্ধ, কোমল, স্বপ্নের মতন। অথচ বন্ধন নেই সেখানে, বরং মুক্তি আছে। তারপরে ছায়াঘন গাছের তলা থেকে যেই রোদ্দুরে বেরোই, দেখি সবটা ঘিরে নীল আকাশ, সে আজ এত নীল এত নীল যে বুকের ভিতরে ব্যথা করে তার দিকে তাকালে।

এটা ওটা ছবি তুলি, কখনো রোদ্দুরে স্নান করতে থাকা গাছ, কখনো লাল ফুলের মঞ্জরী, কখনো গাছের ডালে বসে মন দিয়ে কুটকুট বাদাম খাওয়া কাঠবেড়ালি। কিন্তু ধরা দেয় না সেই অধরা আলো অধরা ছায়া। ঐ যে সব ঘিরে বিরাট, আবার সবের মধ্যেও সে---সেই বুকের ভিতর "সুখের মত ব্যথা" কী করে ফুটবে ছবিতে? আঁকতে পারলে ফুটতো? ধরা পড়তো সেই চিরকালের পলাতক?

সবুজ দরজা বন্ধ থাকে-
ছুটির সকালে তার উপরে
বাঁকা হয়ে পড়ে সোনালি জরির মত রোদ-
এসব দেখে কেউ ফিরে যায় বুঝি চুপচাপ।

সে মূক বধির-
খড়ি দিয়ে পাথরে ছবি আঁকে,
বৃষ্টি এসে আলতো করে মুছে দেয় সেই ছবি।

এখন এখানে বরষা, ফনফন করে
বাড়ছে গাছে জড়িয়ে ওঠা যূথীলতা
শিমূলগাছের মাথা জড়িয়ে মেঘপাগড়ী
বিদ্যুতের ছোঁয়াতে শিউরে শিউরে উঠছে।

মিতুল, এইসবের সামনে এসে দাঁড়িয়ে,
তুই চুপি চুপি এসে ফিরে যাস-
কেন?


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

চলুক
- একলহমা

তুলিরেখা এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

প্রোফেসর হিজিবিজবিজ এর ছবি

সোনালি রোদ্দুরের ফিনফিনে ওড়না উড়ছে

উপমাটা খুব ভালো লাগলো। কোন লেখায় ব্যবহার করার অনুমতি চাই।

টাইপো : মনপ্রাণ উজার ->মনপ্রাণ উজাড়।

ধরা পড়েনা বলেই না সে "চিরকালের পলাতক"। তাকে ধরতে পারলে কি আর এত সুন্দর কাব্য করা হতো?

ধন্যবাদ।

____________________________

তুলিরেখা এর ছবি

রয়্যালটি কত দিবেন মনে করেন? চোখ টিপি

হাসি

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

প্রোফেসর হিজিবিজবিজ এর ছবি

এহ! আপার কাছে আবদার করছি- এর আবার রয়‌্যালটি কেন?

____________________________

রোমেল চৌধুরী এর ছবি

বাজিল বুকে সুখের মতো ব্যথা

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

তুলিরেখা এর ছবি

মুখের পানে চাহিনু অনিমিখে/ বাজিল বুকে সুখের মত ব্যথা-

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

অতিথি লেখক এর ছবি

মিতুল, এইসবের সামনে এসে দাঁড়িয়ে,
তুই চুপি চুপি এসে ফিরে যাস-
কেন

-আমারো একই প্রশ্ন- কেনো?

--নিয়াজ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।