সচলায়তন এমন বিষণ্ণ এবং পাথর-পাথর কেন?

মুহম্মদ জুবায়ের এর ছবি
লিখেছেন মুহম্মদ জুবায়ের (তারিখ: বিষ্যুদ, ১৪/০৬/২০০৭ - ১০:২৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:
এই ব্লগের পরিচিতিসূচক লোগোটি নিয়ে একটু কথা বলি। ভয়ে ভয়ে। 'সচলায়তন' লেখা ফন্টটি অনাহারক্লিষ্ট শিশুর মতো ল্যাকপেকে। সমর্থ চেহারার ফন্ট ভাবা যায় মনে হয়। রঙের ব্যবহারে খুব বিষণ্ণতার আবহ। আরেকটু উৎফুল্ল হলে ক্ষতি কী? 'চিত্ত যেথা ভয়শূন্য...' লেখাটি হারিয়ে যাওয়ার অবস্থা, রং ও স্বাস্থ্যের কারণে। আর বাঁয়ে মানুষের মুখগুলি বড্ড পাথর-পাথর। সব মিলিয়ে পুনর্বিবেচনা করা দরকার মনে করি। এগুলি আমার ব্যক্তিগত মত। ডেকে এনে লিখতে বলছেন এই বেশি। মতামতের তোয়াক্কা না করলেও অবশ্য নালিশ নেই।

মন্তব্য

অরূপ এর ছবি
লজ্জা পেলাম জুবায়ের ভাই! তাড়াহুড়োয় করা কাজতো তাই এই অবস্থা! আপানারা না বললে ক বলবে? ------------------------------------- রামছাগলের সামনে, খচ্চরের পেছনে আর নিবোর্ধের ধারেকাছে না থাকাই শ্রেয়!
কনফুসিয়াস এর ছবি
হা হা। খারাপ বলেন নি। অরূপদা বিবেচনা করে দেখতে পারেন। তবে পাথর মুখগুলো আমার খুব ভাল লেগেছে। এখন যেরকম আছে, ওভাবে রেখে মডিফাই করলে মনে হয় ভালো। আর জুবায়ের ভাই, এখানে কিন্তু কেউ কাউকে আমরা ডেকে আনি নি। অনেকগুলো আড্ডার মধ্যে ঠিক কোনটায় গিয়ে আমি বসবো, সেটা কিন্তু মন নিজে থেকেই ঠিক করে নেয়। তাই না? ( ডাউনলোড করে আপনার লেখা পৌরুষ পড়ছি, পড়া শেষে বিস্তারিত জানানোর ইচ্ছা আছে। ) -যা দেখি তা-ই বলি...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

অরূপ এর ছবি
ছবিটা আঁকা জয়নুল আবেদীনের ------------------------------------- রামছাগলের সামনে, খচ্চরের পেছনে আর নিবোর্ধের ধারেকাছে না থাকাই শ্রেয়!
কনফুসিয়াস এর ছবি
আপনি বরং একটু রঙীন করে দিতে পারেন সাইটটা। -যা দেখি তা-ই বলি...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

মুহম্মদ জুবায়ের এর ছবি
অরূপ, পাথর-মুখো ছবিটাকে আলাদা করে দেখতে ভালো, কনফুসিয়াস যেমন বলেছেন। কিন্তু এখানে কতোটা উপযুক্ত, আমি তাই বলতে চেয়েছি। সত্যি বলি, লজ্জা দেওয়ার জন্যে বলা নয় অবশ্য। আবার কনফুসিয়াসকে উদ্ধৃত করি: যা দেখি তাই বলি। কনফুসিয়াস, 'পৌরুষ' পড়ছেন জেনে খুশি হলাম। মন্তব্য পেলে নিশ্চয়ই ভালো লাগবে।

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

আরিফ জেবতিক এর ছবি
আমার মনে হয় মাঝে মাঝেই সচলায়তনের খোল নলচে পাল্টানো ভালো হবে। গুগুল মাঝে মাঝে এই কাজ করে,ভালোই তো লাগে।
এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
আরেকটু আলোকিত হলে মন্দ হয় না। ড্রুপালের আইকন বদলে পাথর মুখো একটা ঢোকাতে হবে। ==== মানুষ চেনা দায়!
ভাস্কর এর ছবি
পাথর মুখ নিয়া আমার তেমন সমস্যা হয় না...তয় কিছু ফিচার এখনো ঠিক জুইতের হইতেছে না। যেমন লিংকের ব্যাপারটা যদি একটা বাটন ইন্টারফেইজে(?) থাকে তাইলে অনেক ইজি হয়, ইউজার ফ্রেন্ডলি হয়। ----------------------------------------------------- বরফখচিত দেশ ক্যান এতোদূরে থাকো!

স্বপ্নের মতোন মিলেছি সংশয়ে...সংশয় কাটলেই যেনো মৃত্যু আলিঙ্গন...

হাসিব এর ছবি
আমার ডিজাইন পছন্দ হইছে । নান্দনিকতার কোন ঘাটতি নাই এখানে ।সহসা পরিবর্তনের দরকার দেখি না ।
অমিত এর ছবি
ফন্ট,ফন্ট, ফন্ট
নিঘাত তিথি এর ছবি
পাথরমুখগুলো আমার খুব পছন্দের। "চিত্ত যেথা"টা আরেকটু বড় করা যেতে পারে। লেখার ফন্ট বড় করা এবং রঙীন করা, এগুলো ধীরে ধীরে ঠিক হবে বলেই মনে হয়। শুরুতেই যা পেয়েছি তাতে আমি খুশি। ও আচ্ছা, মিনমিন করে বলি, ছবি এবং লিংক দেয়াটা বাটন টিপলেই হয়, এরকম কিছু করা যায় না? --তিথি

----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

অরূপ এর ছবি
হতেই হবে, মুর্শেদ কি করে? এই ছেলে আছে ফাকির তালে! ------------------------------------- রামছাগলের সামনে, খচ্চরের পেছনে আর নিবোর্ধের ধারেকাছে না থাকাই শ্রেয়!
হাসান মোরশেদ এর ছবি
সুলতানের বলিষ্ঠ নারী-পুরুষগুলো কোথায়? -------------------------- আমি সত্য না হইলে গুরু সত্য কোনকালে?

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

হযবরল এর ছবি
লিংকু মিংকু গুলি বাটন দিয়া করতে পারলে জুইত হয়।
সৌরভ এর ছবি
সুলতানের নারী-পুরুষে এক ভোট। দেখলেই প্রাচুর্যের একটা অন্যরকম অনুভব বোধ করি সবসময়। ------ooo0------ বিবর্ণ আকাশ এবং আমি ..

আবার লিখবো হয়তো কোন দিন

হিমু এর ছবি
সচলায়তনের একটা নিজস্ব লোগো হলে কেমন হতো? কেউ কি আছেন ডিজাইন করে দিতে পারেন? সুজন চৌধুরী গেলো কই?
হাসিব এর ছবি
হিমু, লোগো মানেই চক্রাবক্রা কোন ডিজাইনে লেখা কিছু হতে হবে এমন কোন কথা নেই । মাইক্রোসফট এ্যাপল গুগলের লোগো সিম্পল টেক্সট । আমার মতে উপরে ডানদিকে "সচলায়তন চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির" লেখাটাকেই আমরা লোগো মনে করতে পারি । টিশার্ট, কাগজ ইত্যাদিতে ছাপা অবস্থায় কল্পনা করে দেখেন । খারাপ লাগে না ।
সুজন চৌধুরী এর ছবি
"সচলায়তন চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির" লেখাটাকেই আমরা লোগো মনে করতে পারি । আমি হীমুর সংগে এক মত, আপাতত টেকনিকাল problem গুলা ঠিক করা জরুরী
ধুসর গোধূলি এর ছবি
সচলায়তনের মোটারাম বাবু সবগুলাই কিন্তু ট্রিপল এক্স-এল সাইজের, কিন্তু ফন্ট গুলো দিছে চিনমিনা ধুসর আর শুভ ইশটাইলের। ব্যাপারটা বুইঝেন কইলাম জুবায়ের ভাই! ;) মন্তব্য মোছা যায় না মোটারাম বাবু! একটা কাঁচি-দা-বটি লাগাইয়া দিলে ভালো হতোনা! _________________________________ <স্বাক্ষর দিমুনা, পরে জমিজমা সব লেইখা লইলে!>
ধুসর গোধূলি এর ছবি
ও ভালো কথা, মোটারাম বাবুরা যতোদিনে টেকনিক্যাল এরর গুলো মেরামত করছেন ততোদিনে সুজন চৌধুরী একটা সুন্দর, নান্দনিক টেক্সট লোগো তৈরী করে ফেলুন না বরং! _________________________________ <স্বাক্ষর দিমুনা, পরে জমিজমা সব লেইখা লইলে!>
মুহম্মদ জুবায়ের এর ছবি
ধূ গো, মজার বিষয় এই যে সচলায়তনে এমন একজনও নেই যার সঙ্গে আমার চাক্ষুষ দেখা হয়েছে বা পরিচয় আছে। ছবিতে শো ম চৌ-কে দেখছি, সু চৌ-কে আংশিক। সুতরাং কারো চেহারা-স্বাস্থ্য সম্পর্কে কোনো ধারণা নেই (এইমাত্র জানলাম ধূ গো-র আকার-আকৃতি)। কার বয়স ২১ আর কার ৯১ - তা-ও জানি না। তবু কাউকে অচেনা মনে হচ্ছে না। সেটাই আসলে মজার।

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

হিমু এর ছবি
সহমত @ কয়েকজন। কিন্তু সুজন্দা, সবার আগে হীমু ঠিক করে হিমু করেন :D!
হিমু এর ছবি
আসলেই, সহশিরোনাম যদিও লেখা ভয়শূন্য চিত্ত, কিন্তু দেখলে মনে হয় মূল শিরোনাম সচলায়তনের সাইজ দেখে সে ভয়ে কুঁকড়ে চোট হয়ে আছে!
সৌরভ এর ছবি
জুবায়ের ভাই, আমার বয়স ৪৫ আর "হীমু" ভাই ১৭ ! ধূ.গো বোধহয় ৯১। ------ooo0------ বিবর্ণ আকাশ এবং আমি ..

আবার লিখবো হয়তো কোন দিন

ধুসর গোধূলি এর ছবি
আরেট্টু বাড়াইলে কী হয় ফ্র্যাগরান্স মিয়া? _________________________________ <স্বাক্ষর দিমুনা, পরে জমিজমা সব লেইখা লইলে!>
হযবরল এর ছবি
হাসিবের লগে একমত। তবে 'চিত্ত যেথা ভয়শূন্য র' রং সবুজ/নতুন পাতার সবুজ, হইলে ভালো হইতো।
সুজন চৌধুরী এর ছবি
হা! হা! হা! সরি "হিমু" আমি আসলে এখনো বাংলা ঠিকমত লিখটে পারিনা
হিমু এর ছবি
আপাতত পড়টে আর আঁকটে পারলেই হবে, মুহুহুহুহু ...। তবে প্লিজ, কেউ কোথাও থেকে "ঘুড়ে" আসবেন না। দোহাই লাগে।
আরিফ জেবতিক এর ছবি
আমড়া যেন আমাদের কবর টবর নেই। (আমরা যেন আমাদের খবর টবর নেই)
ইব্রাহীম ফয়সল এর ছবি

এখনতো প্রায়ই ব্যানার পাল্টে যাচ্ছে।

এখানে মনে হয় এই ব্যানারটা নিয়ে কথা হচ্ছে।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।