"...নামটা ভুলে গেছি"

ইয়ামেন এর ছবি
লিখেছেন ইয়ামেন [অতিথি] (তারিখ: শনি, ৩১/১০/২০১৫ - ১০:৫৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

সকালে ঘুম থেকে উঠতেই ফেবুতে দেখলাম খবরটা। হতবিহবলভাবে টিভি খুললাম, চ্যানেল ঘুরিয়ে সময় টিভিতে গেলাম। দেখলাম একটা টক শো শুরু হচ্ছে, গুরুগম্ভীর মধ্যবয়স্ক সঞ্চালক বসে আছেন তিনজন একইরকম গম্ভীর অতিথিকে নিয়ে। পিছনের স্ক্রিনে এখন পর্যন্ত মৃত সব ব্লগারদের ছবি। বুঝলাম আজকের হামলা নিয়ে আলোচনা হবে।

সঞ্চালক শুরু করলেন, "আজ আবার মুক্তচিন্তার উপর আঘাত এসেছে। দুই প্রকাশনার মালিক আছেন আক্রান্তদের মধ্যে। এই দুই প্রকাশনীই ফেব্রুয়ারিতে একুশে বই মেলার সময় জঙ্গিদের হাতে নিহত ব্লগার...ব্লগার...ইয়ে...লেখক..."
ভদ্রলোক কিছুক্ষন ইতস্তত করলেন, তারপর তার পাশে বসা অতিথিকে বললেন, "নামটা কি যেন? ভুলে গেছি।"
পাশের অতিথি আস্তে করে বললেন, "অভিজিৎ রায়।"
সঞ্চালক বলা শুরু করলেন, "ওহ হ্যাঁ, ব্লগার অভিজিৎ রায়..."

কিছুদিন পর আমরা তারেক রহিম, রণদীপম বসু, আহমেদুর রশীদ টুটুল এবং ফয়সাল আরেফিন দীপনের নামও ভুলে যাবো। এই আমাদের জীবনধারা।

ব্যাপার না।


মন্তব্য

হাসিব এর ছবি

এইটা কি স‍্যাটায়ার নাকি আসলেই ঘটেছে এই জিনিস? বাস্তব ঘটনা হলে কোন টিভিতে কারা কারা এই শাকাহারি জমায়েতে ছিল?

ইয়ামেন এর ছবি

হাসিব ভাই, স্যাটায়ার না৷ 'সময় টিভি' চ্যানেলে হয়েছে, বউ আর আমি একসাথে হা হয়ে দেখেছি৷ সম্ভবত বাংলাদেশ সময় রাত দশটার দিকে, সঞ্চালককে চিনি নাই, কিন্তু যারা সময় টিভিতে রাতের টক শ নিয়মিত দেখেন তারা মনে হয় চিনবেন৷

--------------------------------------------------------------------------------------------------------------------

সব বেদনা মুছে যাক স্থিরতায়
হৃদয় ভরে যাক অস্তিত্বের আনন্দে...

হাসিব এর ছবি

মানুষ পারেও। এদেরই ধরে ধরে এনে বিশেষজ্ঞ হিসবে পরিচয় করিয়ে দেয় টিভি চ‍্যানেলগুলো!

অতিথি লেখক এর ছবি

বাহ্! এই দেশে এমন গোল্ডফিশ মেমোরি না হলে কেমনে সুখে থাকা যায়, বলুন?

দেবদ্যুতি

ইয়ামেন এর ছবি

লাইনে থাকার সবচেয়ে মোক্ষম উপায় সব ভুলে যাওয়া

--------------------------------------------------------------------------------------------------------------------

সব বেদনা মুছে যাক স্থিরতায়
হৃদয় ভরে যাক অস্তিত্বের আনন্দে...

অতিথি লেখক এর ছবি

সবই দারুণ...

স্বয়ম

রানা মেহের এর ছবি

এই জিনিসটার ভিডিও রাখা দরকার ছিল।

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।