স্রোতস্বিনী ও অন্ধ তরু

তুলিরেখা এর ছবি
লিখেছেন তুলিরেখা (তারিখ: শনি, ১৫/০৩/২০১৪ - ১০:৩২অপরাহ্ন)
ক্যাটেগরি:

শীতপাহাড়ী কুয়াশার ভিতরে একলা চুপচাপ
দাঁড়িয়ে থাকা এক দৃষ্টিহীন সরলগাছ
আমাকে বলেছিল, "জানো, দক্ষিণে বসন্ত এসে গিয়েছে?"
আমি অবাক হয়ে গিয়েছিলাম, সে জানলো কেমন করে?
এখনও তো যাযাবর পাখিরা ফিরে আসে নি!

বাতাসের ভিতর অস্ফুট গানের মতন ফিসফিস করে
সে বললো,"ভাবছো আমি জানলাম কেমন করে?"

আমি ওর খসখসে বাদামী কান্ডের উপরে হাত রাখলাম,
প্রথমে ডান হাতের আঙুলের ডগাগুলো কেবল, খুব সন্তর্পণে।
তারপরে সব দ্বিধা পার হয়ে
হাতের পাতাটা চেপে ধরলাম ওর কান্ডে,
তারপরে দুইহাতই রাখলাম ওর শরীরে।
ঝনঝন করছিলো আমার ভিতরটা,
গাছটা শিউরে শিউরে উঠছিল যেন।

কুয়াশাভেজা কান্ডের উপরে আমার
ঠোঁট ছোঁয়াতেই সে কেঁদে উঠলো-
বললো, "আমি তোমাকে দেখতে চাই,
স্রোতস্বিনী, আমি তোমাকে দেখতে চাই।"

আমার অবাধ অশ্রু গড়িয়ে পড়ছিল ঘাসের উপরে,
অন্ধ গাছ নদীকে দেখবে কেমন করে?

প্রহরের পর প্রহর কেটে যায়। কুয়াশার জাল কেটে বেরিয়ে আসে একটা মুক্তোরঙের ভোর, ঢেউগুলোর উপরে চকচক করে নতুন ওঠা সূর্যের কমলা-সোনালী আলো। কোথা থেকে শিস দিতে দিতে উড়ে আসে ভোরের পাখিরা। তীরের গাছগুলোর প্রত্যেকটা সবুজ পাতা রোমাঞ্চিত হতে থাকে নতুন আলোয়।

স্নিগ্ধ বাতাসের ভিতর দিয়ে কোথা থেকে যেন ভেসে আসে ভোরাই সুর, কে এত সকালে গান গায়? নিবিড় নীল আকাশ যেন কার আগ্রহী চোখের মতন নত হয়ে পড়েছে পৃথিবীর উপরে, কী সে দেখতে চায়? কী সে খোঁজে? কাকে খোঁজে?

চিরকালের অন্ধ সরলগাছের পাশ দিয়ে বয়ে চলে চিরকালের অশ্রুমতী নদী।

*******


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

ইটা রাইখ্যা গেলাম...
পড়া শুরু করলাম।
কমেন্ট আসছে।

---- মনজুর এলাহী ----

তুলিরেখা এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

অতিথি লেখক এর ছবি

প্রহরের পর প্রহর কেটে যায়। কুয়াশার জাল কেটে বেরিয়ে আসে একটা মুক্তোরঙের ভোর, ঢেউগুলোর উপরে চকচক করে নতুন ওঠা সূর্যের কমলা-সোনালী আলো। কোথা থেকে শিস দিতে দিতে উড়ে আসে ভোরের পাখিরা। তীরের গাছগুলোর প্রত্যেকটা সবুজ পাতা রোমাঞ্চিত হতে থাকে নতুন আলোয়।

স্নিগ্ধ বাতাসের ভিতর দিয়ে কোথা থেকে যেন ভেসে আসে ভোরাই সুর, কে এত সকালে গান গায়? নিবিড় নীল আকাশ যেন কার আগ্রহী চোখের মতন নত হয়ে পড়েছে পৃথিবীর উপরে, কী সে দেখতে চায়? কী সে খোঁজে? কাকে খোঁজে?

পড়ে ভাল লাগলো। সুন্দর কবিতা। শুভ কামনা রইল।
-----------বাংলার পাই (অথিতি)

তুলিরেখা এর ছবি

অনেক ধন্যবাদ, বাংলার পাই। আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

অতিথি লেখক এর ছবি

এসো বসন্ত, ধীরে হলেও এসো।
দক্ষিণ থেকে বন্ধুর পথ পাড়ি দিয়ে,
বেখেয়ালে ঘুরপথ ঘুরে হলেও এসো।
আমাদের অপেক্ষা অন্ধকার নামার পর শুরু হয় কেবল-
অশ্রুমতি নদীর জলে পা ভিজিয়ে
তোমার আলোয় একটি ভোর দেখার আশায়।

- আপনার কবিতা-কথা খুব ভালো লাগলো তুলিরেখা। শব্দচয়ন আর আবেগের উপস্থাপন খুব নিভৃতে কিন্তু নিশ্চিতভাবে মন ছুঁয়ে গেছে।

---- মনজুর এলাহী ----

তুলিরেখা এর ছবি

অনেক ধন্যবাদ মনজুর এলাহী।

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

এক লহমা এর ছবি

এটা কি রকম হল? আমার ধারণা ছিল, নদী জানে যে, গাছেরা সব দেখতে পায়, স-অ-অ-অ-ব! তবে, আমি ত নদীর জলে গাছের ছায়া, একটু হাওয়াতেই ভেঙ্গে ভেঙ্গে যাই, - আমি আর কতটুকু জানি!

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

তুলিরেখা এর ছবি

জলে যে ছায়ারা পড়ে, তারাই তো জানে আমাদের চেনা দুনিয়া পার হয়ে বিশাল এক গোপণ অচেনা দুনিয়ার খবর। হাসি

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

তুলিরেখা এর ছবি

এই গাছটা হয়তো দেখতে পায় না, অন্য গাছেরা দেখতে পা্য়। হাসি

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

অতিথি লেখক এর ছবি

আহা ! কি সুন্দর তুলি দিদি হাসি

তাহসিন রেজা

তুলিরেখা এর ছবি

অনেক ধন্যবাদ ভাই তাহসিন রেজা। হাসি

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

তুলিরেখা এর ছবি

ধন্যবাদ আর শুভেচ্ছা রইলো মাসুম বাদল ।

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

অতিথি লেখক এর ছবি

কবিতায় খুব খুব ভাললাগা।।।

-masum.badal
মাসুম বাদল

প্রোফেসর হিজিবিজবিজ এর ছবি

শব্দ নিয়ে খেলা করা আপনার মজ্জাগত স্বভাব, তাই শব্দগুলো আপনার কীবোর্ডে ধরাও দেয় এক অন্য ব্যঞ্জনা নিয়ে, আর আপনি আপন মনের মাধুরী মিশিয়ে শব্দগুলোকে চয়ন করে, আবেগ আর অনুভূতির মিশেল দিয়ে গড়ে তোলেন এক স্নিগ্ধ সৌধ!!

মুগ্ধতা প্রকাশ করার আর কোন ভাষা খুঁজে পাচ্ছি না!

____________________________

তুলিরেখা এর ছবি

অনেক ধন্যবাদ প্রোফেসরসাব। হাসি

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।