সে মানবীর জন্য

আলমগীর's picture
Submitted by alamgir on Wed, 12/11/2008 - 3:51am
Categories:

আমি যা খাই
পরি, হাতের কাছে তৈরি যা পাই
একটু আধট টুক-টাক যা গাই
সবই সে মানবীর জন্য।

যে কষ্ট দেয়
দিনশেষে তা শুষে নেয়
যে কষ্ট পায়
রাতশেষে তা ভুলে যায়।

বাঁচা ভিন্ন স্বপ্ন নাই
হবে, এও এক কথার লড়াই
জেতার কোন চেষ্টা তাই
দেখ কত তুচ্ছ নগণ্য।


আজকে নাকি ছড়া দিবস চলছে, তাই দিলাম একটা উড়াধুরা।


Comments

স্নিগ্ধা's picture

একি, আলমগীর, আপনিও ?!!!! অ্যাঁ

ইশতিয়াক রউফ's picture

কলিকাল, ঘোর কলিকাল। আমার মত ছন্দহীন সচলদের খেদানোর পায়তারা সব!

সংসারে এক সন্ন্যাসী's picture

সচলায়তন আজ ছড়ার দখলে হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

আকতার আহমেদ's picture

এক রাইতেই দেখি সচলায়তনে ক্যু হয়া গ্যাছে । পুরা ছড়ার দখলে । হাসি

কীর্তিনাশা's picture

আলমগীরও ছড়াকার
তাকে থামায় -
সাধ্য আছে কার বাবার!!

দেঁতো হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

দ্রোহী's picture
সৈয়দ নজরুল ইসলাম দেলগীর's picture

আমার ধারনা ছিলো আপনি আপাদমস্তক ভালো মানুষ...
এইবার ভুল ভাঙলো...
আপনে তো দেখি মানুষ না...
আস্ত একটা কবি... অ্যাঁ

তবে এইটা ছড়া না... কবিতা হইসে... (ছড়া আর কবিতার কি তফাত্ জিগাইলে উত্তর নাহি দেব)
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

আলমগীর's picture

উল্টাপাল্টা কী কন এগুলা?
কবিতাই টার্গেট ছিল, ছড়ার কাছাকাছি যাইতে পারলে চলে।

মুশফিকা মুমু's picture

বাব্বাহ ভাইয়া!!!! হাসি
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

অতিথি লেখক's picture

ও আল্লা ....... এমুন পোলাডারে ইন্দুরে খাইলো হো হো হো

মিল্লা কোবতে আর ছড়া রে
গিল্লা খাইছে সবতেরে দেঁতো হাসি

(আম্মো বাদ যাইনাই) হাসি

আলমগীর's picture

এই অতিথি কেডা?

অতন্দ্র প্রহরী's picture

আলমগীর ভাই, আপনার ভেতর তো দারুন কবিতা লেখার প্রতিভা আছে! সত্যিই ভালো লিখসেন। চলুক

"ছড়া দিবস"-এ ভিন্নমাত্রা যোগ করলো আপনার এই কবিতা... হাসি

আলমগীর's picture

আরো লেখতেসি দাড়ান। হাসি

রণদীপম বসু's picture

ভিত্রে এমুন কোবতে দিয়া
বাইরে দিছে ছড়ার প্যাক,
মানি না মানুম না
করছে ছড়া হাইজ্যাক !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

আলমগীর's picture

ও রণদা
এইটা যে ছড়াই লিখছি অমন কথা তো কইনাই। খালি কইছি ছড়া দিবস, তাই উড়াধুরা দিলাম কিছু একটা। ছড়া, কবিতা যেইটা মিলে।

কনফুসিয়াস's picture

আররে! বিরহ সত্যিই বড় ভাল জিনিস, সবাইকে কবি করে দ্যায়!
হো হো হো
-----------------------------------
তুমি যা জিনিস গুরু আমি জানি, আর কেউ জানে না

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

আলমগীর's picture

আপনি কন কবি হওয়া ভাল, নজরুল ভাই কয় ভিন্ন কথা। কোনটা ঠিক?

Post new comment

The content of this field is kept private and will not be shown publicly.