ফটোব্লগ - স্বপ্নের অবসাদ ( হেঁজি-পেঁজি ছবি কাব্য সিরিজ -৪)

অনুপম ত্রিবেদি এর ছবি
লিখেছেন অনুপম ত্রিবেদি (তারিখ: সোম, ০৯/১১/২০০৯ - ১:৫১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

DSC_4473_Final

সুদূর দূরে হারিয়ে যাওয়া নীল দিগন্তের আলোতে হেঁটে চলে গেছি
কতো পথ-কোন এক অজানা পৃথিবীর রূপকল্পে আর সীমাহীন মাদকতায়
অবাধ-অসীম স্বপ্ন গুলোকে বুকে করে কেটে গেছে
কতো না প্রহর, হারিয়ে গেছে কতো বেলা-অবেলা।
আজও সেই সুর বাজে - যার কলতানে এক হয়ে
সময়ের আগে - সময়ের স্বপ্ন গুলোকে গিয়েছি বুনে।

DSC_4684_Final

আজও কি ফিরে আসে তারা? আজও কি সেই রোদ
খেলা করে মাঠে - ঘাসে - ফড়িংযের ঘরে?
সেই দুরন্ত সময়ের শিশির ভেজা গানে?
উজ্জ্বল সবুজের নিড়ে, আলোয়-আলোয় ভরে
বন্ধুরা সব - হাতে হাত -
কি এক নিপুন বুনটের স্বপ্নকে বুকে করে!

DSC_5539_Final

সেই সময় ডাকে - পিছু ফিরে, যেই পথ এসেছি ফেলে
- ভেজা পাতা আর শালুকের ঘ্রাণে।
যেতে যেতে অনন্তের পথে মনে হয় যেন
ধীরে ধীরে যাচ্ছি পেছনে -
সেই ফেলে আসা কোমল ছেলেবেলার রঙ্গীন আলোতে।
এসেছি আজ স্বপ্নের হাতে ধরা দিতে,
যেই স্বপ্নে মানুষ 'সূখী জীবন' এর রঙ নিয়ে বেঁচে থাকে
এক নির্জীব কোকুন হয়ে এই রংহীন পৃথিবীর বুকে।

DSC_4444_Final_NR

বেঁচে আছি এই ধূলোমাখা জীবন নিয়ে -
স্বপ্নেরা নিশাচর হয়ে যেমন বেঁচে থাকে
নীদ্রাহীন কোন যন্ত্রের মস্তিস্কে।
ভেতরের এক অতৃপ্ত ক্ষুধা বুকে আজও চেয়ে থাকি -
সেই সুদূরের নীল দিগন্তের আলোতে,
যেখানে ফেলে এসেছি অজানা পৃথিবীর রূপকল্প
আর দূরন্ত সময়ের শিশির ভেজা গান।
উজ্জ্বল সবুজের নিড়ে, আলোয়-আলোয় ভরে
বন্ধুরা সব - হাতে হাত -
কি এক নিপুন বুনটের স্বপ্নকে বুকে করে!

ভোরের শিশিরের বিন্দু বিন্দু জলে বয়ে চলে
সীমাহীন কোন সময়ের নদী - হারিয়ে যাওয়া
স্বপ্ন-সাধ-অশ্রুকে সঙ্গী করে - চির জনমের তরে।

DSC_5565_Final

-------------------------------------------------------------------------
[ কবিতাটি Pink Floyd -এর High Hopes গানটির ছায়া অবলম্বনে লিখিত। প্রত্যেকটি ছবি-ই Single File HDR করা। ছবি গুলো কিশোরগঞ্জে আমার গ্রামের বাড়িতে তোলা ]


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

ছবি গুলো কি আরেকটু বড় করে দেয়া যায়? কবিতা টা সুন্দর হইছে।

স্বপ্নদ্রোহ

অনুপম ত্রিবেদি এর ছবি

ধন্যবাদ, আমি সাধারণত ওয়েবে ছবি বড় করে আপ করিনা। চারদিকে চোরের যেই উতপাত।

-----------------------------------------------------
সকলই চলিয়া যায়,
সকলের যেতে হয় বলে।

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

সাইফ তাহসিন এর ছবি

অসাধারন হয়েছে। তবে ফ্লিকার বা পিকাসাতে দিলে আরো বড় আকারে দিতে পারতেন। আর হাই হোপস ব্যাপক ভালু পাই, তাই আপনার লেখায় লক্ষ তারা।

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদ্বপি গরীয়সী

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

অনুপম ত্রিবেদি এর ছবি

অনেক বেশী ধন্যবাদ লক্ষ তারার জন্য।

ফ্লিকারে ছবি আপাইতে মঞ্চায়না। খারান, পরের বার থিক্কা পিকাসাতে আপামু।

আমি হুদা হাই হোপস না, পুরা পিঙ্ক ফ্লয়েডরেই কশা ভালা পাই।

-----------------------------------------------------------
সকলই চলিয়া যায়,
সকলের যেতে হয় বলে।

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

অতিথি লেখক এর ছবি

সাধারণ ছবিকাব্য নয় হে ভায়া! চমৎকার হয়েছে। (ছবিগুলো কিশোরগঞ্জের কোন গ্রামের তা'তো বললেন না। আমার বাড়িযে বেলংকা, তাড়াইল।)--------
এস হোসাইন
m.sarwarh@yahoo
--------------------------
"মোর মনো মাঝে মায়ের মুখ।"

অনুপম ত্রিবেদি এর ছবি

আররে দিশী ভায়া যে। গ্রামটা হলো টামনি, করীমগঞ্জ। আমার বড় বুইনের হশুর বাড়ী হইলো তাড়াইল।

অনেক ধন্যবাদ।

---------------------------------------------------------------
সকলই চলিয়া যায়,
সকলের যেতে হয় বলে।

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

উজানগাঁ এর ছবি

তুমি তাইলে বেঁচে আছো !!! ছবি এবং কবিতা মিলিয়ে তুমি একটা ঘোর তৈরী করেছো অনেকটা ফ্লয়েডের মতই। হাসি

ইদানিং ছবিতে কনট্রাস্ট কম দেখতে পাচ্ছি। ৩ নং ছবিটা ভালো লেগেছে। ইস্নিপ্সে আপলোড করার কারণে পিক্সেলগুলো কেমন ফেটে গেছে। ফ্লিকারে আপ দাও না কেন?

অনুপম ত্রিবেদি এর ছবি

হুম, বাঁইচা আছি জনাব। তুমিতো পুরা ছচল হয়া গেলা, কনগ্রেটস। জানইতো আমি ফ্লয়েড একটু বেশিই খাই। আর ইদানিং এতোই বেশি খাইতাছি যে, পুরা দুইন্না থিক্কা আলগা হয়া গেছিগা।

ছবিতে কম কন্ট্রাস্টের কারণ হইলো - নিরীক্ষা করতাছি। আমার আর ফ্লিকারে আপাইতে মঞ্চায়না।

---------------------------------------------------
সকলই চলিয়া যায়,
সকলের যেতে হয় বলে।

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

ওডিন এর ছবি

অসম্ভব ভালো 'ছবিতা'। আর তিন নম্বর ছবিটা অসাধারণ।
---------------------------------------------
ফুল ফোটে? তাই বল! আমি ভাবি পটকা। চিন্তিত

ভুতুম এর ছবি

ছবিতা নামটা ভালো হয়েছে। হাসি আর ছবিতাটাও ভালো হয়েছে।

-----------------------------------------------------------------------
সোনা কাঠির পাশে রুপো কাঠি
পকেটে নিয়ে আমি পথ হাঁটি

-----------------------------------------------------------------------------
সোনা কাঠির পাশে রুপো কাঠি
পকেটে নিয়ে আমি পথ হাঁটি

অনুপম ত্রিবেদি এর ছবি

ধন্যবাদ।

তিন নম্বর ছবিটা তুলতে গিয়া নিজে পানিতে কইশ্যা চুবা খাইছিলাম, তাই মনে হয় ভালা হইছে।

----------------------------------------------------------
সকলই চলিয়া যায়,
সকলের যেতে হয় বলে।

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

জুয়েইরিযাহ মউ এর ছবি

ছবি-কাব্য চমৎকার, দারুণ।

-----------------------------------------------------------
জানতে হলে পথেই এসো, গৃহী হয়ে কে কবে কি পেয়েছে বলো....


-----------------------------------------------------------------------------------------------------

" ছেলেবেলা থেকেই আমি নিজেকে শুধু নষ্ট হতে দিয়েছি, ভেসে যেতে দিয়েছি, উড়িয়ে-পুড়িয়ে দিতে চেয়েছি নিজেকে। দ্বিধা আর শঙ্কা, এই নিয়েই আমি এক বিতিকিচ্ছিরি

অনুপম ত্রিবেদি এর ছবি

ধন্যবাদ, মউ।

----------------------------------------------------------
সকলই চলিয়া যায়,
সকলের যেতে হয় বলে।

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

নীড় সন্ধানী এর ছবি

ঘোর লাগা কবিতা!! হাসি

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
সেই সুদুরের সীমানাটা যদি উল্টে দেখা যেত!

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

অনুপম ত্রিবেদি এর ছবি

অনেক ধন্যবাদ। আসলে হাই হোপস গানটা এতো বেশি ভয়াবহ ঘোরের যে প্রায় ৫-৬ মাস মাথার কয়েকশ চুল ছিড়ে এই কোবতেটা নামিয়েছি। জানি, তেমন কোন সুখাদ্য হয়নি, তবুও 'ঘোর' লেগেছে জেনে খুশি হলাম।

----------------------------------------------------------
সকলই চলিয়া যায়,
সকলের যেতে হয় বলে।

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আমি এইচডিআর করা শিখতে চাই... আছেন কোনো মুমিন ভাই?
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

উজানগাঁ এর ছবি

এইচডিআরের জন্যে সবচেয়ে বড় মুমিন আমাদের অরূপ দা। তার সাথে যোগাযোগ করেন।

অনুপম ত্রিবেদি এর ছবি

এইচডিআর শিখ্যা কি করবেন? এদেশী ফুটুগ্রাফাররা তো এখনো এইটারে কোনমতেই "ফটোগ্রাফি" মনতে নারাজ। সবাই এইটারে Highly Post Processed Image বইলা মন্তব্য করে আর খুবই বাঁকা চোখে তাকায়। কিন্তু মজার বিষয় হইলো শুধু Post Processing -ই না, Pre Processing টা ঠিক না হইলে হাজার যাতা-যাতি করলেও ভালো কোন কিছু আসবো না।

তবে আমি এখনো জিনিশটা ঠিক জানিনা। শাওন ঠিক বলছে - অরূপ ভায়ার সাথে একটা সিটিং মারেন, কামে দিবো।

-----------------------------------------------------------------
সকলই চলিয়া যায়,
সকলের যেতে হয় বলে।

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

অনিন্দ্য রহমান এর ছবি

শেষেরটা সবচে ভালো লাগসে। কিন্তু ইস্নিপ্সে বইলা ঝাপসা নাকি ?


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

অনুপম ত্রিবেদি এর ছবি

ধন্যবাদ। ঝাপসা হওয়ার কারণ হতে পারে যে আমি 80 DPI-এ আপ করেছি। চুরি ঠেকাতেই এগুলো করা আর কি !

-------------------------------------------------------
সকলই চলিয়া যায়,
সকলের যেতে হয় বলে।

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

অতন্দ্র প্রহরী এর ছবি

সুন্দর লাগলো। কিন্তু এতো কম ছবি কেন? 'ফটোব্লগ' দেখলে স্বাভাবিকভাবেই প্রত্যাশা থাকে যে কমপক্ষে খান দশেক ছবি থাকবে।

আরো লিখুন..

অনুপম ত্রিবেদি এর ছবি

ধন্যবাদ।

আসলে ছবি কম হবার কারণ হলো এই ছবি গুলো Pink Floyd-এর High Hopes থিমের সাথে মিল রেখে তুলেছি। আমার প্রিয় কিশোরগঞ্জ নিয়ে একটা ব্লগ লিখার ইচ্ছা আছে, ওখানে অনেক ছবি দেবো আশা করি।

---------------------------------------------------------------------
সকলই চলিয়া যায়,
সকলের যেতে হয় বলে।

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

অতিথি লেখক এর ছবি

অপেক্ষাতে রইলাম

জলপুত্র তথাস্থু,

আহির ভৈরব এর ছবি

আজকে করা সবগুলি মন্তব্যই একই শোনাচ্ছে। কিন্তু কী আর করা যাবে, এতগুলি ভয়ানক সুন্দর সুন্দর সব ছবির পোস্ট! খুব খুব ভালো লাগলো।
-----------------------------------------------------
আর কিছু না চাই
যেন আকাশখানা পাই
আর পালিয়ে যাবার মাঠ।

-----------------------------------------------------
আর কিছু না চাই
যেন আকাশখানা পাই
আর পালিয়ে যাবার মাঠ।

সাফি এর ছবি

ধারুন

অতিথি লেখক এর ছবি

জটিল কিছু ছবি দেখলাম
সকাল টা ভালো হইয়া গেল
পিঙ্ক মামা বাইচা থাকলে জবর মজা লইত

বেঁচে আছি এই ধূলোমাখা জীবন নিয়ে -
স্বপ্নেরা নিশাচর হয়ে যেমন বেঁচে থাকে
নীদ্রাহীন কোন যন্ত্রের মস্তিস্কে।

বুকে ধাক্কা দিছে

জলপুত্র তথাস্থু,

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।