প্রথম আলো যা হারালো

মুহম্মদ জুবায়ের এর ছবি
লিখেছেন মুহম্মদ জুবায়ের (তারিখ: বুধ, ১৯/০৯/২০০৭ - ৮:০২অপরাহ্ন)
ক্যাটেগরি:

সর্বশেষ আলপিন/কার্টুন কাণ্ডে আরেকবার দেখা গেলো কী তুচ্ছ কারণে ধর্মান্ধরা ঘোঁট পাকাতে পারে। তারা এ দেশ ও সমাজকে ১৪০০ বছর পেছনে নিয়ে যেতে চায় যে কোনো প্রকারে।

কিন্তু এই ঘটনায়, বিশেষ করে প্রথম আলোর ভূমিকায়, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলো মুক্তচিন্তার ধারাটি।

ঘটনা এতোই তুচ্ছ যে প্রথম আলোর সবরকম যুক্তি ছিলো এই নন-ইস্যুর বিপক্ষে দাঁড়ানোর। অভিযুক্ত কার্টুন-গল্পটি যে একটি নির্মল শিশুতোষ পরিহাস তা একজন শিশুও বুঝবে। মোল্লারা বোঝে না তা নয়, কিন্তু তারা তো অজুহাতের সন্ধানেই আছে। স্পষ্ট ব্যাখ্যা দিয়ে প্রথম আলো বলতে পারতো, তথাকথিত আহত ধর্মানুভূতির সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, তা নেহাতই মোল্লা ও নির্বোধদের কষ্টকল্পিত।

উল্টে নতজানু হয়ে ক্ষমাপ্রার্থনা করে প্রথম আলো মুক্তচিন্তার পাঠকদের অপমান করার সঙ্গে সঙ্গে নিজেদের সামর্থ্যকেও অস্বীকার করেছে। পাঠকপ্রিয়তা এবং অন্যসব কানেকশন - যে কোনো বিচারেই প্রথম আলো এখন মোল্লাদের নাগালের বাইরে। যতোই বন্ধ করার দাবি করুক, প্রতিষ্ঠান হিসেবে প্রথম আলো-ডেইলি স্টারের বিরুদ্ধে কিছু করার ক্ষমতা তাদের নেই বলেই মনে হয়।

আর প্রথম আলোর এই ভূমিকায় সৎ ও সাহসী লেখক-সাংবাদিকরা হয়তো একটি ভরসার জায়গা হারালেন। হোক আরিফ ফ্রীল্যান্সার, তার পাশে দাঁড়ানো কাগজটির নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। পরবর্তীতে তার সম্পর্কে সতর্ক হওয়া বা ব্যবস্থা নেওয়ার বিষয়টি ঘরের ভেতরেই রাখা উচিত ছিলো। সুমন্ত আসলামের চাকুরিচ্যুতি বিষয়েও একই কথা। যে প্রতিষ্ঠান তার নিজস্ব কর্মীদের পাশে না দাঁড়িয়ে তাদের বাঘের মুখে ছেড়ে দিয়ে আসে, তাদের বর্তমান বা ভবিষ্যত কর্মীদের (সামগ্রিকভাবে সব সংবাদপত্রকর্মীই এর অন্তর্ভুক্ত হয়ে যান) ভরসার জায়গা আর কোথায় থাকে?


মন্তব্য

বিপ্লব রহমান এর ছবি

উল্টো নতজানু হয়ে ক্ষমাপ্রার্থনা করে প্রথম আলো মুক্তচিন্তার পাঠকদের অপমান করার সঙ্গে সঙ্গে নিজেদের সামর্থ্যকেও অস্বীকার করেছে।

ঠিক তাই।...আর ভরসার জায়গা এখন শুধু বন্দুকে।


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

মুহম্মদ জুবায়ের এর ছবি

সে ভরসার জায়গা যে আসলে কোনো ভরসা নয়, তা অচিরেই প্রমাণিত হবে।

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

দ্রোহী এর ছবি

আগেতো মতিউর সাহেবের নিজ পুটকি রক্ষার চিন্তা। ওটা বাঁচলে সুমন্ত আসলাম আর আরিফুর রহমানের কথা চিন্তা করা যেত।


কি মাঝি? ডরাইলা?

মুহম্মদ জুবায়ের এর ছবি

প্রাক্তন কমিউনিস্ট মতিউর রহমানের ব্যর্থতার পাশাপাশি আমি প্রতিষ্ঠান হিসেবে প্রথম আলো গোষ্ঠীর ব্যর্থতাকে অনেক বড়ো মনে করি।

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

সুজন চৌধুরী এর ছবি

ওরা সব হারিয়ে পেয়েছে 'মোহাম্মদ' উপাধি এখন থেকে ওরা
'মোহাম্মদ প্রথম আলো' তাই বা কম কিসে।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

মুহম্মদ জুবায়ের এর ছবি

ঠিক, মোহাম্মদ সুজন চৌধুরী। আমার নামের আগে কিন্তু ওটা আগেই আছে। সুতরাং আমি সাচ্চা। চোখ টিপি

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

সুজন চৌধুরী এর ছবি

কিজে হবে আমার?
নামের আগে তো মোহাম্মদ নাই!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

ইশতিয়াক রউফ এর ছবি

বাটপারের দল...

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

হুমম
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

আরিফ জেবতিক এর ছবি

এটা তো তাদের শ্রেনীচরিত্র।

মুহম্মদ জুবায়ের এর ছবি

যাবতীয় পাপস্খালনের একটা সুযোগ কিন্তু তাদের এসেছিলো। তাদের শক্তিটাকে তারা ব্যবহার করতে ব্যর্থ হলো। এর কাফফারাও তাদেরই গুনতে হবে।

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

আরিফ জেবতিক এর ছবি

পাপী কখনো সুযোগ নেয় না বস।

মুহম্মদ জুবায়ের এর ছবি

তবু আমাদের আশা জেগে থাকে - যদি ঘটে যায়!

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

হাসিব এর ছবি

আমার নামের ল্যাজে মাহমুদ লাগানো । মাহমুদ কথাটা কিন্তু মোহাম্মদ থিকা আইছে । খুউউব খিয়াল কৈরা কিন্তু । আমার নামের অপমান সহ্য করা হবে না ।

মুহম্মদ জুবায়ের এর ছবি

অপমানের কথা আসে কোত্থেকে? আপনারে তিনবেলা কুর্নিশ (এইটা কী ইসলামী?) করা হবে। চোখ টিপি

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

জ্বিনের বাদশা এর ছবি

মোল্লাদের আস্কারা দিয়ে দিল সরকার
এখন কি তারা জরুরী অবস্থা ভঙ্গের দায়ে গ্রেফতার করবেনা?

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

মুহম্মদ জুবায়ের এর ছবি

আমার তো সন্দেহ মোল্লাদের হাতে সরকারই গ্রেপ্তার হয়ে আছে!

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

অতিথি লেখক এর ছবি

কলি ঘোর কলি!!

তারেক এর ছবি

পুরা দেশের মুসলমানী এখন সময়ের দাবী! মোহাম্মদ বাংলাদেশ!
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

মুহম্মদ জুবায়ের এর ছবি

দরকার হলে রবীন্দ্রনাথ-নজরুল-জীবনান্দের নামের আগেও... হাসি

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

সৌরভ এর ছবি

প্রথম আলো অন্তত আমার সমর্থন হারিয়েছে।
মুহম্মদ ধুরন্ধর ওরফে মতি চোরারে ধরে না কেনো?



আমি ও আমার স্বপ্নেরা লুকোচুরি খেলি


আবার লিখবো হয়তো কোন দিন

মুহম্মদ জুবায়ের এর ছবি

ধরলে কোন বিষয়টির সুরাহা হবে বলে মনে করেন?

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।