মৌলবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী আলোর মিছিল

জাহামজেদ এর ছবি
লিখেছেন জাহামজেদ [অতিথি] (তারিখ: শুক্র, ২৪/০৯/২০১০ - ৯:৫৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

small

১৯৮৮ সালের ২৪ সেপ্টেম্বর মৌলবাদ বিরোধী আন্দোলন করতে গিয়ে সিলেটের রাজপথে শিবিরের সন্ত্রাসীদের হাতে নৃশংস ভাবে খুন হয়েছিলেন মৌলবাদ বিরোধী আন্দোলনের তিন যোদ্ধা মুনির তপন জুয়েল।

বাংলাদেশে হত্যা আর ষড়যন্ত্রের মাধ্যমে কিভাবে স্বৈরাচারী সরকারের পৃষ্ঠপোষকতায় মৌলবাদী ও জঙ্গি রাজনীতির বিস্তার হয়েছিল আগামী দিনের ইতিহাসে তা গুরু ...auto

১৯৮৮ সালের ২৪ সেপ্টেম্বর মৌলবাদ বিরোধী আন্দোলন করতে গিয়ে সিলেটের রাজপথে শিবিরের সন্ত্রাসীদের হাতে নৃশংস ভাবে খুন হয়েছিলেন মৌলবাদ বিরোধী আন্দোলনের তিন যোদ্ধা মুনির তপন জুয়েল।

বাংলাদেশে হত্যা আর ষড়যন্ত্রের মাধ্যমে কিভাবে স্বৈরাচারী সরকারের পৃষ্ঠপোষকতায় মৌলবাদী ও জঙ্গি রাজনীতির বিস্তার হয়েছিল আগামী দিনের ইতিহাসে তা গুরুত্বের সঙ্গে আলোচিত হবে। সেই আলোচনায় মুনির, তপন ও জুয়েল হত্যাকাণ্ডের ঘটনাটিও একটি আলাদা অবস্থান রাখবে। একটি প্রগতিশীল জনপদে মৌলবাদের উত্থান, শান্তির জনপদে একাত্তরের পরাজিত শক্তির বারবার হিংস্র ছোবল, খুনের রাজনীতির প্রচলন, বিচারকে বাঁধা দেওয়ার কৌশল, অভিযুক্তদের পুনর্বাসন- সব মিলিয়ে কেমন করে মৌলবাদ তার নখর প্রকাশ করে, সেই দৃষ্টান্ত সিলেটের মুনির, তপন ও জুয়েল হত্যাকাণ্ডের মাধ্যমেই ফুটে উঠেছে।

আজ দীর্ঘ ২২ বছর পর সিলেটে মৌলবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী সাংস্কৃতিক মোর্চা আয়োজন করে মৌলবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী আলোর মিছিল। শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় মৌলবাদ বিরোধী আন্দোলনে জামাত শিবিরের হাতে নিহত তিন যোদ্ধা মুনির তপন ও জুয়েলকে।

মুনির তপন জুয়েলের হত্যাকারীদের পুনর্বিচার এবং যুদ্ধাপরাধীর দ্রুত বিচারের দাবি জানিয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে কোর্ট পয়েন্টে গিয়ে আলোর মিছিল শেষ হয়।

auto

auto

auto

auto

auto

auto

auto

auto

auto

auto

_____________________________________________
১. সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি জ্বালিয়ে মুনির তপন জুয়েলের প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে।
২. শুরু হচ্ছে আলোর মিছিল।
৩. আলোর মিছিলে।
৪. মোমবাতি জ্বালিয়ে শিশুটি শ্রদ্ধা জানাচ্ছে।
৫. মৌলবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী প্রকাশনা যুযুধান হাতে ।
৬. আলোর মিছিলে এসেছিল তারা দুই বোন।
৭. যুযুধান পড়ছে পুলিশ।
৮. আশির দশকের জামাত শিবির ও মৌলবাদ প্রতিরোধ আন্দোলনের
অন্যতম নেতা জাকির আহমদ।
৯. আলোর মিছিলে যুযুধান ও মোমবাতি হাতে একজন
১০. আলোর মিছিল শুরু হওয়ার আগে মৌলবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী
কবিতা আবৃত্তি।


আপডেট

আজ ২৪ সেপ্টেম্বর ২০১১, সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বিকেল ৫টা থেকে মৌলবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী কর্মসূচী শুরু হবে গনসংগীত দিয়ে, তারপর আলোর মিছিল। একই সময়ে এই কর্মসূচী পালিত হতে যাচ্ছে হবিগঞ্জ, সুনামগঞ্জ, রংপুর সহ দেশের বিভিন্ন জায়গায়।
আলোর মিছিলে সহযাত্রী হতে শুভবোধসম্পন্ন সকলকে স্বাগত।


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

লেখাটা পড়ে সাহস পেলাম

কাজী মামুন এর ছবি

এখন থেকে প্রতি ২৪ সেপ্টেম্বরকে আমরা পালন করি মৌলবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী দিবস হিসেবে!
শহীদ দের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা!

=================================
"রঙিন কাফনে মোড়া উৎসুক চোখে
ছায়া ছায়া প্রতিবিম্ব দেখি
মানুষ দেখি না।।"

=================================
"রঙিন কাফনে মোড়া উৎসুক চোখে
ছায়া ছায়া প্রতিবিম্ব দেখি
মানুষ দেখি না।।"

অনুপম ত্রিবেদি এর ছবি

মৌলবাদ নিপাত যাক ... ... ...

===============================================
ভাষা হোক উন্মুক্ত

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

মৌলবাদ নিপাত যাক
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

অনিকেত এর ছবি

আহ, বহুদিন পর আমার শহরটা কে নিয়ে গর্ব করার মত কিছু খুঁজে পেলাম।
শুভবোধের এই আলো ছড়িয়ে পড়ুক সারা দেশ জুড়ে--

ফারুক হাসান এর ছবি

মৌলবাদ নিপাত যাক!

জুয়েইরিযাহ মউ এর ছবি

আজও সারা সন্ধ্যা সিলেটের এ হত্যা-কান্ড, জাসদের সবাই এখানে-ওখানে ছিটকে পড়া, সিলেটে প্রথম শিবিরের অস্ত্র হাতে মাঠে নামার ঘটনা নিয়ে রাঙ্গা আর মুকুল আঙ্কেলের সাথে কথা বলছিলাম...
দিন শেষে ভীষণ ক্লান্তি নিয়ে সচল খুলে এ পোস্ট দেখে প্রচন্ড ভালো লাগায় ভরে গেল মনটা...
আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া...
মৌলবাদ আর সাম্প্রদায়িকতামুক্ত হবেই সমগ্র বাংলাদেশ...

-------------------------------------------------------------------
নির্জলা নৈবেদ্য


-----------------------------------------------------------------------------------------------------

" ছেলেবেলা থেকেই আমি নিজেকে শুধু নষ্ট হতে দিয়েছি, ভেসে যেতে দিয়েছি, উড়িয়ে-পুড়িয়ে দিতে চেয়েছি নিজেকে। দ্বিধা আর শঙ্কা, এই নিয়েই আমি এক বিতিকিচ্ছিরি

জাহামজেদ এর ছবি

উনারা তো তখন মাঠের সৈনিক, তাদের মুখের কথাগুলোই এখন ইতিহাস...

__________________________________
মরণের পরপারে বড় অন্ধকার
এইসব আলো প্রেম ও নির্জনতার মতো
__________________________________

__________________________________
মরণের পরপারে বড় অন্ধকার
এইসব আলো প্রেম ও নির্জনতার মতো
__________________________________

তাসনীম এর ছবি

আজ দীর্ঘ ২২ বছর পর সিলেটে মৌলবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী সাংস্কৃতিক মোর্চা আয়োজন করে মৌলবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী আলোর মিছিল। শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় মৌলবাদ বিরোধী আন্দোলনে জামাত শিবিরের হাতে নিহত তিন যোদ্ধা মুনির তপন ও জুয়েলকে।

মৌলবাদ নিপাত যাক।

+++++++++++++++++++++++++++++++++++++++++
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

রণদীপম বসু এর ছবি

সেই দুঃসহ স্মৃতি !
দেখতে দেখতে প্রিয় শহরটা কেমন জান্তব অন্ধকারে তলিয়ে গেলো ! আজ মোমের আলোর উদ্ভাসনে রেঙে উঠুক ফের------

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

দেবজ্যোতি দাস দেবু এর ছবি

শিবির ও মৌলবাদ বিরোধী যুদ্ধের সাহসী সেনানী তিন যোদ্ধা তপন,মুনির ও জুয়েলের স্মৃতির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে আলোর মিছিলে আগত শত শত মানুষের ঢল প্রমাণ করেছে "হে সাহসী বীর সেনানীরা আমরা আজো তোমাদের ভুলি নি ভুলবো না ।আমরা ভয়কে জয় করতে জানি ।" এতে তপন,মুনির,জুয়েলের খুনিদের পুনঃবিচার এবং ২৪ সেপ্টেম্বরকে ঘাতক-দালাল বিরোধী দিবস হিসেবে ঘোষণা করার দাবি সমস্বরে উচ্চারিত হয়েছে বারবার ।

হিমু এর ছবি
হাসান মোরশেদ এর ছবি

একটা প্রচন্ড ভয়, একটা পাশবিক আতংক আঁকড়ে ধরে রেখেছিল এই শহরকে দীর্ঘ বাইশটি বছর। এই ট্রিপল মার্ডার একটা জনপদের প্রগতিশীল মনস্তত্বে যে গভীর ক্ষত তৈরী করেছিল- শামসুর রাহমানকে আসতে বাধা দেয়া, নামকরন বিরোধী আন্দোলন এসব ছিলো সেই ক্ষতের দাগ মাত্র।

এই ভয়কে জয় করা জরুরী ছিলো। আজকের এই উদ্যোগ হয়তো আয়োজন হিসেবে বড় কিছু নয়। কিন্তু এর ইঙ্গিত অনেক বিশাল। এই শহরের মানুষের ঘুরে দাঁড়ানোর, বাইশ বছরের ভয়কে জয় করার ইঙ্গিত এটি।

এর উদ্যোক্তা এবং অংশগ্রহনকারী সকলে বিশেষ করে যে নারীরা ট্যাবু ভেঙ্গে রাতের বেলা আলোর মিছিলে অংশ নিয়েছেন তাদেরকে সকলকে অভিবাদন।

জয়তু আলোর পথের যাত্রীরা

(ভিডিও যোগ করা হোক)
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

মামুন  [অতিথি] এর ছবি

জাগো বাহে কুনটে সবায় ......

সাফি এর ছবি

মৌলবাদ নিপাত যাক

অতিথি লেখক এর ছবি

মৌলবাদ নিপাত যাক

অনন্ত

বাউলিয়ানা এর ছবি

মৌলবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী আলোর মিছিলের সাথেই আছি।

মামুন [অতিথি] এর ছবি

সিলেটের জামাত শিবির মৌলবাদ বিরোধী আন্দোলনের অকুতভয় সৈনিক বন্ধু জাকিরের উপস্তিতি দেখে ভালো লাগলো ।।

অরিত্র অরিত্র এর ছবি

মৌলবাদ ও সাম্প্রদায়িকতার পক্ষশক্তি নিপাত যাক।

জ.ই মানিক এর ছবি

এই হোক সূচনা।

মৌলবাদ ও হায়েনারা নিপাত যাক।

তারেক অণু এর ছবি

শহীদদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা! তাদের আদর্শ বাস্তবায়ন করতে হবে আমাদেরই।
সারা বিশ্বের মৌলবাদ নিপাত যাক।

তাপস শর্মা এর ছবি

মৌলবাদ নিপাত যাক। এসো শান্তি, ঐক্য, ভালোবাসা শ্রদ্ধা

তানিম এহসান এর ছবি

বুক ভরে গেলো! জামাত শিবির নিপাত যাক! এরকম আরো অনেক জায়গায় শিবিরের হাতে নিহত হয়েছেন অনেক প্রগতিশীল মানুষেরা, সব জায়গায় ছড়িয়ে যাক এই আলো শ্রদ্ধা

বাংলামায়ের ছেলে এর ছবি

শ্রদ্ধা

কল্যাণF এর ছবি

মৌলবাদ নিপাত যাক শ্রদ্ধা

আশালতা এর ছবি

মৌলবাদকে ঘৃণা ঘৃণা ঘৃণা।

----------------
স্বপ্ন হোক শক্তি

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

সাফল্য কামনা করি।

মৃত্যুময় ঈষৎ এর ছবি

একদিন ঠিকি সব সংস্কার দূর হয়ে যাবে...........
এই দেশ আর পুরো পৃথিবী হয়ে উঠবে সম্পূর্ণ অসাম্প্রদায়িক, বিজ্ঞানমনস্ক, বর্ণবাদমুক্ত আর উদারতর!!!


_____________________
Give Her Freedom!

guest_writer এর ছবি

বৃহত্তর সিলেট আমার জন্মস্থান, যদিও আমি সিলেটী নই। জন্মস্থানের জন্য গর্ববোধ করছি।

আমাদের যৌবনে দেশটাকে একটি প্রগতিশীল জনপদ হিসাবে দেখেছি। প্রৌঢ়ত্বে এসে দেখছি ভয়ঙ্কর মৌলবাদী পদচারণা। এ প্রজন্মকেই এর বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। মৌলবাদ নিপাত যাক। মুক্তিযুদ্ধের চেতনার জয় হোক।

ধন্যবাদ আপনাকে, ইতিহাসকে তুলে আনার জন্য।

মন্তব্য : প্রৌঢ়ভাবনা

বন্দনা কবীর এর ছবি

এ আলো জ্বালিয়ে রাখো স প্রাণে... সব প্রাণে...

বন্দনা কবীর এর ছবি

এ আলো জ্বালিয়ে রাখো সব প্রাণে... সব প্রাণে...

মিলু এর ছবি

মৌলবাদের খ্যাতা পুড়ি। শুভবুদ্ধির জয় একদিন হবেই।

রোমেল চৌধুরী এর ছবি

মৌলবাদ নীপাত যাক!

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।